নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কত অাশা দিলি মনে
ঘর বাঁধিবি আমার সনে।।
সবকিছু আজ ভুলে গেলি
করলি আমায় পর...
তোর প্রেমের এই,
বড় কঠিন ফল...
কষ্টে পুড়ে অন্তর আমার,
চোখে নীরব জল...।।
মনের যতো স্বপ্ন আশা
তোকেই ঘিরে...
মন ভেঙে গেলিরে তুই
পরেরি ঘরে...।।
মনে আমার দারুণ ব্যথা
এমন কষ্ট যায় কি ভুলা।।
তোকে ছাড়া আমি এখন
বাঁচি কেমনে বল...
একটি দিনও চলতো'না তোর
না দেখে আমারে
সেই আমাকে কেমন করে
থাকিস'রে ভুলে।।
কেমনে হলি এতো পাষাণ
কেড়ে আমার জাতি কূল মান।।
তোকে ভালোবেসে আমার
শূন্য মনের ঘর...
গান : চোখে নীরব জল....
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি আমার লেখা গানগুলি নিজের সুরে নিজের খালি গলায় গেয়ে রাখি সুর ধরে রাখতেই। অনেকেই পাগল ভাবে, পাগল মনে করে। আমি কিছু মনে করিনা, কারণ, পাগল না হলে কোনকিছুই বর্তমান সমাজে করা যায় না। আমি কোন শিল্পী বা সুরকার বা লেখক গীতিকার নই। এ আমার সাধারণ চেষ্টামাত্র, পাগলামিও ভাবতে পারেন। যদি কখনো এই পাগলের গান কারো ভালো লাগে, গায়, তবেই এই পাগলের পাগলামী সার্থক। জানি কেউ আমার এইসব সস্তা গান পছন্দ করবে না গাইতে, তবুও নিজের কাছে থাকলে তো আর ক্ষতির কিছু নাই। স্মৃতি হয়েই থাকুক আমার।
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার সবসময়ই বুক চিরিয়া যায় ভাই!!! তাই তো মাঝেমধ্যে গানের মাধ্যমে প্রকাশ করি।
সহমর্মিতা দেখানোর জন্য কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভেচ্ছা ও অভিনন্দন আমার ব্লগ বাড়িতে।
২| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর গানের কথাগুলি সুন্দর,
সুর শুনতে পারলে ভাল লাগত ।
গান একটা শুনেছিলাম
যা এরকম ছিল:
আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া
নয়নের জলে করিলাম কালি
কলিজা ছিড়িয়া , লিখন লিখিয়া
পাঠাইলাম বন্ধুর বাড়ী ।
শুভেচ্ছা রইল
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনেক অনেক উৎসাহিত হলাম, অনেক প্রেরণা পেলাম ভাই।
সুর দিতে একটু দেরি হলো, কারণ, আমি একসাথে লিঙ্ক দিতে পারিনি, পরে এনে দিতে হয়েছে। এখন দিয়েছি ভাই, সুর একবার দেখে নিবেন সময় করে, অনেক প্রেরণা পাবো।
আপনার গানটা অনেকদিন আগে শুনেছিলাম ভাই। খুব বিরহের গান, সম্ভবত ছায়াছবির গান এটি। খুব ভালো একটা গান মনে করিয়ে দিলেন ভাই, কৃতজ্ঞতা রইল।
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনগুলিতে। শুভকামনা জানবেন ভাই।
৩| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
ওমেরা বলেছেন: ভালবাসার মানুষের জন্য এত কষ্ট আপনার লিখা না পড়লে, গান গুলো না শুললে জানাই হত না ।
প্রায় ৪
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যথেষ্ট বলেছেন আপু, ভালোবাসার মানুষের জন্য কষ্ট সবার মনেই আছে কম বেশি। কেউ মনে চেপে রেখে তিলে তিলে কষ্ট অনুভব করে। কেউ বা আমার মতো পাগলামী করে প্রকাশ করে শান্তি পায়। আমি কষ্ট গুলো প্রকাশ করে হাল্কা হই। অনেকদিন চেপে রেখেছি মনের ভিতর, এবার ভাবছি চেপে রেখে আরও কষ্ট বেশি, তারচেয়ে এভাবে প্রকাশ করে মুক্ত থাকাই ভালো।
'প্রায় ৪' এটুকু যে বোঝলাম না আপু ?
৪| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনার লিরিকগুলো মোটামুটি একই রকম হয়ে যাচ্ছে!
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি আসলে গানের সুর সম্পর্কে তেমন কিছুই জানিনা। যা লেখি তা কোনরকম একটা সুর করে নিজে গাওয়ার চেষ্টা মাত্র। আমাকে আরও অনেক কিছু শিখতে হবে। দোআ করবেন, আমি চেষ্টা করি নতুন কিছু করতে।
মন্তব্যে পেয়ে আনন্দিত ও অনেক অনেক অনুপ্রাণিত হই।
শুভকামনা রইল।
৫| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
ওমেরা বলেছেন: সরি ভাইয়া আমি একটা লিখা লিখতে ছিলাম সেটা এখানে এসেছে খেয়াল করি নাই ।
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আরে না আপু এতে সরি বলার কিছু নেই। এখন বুঝতে পারছি, সেটা লেখার ভুল মাত্র।
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানবেন আপু।
৬| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
উম্মে সায়মা বলেছেন: আপনার লিরিকগুলো খুব ভালো হয় নয়ন ভাই।
শনে<সনে।
ধন্যবাদ
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে খুব খুশি, অনেক অনেক প্রেরণা পেলাম আপু।
এখনই ঠিক করে নিচ্ছি। অনেক কৃতজ্ঞতা আপু।
শুভকামনা সবসময়।
৭| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , গানগুলি শুনলাম , বেশ সুরেলা কন্ঠ , ভাল লাগল শুনে ।
শুভেচ্ছা রইল ।
১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার স্নেহময় আন্তরিক ভালোবাসা আমার প্রেরণা উৎস ভাই। গানগুলো গেয়ে রাখছি কারণ, পরে আর নিজের সুরই মনে থাকেনা, তখন একটু সমস্যা হয়। আমার পুরনো গানগুলি এখন আর সুর মিলছে না। তাই গেয়ে রাখছি।
অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
৮| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৪
শূন্যনীড় বলেছেন: মুগ্ধতা রইল গানে +++++
১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে আমিও মুগ্ধ ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়। মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।
শুভকামনা জানবেন।
৯| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাজনাও দিতে হবে গানে কিন্তু
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাজনা তো পারিনা আপু। তাছাড়া বাজনার কিছুই আমার নেই। যদি কোনদিন সুযোগ পাই তো অবশ্যই প্রকাশ করবো।
মন্তব্য অনুপ্রাণিত হলাম আপু, শুভেচ্ছা রইল।
১০| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩০
পথে-ঘাটে বলেছেন: চমৎকার গানের লিরিক।
ভাবছি এত দুঃখ নিয়ে মানুষ বাঁচে কীভাবে। আপনার জন্য একবুক দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই দেওয়ার মত নাই।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, দুঃখ আছে মনে। তবে লেখতে গেলে একটু বেশিই এসে পড়ে। আমার কষ্ট গুলো বর্তমানে লেখাতেই সীমাবদ্ধ রেখেছি।
সব কষ্ট সামলে এখন সংসারী মানুষ ভাবতেই পারেন।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ব্লগ বাড়িতে।
১১| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: কষ্টের কবিতা, কষ্টের গান। খালি গলায়ও খুব সুন্দর গেয়েছেন।
লোকে পাগলামি বলুক আর যাই বলুক, আপনি চালিয়ে যান। কোন একদিন একজন ভাল সুরকারের নজরে এগুলো আসতেও পারে। তখন হয়তো এগুলো জনপ্রিয় গান হয়ে মানুষের মুখে মুখে ফিরবে।
পোস্টে ভাল লাগা + +
সব কষ্ট সামলে এখন সংসারী মানুষ ভাবতেই পারেন (১০ নং প্রতিমন্তব্য)-- এটা জেনে খুব ভাল লাগছে।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রতীক্ষার অবসান হলো আপনার আগমনে হে প্রিয় কবি।
সময় করে এত সুন্দরভাবে পরামর্শ আর উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকবে। আমি খুব অনুপ্রাণিত আপনার মন্তব্যে। আমি থাকবোই এভাবে, শুধু একটু দোআ করবেন আমাকে। আল্লাহ্ যেন আর একটু ধৈর্য দেন আমাকে।
অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন।
'ভালোবাসার একটি ফুল ফুটুক শুষ্ক হৃদয়েই' এর জন্য শুভকামনা ও প্রত্যাশা সবসময়।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
শেয়াল বলেছেন: এত দুঃখে বুক যায় চিরিয়া