নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির রিনিঝিনি ছন্দে...(গান)

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৬


এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে
আজ মন নাচে আনন্দে।।
এই আনন্দ হাসি ভরা
গান আর উল্লাসে
তোমার ছোঁয়া আছে মিশে।।
এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে।।
আজ মন নাচে আনন্দে।

খোলা রাখো তোমার মনের দ্বার,
নেই আজ এই চোখে কোনই লাজ।।
ভালোবাসা আর প্রেমের ছোঁয়ায়
রাঙিয়ে দেবোই আজ মন তোমার।
ওগো মধু ভরা এই রাতে
অঙ্গে অঙ্গে
মিশে যাবো তোমাতে।।
এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে।।
আজ মন নাচে আনন্দে।

ওই চাঁদ হারালো মেঘের ভিড়ে,
আলো হয়ে আছো তুমি এই মনে।।
আলোকিত ভুবন তোমায় ভেবে,
মন বাতায়নে যেনো দোলা লাগে।
তুমি চাঁদ তারা সূর্য
পূর্ণিমা জোছনা
আমার মনের আকাশে।।
এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে।।
আজ মন নাচে আনন্দে।

গান : এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

গতরাত দু'টার পরে যখন বৃষ্টি শুরু হয় তখনও আমি জেগে আছি। বৃষ্টির শব্দ আমার ভালো লাগে। তখন মনের অজান্তেই দুটি লাইন সুর হয়ে বের হয়। সেই দুই লাইকে একটা গানে রূপান্তরিত করতে পেরেছি আজকে। গান সম্পর্কিত কোন ভালো অভিজ্ঞতা আমার নেই। ভালো লাগা থেকেই চেষ্টা। সুর ধরে রাখতেই খালি গলায় গেয়ে রাখলাম গানটি।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ চমৎকার! আরেকটি লিরিক হয়ে গেল মনে হয় নয়ন ভাই! সুন্দ ছন্দের ঝংকার। ভাল লাগল।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি তো ভাই, ছন্দ তাল তেমন বুঝি না, তবুও গেয়ে রাখলাম সুর ধরে রাখতেই। আপনার কাছে ভালো লাগা জেনে আনন্দিত হলাম, প্রেরণা পেলাম আগামী দিনের।

ভালোবাসা হয়ে থাকবেন ভাই। শুভকামনা রাখি সবসময়।

২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:০২

শূন্যনীড় বলেছেন: সুন্দর গান, গেয়েছেনও চমৎকার +++++

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য প্রেরণা দিয়ে গেলেন ভাই।
ভালোবাসা হয়েই পাশে থাকুন।
শুভকামনা জানবেন সবসময়।

৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০

ধ্রুবক আলো বলেছেন: মন আনন্দে নাচুক সবসময় ++
শুভ কামনা....

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, একটু আনন্দ খুঁজেছি ভাই। দোআ করবেন। আপনার মন্তব্যে অনেক অনেক প্রেরণা পেলাম ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৪| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগল আজও। চালিয়ে যান অবিরত।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় পাশে থাকায় কৃতজ্ঞতা জানবেন ভাই। আপনারাই আমার প্রেরণার উৎস। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৫| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ কি নিজের ভাবনাকে গানে রুপান্তরিত করতে পারেন?

১০ ই মার্চ, ২০১৭ ভোর ৫:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশ্নের উত্তরটি কঠিনই মনে হচ্ছে আমার কাছে।

তবে হ্যা, আপনার কাছে যখন গান মনে হয়েছে, তাহলে কিছুটা সফল হয়েছি, গানই হয়েছে হয়তো।

আমার মতো সাধারণ গুলো পারেন হে হে হে। দোআ করবেন, যেন আরেট্টু ভালো করতে পারি।

ভালোবাসা জানবেন

৬| ১০ ই মার্চ, ২০১৭ রাত ২:১৬

ওমেরা বলেছেন: Excellet হয়েছে ভাইয়া ।

১০ ই মার্চ, ২০১৭ ভোর ৫:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও প্রেরণা পেয়েছি আপু।

শুভেচ্ছা ও ভালোবাসা সবসময়।

৭| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি একই সাথে গীতিকার, সুরকার ও গায়ক হয়ে গেছেন। কংগ্র্যাচুলেশন।

ধন্যবাদ নয়ন।

১০ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন।।
না না গুরু, আমি ওগুলো হওয়ার যোগ্য নই। সারাদিন বসে থাকি, মনের উতাল পাতাল ভাবটুকু ধরে রাখার চেষ্টা মাত্র।

অনেক অনেক প্রেরণা দিয়েগেলেন গুরুজ্বী। আমাকে অনুপ্রাণিত করবে সবসময় আপনার প্রশংসাটুকু।

অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইল প্রিয় হেনা ভাই।

৮| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬

অরুনি মায়া অনু বলেছেন: বাহ চমৎকার গেয়েছেন। আপনার এই গুণটির সম্পর্কে আজ জানা হল :)
অসংখ্য ভাল লাগা রেখে গেলাম।

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হলাম আপু। অনেক অনেক প্রেরণা পেলাম আপু গানটি শুনেছেন জেনে। আমার আগামী দিনগুলোতে অনুপ্রেরণা হয়ে থাকবেন।

অনেক অনেক শুভেচ্ছা আর শ্রদ্ধা ভালোবাসার সাথে।

৯| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এর নাম নয়ন সংগিত

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হাসলাম হে প্রিয়। আমার প্রতি আপনার আন্তরিক স্নেহময় ভালোবাসা সবসময় মুগ্ধ করে।

নয়ন সঙ্গীত না ভাই, নয়নের গান গান বলতে পারেন। আমি সঙ্গীত এর কিছুই বুঝি না।

অনেক অনেক ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.