নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আমি ব্যর্থ নই, হয়ে গেছি আজি উম্মাদ,
বড্ড মাতাল আজ আমি, তাই বেসামাল।
বুকে আমার দারুণ তৃষ্ণা সত্যকে জানার,
বিবেক কবর দিয়ে কেমনে করে অনাচার!
মাতাল হতে করো না মানা হইনা বেখেয়াল,
মন ভরে খেয়েছি সত্যের মদ আমি আজ।
স্বার্থ পূজারী সকল মানুষ নির্বাসিত সমাজ,
মিথ্যের জয় ধ্বনি নাই সত্যের কোন সম্মান।
মিথ্যের ভিড়ে সত্য যেন হয়েছে কোণঠাসা,
সত্যতায় চললে সমাজ দেয় উপাদি বোকা!
উপহাস করে বলে দেখ যায় ওই বোকারাম
সমাজ অন্ধ তাই বোঝে না সত্যবাদীর মান।
বড় কঠিন, বড় কণ্টকময়, ব্যথা পদেপদে
আসে আত্মতৃপ্তি ভুবনজয়ী সত্যের পথ ধরে।
মরণ যদি হয় নিয়েছি শপথ সত্যের এ'পথে
এই জীবন করবো দান, মরবো হেসে হেসে।
যাবো এগিয়ে নির্ভয়ে থেকে লোভের উর্ধ্বে
আসুক বাঁধা যত আর পাগল বলুক লোকে।
(লিখেছি যখন রেখে দিচ্ছি, ভালো মন্দ বুঝি না।)
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ভালো লাগছে, আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে কবিতা । পাঠে ভাল লাগল ।
তবে কথা হল কি পাগল কখনো নীজকে পাগল বলেনা । তার পরেও কেও যদি নীজকে পাগল বলে তবে ধরে নেয়া যায় এই
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সে। যদিও সে জানেনা সুখী মানুষ কাকে বলে? সুখে থাকলেও মানুষ সুখী আছে এ কথা কখনো বলে না। পাগলের এখন কত্ই বা আর বছর? আর কত বছর এই সুন্দর পৃথিবীতে পাগল বেঁচে থাকবে। বড় জোর ৬০/৭০ বছর। তার পরেইতো পাগলকে চলে যেতে হবে এই সুন্দর পৃথিবীর মায়া ছেরে। এই অল্প সময়ের মধ্যে পাগল কি ভাল কাজ করেছ আর কি খারাপ কাজ করেছ তার হিসাব দিহি দিতে হবে না করো কাছে , কারণ পাগলের কোন হিসাব দিহিতা নাই !!!!।
অনেক শুভেচ্ছা রইল
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক মুগ্ধতা, অনেক শ্রদ্ধা রইল মন্তব্যে। ভালোবাসা জন্যই এত সুন্দর একটা মন্তব্য পেয়েছি আমি। আপনার এই আন্তরিক ভালোবাসায় সবসময় শ্রদ্ধা রাখি ভাই। শুভকামনা সবসময়।
ঠিকই বলেছেন ভাই, পাগল কখনো নিজেকে পাগল বলেনা। আমি পাগলই মনে হয়। আমার বন্ধুরা আমাকে অনেকেই পাগল বলে আমার লেখালেখি দেখে, আমার চলাফেরা দেখে, আমার কাজকর্মেও অনেকই পাগলামী খুঁজে পান। আমার কাছে ভালই লাগে। এইরকম পাগল হয়েও যদি জীবন পার করে যেতে পারি তো ভালো, তবুও সুখি ভাববো নিজেকে। দোআ করবেন ভাই, যেন সত্য পাগল হতে পারি, সততাকে ধরে রেখেই মরতে পারি। লোকে পাগল বলে তো বলুক, আমি তাতেও খুশি।
অনেক অনেক ভালোবাসা পাইলাম ভাই মন্তব্যে।
৩| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৪
শূন্যনীড় বলেছেন: অনেক ভালো করেছেন রেখে দিয়ে। ভালো লাগলো আমার। সুন্দর লিখেছেন। ভালোবাসা দিয়ে গেলাম সত্যের পথিককে।
শুভেচ্ছা রইল।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভালো লাগা জেনে। প্রেরণা হয়েই থাকবেন সবসময়। শুভকামনা জানবেন।
৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮
সুমন কর বলেছেন: যাবো এগিয়ে নির্ভয়ে থেকে লোভের উর্ধ্বে -- শুভকামনা রইলো।
ভালো লাগল।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ভালো লাগলো ভাই, অনেক অনেক প্রেরণা পেলাম প্রিয় কবি'র কাছে ভালো লাগায়।
শুভকামনা জানবেন সবসময়।
৫| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
আমাদের মতো দেশগুলোতে মানুষের সংখ্যা, শিক্ষার হার, মুলধন, শ্রমের মুল্য, বেকারত্ব, পুরো সম্প, সব মিলিয়ে একটি কমপ্লেক্স অবস্হার সৃস্টি করেছে; এখানে এসেছি রাস্ট্রের ভুল পদক্ষেপের কারণে; এখান থেকে একা কেহ বের হতে পারবে না, রাস্ট্রকেই বের হওয়ার পথ বের করতে হবে; রাস্ট্র না পারলে, রাস্ট্রকে বদলাটে হবে।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জানিনা আপনার এই মন্তব্যের প্রতিউত্তরে কি লেখবো। তবে প্রবাসী ভাইদের প্রতি দেশে আসার আহ্বান আমি সবসময় রাখি।
আমাদের দেশেও কর্মসংস্থান যথেষ্ট থাকতো, যদি ফাইবার অপটিক সময় মতো এদেশে যুক হতে পারতো আর টাটা কোম্পানির মত বৃহত্তম কোম্পানিটি যদি বাংলাদেশের মাটিতে হতে পারতো। আরও অনেক কারণ আছে যা আজ বাংলাদেশিদের ভাবায় আর দীর্ঘশ্বাস ঝরায়।
ভালো থাকবেন, শুভকামনা সবসময়।
৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো। কবিতায় ভালো লাগার রইলো অনেক।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহ আর প্রেরণা পেলাম ভাই। ভালো লাগাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সানের দিন গুলিতে।
শুভকামনা রইল ভাই।
৭| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হুম নয়ন ভাই বেশতো কবিতারার দিন দিন অনেক উন্নতি করছে। চিন্তাদের এক যায়গা থেখে বের করতে পারছেন এও এক অনন্য সাধনা।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভাই। প্রিয় মানুষের কাছে প্রশংসা পাওয়া মানের সাহসের বড়ি খাওয়া। অনেক সাহসী করে গেলেন ভাই।
শুভকামনা রইল। ভালোবাসা জানবেন সবসময়।
৮| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২
অতঃপর হৃদয় বলেছেন: আপনার লেখা তো বেশ কিছুদিন থেকেই পড়ছি, লেখায় এক অন্যরকম অনুভূতি!!!!!!! পড়ার সময় কেমন যেন হারিয়ে যাই। ভালো লাগে আমার খুব।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা পাইলাম ভাই, দ্বিতীয় বার এসে এত সুন্দর মন্তব্য করায়। দোআ করবেন ভাই, আপনাদের এই ভালোবাসা যেন আমি ধরে রাখতে পারি।
অনেক বেড়ে গেল লেখায় আমার আত্মবিশ্বাস। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা রইল। ভালোবাসা জানবেন সবসময়।
৯| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, পাঠে বেশ ভালো লাগলো। +++
ডঃ এম এ আলী ভাইয়ের কথাগুলো দারুন।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে অনুপ্রাণিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
হ্যা ভাই, আলী ভাইয়ের মতো লোক সামুর জন্য গৌরবের, আমাদের অহংকার।
অনেক অনরক ভালোবাসা রইল ভাই।
১০| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭
ধ্রুবক আলো বলেছেন: মিথ্যের বিড়ে সত্য যেন হয়েছে কোণঠাসা,
এখানে বিড়ে হবে ভিড়ে, ঠিক করে নিবেন, ধন্যবাদ ভাই।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই। এভাবেই সবসময় পাশে পাবো প্রত্যাশা রইল।
শুভকামনা সবসময়।
১১| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১১
মানবী বলেছেন: "বড় কঠিন, বড় কণ্টকময়, ব্যথা পদেপদে
আসে আত্মতৃপ্তি ভুবনজয়ী সত্যের পথ ধরে। "
- খুব সত্য কথা! তারপরও যারা ন্যায় ও সত্যের পথে চলে তারা সারা জীবন মাথা উঁচু করেই হাঁটতে পারে।
সাময়িক দম্ভ আর সুখ ভোগের পর অন্যায়কারীদের এক সময় মাথা নত করে পালিয়ে যেতে হয় অথবা পরিচয় পাক্টে টিকে থাকার লড়াইয়ে সামিল হতে হয়।
উন্মাদ বা ব্যর্থ নন মোটেও, এই অস্থিরতা বা মানসিক কষ্টটা সততার ঔজ্জল্যের দ্যূতি মাত্র :-)
শক্তিশালী সুন্দর কবিতার জন্য ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আপু। লেখাটা লেখার পর খুব টেনশনে ছিলাম ব্লগে দিবো কিনা। তাই, ৯ তারিখ রাতে লিখেও দেইনি। কিন্তু গতকাল ভাবলাম লিখেছি যখন তুলেই রাখি ব্লগে। আপনার মন্তব্য পেয়ে আমার সব জড়তা কেটে গেল।
হ্যা আপু মিথ্যের রাজপ্রসাদ বালুর মতো, যেকোনো সময় ভেঙে যেতে পারে। সবচেয়ে বড়কথা, সত্যের কুড়ে ঘরেও রাজার মতো বাঁচা যায় মাথা উচু করে।
অনেক অনেক ভালোবাসা রইল মন্তব্যে। শুভকামনা আপনার জন্য।
১২| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভাল লিখেছেন প্রিয় কবি। সরকারী চাকুরীর পাশাপাশি সাহিত্য চর্চা, তাই আরো বেশী মুগ্ধ। আল্লাহ আপনার মঙ্গল করুন - আমিন।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম প্রিয় কবির মন্তব্য পেয়ে। আপনার প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিন গুলিতে।
অনেক ভালোবাসা জানবেন প্রিয় কবি। আল্লাহ্ আপনার মঙ্গল করুক সবসময়।
১৩| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাল মন্দ পরের বিচার ।লিখেছেন এটাই তো অনেক। আর সব সময় ভাল হতে হবে এমনতো কোন কথা নয়।
এখন সবাই জানে নয়ন ভাই কেমন লেখেন।
ভাল থাকুন প্রিয় কবি ভাই।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা পাইলাম ভাই, বেড়ে গেল আত্মবিশ্বাস। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা ও ভালোবাসা সবসময়।
১৪| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্যের পথেই চলবো আমরা এবং শুদ্ধতার পথে সহজ পথে
সুন্দর হয়েছে কবিতা
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা সাহস পেলাম আপু।
প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলিতে।
শুভকামনা সবসময়।
১৫| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০
সামিয়া বলেছেন: ভালো লিখেছেন।
১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পরে হলেও দুটি শব্দ পেয়ে ধন্য করে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন প্রিয় আপু।
অনেকদিন আমিও নিয়মিত ব্লগে আসলেও সময় বেশি দিতে পারি না। কাজের ফাঁকেফাঁকে যা লেখি তা জড়ো করে ব্লগে রেখে শুধু প্রতিউত্তর গুলো দিয়ে বেরিয়ে যাই। অনেক সময় সামনে পরিচিত কেউ বা ভালো কিছু পড়লে দুকথা বলেই বিদায়। তাই অনেক বড় ভাই আর আপুদের পোষ্ট হারিয়ে যাচ্ছে। অনেক প্রিয় লেখক/লেখিকার লেখাগুলো মিস করছি। আমারও যাওয়া হয়নি আপনার ব্লগ বাড়িতে। আরও দুই তিনদিন আমার এরকমই কাটবে।
প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে আপু। প্রেরণা হয়ে থাকবেন।
শুভেচ্ছা রইল, শুভকামনা জানবেন সবসময়।
১৬| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
অতৃপ্তনয়ন বলেছেন: দেরি হয়ে গেল ভাই, এতসুন্দর একটা কবিতা লিখেছেন অথচ আমি নাই মন্তব্যের ঘরে!! অনেক সুন্দর লেখেছেন, এমন কবিতাই চাই এখন আপনার কাছে
অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি ভাই।
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না, দেরি হয়নি আপনার, আমারই দেরি হয়ে গেল। অনেক প্রেরণা পেলাম আপনার মন্তব্য পেয়ে।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন সবসময়।
১৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
বলিষ্ঠ বক্তব্য । সত্যের পথ কন্টকময় হলেও সত্য মরেনা কখনও ।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পিছনের পোষ্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার মাঝে আমি আন্তরিক স্নেহ ভালোবাসার তৃপ্তি পাই। অনেক অনেক শ্রদ্ধা জানবেন মন্তব্যে।
সত্যের জয় হোক চিরদিন এমনই প্রত্যাশা।
শুভেচ্ছা ও শ্রদ্ধা জানবেন।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪০
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: আমার কাছে ভাল লাগলো। সত্যের সাথে থাকাই ভালো, ভাবে ভাবুক পাগল লোকে
শুভকামনা রইল।