নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
প্রবাসী জীবন আমার।।
বড় শূন্যতা এই বুকে
বাঁধে যে বাসা
সারাক্ষণ বাড়ে বুকে
হাহাকার।।
বাবা মা বন্ধু স্বজন ছেড়ে
একাকী এসেছি আমি দূর প্রবাসে,
মায়ের আদর আর বাবার শাসন
স্বজনের ভালোবাসা পিছনে ফেলে।।
আমারও ভালোবাসার আছে অধিকার,
তবু, একাকী জীবন আমার
প্রবাসী জীবন আমার....
প্রেমিকার চিঠি পেয়ে
পড়তে দুচোখ ভাসে,
কখন যাবো আমি তার কাছে
হৃদয়ের কথাগুলো বলতে।।
গরীব আমি প্রয়োজন টাকার
তাই, একাকী জীবন আমার
প্রবাসী জীবন আমার।
গান : প্রবাসী জীবন আমার
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
(গানটি ২০০২ইং সালে লিখেছিলাম। তখন সংসদ ভবন থেকেছিলাম প্রায় চারমাস। সেই সময় এই গানটি লিখা। অনেকদিন পর হলেও সুরটা ধরে রাখার ব্যবস্থা করতে পেরে ভালো লাগছে।)
ছবিটি নেট সার্চে পাওয়া।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, দেশে বাবা-মা, স্ত্রী-পুত্র, ভাই-বোনদের সাথে ডাল ভাতও অমৃতসম মনে হয় আমার কাছে।
শুভেচ্ছা রইল ভাই।
২| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: গীতিকার নয় ভাই। সুন্দর, লিখেযান
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না ভাই, গীতিকার নয় আমি, কথাগুলো লিখেছি তো, তাই লিখে রেখেছি, কথা ও সুর।
প্রশংসাটুকু প্রেরণা হয়ে থাকবে ভাই। দোআ করবেন।
অনেক অনেক শুভকামনা রইল ভাই।
৩| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫০
মোস্তফা সোহেল বলেছেন: বাড়ি থেকে দূরে থাকি একা । মনে হয় প্রবাসেই আছি।
১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলেছেন ভাই, প্রতিমাসেই বাড়ি আসি, তবুও মনে হয় কত দূরে থাকি।
শুভেচ্ছা রইল ভাই।
৪| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬
ওমেরা বলেছেন: প্রবাস কষ্টকর হলে ও করার কিছু বাস্তবতাকে মেনে নিতেই হয় । গান ভাল লেগেছে , ধন্যবাদ ভাইয়া ।
১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, কষ্টকর হলেও মনে নিতেই, দারিদ্র্যের আঘাত বড় নির্মম।
গান ভালো লাগায় উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল।
৫| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৭
সিনবাদ জাহাজি বলেছেন: গানটা দারুন লাগল ভাইয়া। শুনে বোঝা যায় গানটা কতটা দরদ দিয়ে গাওয়া হয়েছে আর গানটা কতটা ভিতর থেকে এসেছে। ভালো থাকুন
১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উচ্ছসিত প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন।
৬| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭
তোমার জন্য মিনতি বলেছেন: প্রবাস জীবনের কষ্ট কেবল প্রবাসীরাই বোঝে ভাই।
গান ভালো লাগ লাগলো।
শুভ কামনা রইল আপনার জন্য
১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, প্রবাসীর কষ্ট প্রবাসীরাই বোঝে।
গান ভালো লাগায় উৎসাহিত হলাম ভাই।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন। শুভকামনা।
৭| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪
শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর, কথাগুলো সহজ সরল কিন্তু খুব দরদ মেশানো। ভালো লাগলো গানটি
১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান ভালো লাগায় উৎসাহিত হলাম ভাই। সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৮| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৭
নাগরিক কবি বলেছেন: এই গান মুখোবই এ শুনছিলাম। ভাল ছিল। কিন্তু আপনিতো দেশে থাকেন।????
ভাল হইছে কিন্তু।
১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই গান আর কই শুনতে পারেন, কেমনে!
এই গান একটা স্টুডিওতে দিছিলাম ঢাকায় থাকতে। একটা সুরকারের কাছেও দেখানো হয়েছিল। এফডিসিতে একজনের কাছে এই গানসহ আরও ২৩টি গানের একটা কপি দিয়েছিলাম, এগুলো ২০০৫ সালের কথা। আমি নিজেও ঢাকার অনেক গেয়েছি খালি গলায়। কিন্তু জায়গায় রেকর্ড হয়েছে বলে শুনিনি আমি।
হ্যা, আমি দেশে থাকি ভাই।
ভালো লাগা জেনে আনন্দিত।
৯| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু। প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম।
প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা সবসময়।
১০| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪
সালমা অক্তার বলেছেন: সুন্দর
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে আপু।
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
১১| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮
জীবন সাগর বলেছেন: গান'ই আমার জীবন মরণ গান'ই আমার প্রাণ
গানের মাঝেই আল্লাহ ইশ্বর গান'ই ভগবান।
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক, ভালো লাগা রইল মন্তব্যে।
শুভেচ্ছা।
১২| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
২০১২ সালে, বিশ্ব ব্যাংক পদ্মাসেতুর টাকা দিতে অস্বীকার করার পর, আমি অনেকগুলো পোস্ট দিয়েছিলাম, সেতু নিজের টাকায় করার মত টাকা বাংলাদেশের আছে, এবং নিজের টাকায় করতে হবে। তখন আমার নিক ছিল 'ফারমার'।
এখন আমি বলছি, দেশে সম্পদ আছে, সবার জন্য চাকুরী সৃস্টি সম্ভব।
২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই কথাটিকে আমিও সমর্থন করি গুরু। দেশের সম্পদের সঠিক ব্যবহার করতে পারলে দেশেই আরো পঞ্চাশ লক্ষ্ কর্মসংস্থান বের করা সম্ভব হতে পারে। পাঁচ লক্ষ সরকারি পোষ্টই নাকি খালি আছে। আইটি সেক্টর আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ লক্ষ কর্মসংস্থান করবে বলে জানিয়েছে।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
১৩| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫২
নীলপরি বলেছেন: গান ও গানের কথা মর্মস্পর্শী । ভালো লাগলো ।
২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু। উৎসাহিত হয়েছি। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল আপনার জন্য।
১৪| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৫
নায়না নাসরিন বলেছেন: গানের কথাগুলি অনেক সুন্দর
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো জেনে আপু। প্রেরণা পেলাম।
শুভেচ্ছা ও অভিনন্দন রইল। শুভকামনা।
১৫| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে!
২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন ভাই? অনেকদিন পরে পেয়ে আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১৬| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:২৯
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল পাঠে
প্রেমিকার চিঠি পেয়ে
পড়তে দুচোখ ভাসে,
কখন যাবো আমি তার কাছে
হৃদয়ের কথাগুলো বলতে।।
গরীব আমি প্রয়োজন টাকার
তাই, একাকী জীবন আমার
প্রবাসী জীবন আমার
আমারো বলতে ইচ্চে করে এমন করে
প্রেমিকার চিঠি পেয়ে
দুচোখ জলে ভাসে ।
কখন যাব তার কাছে
বলতে হৃদয়ের কথা।।
দারিদ্রের নির্মম কষাঘাতে
জীবন জীবিকার তাগিদে
সুদুর প্রবাসে জীবনটা
আমার একাকি কাটে ।
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল
২৬ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, দারিদ্র্যের সাথে যুদ্ধ করতেই প্রবাস জীবনের বিচিত্র সময় প্রবাহে চলতে হয়। প্রবাস হৃদয়ের যন্ত্রণা প্রবাসী ছাড়া কেউ বুঝবে না ভাই। আমি দেশেই থাকি বাড়ি ছেড়ে। যদিও প্রতি মাসেই দু একদিন বাড়িতে আসতে পারি, কিন্তু বাকি ২৮ দিনের প্রবাসই আমাকে যতটা যন্ত্রণা দেয়, আর যারা দেশ ছেড়ে বিদেশ থাকেন তাদের কতটা কষ্ট, যন্ত্রণা হয় তা আমি মোটামুটি ভালোই অনুভব করতে পারি। তবুও প্রবাস থাকতেই হয়, আমি যে গরীব, দারিদ্রসীমা আমার প্রবাস সীমা বাড়িয়ে দিয়েছে যে।
সুন্দর কবিতা উপহার দিয়ে মুগ্ধতায় ভরে গেলেন ভাই। শ্রদ্ধাময় ভালোবাসা জানবেন ভাই। আল্লাহ্ আপনার হেফাজত করবেন, সুস্থ সবল থাকবেন এমনটাই কামনা প্রত্যাশা দোআ।
১৭| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
একটি পবিত্র হাদিছ আছে
আল গিনা গিনান নাফছে
যার অর্থ হলো
মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বির্য
সেই সব চেয়ে ধনি
মনে যে ধনি ।
অনেক শুভেচ্ছা রইল ।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য সবসময় আমাকে সাহসী করে ভাই।
অনেক অনেক কৃতজ্ঞতা রইল ভাই।
শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৬
অতঃপর হৃদয় বলেছেন: দেশে থাকার মত শান্তি আর কোথাও নেই।