নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কেমন\'রে তুই কতই সুখী

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১



অলস সময় দুচোখ বোজে, যখন বসে অতীত ভাবি।
ভাসে কেবল আমার চোখে, সেই মিনতি'র মুখচ্ছবি।
আনন্দ আর হাসি গানে, কাটতো সময় কতো সুখে।
আজো আমার হৃদয় কেবল, সেই মিনতি'র কথা বলে।

পুকুরপাড়ে ঘরের পিছে, বনের মাঝে দুজন মিলে।
কতো মধুর লগ্ন ছিল, বারে বারেই তা মনে পড়ে।
চোখের সামনে হাতটি ধরে, হেসে বলতো ভালবাসি।
মনটা আমার স্বপ্ন স্বাদে, ভরতো তখন মহাসুখী।

বাঁকা ঠোটের মধুর হাসি, আজও বড় ভালোবাসি।
কল্পনার ওই আকাশ জুড়ে, সেই মিনতি রূপ-কুমারী।
নিত্যযৌবন সুখের ছোঁয়া, তারে ভেবেই মনের ঘরে।
বিষাদ দুপুর ক্রান্তি ভুলে, সুখে এই-মন ওঠে ভরে।

হাইরে আমার সুখের পাখি, হই উদাসী তোর কারণে।
স্বপন ভরা খাঁচা ছেড়ে, উঁড়ে গেলি কোন সু-দূরে।
কার বুকে আজ রাখিস মাথা, কোথায় জ্বালিস সন্ধ্যা বাতি।
আমায় ছেড়ে অন্য ঘরে, কেমন'রে তুই কতই সুখী।


(ছবি নেট সার্চে পাওয়া, লিখেছি মাত্র)

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

শূন্যনীড় বলেছেন: অনেক ভালোবাসা অনেক বেদনা !!

ভালো লাগা রইল।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, ভালোবাসায় বেদনা আছে বলেই মানুষ ভালোবাসে।

ভালো লাগা জেনে ভালো লাগছে।

বৈশাখী শুভেচ্ছা রইল

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

অতৃপ্তনয়ন বলেছেন: খুব সুন্দর হয়েছে, ছন্দের তালে তালে পড়তে ভালো লাগলো।

বৈশাখী শুভেচ্ছা

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।

বৈশাখী শুভেচ্ছা রইল,
শুভ নববর্ষ

৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

ধ্রুবক আলো বলেছেন: নতুন বছরে কষ্ট ঝেড়ে ফেলে দিন, শুভ কামনা

শুভ হোক নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন ভাই, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক নতুনত্ব। রঙে রঙিন হোক সবার প্রতিটি মুহূর্ত।


ভাই, মনে হয়ে যায় সুখে কিংবা দুখে !! তাই লিখে ফেললাম হুট করেই।

শুভ নববর্ষ,
বৈশাখী শুভেচ্ছা রইল ভাই। শুভকামনা সবসময়।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪

অতঃপর হৃদয় বলেছেন: কষ্ট টা যে কি সেটা যে পায় সেই জানে।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনের কথাটাই বলেছেন ভাই। কষ্ট, সবাই বোঝে না!

ভালোবাসা কি কখনো পুরনো হয় ?

শুভ নববর্ষ
বৈশাখী শুভেচ্ছা রইল ভাই।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২

শূন্যনীড় বলেছেন:



হাইরে আমার সুখের পাখি,
হই উদাসী তোর কারণে।
স্বপ্নে ভরা খাঁচা ছেড়ে,
উঁড়ে গেলি কোন সুদূরে।
কার বুকে আজ রাখিস মাথা,
কোথায় জ্বালিস সন্ধ্যা বাতি।
আমায় ছেড়ে অন্য ঘরে,
কেমন'রে তুই কতই সুখী। " অনেক বিরহবেদনা ভরা কথাগুলোতে। কিছুটা বুঝি ভাই!!!

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই বোঝার জন্য।

ভালোবাসা জানবেন সবসময়।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৭

শূন্যনীড় বলেছেন:


বাঁকা ঠোটের মধুর হাসি,
আজও বড় ভালোবাসি।
কল্পনার ওই আকাশ জুড়ে,
সেই মিনতিই রূপ-কুমারী।
নিত্যযৌবন সুখের ছোঁয়া,
তারে ভেবেই মনের ঘরে।
বিষাদ দুপুর ক্রান্তি ভুলে,
সুখে এই'মন ওঠে ভরে। " অনেক ভালোবাসা এখানে।

আপনার আন্তরিক প্রতিউত্তর আমি খুব উপভোগ করি, তাই হয়তো ফিরে ফিরে আসি ভাই।

শুভ হোক আপনার আগামী দিনগুলো।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাই। আপনাদের আন্তরিক উৎসাহই আমার প্রেরণা। আমি আপনাদের হারাতে চাই না।


শুভকামনা জানবেন ভাই সবসময়।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব সুন্দর, ছন্দ ভরা।
ভালো লাগলো।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে প্রীত হলাম। অনেক ভালোবাসা জানবেন সবসময়।

বৈশাখী শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ

৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮

তোমার জন্য মিনতি বলেছেন: অনেক ভালো লাগা রইল কবিতায়।
মধুর স্মৃতি বিরহ বেদনা জিজ্ঞাসা সবই একসাথে পাইলাম।

শুভকামনা রইল প্রিয় ভাই।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভকামনা ভাই আপনার জন্যও সবসময়।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। শুভ নববর্ষ

৯| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

কানিজ রিনা বলেছেন: সুখের কবিতা সাথে বেদনা বেশ ভাল,
সুখের স্মৃতি মন ভাসিয়ে হাসি।
বেদনা নাহয় থাকল পড়ে,
মনে মনে সুখ স্মৃতির বাতায়নে।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ নববর্ষ, বৈশাখী শুভেচ্ছা জানবেন আপু।

অনেক গুরুত্বপূর্ণ তিনটি লাইন দিয়ে গেলেন। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
প্রশংসাটুকু প্রেরণা হয়ে থাকুক।

শুভকামনা সবসময়।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


হৃদয়ে ভালোবাসা জন্ম নিলে, সাথে সাথে জন্ম দেয় অশেষ বেদনা

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক বলেছেন। তবুও মানুষ ভালোবাসে।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: আপনি ভালো লিখছেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা জানবেন ভাই, শুভ নববর্ষ।

প্রশংসা পেয়ে প্রেরণা পেলাম ভাই।
শুভকামনা রইল

১২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন দরশনে। প্রশংসা আমার প্রেরণা হয়ে থাকবে।


বৈশাখী শুভেচ্ছা রইল প্রিয় কবি, শুভ নববর্ষ।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই অনেক সুন্দর কবিতা। কবিতার জন্য ধন্যবাদ দিতে কৃপনতা করছিনা। তবে এভাবে ভুলে গেলে হবে কি করে ! আজ অন্তত আসা চাই আড্ডায়।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
বৈশাখী শুভেচ্ছা রইল ভাই, শুভ নববর্ষ।

ধন্যবাদ পেয়ে ধন্য হয়েছি ভাই।
হঠাৎ করে আবার কাজ পড়ে গেল ভাই। এখনও বাহিরে আছি, কখন ফিরবো নিশ্চয়তা নাই। নদীর উপর ট্রলারে বসে বাতাসের সাথে কথা বলছি। যদি ফিরতে পারি তো আড্ডায় হাজিরা দেবো।
শুভকামনা জানবেন।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা রইল ভাই।

শুভেচ্ছা পেয়ে ভালোবাসা পাইলাম।
বৈশাখী শুভেচ্ছা জানবেন ভাই,
শুভ নববর্ষ

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা জানবেন।

ভালো লাগা জেনে প্রেরণা পেলাম।

শুভ নববর্ষ

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪০

অরুনি মায়া অনু বলেছেন: সব অতীত ভুলে গেলেও মানুষ ভালবাসার অতীত ভুলতে পারেনা।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কথাটা আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি আপু। অনেক প্রেরণা পেলাম আপনার মন্তব্য পেয়ে।

পুড়া মনতো, একটু সংকোচ থেকেই যায় ....! সবাই তো আর পুড়া না, তাই অনেকেই হেয়ালিপনা মনে করে। আপনার সাপোর্ট পেয়ে সাহসী হলাম। কি করবো আপু, সুখে কিংবা দুখে তাকেই মনে পড়ে, কখনো দোষী, কখনো ভালোবাসি তাই বিরহে পুড়ি।

বৈশাখী শুভেচ্ছা জানবেন আপু, শুভ নববর্ষ।
শুভ হোক আপনার আগামী প্রতিটি মুহূর্ত।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮

মানবী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে তবে মিনতির জন্য এতো হাহাকার দেখে বাবুদের মা কি মনে করেন তাই ভাবছি!!!! :-)

ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন।

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাবুর মা জানে আপু। তাকে বলা আছে যে এই হাহাকার কবেল লেখাতেই সীমাবদ্ধ।
আপনার আন্তরিক চিন্তায় কৃতজ্ঞতা রাখছি।

আপনার প্রতিও রইল আমার অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।
শুভকামনা সবসময়।

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০

TaবিZ FaরুK বলেছেন: :-P

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন রইল ফারুক ভাই।
আপনার উপস্থিতি আমার জন্য প্রেরণা হয়ে থাকুক।

শুভকামনা রইল ভাই।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর ভাল লাগার মত কবিতা

পুকুরপাড়ে ঘরের পিছে,
বনের মাঝে দুজন মিলে।
কতো মধুর লগ্ন ছিল,
বারে বারেই তা মনে পড়ে।
চোখের সামনে হাতটি ধরে,
হেসেই বলতো ভালোবাসি।
মনটা আমার স্বপ্ন স্বাদে,
ভরতো তখন মহাসুখী।

মনে পড়ে যায় নদীর তীরে
খালের ধারে বাকা তালগাছে
বসে খালের উপারে দৃস্টি দিয়ে
বাজাতাম মিঠা সুরে বাশী ।
কিন্তু সেই অভাগী জানতেও
চাইলনা কোন দিন বাঁশী
বাজে কার লাগি !!!!

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে ধন্য হলো আমার সামান্য লেখাটি। অনেক প্রেরণা পেলাম ভাই।


আপনার রেখে যাওয়া কবিতাটুকু মনের কথাই বলে গেছেন ভাই। তারা বোঝতে চায়, তাই বোঝে না।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।

২০| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক সুন্দর আর সাথে অন্তমিলও ছিল দারুন।

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসা পাইলাম পুরনো পোষ্টে প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা রইল।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: প্রেমের নাম বেদনা
কবিকে দেই সান্তনা
কবি তুমি কেঁদোনা
লেখালেখি ছেড়োনা।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



প্রথম পেলাম তাই স্বাগতম শুভেচ্ছা
মন্তব্য পড়ে পেলাম ভাই ভালোবাসা
সান্তনা নয় উপদেশ মানি কাঁদবো না
দুশ্চিন্তা ছাড়বো লেখালেখি ছাড়বো না।
জানবেন শ্রদ্ধা ভালোবাসা শুভকামনা
মন্তব্যে প্রীত, পেলাম অনেক প্রেরণা।

২২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: বেদনার কবিতা।
সুন্দর ছন্দ।
শেষের স্তবকটা মর্মস্পর্শী।
+ +

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আগমনে ধন্য হলো আমার সামান্য লেখাটা। প্রশংসিত হওয়ায় অনুপ্রাণিত। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

অনেক শ্রদ্ধা রইল প্রিয় কবি'র প্রতি।
শুভকামনা জানবেন স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.