নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কেউ জানলো না, বুঝলো না কভু আমাকে,
হাসি মুখে চলেছি মিশে সবাতে সমান তালে।
সুখী মানুষের অভিনয়ে বড্ড ক্লান্ত যে এখন,
নীড় হারা মনে দুঃখ কষ্টের অমানবিক যুদ্ধে।
সূর্যের উদার ভালোবাসায় আলোকিত ভুবন,
নীরব রাতের আকাশে সোনালী চাঁদের কিরণ।
যুগের সমান তালে মন থেকে মনে ভালোবাসা,
সতেজ করে জাগায় যেন একটু বাঁচার আশা।
বেঁচেই আছি আমি শূন্যতায় প্রকৃতির নিয়মে,
আমার আশা নেই ভালোবাসা গেছে হারিয়ে।
শুষ্কতায় যেনো আজ সাহারা মরুভূমি অন্তর,
বিরহ পর্বতসদৃশ দেখে না কেউ হৃদয় দাহন।
বড্ড ভারি মনে হচ্ছে আজ জীবনের এ'বোঝা,
এ কেমন জীবন এ কেমন আমার বেঁচে থাকা!
নেই কোন বন্ধু আজ মনের এই বিষণ্ণতা বুঝে,
বিধাতাই বুঝি ভাগ্যে রেখেছেন এই কষ্ট লিখে।
বুঝার মতো আমাকে একজনই ছিল এ ভবে,
বিধাতা কোন ভুলে সব সুখ নিয়েছেন কেড়ে।
বড় একা আমি, সঙ্গী হারা নিঃসঙ্গতায় এ'মন,
শূন্যতায় ভাসি প্রতিনিয়ত ধাবিত মৃত্যুর পথে।
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম ভাই, ভালো লাগায় কৃতজ্ঞতা জানবেন।
আপনার জন্যও শুভকামনা সবসময়।
২| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮
শূন্যনীড় বলেছেন:
"
কেউ জানলো না, বুঝলো না কভু আমাকে,
হাশি মুখে চলেছি মিশে সবাতে সমান তালে।
সুখী মানুষের অভিনয়ে বড্ড ক্লান্ত যে এখন,
নীড় হারা মনে দুঃখ কষ্টের অমানবিক যুদ্ধে।" দারুণ বলেছেন, চমৎকার প্রকাশ ভাই।
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন সবসময় পাশে থাকার জন্য। অনেক প্রেরণা পাই সবসময় আপনার কাছ থেকে। কৃতজ্ঞ আপনার কাছে।
ভালোবাসা জানবেন ভাই।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯
তোমার জন্য মিনতি বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই। এত বিরহ আপনার মনে!!
"শুষ্কতায় যেনো আজ সাহারা মরুভূমি অন্তর,
বিরহ পর্বতসদৃশ দেখে'না পোড়ায় জঠরানল।
বড্ড ভারি মনে হচ্ছে আজ জীবনের এ বুজা,
এ কেমন জীবন এ কেমন আমার বেঁচে থাকা!
নেই কোন বন্ধু আজ মনের এই বিষণ্ণতা বুঝে,
বিধাতাই বুঝি ভাগ্যে রেখেছেন এই কষ্ট লিখে।" দারুণ, সুন্দর বিরহে সাজানো হয়েছে পুরো কবিতাই। লাইক রইল কবিতায়+++++
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই। সবসময় আপনার উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে ভাই।
বিরহ তো একটু আছেই ভাই, বিরহ সবার মনেই থাকে কম বেশি। আমার বিরহ গুলো লেখাতেই প্রকাশ করে একটু হাল্কা করি নিজেকে।
কৃতজ্ঞতা জানবেন ভাই মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪
শূন্যনীড় বলেছেন: আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা ভাই। আপনার পোষ্টে মন্তব্য করতে এসেই আমি সামুতে নিজের একাউন্ট খুলেছিলাম। আর এখানে এসে অনেক কিছু জানতে পারতেছি। আমার লেখালেখির অভ্যাস নাই, আপনার কবিতাগুলি আমার ভালো লাগে, তাই মাঝেমধ্যে ঢুকি এখানে।
শুভকামনা জানবেন, আপনার জন্যও ভালোবাসা সবসময়।
লিখে যান, পাশে আছি থাকবো এভাবেই
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক অনুপ্রাণিত হলাম ভাই পাশে থাকার প্রতিশ্রুতি পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামী দিনগুলিতে।
হ্যা ভাই, নিজেও অল্প অল্প করে লেখতে থাকেন। যেটুকু পারেন, দুই লাইন, চার লাইন করে শুরু করুন, দেখবেন একসময় ঠিকই হয়ে যাবে। আপনিও একদিন অনেক বড় লেখক হবেন, অনেক পাঠক প্রিয়তা পাবেন। শুভ প্রত্যাশা রইল ভাই।
আমাররও লেখালেখির অভ্যাস নেই ভাই। মন্তব্য করার জন্যই আমিও নিকটি খুলেছিলাম। সবার দেখাদেখি, আপনাদের উৎসাহ প্রেরণা হয়ে আমাকে অনুপ্রাণিত করে। বসে থাকি তাই বেকার খাটি।
অনেক অনেক ভালোবাসা ভাই। শুভকামনা সবসময়।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪
ওমেরা বলেছেন: দুনিয়ার এই রঙ্গমঞ্চে সবাইকে অভিনয় করতে হয় ভাইয়া তবে কাউকে কম আর বেশী । কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ভাইয়া।
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলেছেন আপু, সবাই অভিনেতা, পৃথিবী একটা নাট্যমঞ্চ মাত্র।
ভালো লাগা জেনে অনেক অনুপ্রাণিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন সবসময়।
(অনশন ভাঙার জন্য অনেক কৃতজ্ঞতা জানবেন আপু। অভিনন্দন রইল।)
৬| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কেউ সুখী নয় কম বেশি সবাই সুখের অভিনয় করে যাচ্ছে !!
কবিতায় সাধু-চলিত একটু মিশে গেছে । তবু সুন্দর হয়েছে +++
শুভ কামানা রইলো ।
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, সবাই কম বেশি অভিনয় করে চলেছে।
সাধু-চলিত ঠিক রাখতে পারিনা ভাই, ভুল হয়ে যায়। দোআ করবেন ভাই।
সুন্দর হয়েছে জেনে উৎসাহিত, প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে সবসময়। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা ও অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় কবি।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬
শূন্যনীড় বলেছেন: আরে না না ভাই, বেকার খাটা নয়, অনেক সুন্দর লিখেন আপনি, বিশেষ করে আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। আপনার জন্য অনেক শুভকামনা ভাই
দোআ করবেন, আমিও যেনো লিখতে পারি যেরকমই পারি।
ভালোবাসা জানবেন সবসময়।
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহসী করে গেলেন ভাই মন্তব্যে। কৃতজ্ঞতা জানবেন। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
অবশ্যই দোআ আর প্রত্যাশা রাখি, কিছু কিছু লেখা শুরু করবেন, এবং ভালই হবে আমার বিশ্বাস।
শুভকামনা সবসময়।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯
অতৃপ্তনয়ন বলেছেন: অনেক ভালো লিখেছেন। ভালো লাগলো আমার কাছে।
তবে শাহরিয়ার ভাইয়ের মন্তব্যটা একটু ভেবে দেখবেন।
শুভকামনা রইল।
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভালো লাগা জেনে। উৎসাহিত পেলাম।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
হ্যা ভাই, দেখবো শাহরিয়ার ভাইয়ের মন্তব্য। আমি আসলে ঠিক বুঝ ওঠতেই পারিনা।
শুভকামনা জানবেন।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০
ডঃ এম এ আলী বলেছেন: দু:খ কষ্টের প্রতি সহমর্মীমা রইল ।
কবিতা সুন্দর হয়েছে ।
বুঝার মতো আমাকে একজনই ছিল এ ভবে,
বিধাতা কোন ভুলে সব সুখ নিয়েছেন কেড়ে।
বড় একা আমি, সঙ্গী হারা নিঃসঙ্গতায় এ'মন,
শূন্যতায় ভাসি প্রতিনিয়ত ধাবিত মৃত্যুর পথে।
ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল ।
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন ভাই। প্রশংসিত হয়ে অনেক প্রেরণা ও সাহস পেলাম ভাই।
আপনার মন্তব্য আমি বুঝেছি ভাই। এখনই করে নিচ্ছি।
আপনার আগমন মানেই আমার নতুন কিছু জানা, অনেক সাহস পাওয়া।
কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভেচ্ছা ও অঅভিনন্দন সাথে শ্রদ্ধাময় ভালোবাসা সবসময়।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬
ধ্রুবক আলো বলেছেন: দুনিয়াতে কেউই চিরদিনের জন্য নয়!
কবিতা ভালো লাগলো ++
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, চিরন্তন সত্য, সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।
ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই। অনেক অনুপ্রাণিত হলাম প্ররশংসা পেয়ে। প্লাস গুলো প্রেরণা হয়ে থাকবে ভাই।
শুভকামনা জানবেন সবসময়। শুভেচ্ছা রইল।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সুন্দর ,ভালো লাগলো
০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা রইল, অভিনন্দন। ভালো লাগায় আনন্দিত হলাম।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগের কবিদের অপ্রাপ্তির অভিযোগে নিজেও হতাশ হয়ে যাই; জানিনা, মানুষ কিভাবে এত বেশী হারায়!
০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনি ভাগ্যবান, তাই হারানোর সাথে পরিচয় পর্বটা এখনো হয়নি আপনার।
মন্তব্যে আসায় ভালো লাগছে।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
উম্মে সায়মা বলেছেন: দুনিয়ার রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা।
সুন্দর হয়েছে নয়ন ভাই।
হাশি<হাসি
বুজা<বোঝা
টাইপোগুলো ঠিক করে নেবেন। আশা করি কিছু মনে করবেননা।
শুভকামনা।
০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না, কিছু মনে করিনি আপু। অবশ্যই ভুল ধরিয়ে দিবেন সবসময়। বুজা বলতে ওজন বোঝানো হয়েছে, হাশিটি সম্ভবত হাসি হবে।
কৃতজ্ঞতা রইল আপনার আন্তরিক মন্তব্যে।
প্রশংসিত হয়ে উৎসাহিত ও অনুপ্রাণিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল আপু।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবি অনেক কবিতায় প্লাস দিয়ে গেলাম।
ভাল থাকবেন। সবসময়।
০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্যে। দোআ করবেন যেন কবিদের মতো লেখতে পারি ভাই।
অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন ভাই।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২২
সুমন কর বলেছেন: কবি'র মনের কষ্ট, কবিতায় ফুঁটে উঠেছে। ভালো হয়েছে।
০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গেল ভাই, ভালো লাগা জেনে অনেক প্রেরণা পেলাম।
শুভকামনা রইল প্রিয় কবি ভাই।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
লিখতে থাকুন ............। আশা করি ভালো লেখক হবেন। আমার তো প্রচুর বানান ভুল হল ।
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই দ্বিতীয়বার এসে এত সাহস বাড়িয়ে যাওয়ার জন্য।
শব্দে ভুল আমার বেশিি হচ্ছে ভাই। সহজ শব্দও ভুল হয়ে যাচ্ছে যা আমার কাছে অস্বস্তিকর মনে হচ্ছে। দোআ করবেন ভাই। ভুল হলেই শিখতে পারবো বারবার।
শুভকামনা রইল প্রিয় কবি। ভালোবাসা সবসময়।
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত হবো ভাই আপনার প্রশংসা পেয়ে। আপনারাই আমার প্রেরণা, সাহসের উৎস।
শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি ভাই।
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০
মানবী বলেছেন: সুন্দর কবিতা!
অশ্বস্তির সাথে একটি প্রশ্ন "বড্ড ভারি মনে হচ্ছে আজ জীবনের এ বুজা" এখানে বুজা না বোঝা হবে বুঝতে পারছিনা। আমার আগে ১৭ জন মন্তব্য করেছেন এমন প্রশ্ন কেউ করেননি দেখে নিজেকেই বোকা মনে হচ্ছে। তারপরও জানতে চাইছি কারন নতুন কিছু জানার বা শেখায় কোন লজ্জা নেই।
জঠরানল নিয়েও একটি প্রশ্ন ছিলো, তা নাহয় বাদ যাক :-)
মন ছুঁয়ে যাওয়া কবিতার জন্য ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ।
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না ভাই, আপনি বোক না, আমারই ভুল হয়েছিল, বুজা কে ওজন বোঝাতে চেয়েছি। এখন এডিট করে বোঝা' দিয়েছি।
আর "বিরহ পর্বতসদৃশ দেখে'না পোড়ায় জঠরানল।" এখানে বোঝাতে চেয়েছি, বিরহ পর্বতের মতো, কেই দেখেনা আমার ভেতরের দহন, বা জ্বালা, বা অন্তরের আগুন।
আসলে ভাই, আনেক বাংলা শব্দের অর্থ আমি জানিনা, তাই প্যাচ লাগে। আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য দুঃখিত।
আপনার আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা জানাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা রইল।
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এডিট করে দিয়েছি ভাই।
১৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: আমরা এই মানুষ গুলো প্রতিনিয়তই অভিনয় করেই চলেছি।
মনের অজস্র কষ্ট অথচ মূখে হাসি নিয়ে এত সুন্দর অভিনয় মানুষই করতে পারে।
ভাল লিখেছেন নয়ন ভাই। শুভ কামনা রইল আপনার জন্য।
০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে অনেক বেড়ে গেলো আমার আত্মবিশ্বাস। আমাকে অনুপ্রাণিত করবে আগামীর পথে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
অনেক অনেক ভালোবাসা জানবেন। শুভকামনা সবসময়
২০| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৬
মানবী বলেছেন: আপনি নিঃসন্দেহে অত্যন্ত বড় মাপের মানুষ, তাই এমন উদার ভাবে আমার মন্তব্যটির জবাব দিয়েছেন। আন্তরিক শ্রদ্ধা আপনাকে।
আমার নিজের শব্দ ভান্ডারও তেমন সমৃদ্ধ না তা্ই কিছু কিছু শব্দের অর্থ নিয়ে কনফিউজড হতে হয় মাঝে মাঝে।
এডিট করে দেবার জন্য ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক ভালো থাকুন।
০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না আপু, আমি সামান্য একজন, ব্লগে সবার দেখাদেখি আমারও লেখার স্বাদ। আপনাদের উৎসাহ প্রেরণা হয়ে আমাকে অনুপ্রাণিত করে নতুন লেখার। দোআ করবেন যেনো লিখে যেতে পারি মনের সুখ দুঃখ হাসি কান্না সবকিছু এভাবেই। আপনার মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভেচ্ছা ও অভিনন্দন। শুভকামনা জানবেন সবসময়।
২১| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬
নীলপরি বলেছেন: যুগের সমান তালে মন থেকে মনে ভালোবাসা,
সতেজ করে জাগায় যেন একটু বাঁচার আশা।
অপূর্ব হয়েছে ।
শুভকামনা ।
০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে অনেক অনেক অনুপ্রাণিত হয়েছি আপু। আপনাদের উৎসাহই আমার প্রেরণার উৎস।
শুভকামনা রইল আপু। সুন্দর সমৃদ্ধ হোক আপনার প্রতিটি দিনক্ষণ।
২২| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮
বিজন রয় বলেছেন: আপনার লেখায় একটু সেকেলে ভাব পাওয়া যায়।
০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য হলাম দাদা আপনাকে পেয়ে।
আমি দাদা ছোট থেকে বড় হয়েছি গ্রামে। তারপর চাকরি সময়কাল শহরে কাটে। গ্রামের মানুষদের একটু সেকেলে ভাব থাকবেই দাদা। আমার সব লেখার ভিতরেই আজ থেকে ১৮/২০ বছর আগের চিন্তাভাবনা কাজ করে তো, সেজন্য একটু গ্রাম্যতা লেগে থাকে হয়তো।
শ্রদ্ধাময় ভালোবাসা জানবেন দাদা। শুভকামনা সবসময়।
২৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: ভালো!
তবে ভাবে আর একটু গভীরতা আনার চেষ্টা করাই যেতে পারে!
প্লাস!
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে ধন্য হলাম ভাই, অনুপ্রাণিত করবে সামনের দিনে।
প্লাসটা প্রেরণা হয়ে থাকবে ভাই।
গভীরতা আনার চেষ্টা করি ভাই, হয় না ঠিকমতো, অনেক বাংলা শব্দই এখনো জানিনা। আরো অভিজ্ঞ হতে হবে বাংলা শব্দে। চেষ্টা করছি, করবো। দোআ করবেন ভাই।
শুভকামনা রইল, ভালোবাসা সবসময়।
২৪| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪
কানিজ ফাতেমা নবগ্রাম বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম।
শুভকামনা রইল
২৫| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫
শারমিন আক্তার কৃষ্ণকাঠি বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++
১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম আপু।
(মোবাইল কেমন যেন সাদা হয়ে যাচ্ছে, তাই প্রতিউত্তর দিতে দেরি হলো। কিছু মনে করবেন না প্লিজ।)
শুভকামনা রইল।
১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্বাগতম ও অভিনন্দন।
শুভেচ্ছা রইল আপু।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫
শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো, বিরহের দারুণ প্রকাশ
শুভকামনা রইল কবির প্রতি।