নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
সেদিন
তোমাকে মনে পড়ছিল খুব...!
বৃষ্টিস্নাত সকালের বুকে বয়ে চলা
ঝিরঝির স্নিগ্ধ বাতাসে শীতল হতে পারেনি
আমার তপ্ত নিঃশ্বাস...!
জ্বালিয়ে দিয়েছিল আগুন,
পুড়িয়ে দিয়েছিল, বেদনার মহাপ্রলয়ে
হারানো স্বপ্ন শোকে, কষ্ট শ্রাবণে সিক্ত,
চোখ দুটির সীমানায় অবশিষ্ট যতো সুখ।
সেদিন....!
অমানিশার নিঃস্ব রাত্রির শূন্যতা এসে,
ঘিরে রেখেছিল আমার চারিপাশ।
আমি স্তব্ধ হয়ে যাই
নীরবে নিঃশব্দে ডুবে যাই শূন্যতার গহীনে!
সেদিন....
তোমাকে মনে পড়ছিল খুব....!
চোখ বুজে আহত মনটার হাত ধরে ছোটে যাই
প্রায় দুই যুগ পিছনে ফেলে আসা
জীবনের শ্রেষ্ঠ সুখ গুলোর খুঁজে। পাই-নি...!
যে সুখ স্বপ্ন হয়ে চোখে ভাসতো সারাক্ষণ
হতো না এই চোখের আঁড়াল,
এই মনের আকাশে ঘুরে বেড়াতো উল্লাসে,
এখন আর সেই সুখ আমাকে চিনেনা!
বেমালুম ভুলে গেছে এই চোখ, এই মন-কে...!
তাই'তো সুখের আকাশে উড়তে গিয়ে
ডানা ভাঙা পাখির মতো,
ভেসে চলেছি বেদনার মহা স্রোতে...!
সেদিন মনে পড়ছিল খুব...!
স্কুলের মোড়ে এসে দাঁড়াতেই- প্রসন্ন চিত্তে।
উল্লাসে নেচেছিল মন,
আমাকে টেনেটুনে নিয়ে যাচ্ছিল বারান্দায়,
সেখানে দাঁড়িয়ে হাসছিলে তুমি, এদিক চেয়ে।
ওই হাসিভরা চাঁদমুখ দেখেই আত্মহারা ছিলাম,
সামলাতে পারিনি তাই আমার মনটাকে।
দিশেহারা পাগল মনটা
এত কাছাকাছি থেকেও ছুঁতে পারেনি তোমাকে!
তোমার সামনে বাঁধা হয়েছিল সামান্য
স্বচ্ছ কাচের দেয়াল, তুমি ইচ্ছে হলেই
যা ভেঙে ছোঁয়ে দিতে পারতে মন।
তুমি অবহেলায় ফিরিয়ে নিয়েছিলে মুখ!
ধাও ধাও জ্বলছিল আমার নিষ্পাপ ভালোবাসা!
তুমি আত্ম-অহংকারে ডুবে ছিলে...
ভাসছিলে অনাগত সুখের উল্লাসে। তাই
আমার হৃদয় পুড়ার গন্ধ তুমি বুঝতে পার-নি!
সেদিন... হৃদয় ভাঙার শব্দে
কাঁপছিল আকাশ, কেঁপে ওঠেছিল পৃথিবীর বুক!
সেদিন তোমাকে মনে পড়ছিল খুব....!!
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে আনন্দিত ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল ভাই।
২| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: হৃদয় ভাঙার শব্দ শোনার মত আমাদের আশেপাশে এমন মানুষ নেই বললেই চলে।
নিজের হৃদয় ভাঙার শব্দ তাই নিজেকেই শুনে যেতে হয়।
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলেছেন ভাই। ভালো লাগলো মন্তব্য পেয়ে।
শুভকামনা রইল সবসময়।
৩| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
প্রথম ব্যাথা অনন্তকাল ছুঁয়ে থাকে গোপনে গহনে ....
++++
কিছু টাইপো দেখে নিয়েন। প্লিজ।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, প্রথম ব্যথা ভুলতে চাইলেও ভুলে থাকা যায় না, ফিরেফিরে আসে।
হ্যা ভাই দেখবো যেটুকু ধরতে পারবো। কৃতজ্ঞতা সুপরামর্শে, আন্তরিক ভালোবাসা দেখে মুগ্ধ।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা রইল।
৪| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: "তুমি আত্ম-অহংকারে ডুবে ছিলে...
ভাসছিলে অনাগত সুখের উল্লাসে। তাই
আমার হৃদয় পুড়ার গন্ধ তুমি বুঝতে পার-নি! "
বাহ চমৎকার!
ধন্যবাদ।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনেক প্রেরণা পেলাম।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
৫| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫৮
ধ্রুবক আলো বলেছেন: সেদিন... হৃদয় ভাঙার শব্দে
কাঁপছিল আকাশ, কেঁপে ওঠেছিল পৃথিবীর বুক!
সেদিন তোমাকে মনে পড়ছিল খুব....!!
+++
একদম অসাধারণ, দারুন ।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত করবে ভাই আপনার মন্তব্য। প্রেরণা হয়ে সবসময় পাশে থাকায় কৃতজ্ঞতা রাখি সবসময়।
শুভকামনা জজনবেন ভাই।
৬| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:২৫
নীলপরি বলেছেন: সেদিন
তোমাকে মনে পড়ছিল খুব...!
প্রথম লাইনটাই পুরো কবিতাটার মায়া বহন করছে । ভালো লাগলো । +++++++++++
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উচ্ছসিত আনন্দে ভাসছি আপনার এতগুলো প্লাস পেয়ে। প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে নতুনের খুঁজে।
শুভকামনা জানবেন সবসময়।
৭| ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
অর্ফিউসের অনন্ত বেদনার প্রকাশ
০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলেছেন ভাই। আমার জীবনের সবচেয়ে বড় বেদনা এই একটি জায়গায়। আবার এই জায়গাতেই আমার শ্রেষ্ঠ সুখ। আমি ভুলতে চাইলে আরও জুড়ে বসে সব স্মৃতির পাতায়। এতদিন সব মনের ঘরে তালাবদ্ধ ছিল, কাউকে বুঝতে দেইনি সেই দুঃখক্লিষ্ট সময়ের বেদনা। এখন মাঝেমধ্যে প্রকাশ করে হাল্কা হতে চাই। দোআ করবেন।
মন্তব্যে আসার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইল।
৮| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবি হতে হলে যেটুকু সাধনা চাই তার পুরোটাই আপনার মধ্যে বিরাজমান বন্ধু। সময় এমন বিষয় অসম ভাবনাগুলো সামনে আসে হয়তো তাই আপনার কলমে এক একটি সৃষ্টি কবিরা তাই করে,আপনিও। কবিরা তো জাল পেতে বসেই থাকে শব্দ শিকার করবে বলে। আমার মতে কবির চেয়ে চালাক শিকারি খুবি কম আছে, কবির জালে যে শব্দ ধরা পড়েছে তার নিস্তার নেই। ভাসতে হবে তার আকাশের নীলিমার উপর দিয়ে, দিগন্তে মিশতে হবে রঙ্গধুনু হয়ে, প্রজাপতি হয়ে উড়া চাই, বাতাস হয়ে ভাসা আর সাগরের ঢেউ হয়ে ফেরা চাই। শুধুই উপমার এক বাগান ফুল কবির ফোটা চাই। শিক্ততা আর মুগ্ধতা কবির চখের পলক। অফুরান শব্দ যুগল প্রেম এই নিয়ে মহাধ্যানে ব্রত কবি। লাজুক কবি কি যে বলিতে চায় আবার বলিতে পারে না। মিলনের বারতাতে কবি থাকে নির্বাক কবির এই চীর চেনা রূপ যে জন অবলোকন করেন সে পথিক দূরের কোন হিজলতলী গাঁয়ে যাওয়ার উদ্দেশ্য রওয়ানা দিয়েছিল। কবিকে আগে কোন দিন দেখেনি আজ এই প্রথমবার কবির সাতে পথিকের দেখা! কবি পথিককে দেখেই- কোথায় যাচ্ছ হে পথিক বলে যাও আমায় /দূরের ঐ আবছা গায়ে যাবে? যেখানে মিনতীদের নামের পরমার এলো চুল বাতাস বায়
দীঘল চুলে কুসুম বাগে গোলাপ হাতে
দেখতে যদি পাও
বলো আমি আজো দাড়িয়ে
পথের মোড়ে সময় গুনি
ফিরবে সে এই পথে হায়........
০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, বুঝতেছি না আপনার এত সুন্দর প্রশংসা আর সুন্দর সব কথামালা দিয়ে সাজানো মন্তব্যের ঘর দেখে। ভাবছি কি লিখবো প্রতি উত্তরে! এই ভালোবাসার মূল্য কি আর আমার কাছে!! এর জন্য কেবল ভক্তিভরে শ্রদ্ধা আর হৃদয় গহীন থেকে ভালোবাসা দেয়া ছাড়া কোন সামর্থ্য যে আমার নেই!!! তাই দিয়ে গেলাম ভাই। অন্তর হতে ভালোবাসা আর শ্রদ্ধা। আপনার প্রশংসা আমার জীবন পথের পাথেয় হয়ে থাকুক শেষদিন পর্যন্ত। দোআ চাই ভাই। আমি লিখতে চাই নিজের সবকিছু।
সুন্দর কবিতাংশ বলে যাওয়ার জন্য আরও মুগ্ধতা ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: আজকের লেখাটা ভালো হয়েছে!
০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা দিয়ে গেলেন ভাই। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন ভাই।
১০| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৩৭
কাছের-মানুষ বলেছেন: সেদিন
তোমাকে মনে পড়ছিল খুব...!
বৃষ্টিস্নাত সকালের বুকে বয়ে চলা
ঝিরঝির স্নিগ্ধ বাতাসে শীতল হতে পারেনি
আমার তপ্ত নিঃশ্বাস...!
আপনার কবিতা লেখার হাত চমৎকার । শব্দচয়ন ভাল লেগেছে আমার । আপনি সার্থক হয়েছেন মনের ভাব সাবলীলভাবে প্রকাশ করতে পেরেছেন কবিতায় ।
০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসা সামনের দিনে আমাকে অনুপ্রাণিত করবে ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
১১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।
০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের মুগ্ধতা আমার আশীর্বাদ হয়ে থাকবে সবসময়। অনেক কৃতজ্ঞতা ভাই মন্তব্যে আসায়।
শুভেচ্ছা শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।
১২| ০৫ ই মে, ২০১৭ সকাল ৭:৪২
উম্মে সায়মা বলেছেন: এ কবিতাটা খুব সুন্দর হয়েছে। আপনার ফ্রি ভার্সের কবিতা বেশি ভালো হয়। ছন্দ মেলাতে গেলে কাব্যিক গম্ভীরতা একটু ছুটে যায়। এটা আমার ব্যক্তিগত মতামত। শুভ কামনা।
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কথাগুলোর মতো আমিও ভেবেছি আপু, ছন্দ ধরতে গিয়ে অনেক কথা না বলা রয়ে যায়।
অনেক কৃতজ্ঞতা জানবেন আন্তরিক পরামর্শে। আপনার মতামত সঠিক ছিল আমার কাছে। মুগ্ধতা আপু।
প্রশংসা আমার প্রেরণা হয়ে থাকবে সবসময়
শুভকামনা জানবেন।
১৩| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৪৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: দারুন কবিতা! আল্লাহ আপনাকে আরো সমৃদ্ধ করুন, আমিন।
০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আশীর্বাদ পেয়ে ধন্য হলাম আপু। উচ্ছসিত প্রশংসাটুকু প্রেরণা থাকবে সবসময়।
আপার জন্য শুভকামনা রইল। আল্লাহ্ আপনার সামনের দিনগুলি সুখী সমৃদ্ধিতে ভরে দিক -আমিন।
কৃতজ্ঞতা আপু মন্তব্যে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:২৮
নাগরিক কবি বলেছেন: তাই'তো সুখের আকাশে উড়তে গিয়ে
ডানা ভাঙা পাখির মতো,
ভেসে চলেছি বেদনার মহা স্রোতে...!
সুন্দর। +