নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোমার কষ্ট গুলো... (গান)

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৫


বন্ধু তোমার কষ্ট গুলো
খরস্রোতা নদীর মতো,
ভাঙছে দুকূল ভাসছে আমার
হৃদয়ের ভূমি।।
তুষের আগুন বুকের ভিতর
চক্ষু জলে হয় না শীতল।।
মনের যতো স্বপ্ন আশা
সবি গেলো ভাসি।।

কত দিনের কত স্মৃতি
জমা আমার বুকে,
একবারও কি হয়'না তোমার
পাষাণ ওই মনে।।
ভাসি আমি চোখের জলে
নিত্যদিনি তোমায় ভেবে।।
মরণ ছাড়া কষ্ট আমার
শেষ হবে না জানি।।

দুঃখী যারা এই জীবনে
আমিই সবার সেরা,
লাভ কি বলো বেঁচে থেকে
বন্ধু তুমি ছাড়া।।
ওই দুটি হাত রেখে হাতে
বলেছিলে থাকবে সাথে।।
সব কিছুই কেমন করে
ভুলে গেলে তুমি।।

গান- বন্ধু তোমার কষ্ট গুলো খরস্রোতা নদীর মতো
কথা ও সুর : Naim Jahangir Noyon

আমি কোন শিল্পী নই। গানে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। গান ভালোবাসি, গান শুনি, মুখস্থ করি, শিল্পীর সুরে নিজেও গাই একা একা। সেই থেকেই আমার গান লেখার চেষ্টা। সুর যাতে ভুলে না যাই, সেজন্যই নিজে খালি গলায় গেয়ে সংরক্ষণ করে রাখা মাত্র।

(ছবি নেট সার্চে পাওয়া)

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৭

ওমেরা বলেছেন: অসম্ভব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পড়ে দারুণ উৎসাহ পেলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

অনেক অনেক ভালোবাসা জানবেন। শুভকামনা রইল।

২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

গেম চেঞ্জার বলেছেন: ভাল, কিন্তু সুখের গান চাই! কেবল দুঃখের গান গাইলে চলবে না। :|

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল জেনে উৎসাহিত হয়েছি ভাই। প্রেরণা পাইলাম।

সুখের গানও দিবো আশা করি, দোআ করবেন।

অনেক অনেক শুভেচ্ছা জানবেন, ভালোবাসা সবসময়।

৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৫

ধ্রুবক আলো বলেছেন: গেম চেঞ্জার ভাইয়ের কথায় একমত।
হাস্যরস বোধও থাকা দরকার, তবে লেখা ভালো হয়েছে।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গেম ভাইয়ের সাথে আমিও আশা প্রকাশ করছি ভাই। সুখের গানও লিখবো, চেষ্টা করবো। দেখি হাস্যরস কিছু পারি কিনা, চেষ্টা করবো ভাই। আপনাদের প্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।

অনেক অনেক ভালোবাসা রইল ভাই, শুভকামনা সবসময়।

৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৭

তোমার জন্য মিনতি বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল।
সুখের গান হলে কিন্তু মন্দ হবে না ভাই।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভাই। দোআ করবেন, সুখের গানও লিখবো, চেষ্টা করবো।

শুভকামনা সবসময়, ভালোবাসা জানবেন।

৫| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কী নয়ন ভাই! এবারতো জাকা নাকা হইছে। গলা বেশ ওদাস। গাওয়া গান গুলো সংগ্রহ রাখবেন। কোন মিউজিশিয়ান টিমে পুণ গেয়ে সুর, তাল, লয় ঠিক করে নিলে একদিন এই গানগুলো হবে আরো সুন্দর। এমনিতে আপনার গলা বড়ই দরাজ।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, সংগ্রহে রাখতেই খালি গলায় গেয়ে সুর ধরে রাখছি। নয়তো পরে সুর আর মনে থাকেনা, তখন বেজাল লাগে নিজের গানই।

আমার সমস্যা হচ্ছে আমি হারমুনি বাজাতে পারিনা, তাই তাল লয় উচু নিচু কিছু বুঝি না গানে। তেমন সুযোগ হয় না যে কোন ওস্তাদ ধরে কিছু শিখবো। যাযাবরি জীবন ভাই!!

দোআ করবেন ভাই।
ভালোবাসা জানবেন সবসময়।

৬| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংলার কবি, বাংলার গায়কেরা বেশী বেশী বিরহের মাঝে আছে; ভালোবাসায় সুখী কে তা'হলে?

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বলেছেন।
ভালোবেসে সুখি মানুষ তো আমি দেখলাম না তেমন।

বাংলার মানুষের মনে মায়া বেশি তো, কষ্টের শুনেই মায়া দেখায়, তাই শিল্পী কবিরা মায়া খুঁজে হে হে হে।

মন্তব্যে আসায় ভালো লাগলো। ভালোবাসা সবসময়।

৭| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই আপনার আগমনে, অনেক অনেক প্রেরণীয় আপনার মন্তব্য।

শুভকামনা জানবেন সবসময়।

৮| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে +++

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব আনন্দিত ও উৎসাহিত ভাই আপনার মন্তব্য পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামী দিনগুলিতে।

অনেক অনেক ভালোবাসা জানবেন, শুভকামনা সবসময়।

৯| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৭

উম্মে সায়মা বলেছেন: আপনার গান শুনলাম। কথা ও সুর দুটোই ভালো লেগেছে। :)

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৩:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহ আর সাহস পেলাম মন্তব্য পড়ে। ভালো লাগাটুকু আমাকে অনুপ্রাণিত করবে আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল।

১০| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫১

অচিন্ত ব্যানার্জী বলেছেন: অসম্ভব ভাল লাগল

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দ ও উৎসাহিত হলাম দাদা। প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন। শুভকামনা

১১| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৭

নীলপরি বলেছেন: গান আর গানের সুরটা খুব ভালো লাগলো ।

শুভকামনা ।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি শুনেছেন জেনে আনন্দিত হয়েছি আপু। প্রেরণা থাকবেন সবসময়।

অনেন অনেক শুভেচ্ছা জানবেন। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.