নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
নিঝুম যখন রাত্রি চারিদিকে নীরবতা,
শূন্যতায় পৃথিবী অবহেলিত ওই চাঁদ;
কেউ দেখার নেই তার মধুর জোছনা।
তখনও আমি যেনো রয়েছি'ই বহমান;
তোমার স্মৃতি ভরা এ'চোখ দুটি নিয়ে,
গন্তব্যহীন পথে ছুটে'ই চলেছি একা।
মাঝেমধ্যে আকাশের চাঁদকে ভুলকরে,
মনের অজান্তেই ডেকে বলি যেন মিনতি!
কেন, কেমনে রয়েছো এতো দূরে তুমি?
কোন'সে সুখের আশায় দিলে এ শূন্যতা!
রয়েছো আমার মনের আঙ্গিনায় সারাক্ষণ,
তবুও কেন পাই না চাইলে তোমার দেখা!
ভুল তো করিনি তোমায় ভালোবাসা ছাড়া;
আমার মনের সমস্ত বিশ্বাস আর শ্রদ্ধা দিয়ে,
তোমাকে যে বসিয়ে ছিলাম রাণীর আসনে;
ভেবেছিলাম, মিশেই রবো হয়ে বাধ্য প্রজা।
আমার বিশ্বাস তুমি ভেঙে দিয়েছো ছলনায়,
কেড়ে নিয়েছো সমস্ত হাসি, দিয়েছো কান্না!
ছুটে চলেছি নির্বাক নিঃশব্দে একা একা,
সরল জীবনের বাঁকা পথ ধরে যেন বিষাদ;
বিষণ্ণ সময় স্রোতে ভাঙা জীবন তরী বৈঠা
ধীর'স্থির, নেই যে মনে অস্থিরতার অবসান।
দোষাবহ চলছে নিজেরই অবাধ্য মনটাকে,
বড় ভুল ছিল মিনতি! তোমায় ভালোবাসা।
০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা ভাই এমন আন্তরিক মন্তব্যে। প্রশংটুকু আমার প্রেরণা হয়ে থাকবে ভাই।
এখনই ঠিক করে নিচ্ছি।
ভালোবাসা জানবেন ভাই। শুভকামনা রইল
২| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:০১
শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর হয়েছে। ভাল লাগলো +++++
অনেক ছুটেছেন ভাই, এবার আসেন ফজরের নাময পড়ি।
০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা রইল। প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
হ ভাই, মনের আকাশে ছুটতে ছুটতে কখন যে রাত শেষ হলো বুঝতেই পারলাম না। নামাযে নিয়মিত হতে পারিনি ভাই। দোআ করবেন, যেন নিয়মিত নামায পড়ার মনস্থির করতে পারি।
ভালোবাসা জানবেন ভাই।
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৩
তোমার জন্য মিনতি বলেছেন: অনেক ভালো লাগলো +++++
মিনতি নামের মেয়েরা ভালোবাসে না ভাই, ছলনা এদের প্রধান অস্ত্র। সুন্দর চেহারা নিয়ে গর্ব করে। তারা নিজেরাও জানে না কাকে ভালোবাসে।
০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগা জানবেন মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
আপনিও কি মিনতি নামে জ্বলেছেন নাকি হা হা হা
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৪
অতৃপ্তনয়ন বলেছেন: খুব সুন্দর হয়েছে। ভালো লাগা রইল +++
০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা রইল। শুভ সকাল।
৫| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৬
খায়রুল আহসান বলেছেন: কবিতায় বহমান আবেগ অনুতাপ পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে। তবে,
বড় ভুল ছিল মিনতি! তোমায় ভালোবাসা -- আমার মনে হয় কখনোই কাউকে ভালবাসা ভুল হতে পারেনা। কারণ, ভালবাসা কোন ছক বাঁধা পথ ধরে আসেনা। ভালবাসা একটা স্বতঃস্ফূর্ত অনুভূতি, যা সবসময়ই শুদ্ধ এবং পবিত্র।
০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধ অনুপ্রাণিত হলাম প্রিয় কবির মন্তব্য পেয়ে।
"ভালবাসা কোন ছক বাঁধা পথ ধরে আসেনা। ভালবাসা একটা স্বতঃস্ফূর্ত অনুভূতি, যা সবসময়ই শুদ্ধ এবং পবিত্র।" প্রিয়, আপনার এই কথাগুলো আমিও বিশ্বাস করি মনে প্রাণে। ভালোবাসা কখনো ভুল হয় না, কারণ, জুর করে ভালোবাসা আসেনা কখনো। ভালোবাসা ভালোবাসার কাছেই আসে।
আমার এই কথা গুলো আক্ষেপ বা অভিমান ভাবতে পারেন। কারন, এই কথাগুলোর আগের স্টেপেই আছে "রয়েছো আমার মনের আঙিনায় সারাক্ষণ" আমি ভালোবাসাকে ভুল ভাবিনি স্যার, মানুষটাকে মাঝেমধ্যে মিথ্যে মনে হয়।
অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন গুরু।
শুভকামনা।
৬| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৬
তোমার জন্য মিনতি বলেছেন: শুধু জ্বলিনি ভাই, জ্বলে পোড়ে শেষ প্রায়।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যাক, তাহলে কিছুটা বাকি আছে শেষ হতে, শুকরিয়া।
সব ভুলে যান ভাই। নতুন খুঁজে নেন সব ঠিক হয়ে যাবে।
ভালো থাকবেন, শুভকামনা রইল
৭| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: "আমার বিশ্বাস তুমি ভেঙে দিয়েছো ছলনায়,
কেড়ে নিয়েছো সমস্ত হাসি, দিয়েছো কান্না"
এমনই হয়...
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তবুও মানুষ ভালোবাসে ভাই।
শুভ সকাল বাবু ভাই
৮| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৪
আলী প্রাণ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম। +
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভালো লাগা জেনে।
শুভকামনা রইল আলী ভাই।
শুভ সকাল
৯| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা আসলেই ভুলই মনে হয় মাঝে মাঝে।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, আমারও তাই মনে হয়। ভালোবাসা তো ভুল না, আমাদের ভালোবাসার মানুষ নির্বাচনে ভুল হয়।
ভালোবাসা যতোদিন ভালোবাসায় থাকে ততদিন ভালোই থাকে। কিন্তু, যখন স্বার্থ ঢুকে পরে তখনই বিপত্তির শুরু।
শুভেচ্ছা জানবেন ভাই।
১০| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১২
আহা রুবন বলেছেন: সকালের উপহারটা ভালই দিলেন। পছন্দ হয়েছে।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাই মন্তব্য আসায়। পছন্দ হয়েছে জেনে উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল ভাই।
১১| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি। আলী ভাইয়ের একটা মন্তব্য নিয়ে একটা পোষ্ট দিয়েছি একটু দেখে দিবেন।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন দরশন পাওয়ায়।
অবশ্যই দেখবো ভাই। আসবো।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি ভাই।
১২| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৬
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ হয়েছে ভাইইয়া। +++
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক অনুপ্রাণিত হলাম ভাই মন্তব্য পেয়ে। প্রশংসাটুকু আমার প্রেরণা হয়ে থাকবে আগামী দিনগুলিতে।
শুভকামনা জানবেন সবসময়।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন।
ধন্যবাদ নয়ন।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সালাম নিবেন গুরুজ্বী। আপনার মন্তব্য পেয়ে ধন্য হলো লেখাটি। আপনার মন্তব্যই আমার জন্য অনেক প্রেরণার।
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ধন্যবাদে।
শুভকামনা সবসময়।
১৪| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
ভালোবাসা ভুল নয় । ভুলটা হলো, ভুল মানুষে তা সমর্পণ করা ।
তেমন একটা খারাপ হয়নি ।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই কিছুটা ভালো হয়েছে জেনে। দোআ করবেন ভাই।
আপনার সাথে আমিও একমত ভাই, ভালোবাসার ভুল না কখনওই, ভুল হয় ভালোবাসার মানুষ নির্বাচনে।
কৃতজ্ঞতা জানবেন ভাই মন্তব্যে।
শুভকামনা রইল ভাই।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০
ধ্রুবক আলো বলেছেন: বড় ভুল ছিল মিনতি! তোমায় ভালোবাসা।
অনেকেই এরকম ভুল করে সবাই, তবুও ভালোবাসতে হয়।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, তবুও ভালোবাসি, ভালোবাসতে চাই। যতই ভুল করি তবুও ভালোবাসা থাকবেই।
সুন্দর মন্তব্যের কৃতজ্ঞতা রইল ভাই।
শুভকামনা।
১৬| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময়।
১৭| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মন্দ নয়!! তবে ভালোবাসা ভুল হয় না ভুল হয় ভুল কাউকে বেছে নিয়ে ......... আর সেটাও ভুল করার পরেই বোঝা যায় !!
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্দ হয়নি একেবারে জেনে অনেক অনেক উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।
আপনার সাথে একমত আপু। অনেক অনেক শুভেচ্ছা জানবেন। শুভকামনা সবসময়।
১৮| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালোবাসায় ভুল নেই !
যদি ভুল বানানের ভুল হয়
তবে জীবনে আরেক ভুল !
খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি ।
আমার ব্লগে শূন্যতার ছবি নামে কিছু দিন আগে, একটি কবিতা পোষ্ট দিয়েছি পড়ে দেখতে পাড়েন ।
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ভাই।
ভুল থাকবেই, তবুও ভালোবাসা থাকবেই চিরকাল। ভালোবাসায় কষ্ট আছে বলেই মানুষ ভালোবাসাকে এত গুরুত্ব দেয়।
হ্যা ভাই, শূন্যতার ছবি তো মনে হয় পড়েছিলাম। তবুও আবার পড়ে আসবো ভাই। আমার কাছে খুব ভালো লেগেছিল কবিতাটি।
অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই। শুভকামনা সবসময়।
১৯| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
নীলপরি বলেছেন: কবিতা খুব ভালো লাগলো । +++++
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক অনুপ্রাণিত হলাম আপু ভালো লাগা জেনে। প্লাসগুলো আমার আগামী দিনগুলিতে প্রেরণা হয়ে থাকবে।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপু।
২০| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম আপু। প্রশংসাটুকু প্রেরণা হয়ে থাকবে আপু।
শুভকামনা রইল। শুভেচ্ছা জানবেন।
২১| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন ।
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা পেলাম ভাই। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
২২| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতারা আজ যে আপনাকে বড্ড পেয়ে বসেছে একদিন এই কবিতারা বেশ বড় এক মিছিল নিয়ে আপনাকে দাঁড় করাবে কবি বরের আসরে তখন জনতা আপনার পিছু ছুটবে আপনি ভাব নিয়ে পি এস কে বলবেন এতো জটল্লা কেন কোথাও কি কোন দু:ঘটনা ঘটেছে! পিএস বলবে না স্যার পাঠক সমাবেশ সবাই আপনার অটোগ্রাফ নিতে চায়।
যদি এমন হয় কবি আপনি তখন কি মনে রাখবেন মিনতিকে, যে মিনতী আপনাকে কবি করে তোলেছে, তাকে ধন্যবাদ দিবেন নাকি দির্ঘশ্বাস ছেড়ে বলবেন সেই মিনতি যে কিনা হৃদয়ে অঙ্গার জ্বেলেছে!
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই শ্রদ্ধা আর ভালোবাসা প্রিয় ভাই।
অনেক বড় স্বপ্নের বাস্তবায়ন রূপ দিয়েছেন মন্তব্যে। আল্লাহ্ আপনার দোআ কবুল করুক।
আমার অলেখা গুলো কোনদিন তেমন মর্যাদা পাবেনা যদিও তবু কথা যখন তুলেছেনই বলে রাখি-
সুজন ভাই, মিনতি আমার সীমানা অতিক্রম করে গেছে ২০০০ সালের ১০ এপ্রিল আজ থেকে প্রায় সতেরো বছর আগে। এই ষোলো বছরে যেমন কষ্টের সময় এসেছে তেমন কিছু সুখের সময়ও এসেছে। আমার প্রতিটি সুখের মুহূর্ত কিংবা দুঃখে সবার আগে মিনতিকেই মনে হয়েছে। কখনো ওকে মিস করে শূন্যতা অনুভব করেছি, কখনো বা ওকে দোষী করে গালি দিয়েছি মনে মনে। সর্বপ্রথম মোবাইল কিনেছি ২০০২ সালে। মোবাইল কিনে সে কি আনন্দ আমার। মুহূর্তেই সেই আনন্দ বিষাদে ভরে ওঠে এই ভেবে যে, আহারে! আজ যদি আমার মিনতি আমার থাকতো, কত কথাই না বলতাম দুজনে। আমি প্রথম মোটরসাইকেল কিনেছি ১১ সালে, সে কি আনন্দ আমার! মনে মনে গাড়ি চালিয়েছি আর ভেবেছি আহ! যদি মিনতি আমার থাকতো! তবে পিছনে বসিয়ে ঘুরতাম কতই না মজা হতো। অথচ মিনতি আমাকে ছেড়ে যাওয়ার পর তার সাথে প্রথম কথা হয় মোবাইলে ১৪ সালের অক্টবরে। এর জানতামই না তার সাথে কখনো দেখা বা কথা হবে আমার। ভুলিনি তাকে তবুও। প্রথম চাকরি নিয়ে ০১ সালে যখন ট্রেনিং এ ভীষণ কষ্ট হতো তখন মনে হতো মিনতিকে। চোখের পানিতে ভেসে ভেসে বলেছি, হাইরে মিনতি! তুই আমার জীবনের সকল কষ্টের মূল। তকে ভালো না বেসে যদি ঠিকমতো লেখাপড়া করতাম তো বাপে এই কঠিন চাকরিতে আমাকে দিতো না। আমার প্রতিটি আনন্দ কিংবা দুঃখে একটা মুখই ভেসে ওঠে চোখের পাতায়, সে মিনতি। আমার মনে আছে বিয়ের পর প্রথম বৌয়ের সাথে খুব মনে পড়ছিল মিনতিকে, শেষমেশ বলেইছিলাম বৌকে। বউকে নিজের অজান্তেই কতবার মিনতি নামে ডেকে ফেলেছি তার হিসাব নেই। ভাগ্য ভালো বউ মিনতি সম্পর্কে সবই জানতো আগে থেকেই।
তাই বলি ভাই, মিনতি আমার জীবনের একটা অনেক বড় অংশ জুড়ে। তাকে ভুলে থাকা আমার পক্ষে মরণ ছাড়া সম্ভব হবে না হয় তো।
অনেক কথা বলে ফেললাম ভাই। বিরক্ত হলে ক্ষমা করবেন।
শুভকামনা জানবেন। ভালোবাসা সবসময়।
২৩| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তারপর মিনতিই হৃদয়ে গেথেছিল। প্রথম প্রেম! আহা সে কি ভুলা যায়!
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, প্রথম প্রেম ভুলা মুশকিল যদি ভালোবাসাটা মন থেকে হয়।
অনেক ভালোবাসা ভাই আপনার জন্য।
২৪| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাড্ডাকে মন থেকে দূরে ঠেলে দিলেন নাকি অন্য কোন কারণ। বলে ও আসেন নি যে?
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না ভাই, দূরে ঠেলিনি। আসলে যারা আমার পোষ্টে যারা মন্তব্য করে কষ্ট করে এসে, আমাকে উৎসাহিত করে, আমি প্রেরণা পাই, তাদের প্রতি আমারও একটা দায়িত্ব নিজে থেকেই এসে যায়। তাদের সবার ব্লগে ঘুরার সময়ই হয়ে ওঠেনা।
এখন সেলুনে চুল কাটাতে এসেছি। চুল কাটছে, আমি আপনার রিপ্লে লিখছি।
আসবো ভাই আড্ডাতে, নতুন গান নিয়ে। দোআ করবেন ভাই।
২৫| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
ওকে আসুন সময় করে। আর চুল ভাল করে কাটান ষ্টাইল করে কাটান।
দেখুন এমন হইছে কি?
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ওহ ভাই, দারুণ স্টাইল দিছেন। মাঝখানটার মতো কেটেছে ভাই। এখন সেভ করছে। আমি মোবাইল টিপছি হা হা হা
২৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ ভোর ৪:৫২
মানবী বলেছেন: "নিঝুম যখন রাত্রি চারিদিকে নীরবতা,
শূন্যতায় পৃথিবী অবহেলিত ওই চাঁদ;"
- অসাধারন সুন্দর দুটো পংক্তি শুরুতেই যা পুরো কবিতাটি পড়তে বাধ্য করে!
"দোষাবহ চলছে নিজেরই অবাধ্য মনটাকে,
বড় ভুল ছিল মিনতি! তোমায় ভালোবাসা। "
- কাউকে ভালোবাসা কোন পর্যায়ে এসে "ভুল ছিলো" মনে হলে নিশ্চিত হওয়া যায় তা কখনও ভালোবাসা ছিলোনা। প্রাপ্তি বা প্রতিদানের আশা ছাড়াই প্রকৃত ভালোবাসা মনে হয়, প্রাপ্তির আশা যেখানে থাকে তা লেনদেনের পর্যায়ে চলে যায় :-)
চমৎকার কবিতার জন্য আন্তরিক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা রইল মন্তব্যে ভাই। অনেক প্রেরণা আর সাহস পেলাম মন্তব্য পড়ে, আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল ভাই আপনার বিশ্লেষণসহ মন্তব্য পেয়ে। নিঃস্বার্থ ভালোবাসা ছিল বলেই এখনো মনে আছে, থাকবে।
আন্তরিক ভালোবাসা পেয়ে ধন্য হলাম ভাই। প্রেরণা হয়েই থাকবেন আগামী দিনগুলিকে। কৃতজ্ঞতা রইল।
শুভকামনা সবসময়
২৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৯
সিনবাদ জাহাজি বলেছেন: অনেক ভালো লাগলো
শুভ কামনা
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম। শুভেচ্ছা রইল।
শুভকামনা সবসময়
২৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১
বর্ষন হোমস বলেছেন: মনের ভাব ফুটে উঠেছে চমৎকার ভাবে
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা সবসময়
২৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩
জুন বলেছেন: Time is a great healer নয়ন । আপনিও মিনতিকে ভুলে আর দশটা মানুষের মত হাসিখুশী জীবন যাপন করবেন এই প্রত্যাশা রইলো। বিরহের কবিতাটিতে অনেক ভালোলাগা রইলো ।
+
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইল আন্তরিক মন্তব্যে। হ্যা আপু, আপনার কথার মতোই চলি এখন। কোন একসময় অনেক ভাবতাম অসহায়ের মতো। সাত আট বছর ধরে তেমন আর ভাবি না। এখন খুব হাসিখুশিই থাকি প্রায় সময়। এখন আমার বিরহ লেখা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। দোআ করবেন আপু।
কবিতা ভালো লাগায় আমার আত্মবিশ্বাস বেড়ে গেল আপু। প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা জানবেন সবসময়।
৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১২
শূন্যনীড় বলেছেন: নিয়মিত হয়ে যান ভাই। নামাজ মন ভালো রাখে
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন ভাই। ইচ্ছা আছে নামাজে নিয়মিত হওয়ার। অনেক অনেক ভালো লাগা জানবেন ভাই মন্তব্যে। আন্তরিকতায় কৃতজ্ঞ জানবেন।
শুভকামনা সবসময়।
৩১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০০
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব সুন্দর ,ভালো লাগলো
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা রইল। ভালো লাগা জেনে প্রেরণা পেলাম।
শুভকামনা সবসময়।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৬
প্রাইমারি স্কুল বলেছেন: সুন্দর হয়েছে,ছোটে চলেছি নির্বাক নিঃশব্দে একা একা, ছোটে না ছুটে হবে
মনের অজান্তেই ঢেকে ( ডেকে) বলি যেন মিনতি!