নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কি'হে ও'ভাই কাঁদিস কেনে-একলা বসে পথের ধারে,
কিসের এতো বিষণ্ণতা-কার বিরহে কি যাতনা;
পুড়িস কিসে কার বিহনে-আঁকস ছবি দূর দিগন্তে,
ভাবিস কেনে যাচ্ছে বেলা-পুড়িস কেন কার ছলনা?
কেমন'রে তোর মনের ধরণ-ভালোবাসা করিস বরণ,
মনের ঘরে রাখিস তারে-ভালোবেসে খুব যতনে;
ভাবিস কিরে একলা এখন-কার প্রেমে এই নীরব কথন,
স্বপ্ন বুনিস মনের ফ্রেমে-উদাস চোখে এই বিকেলে?
কি বলি ভাই তোমার সনে-প্রিয়া আমার অনেক দূরে,
কতো দিন হয়'না কথা-পাই'না একটু চোখের দেখা;
এই যাতনা বলবো কারে-বিষণ্ণতা মনের ঘরে,
সূর্য দেখো মেঘে ঢাকা-প্রিয়া বুঝি বড়ই একা!
বুঝি না তার কথার ধরণ-ভালোবাসি তবুও ভীষণ,
কেমন করে বুঝাই তারে-নিঃস্ব আমি তার বিহনে;
অপরূপ সে দৃষ্টিনন্দন-মনের ঘরে করছি বরণ,
অলস সময় এই বিকেলে-পুড়ছে এ'মন তাকেই ভেবে।
এই'তো সেদিন হাতটি ধরে-বললো কত বিনয় করে,
স্বপ্ন দিল ভালোবাসার-ইচ্ছে ভীষণ ঘর বাঁধিবার;
দুজন মিলে একটি ঘরে-স্বপ্ন সাজাই সেদিন থেকে,
কষ্টে সময় যাচ্ছে আমার-তাকে ছাড়া সবই আঁধার!
ও'ভাই আমার মন মানেনা-বাঁচতে না'চাই তাকে ছাড়া,
বলছে প্রিয়া আসবে ফিরে-সেই আশাতেই পথের ধারে;
একলা মনের কতো কথা-জমছে, বাড়ায় বুকের ব্যথা,
আর কতদিন এমনি করে-থাকবো চেয়ে বন্ধুর পানে!
বিশ্বাসে বাড়ে ভালোবাসা-মিটুক'রে তোর মনের আশা,
মনটা রাখিস শক্ত করে-মনের মানুষ আসবেই ফিরে;
বোকার মতো ভেঙে পড়া-সাজে কেবল নির্বোধ যারা,
ভালো যদি বাসে তোরে-থাকবি'রে তার মনের ঘরে।
ভালোবাসার এমনি দাহন-ভাঙিলে মন নাই'রে বাঁচন,
যদি না সে আসে ফিরে-পুড়বে সেও প্রেম আগুনে;
রইল দোআ ভেবে আপন-হোক তোদের সুখের মিলন,
শ্রদ্ধা রাখি তোদের প্রেমে-কষ্টে তুই আর পুড়িস না'রে।
বন্ধু বিনে একলা থাকা-কেউ জানেনা সেই বেদনা,
দিন যদিও ভালো কাটে-বাড়ে জ্বালা রাত্রি কালে;
নিঝুম রাতি একা জাগা-চোখের জল আর নীরবতা,
সবার মানা মন পুড়াতে-অবুঝ হৃদয় বোঝে না'রে!
দুচোখ জুড়ে তার অপেক্ষা-আসবে বন্ধু দিবে দেখা,
ভরবে হৃদয় তাকে দেখে-শূন্যতা মোর যাবে কেটে;
দিবে আমায় ভালোবাসা-পূর্ণ করবো মনের আশা,
অবুঝ হৃদয় কাজের ফাঁকে-এমন মধুর স্বপ্ন দেখে।
(ক্ষমা করবেন, লেখাটি ১৯৯৮ইং সালের আমার প্রেক্ষাপট বিবেচনা করে আজই লিখেছি। জানিনা কি হয়েছে। লিখেছি যখন রেখেই দিলাম)
০১ লা মে, ২০১৭ রাত ১০:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক গুরু। যাদু না থাকলে কেমনে মানুষ এত এত আগেপ্রবণ হতো।
লাইকটা প্রেরণা ও আশীর্বাদ হিসেবে পাইলাম মনে হচ্ছে আমার।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
২| ০১ লা মে, ২০১৭ রাত ১০:১১
নিশাত১২৩ বলেছেন: মায়াময় কবিতায় প্লাস।
০১ লা মে, ২০১৭ রাত ১০:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, একটু ভিন্নতা করতে চেয়েছিলাম। প্রকাশ করে একটু ভয়ও ছিল। প্লাস পেয়ে ধন্য হলো লেখটি। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল ভাই।
৩| ০১ লা মে, ২০১৭ রাত ১০:১২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। শুভকামনা..........
০১ লা মে, ২০১৭ রাত ১০:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ধন্য হলো ভাই আমার সামান্য লেখাটা। অনেক প্রেরণা পেলাম ভাই।
আপনার জন্যও শুভকামনা সবসময়।
৪| ০১ লা মে, ২০১৭ রাত ১০:১৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়ায় আমি কার্পণ্য করি না।
আল্লাহ আপনাকে সফল কবি করবেন। আমিন।
০১ লা মে, ২০১৭ রাত ১০:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্। এই আশীর্বাদ আমার জীবন পথের পাথেয় হয়ে থাকবে সবসময়।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
শুভকামনা রাখি নিরন্তর।
৫| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৩১
শূন্যনীড় বলেছেন: ভিন্নতা দেখে মুগ্ধ হয়েছি। +++++
০১ লা মে, ২০১৭ রাত ১১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভিন্নতা করতে পেরেছি জেনে উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়েই থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন সবসময়।
৬| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৩২
ধ্রুবক আলো বলেছেন: অবুঝ হৃদয় কাজের ফাঁকে-এমন মধুর স্বপ্ন দেখে। +++
সেটাই ভাই, অবুঝ হৃদয় আর কি করতে পারে!!
০১ লা মে, ২০১৭ রাত ১১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেরি হয়ে গেল ভাই, সরি।
আসলে, দুপুর একটা থেকে লেখাটা শুরু করেছিলা। কাজের ফাঁকে ফাঁকে কাগজে লিখে শেষ করতে পেরেছি আটটা নাগাদ। তারপর কাগজ থেকে ব্লগে তুলতে রাতে খাবারটা এখন খেয়ে এলাম। তাই প্রতিউত্তর দেরি হয়ে গেল।
হ্যা ভাই, ৯৮ সালের আগে পিছে কয়েক বছর খুবই অবুঝ আর কাঙ্ক্ষিতই ছিলাম। লেখাটা সেই সময় প্রেমের বিরহ টাইম আমি বেশিরভাগ একটা পথের ধারেই বসে থাকতাম। তাই ভাবনাটা তখনকার।
প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল ভাই।
৭| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
এ কবিতাটিতে অন্য ধরণের ছন্দ দেখলাম। কিন্ত, ডেস'এর( - ) ব্যবহার কিছু সমস্যার সৃস্টি করেছে; (-) ডেস কিন্ত অর্থহীন নয়।
০১ লা মে, ২০১৭ রাত ১০:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, একটু ভিন্নতা চেষ্টা ছিল, মনে আগের চেয়ে একটু ভিন্ন হয়েছে।
ডেস (-) দিয়েছিলাম এপাশ ওপাশ পরিপূরক মনে করে। প্রথমে লিখেছিলাম ডেস পর্যন্ত এক লাইন বানাবো ভেবে। কিন্তু অনেক বড় হয়ে যায় ভেবে দুটো করে এক লাইন করেছি। মাঝখানে কমা (,) দিলে লাইন শেষেও কমা দিতে কেমন মনে হল তাই ওভাবে রেখেছি। আমি আসলে ডেস ( -) ব্যবহার জানিনা। যদি ডেস তুলে দিতে বলেন তো এডিট করে নিবো।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল। শ্রদ্ধাভাজনদের মন্তব্য পেলে একটু সাহস বেশিই পাই।
প্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা রইল।
৮| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৩৭
শূন্যনীড় বলেছেন:
বন্ধু বিনে একলা থাকা-কেউ জানেনা সেই বেদনা,
দিন যদিও ভালো কাটে-বাড়ে জ্বালা রাত্রি কালে;
নিঝুম রাতি একা জাগা-চোখের জল আর নীরবতা,
সবার মানা মন পুড়াতে-অবুঝ হৃদয় বোঝে না'রে!
দুচোখ জুড়ে তার অপেক্ষা-আসবে বন্ধু দিবে দেখা,
ভরবে হৃদয় তাকে দেখে-শূন্যতা মোর যাবে কেটে;
দিবে আমায় ভালোবাসা-পূর্ণ করবো মনের আশা,
অবুঝ হৃদয় কাজের ফাঁকে-এমন মধুর স্বপ্ন দেখে।" অনেক সুন্দর ছন্দের কথোপকথন
শুভকামনা রইল।
০১ লা মে, ২০১৭ রাত ১১:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ওরে আমার প্রাণের ভাই, প্রতিউত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত।
হ্যা ভাই, তখনকার সময় আমার ঘটনাটা আমার এলাকার কিশোর থেকে বৃদ্ধ সবাই জানতো। বিরহের সময়গুলো আমি একটা পথের ধারেই বেশি বসে থাকতাম যদি বাড়িতে থাকতাম। অনেক সময় অনেকেই আমাকে শান্তনা দিত। আজ সেই সময়টা ভেবেই লেখাটা শুরু থেকে শেষ করেছি। একটু ভিন্নতর করার চেষ্টা ছিল। ভালো লাগায় প্রেরণা প্রেরণা পেলাম।
শুভকামনা আপনার জন্যও সবসময়।
৯| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন +++
০১ লা মে, ২০১৭ রাত ১১:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে প্রশংসিত হয়ে লেখাটা ধন্য হলো ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন ভাই।
১০| ০১ লা মে, ২০১৭ রাত ১১:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা বরাবরের মতোই সুন্দর হয়েছে।
০১ লা মে, ২০১৭ রাত ১১:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহস পেলাম প্রিয় কবি'র মন্তব্যে প্রশংসিত হয়ে। প্রেরণা হয়ে থাকবেন।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
শুভকামনা রইল প্রিয় ভাই।
১১| ০১ লা মে, ২০১৭ রাত ১১:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
দিন দিন লেখার মান উন্নতি হচ্ছে ! বেশি বেশি লিখতে থাকুন লেখক হিসাবে একদিন সফল হবেন।
০১ লা মে, ২০১৭ রাত ১১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বড় আশীর্বাদ করে গেলেন ভাই। এই অাশীর্বাদ আমার জীবন পাথেয় হয়ে থাকুক।
একটু ভালো হচ্ছে জেনে অনেক উৎসাহ পেলাম ভাই। কৃতজ্ঞতা রইল দ্বিতীয়বার এসে সুন্দর মন্তব্য করায়।
শুভকামনা ও ভালোবাসা জানবেন সবসময়।
১২| ০২ রা মে, ২০১৭ রাত ১২:৫৪
কানিজ রিনা বলেছেন: কবির কবিতা ভাল লাগার প্রেরনা রাখলাম।
শুভ কামনা।
০২ রা মে, ২০১৭ রাত ১:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞ রইলাম মন্তব্যে। অনেক অনুপ্রাণিত করবে আপনার রেখে যাওয়া প্রেরণা।
আপনার জন্যও শুভকামনা সবসময় ।
১৩| ০২ রা মে, ২০১৭ রাত ১:০৭
ধ্রুবক আলো বলেছেন: আরে সরি বলার কি আছে, এখন যে সময় সবাই ব্যস্ত!
প্রতিমন্তব্যে খুব ভালো লাগলো।
০২ রা মে, ২০১৭ রাত ১:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই।
ভালোবাসা থাকবে অফুরান।
শুভ রাত্রি।
১৪| ০২ রা মে, ২০১৭ রাত ২:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রেম অারো একটি সত্তার অারাধনা, ক্ষনিকের রোধন আবার ক্ষনিরেক সুখ মিসৃত শাপলা হাসি। এইতো প্রেম তাই না বন্ধু? প্রেম আপনাকে কবিত করতে পেরেছে?এই কিন্তু কম নয়, যে হারিয়ে গেল সে কি হয়েছে? উপমা; তাও ঢেড়। নৌকার পাল হওয়াও নায়ের সাথী। তাই নয় কি! যেমন আপনি কবিতা লিখে যাবেন তাকে নিয়ে সে রবে অাপনার হৃদয়ে। এই থাকাইতো প্রেম। সে আজ হউক শতবছর পরে কিংবা আগে। আমি বাহ বাহ তাকে দিলাম যে আপনাকে কবি করেছে। শুভ হউক আপনার কবিতার পথে হাটা আর বেঁচে থাকুক সে যে আপনার কবিতার উপমা।
০২ রা মে, ২০১৭ রাত ৩:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, প্রেম তো এমনই, কখনো হাসায়, কখনো কাঁদায়। ভাই, আমার লেখাগুলোকে কবিতা বলতে সাহস হয় না আমার। আপনি আমকে যখন কবি বলেন তখন আমার কেমন যেন শরম লাগে। কারণ, কবি শব্দটা আমার কাছে স্বপ্ন মনে হয়। সব স্বপ্ন মানুষের পূরণ হয় না। আর, আমার তো স্বপ্ন ভাঙার ধারাবাহিতা সবসময় দেখে আসছি। স্কুল জীবনে টুকরোটুকরো কাগজে লিখতাম মাঝেমধ্যে। এই অভ্যাস '০২ সাল পর্যন্ত মোটামুটি ছিল। কিন্তু, এরপর সেই অভ্যাসটা হারিয়ে যায়, আর কিছুই লিখতে ইচ্ছে হতো না কখনো। গতবছর এই ব্লগে পাঠক হিসেবেই ঢুকে ছিলাম। সবার দেখাদেখি পুরনো ইচ্ছাটা আবার জাগতে থাকে। আমি এতেই খুশি। দোআ করবেন যেনো লেখার অভ্যাসটা যেন আবার না হারিয়ে ফেলি। আমার ইচ্ছা আছে আমার ভালো মন্দ সুখদুঃখ সব লেখার মাধ্যমে দুনিয়াকে জানিয়ে যাওয়ার। স্কুল জীবনে লিখতাম তাকে শুনানোর জন্য, আর এখনও লেখছি তার পর্যন্ত আমার কষ্টের আট বছরের বর্ণনা পৌঁছানোর জন্য। যদি কখনো একবার ভাবে সে আমার সাথে অন্যায় করেছে, ভুল করেছে সেটুকুই আমার জন্য বড় পাওয়া হবে। হ্যা, বলতে পারেন তাহলে তো তাকে লেখা পাঠিয়ে দিলেও পারেন। না, সেভাবে আর না একা একা, এবার তার সাথে দুনিয়াকেও জানাতে চাই। সে আমার কাছ থেকে নয় অন্যের কাছ থেকে শুনুক। আমার প্রথম জীবনের স্বর্ণালী আট বছর সে নষ্ট করে গেছে মনের খেয়ালে। এতদিন লিখে লুকিয়ে রাখতাম লজ্জায়, এখন সেই লজ্জা ভয় কবর দিয়েছি। আমার জন্য শুধু একটু দোআ করবেন, যেন লেখার ইচ্ছেটা আবার না হারিয়ে ফেলি। আমি লিখে যেতে পারলেই সুখী। কবি হওয়া সেটা ভাগ্যের ব্যাপার, আমার ভাগ্য অতটা ভালো কখনওই ছিল না। তাই, কবি হওয়ার স্বপ্ন দেখি না ভাই, লিখে যাওয়ার ইচ্ছে চেষ্টা ধরে রাখার স্বপ্নটাই দেখছি এখন। ঘুরেফিরে আপনার কথাতেই গেলাম ভাই। আমার লেখার উৎস সে'ই, তার জন্যই আমার লেখে যাওয়া। ধন্যবাদ আমিও তাকে দেই, সে সুখী হতে পেরেছে বলে। খুব কম সময়ই তার প্রতি রাগ হয় আমার।
আপনার সাথে খুব সহজভাবে খোলামেলা কথা বলি তাই কখনো কখনো হয়তো মনে করেন আমি হয়তো মন খারাপ করেই এতকথা লেখি। সেটাই ভয় পাই আমি। আগেই বলে যাচ্ছি, আপনার মন্তব্যে আন্তরিকতা অনুভব করেছি বলেই, অন্তরে জমে থাকা কথাগুলো বলে গেলাম ভাই।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন।
শুভকামনা সবসময়।
১৫| ০২ রা মে, ২০১৭ রাত ২:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
"দেখবো দেখাবো পরস্পরকে খুলে
যতো সুখ আর দুঃখের সব দাগ,
আয় না পাষাণী একবার পথ ভুলে
পরীক্ষা হোক কার কতো অনুরাগ।" কবি হেলাল হাফিজ
০২ রা মে, ২০১৭ রাত ৩:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতাংশটুকু দেয়ার জন্য কৃতজ্ঞতা। অনেক ভালো লাগলো লাইন চারটি। আমাকে নতুন আরকটা ধারার সাথে পরিচয় করিয়ে গেলেন ভাই। কবি হেলাল হাফিজ এঁর প্রতি শ্রদ্ধা রাখছি।
শুভকামনা জানবেন ভাই।
১৬| ০২ রা মে, ২০১৭ রাত ৩:৩২
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সুন্দর হয়েছে এবারের কবিতাও। ভালো লাগলো। +++++
০২ রা মে, ২০১৭ রাত ৩:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
শুভ হোক আপনার আগামী দিনগুলো।
১৭| ০২ রা মে, ২০১৭ সকাল ৯:১০
মোস্তফা সোহেল বলেছেন: লেখকরা কল্পনায় সব সময়েই বিচরন করতে পারে। কবেকার কথা মনে করে লিখেছেন সেটা বলার প্রয়োজন আমি দেখি না।
আপনার বুকে ভালবাসা ,আবেগ এখনও অনেক জাগ্রত তাই এত লম্বা কবিতা লিখতে পারেন। লিখতে থাকুন নয়ন ভাই।
শুভ কামনা সব সময়ই।
০২ রা মে, ২০১৭ দুপুর ২:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্য পড়ে। সবসময় আপনার এমন আন্তরিক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে লেখতে, সাহস পাই। আপনাদের উৎসাহে আমার কৃতজ্ঞতার শেষ হবে না কোনদিন।
আপনার জন্যও অনেক শুভেচ্ছা। ভালোবাসা জানবেন সবসময়।
১৮| ০২ রা মে, ২০১৭ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
শুভকামনা রইল
০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনেক প্রেরণা পেলাম আপু। আপনার আগমনে ধন্য হয়েছে লেখাটি।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
আপনার জন্যও শুভকামনা সবসময়।
১৯| ০২ রা মে, ২০১৭ রাত ৯:১৫
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার বেদনার রঙে রঙে ছবি আঁকে .....
স্মৃতিময় দিনের যন্ত্রনার কাব্য ।
০২ রা মে, ২০১৭ রাত ১১:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ দুটি কাব্য লাইন দুটো। দুই লাইনেই অনেক কথার প্রকাশ।
সত্যিই ভাই, কিছু সময়, কিছু স্মৃতি বারবার মুছে দেওয়ার পরও মুছা হয় না, থেকেই যায় স্মৃতির গহীনে। তাই একটু নাড়া পড়লেই চোখের সামনে চলে আসে।
অনেক অনেক শ্রদ্ধা রাখছি আপনার কাব্যাংশে।
শুভ হোক আপনার সময় গুলি।
শুভকামনা জানবেন ভাই।
২০| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো।
০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনুপ্রেরণা পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন। শুভ সন্ধ্যা
২১| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৫৭
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
+++++++
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত, আনন্দিত হলাম আপু।প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৭ রাত ১০:০০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রেম শব্দে জাদু আছে।