নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| ইচ্ছে জাগে ||

০২ রা মে, ২০১৭ দুপুর ২:৪৪



চল'না ভাসি আজকে দুজন মন পবনের স্রোতে,
ভালোবেসে থাকনা তুই আজ আমার বুকে মিশে।
মেঘের উপর গড়বো আসর চাঁদের আলো মেখে,
জোছনা ভরা অঙ্গরূপ তোর দেখবো নয়ন ভরে।।

দূর বনে চল যাই হারিয়ে আজ খোঁজে নির্জনতা,
তোর বুকে আজ মাথা রেখে বলবো মনের কথা।
সুখের নেশায় যখন আমার বুজবে চোখের পাতা,
আদর সোহাগ মেখে ঠোটে দিস'রে একটি চুমা।।

আয়'না সখী আজকে দেবো অথৈ সাগর পাড়ি,
ডুবসাঁতারে ক্লান্ত হলে এই বুকের আসন পাবি।
স্বপ্ন চোখে প্রেমের খেলায় থাকবো দুজন মাতি,
চুপিচাপি করবো প্রেম আজ জানবে না পৃথিবী।।

তুই'যে আমার মনের জ্যোতি দুনিয়ার যতো সুখ,
তোর বিরহে চোখের জলে নিত্য ভাসে এই বুক।
বল'না কিছু এই ভাবে তুই থাকিস না আর চুপ,
পাগল হয়ে যাই তোর ছোঁয়াতে ইচ্ছে জাগে খুব।।

ঘাসের উপর শুয়েই দুজন দেখবো আকাশ চল,
নীলাভ মেখে আজ ডানা মেলে উঁড়বি নাকি বল।
যৌবন ভরা অঙ্গে যেনো তোর রসের মিষ্টি ফল,
বুকে আমার দারুণ প্রেম আজ মনে প্রেমের ঢল।।

মনের যতো ইচ্ছে আমার করবো তোতেই শেষ,
আয়'না দুজন গড়বো বাসর সেই'তো হবে বেশ।
দেখলে তোকে এই মনের ঘরে লাগে সুখের রেশ,
সোহাগ ভরে আজ সারাদিন নাড়বো তোর কেশ।।

বুজবে দুচোখ মনের সুখে জাগবেই প্রেমের ঢেউ,
অমিত সুখে ভরাবো মন জানবে না আর কেউ।
সাজের বেলায় মুগ্ধ হয়েই তোমার ঘরে ফিরো,
মন যদি চায় নিঝুম রাতে স্বপ্নে একবার ডেকো।।

মনে যদি গো সোহাগ দিতে ইচ্ছে জাগে আবার,
ভাসবো দুজন প্রেম জোয়ারে দেবো ডুব সাঁতার।
নতুন সুখে রঙিন মনের ঘুচে যাবে সব আঁধার,
ইচ্ছে জাগে তোমার বুকে কাটাবো যুগ হাজার।।



(লেখাটি আমার গল্পের একটি জায়গায় দেবো ভেবে লেখেছি, আগেই প্রকাশ করে দিলাম।)

মন্তব্য ৪০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ দুপুর ২:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ভর দুপুরে এমন
মিষ্টি প্রেমের কবিতা পড়ে
কিযে হল কিছুক্ষন
কাটল ভিশন ঘোরে।

নয়ন ভাই সুন্দর প্রেমের কবিতা পড়ে মন চাইল এমন প্রেমে মাতাল হয়ে কোথাও হারিয়ে যায়।
জানি তা হবে না। তবে কল্পনায় ভাসতে দোষ কোথায়। আর আপনি আপনার কবিতার মাধ্যমে তা পেরেছেন।অনেক অনেক শুভ কামনা প্রিয় কবি।

০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহস দিয়ে গেলেন ভাই। লিখাটা কিছুক্ষণ আগেই শেষ করেছি। ব্লগে দিতে ভয়ই ছিল। তবুও দিয়েই ফেললাম। ভালো লাগছে জেনে কষ্টটা সার্থক মনে হচ্ছে। প্রেরণা হয়েই থাকবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

২| ০২ রা মে, ২০১৭ দুপুর ২:৫৪

শূন্যনীড় বলেছেন: আমি মুগ্ধ হয়েছি আপনার কবিতায় রোমান্টিকতা আসছে দেখে
খুব সুন্দর লিখেছেন। ভালো লাগা রইল।+++++

০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের দেয়া প্রেরণা আমাকে অনুপ্রাণিত করে ভাই। সবসময় এভাবে পাশে থাকায় আমার কৃতজ্ঞতার শেষ হবে না কখনো।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ০২ রা মে, ২০১৭ দুপুর ২:৫৫

আফা আমি-ই দেশপ্রেমিক বলেছেন: অসাধারন...।। ;)

০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত করবে ভাই আপনার এই প্রেরণাদায়ক প্রশংসা। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই।

৪| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০৬

শূন্যনীড় বলেছেন: এক কথায় অসাধারণ ভাই।





চল'না ভাসি আজকে দুজন মন পবনের স্রোতে,
ভালোবেসে থাকনা তুই আজ আমার বুকে মিশে।
মেঘের উপর গড়বো আসর চাঁদের আলো মেখে,
জোছনা ভরা অঙ্গরূপ তোর দেখবো নয়ন ভরে।।

দূর বনে চল যাই হারিয়ে আজ খোঁজে নির্জনতা,
তোর বুকে আজ মাথা রেখে বলবো মনের কথা।
সুখের নেশায় যখন আমার বুজবে চোখের পাতা,
আদর সোহাগ মেখে ঠোটে দিস'রে একটি চুমা।।

আয়'না সখী আজকে দেবো অথৈ সাগর পাড়ি,
ডুবসাঁতারে ক্লান্ত হলে এই বুকের আসন পাবি।
স্বপ্ন চোখে প্রেমের খেলায় থাকবো দুজন মাতি,
চুপিচাপি করবো প্রেম আজ জানবে না পৃথিবী।।"

পুরো কবিতাই চমৎকার বলেছেন।
আপনার সফলতা কামনায়।

০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দ্বিতীয়বার এসে এত সুন্দর মন্তব্য করায় অনেক কৃতজ্ঞতা রাখছি ভাই। আপনাদের আন্তরিক উৎসাহই আমার প্রেরণার উৎস।

ভালোবাসা রইল নিরন্তর।

৫| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০৬

অপ্‌সরা বলেছেন: আহালে খুবই প্রেমময় ইচ্ছে ভাইয়ু!!!!!!!!!

ভাবীজী পড়লে পুরাই অজ্ঞান হয়ে যাবে!:)

০২ রা মে, ২০১৭ বিকাল ৩:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
হুম, একবার পড়িয়ে দেখতে হবে তাহলে।

কৃতজ্ঞতা জানবেন আপু মন্তব্যে। আপনার আগমন সবসময় আমার জন্য অনেক প্রেরণার।

শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন।
শুভকামনা রইল।

৬| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:১৮

তারেক ফাহিম বলেছেন: দুপুরের ক্লন্ত দূর হয়ে গেল নয়ন ভাইয়ের রোমান্টিক কবিতা পড়ে।

০২ রা মে, ২০১৭ বিকাল ৩:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম তারেক ভাই। আমি বিরহের কবিতাই বেশি লেখি। এটি একটু নতুনত্ব করতে চেয়েছিলাম আর কি। ভালো লাগা জেনে চেষ্টা সার্থক মনে হচ্ছে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা জানবেন। ভালোবাসা সবসময়।

৭| ০২ রা মে, ২০১৭ বিকাল ৪:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ++++

০২ রা মে, ২০১৭ বিকাল ৫:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবি'র কাছে প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা সবসময়।

৮| ০২ রা মে, ২০১৭ বিকাল ৪:৪০

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো। +++++

০২ রা মে, ২০১৭ বিকাল ৫:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম। মন্তব্যের অনেক অনেক ধন্যবাদ। প্রেরণা হয়ে থাকুন।


শুভকামনা রইল নিরন্তর।

৯| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


বাংলার তরুণেরা প্রথমবার ভালোবাসা নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছেন; আপনার কবিতা সময়োপযোগী হয়েছে।

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো মন্তব্য, সময়োপযোগী করতে পেরেছি জেনে আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম।


শ্রদ্ধার সাথে ভালোবাসাও জানবেন সবসময়।
শুভকামনা রইল।

১০| ০২ রা মে, ২০১৭ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:

০২ রা মে, ২০১৭ রাত ১১:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরু, বুঝতে পারি নাই।

১১| ০২ রা মে, ২০১৭ রাত ৯:২২

সুমন কর বলেছেন: ছন্দময়, সুন্দর।

০২ রা মে, ২০১৭ রাত ১১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবে এই প্রশংসা।

শুভকামনা জানবেন।

১২| ০২ রা মে, ২০১৭ রাত ১০:৫৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর মিষ্টি প্রেমের কবিতা +++

০২ রা মে, ২০১৭ রাত ১১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হলে লেখাটি। অনেক অনুপ্রাণিত। প্রেরণা হয়ে থাকবেন।



শুভকামনা রইল ভাই।

১৩| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওহ, ভুল ছবি এসেছি, আমিতো আপনার দুই পোস্টের ছবি তুলে দিয়েছিলাম।


যাক, কবিতা কিন্তু পাকপোক্ত।ওহ, ভুল ছবি এসেছি, আমিতো আপনার দুই পোস্টের ছবি তুলে দিয়েছিলাম।


যাক, কবিতা কিন্তু পাকপোক্ত।



এমন একটা ছবি ছিল, ওটাতে আপনার দুটা পোস্টের নাম ছিল। এখন আর সেই ছবি খুঁজে পাচ্ছি না।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এবার বুঝেছি গুরু, আর খুঁজতে হবে না।

আসলে আজ ভোর চারটায় ঘুম ভাঙার পর আর ঘুম আসেনি। পরে এই কবিতার প্রথম লাইনটা কেমন বাজতে ছিল মনে। পরে সেখন থোেই শুরু করি। দুপুরবেলা শেষ হওয়ার লেখাটা শেষ করতে পেরেছি সেই আনন্দে পোষ্ট করে দেই। পোষ্ট দেওয়ার পর বিকেলে যখন দুটো পোষ্ট আলোচিত পাতায় দেখি তখন একটু অপরাধী মনে হচ্ছিল নিজেকে। এই পোষ্টটা রাতেও দিতে পারতাম। আসলে একটা লেখা সমাপ্ত হলেই পোষ্ট করার জন্য ব্যাকুলতা দেখি। আবার শেষ করা লেখা পোষ্ট না করে আরেকটা লেখায় মন আসে না। এটা আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন।

যাক, কবিতার প্রশংসা পেয়ে অনেক উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল গুরু....।

১৪| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:২৮

ফকির জসীম উদ্দীন বলেছেন: মনোমুগ্ধকর!

০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হলো লেখাটি ভাই। অনেক অনুপ্রেরণা পেলাম।


শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই।

১৫| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এক সাথে কয়েকটা থাকলেও কোনো অসুবিধা নেই।

০৩ রা মে, ২০১৭ রাত ২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও, আমি মনে করেছিলাম এটা ঠিক হয়নি হয়তো।
ভালো লাগলো জানতে পেরে।

শুভরাত্রি গুরু। শুভকামনা আপনার জন্য।

১৬| ০৩ রা মে, ২০১৭ ভোর ৫:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার কোয়ালিটি দিন দিন উন্নত হচ্ছে দেখে ভাল লাগল
শুভেচ্ছা রইল ।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রেখে বলছি, আমার যদি সামান্য কিছু উন্নতি হয়ে থাকে তা কেবল আপনি ও সামুর শ্রদ্ধেয় বড় ভাইদের আন্তরিক উৎসাহ আর প্রেরণার জন্য। একটু ভালো হচ্ছে জেনে উৎসাহিত ও অনেক অনুপ্রাণিত হলাম ভাই। কৃতজ্ঞতা সবসময় আপনার প্রতি। দোআ করবেন ভাই।

শুভকামনা রাখি সবসময়। সুস্থতা কামনায়

১৭| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

অতঃপর হৃদয় বলেছেন: রোমান্টিক হয়ে গেলাম :) সুন্দর লিখেছেন।

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো আছেন ভাই ..?

রোমান্টিক করতে পেরে ভালো লাগলো। সার্থকতা পেল লেখাটি।

শুভকামনা জানবেন ভাই।

১৮| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৫৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মনের যতো ইচ্ছে আমার করবো তোতেই শেষ
ভালোবাসা এমনই হওয়া উচিৎ।
অতঃপর হৃদয় বলেছেন: রোমান্টিক হয়ে গেলাম :) সুন্দর লিখেছেন।

আমিও...

০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। প্রশংসিত হয়ে সার্থক হলো লেখা। অনুপ্রাণিত হলা। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন ভাই।

অতঃপর হৃদয় ভাইয়ের মতো আপনার জন্যও অনেক ভালোবাসা।
শুভেচ্ছা রইল ভাই

১৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:০৮

নাগরিক কবি বলেছেন: আপনার ইচ্ছে পূরণ হোক। সুন্দর কবিতা। :)

০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌! আল্লাহ্ আপনারে কবুল করুক, আমিন।

প্রশংসা পেয়ে অনেক প্রেরণা পেলাম ভাই।

শুভকামনা জানবেন

২০| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:২৭

নীলপরি বলেছেন: ঘাসের উপর শুয়েই দুজন দেখবো আকাশ চল,
নীলাভ মেখে আজ ডানা মেলে উঁড়বি নাকি বল।


খুব সুন্দর লাগলো । ++++++

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য। অনুপ্রাণিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.