নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
হে সভ্যতা
তুমি এসেছো যুগে যুগে নতুন রূপে,
মানুষের এই ধরায় করেছো বিচরণ;
চিনতে পারিনি রয়েছি মুগ্ধ আপনে,
অনুতাপে তাই সমাজের রক্তক্ষরণ।
বুঝিনি চেয়েছো কতভাবে বোঝাতে,
হিংসায় নিয়েছিলাম ফিরিয়ে নজর ;
এ আমার মনের সংকীর্ণতা বিভাজনে,
তোমায় কখনো করতে পারিনি বরণ।
তুমি দেখেছো ভেদাভেদ বলে কাকে,
কিভাবে মানুষ মানুষকে করে শোষণ;
জাত বেজাতের মিথ্যা দ্বন্দ্বে ডুবে ডুবে,
কতো প্রাণের হয়ে গেল অকাল মরণ।
কতো মানুষ ভিটেমাটি হারাল সংসারে,
নিঃস্ব পরিবার, আকাশে বাতাসে ক্রন্দন
স্বজন হারানোর, নীরব ব্যথায় পুড়ে পুড়ে
নিঃশেষ, সমাজে চাপানো বৈষম্যের দহন।
কোন কিছুই তোমাকে পারেনি আটকাতে,
রয়েছো তুমি, বিলিয়েছো ধীর স্থির কিরণ;
রাঙিয়েছ সদা এই ভুবন নিত্যনতুন রূপে,
হে সভ্যতা, তুমি থাকবে এভাবে অগ্রগমন।
---------------------------------------------
আপন তুমি চিনলা নারে
যাকে তুমি ভাবছো আপন,
সে তোমার তো আপন নয়রে;
আপন তাকে চিনলা না মন,
চলছো ভেসে কালের স্রোতে।
কতো সাধের ভুবন জীবন,
ভাবছো কি মন ছাড়তে হবে;
যেথায় তোমার রইছে আপন,
সেই ভাবনাই করো তবে।
থাকতে সময় করো সাধন,
কেমনে পাবে কোন সাক্ষাতে;
পাল্টাও মনের চিন্তা ধরণ,
দিন তো বেশি পাবে নারে।
আপন চিনে করো ভজন,
সেটাই সাধন এই সংসারে;
ভালোবাসাকে করো বরণ,
মুক্তি আছে প্রেম সাধনে।
শুদ্ধি করো চলন বলন,
মিছে বড়াই ভুবন জুড়ে;
আত্ম শুদ্ধি করবে যখন,
অহংকারের পতন হবে।
করছো মিছে আপন আপন,
আপন তুমি চিনলা নারে;
মনের মাঝেই করছে বসত,
সেই আপনকে চিনো আগে।
১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে প্রেরণা পেলাম আপু।
শুভকামনা জানবেন সবসময়।
২| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৬
মো: খায়রুল ইসলাম বলেছেন: লেখাটা পড়ে অনেক ভালো লাগলো
১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগছে। মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম ভাই।
অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।
৩| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১
তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবি
১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানবেন।
আমাকে এত তাড়াতাড়ি কবি বানাবেন না ভাই। কবি হওয়ার কোন যোগ্যতাই আমার মধ্যে নাই। চেষ্টা করি মনে চিন্তা ভাবনা গুলো একটু সাজিয়ে লেখতে, এ পর্যন্তই।
শুভকামনা জানবেন ভাই। শুভেচ্ছা।
৪| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:১০
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
দ্বিতীয়টি ভালো হয়েছে, অনেকটা গানের মতো । নিশ্চয়ই সুরও করেছেন ?
তবে আরও ধীরেসুস্থ্যে লিখুন । শব্দ বাছাই ও বাক্য গঠনে মনযোগ দিতে হবে । ভালো ভালো কবিতা পড়লে পরে কবিতা লেখার ধারাটা বুঝতে পারবেন বলে আস্থা রাখি ।
শুভেচ্ছান্তে ।
১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই মনে থাকবে আপনার পরামর্শ। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। এমন আন্তরিক মন্তব্য সবসময় আমাকে আরো ভালো করার প্রেরণা যোগায়।
আপনাকে মন্তব্যে পেয়ে অনেক উৎসাহিত হয়েছি ভাই।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
৫| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
আপনি বিচিত্র এলাকায় প্রবেশ করছেন!
১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, এই এলাকাটা খুব কঠিন মনে হচ্ছে আমার কাছেও। তবুও কোনরকম শেষ করে মুক্ত হয়েছি।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা রইল।
৬| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে +
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা পেলাম ভাই।
অনেক অনেক আনন্দিত আপনাকে পেয়ে।
শুভকামনা সবসময়
৭| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৫
ধ্রুবক আলো বলেছেন: প্রথম কবিতাটি একটু অন্য ধাচের, বেশ ভালো লাগলো, +++
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই। মন্তব্যে উৎসাহিত ও প্রেরণা পেলাম।
শুভকামনা জানবেন ভাই।
৮| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৪
নীলপরি বলেছেন: করছো মিছে আপন আপন,
আপন তুমি চিনলা নারে;
মনের মাঝেই করছে বসত,
সেই আপনকে চিনো আগে।
ভালো লাগলো ।
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনকে চিনতে পারলেই যে সব চেনা যায় সহজে আপু।
মন্তব্যে প্রেরণা পেলাম।
শুভকামনা রইল।
৯| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
ওমেরা বলেছেন: ভাল লাগল অনেক ধন্যবাদ ।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ভালো লাগছে আপু। উৎসাহিত হয়েছি। প্রেরণা হয়েই থাকুন।
অনেক অনেক ভালো লাগা মন্তব্যে। শুভেচ্ছা রইল।
১০| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: কবিতা দ্বয় অনেক সুন্দর হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ভালো লাগলো ভাই প্রশংসা পেয়ে, প্রেরণা পেলাম।
শুভেচ্ছা রইল ভাই।
১১| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৬
অচিন্ত ব্যানার্জী বলেছেন: থুব সুন্দর কবিতা।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকুন।
শুভেচ্ছা জানবেন।
১২| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯
মু:আ:রহমান বলেছেন: কবিতায় লাইক!
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লাইক পেয়ে ধন্য হলো ভাই আমার সামান্য লেখাটি। কৃতজ্ঞতা রইল। প্রেরণা পেলাম ভাই।
শুভেচ্ছা রইল। শুভকামনা সবসময়।
১৩| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯
তামান্না আক্তার কেয়ামনি বলেছেন: বেশ ভালো লাগলো।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে অনেক অনেক উৎসাহিত হলাম আপু। আমার ব্লগবাড়িতে শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভকামনা জানবেন সবসময়।
১৪| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২১
খায়রুল আহসান বলেছেন: প্রথমটার "তুমি" কে?
দ্বিতীয়টা ভাবের কবিতা। সুরারোপ করলে খুব সুন্দর গান হতে পারে। বিশেষ করে শেষের দুটো স্তবক খুব ভাল হয়েছে।
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমটায় তুমি বলতে 'সভ্যতা' কে বুঝিয়েছি।
দ্বিতীয়টাতে নিজেকে চেনার জন্য আহ্বান রয়েছে।
গান করতে পারলে ভালো হতো মনে হয়। কিন্তু সুর করতে পারছিলাম না।
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
শুভেচ্ছা ও ভালোবাসা সবসময়।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১
স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: বেশ ভালো লাগলো।