নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু যদি....(একের ভিতর দুই)

০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৩২

বন্ধু যদি হইতো আমার : নয়ন



বন্ধু যদি হইতো আমার ঘর বাঁধিতাম মনের সুখে,
ভুলে যেতাম দুঃখ যতো তার সে'বুকে মাথা রেখে।
দেখতে হাসি প্রিয় মুখে আমার জীবন বিক্রি করে,
হেটে মাইল লক্ষ হাজার সুখ কিনিয়া দিতাম তারে।

বিশ্বাস ভরে ভালোবাসায় দেখতাম বন্ধুর মুখটি আমি,
আশার-মালা গেঁথে দুজন কাটিয়ে দিতাম দিনযামিনী।
মধুর নেশায় নিত্য প্রহর মুগ্ধ চিত্তে রসের প্রেমে,
সুখের যতো স্বপ্ন আমি তার দুচোখে দিতাম ভরি।

কত দিনের কত কথা হয়নি তারে আজও বলা,
তাকে ঘিরে স্বপ্ন গুলো বুকের ঘরে রাখছি জমা।
প্রেমের সুখে হয়ে মত্ত দেখাবো তার দেয়া ক্ষত,
তার আদরে মুছে যেতো মনের দুঃখ সব-বেদনা।

কতো আশা চাঁদ দেখিবার রেখে মাথা বন্ধুর কুলে,
চন্দ্র তারায় ঘুরবো তখন ছন্দ খেলায় উঠবো মেতে।
সুখের পাখি আসলে আবার বন্দি করে মনের ঘরে,
মনে যখন চাইব তখন দেখবো তারে দোয়ার খুলে।

পূর্ণিমারাত আকাশ জুড়ে দেখি কতো লক্ষ তারা,
থাকলে বন্ধু আমার ঘরে হইতাম প্রেমে দিশেহারা।
কথা হইতো কতো-শত পূর্ণ করতাম চাওয়া যতো,
আমি-আত্মায় বান্ধিয়া তারে করতাম পরমাত্মীয়া।




বন্ধু যদি আমার হইতো : নয়ন



বন্ধু যদি আমার হইতো....
আদর করে বুকে নিতো।
মরণ এলেও যেতো মরে
আমায় কভু ভুলতো না।।
সে আমারে প্রেম শিখাইয়া
মিষ্টি মধুর কথা কইয়া।।
কাড়লো মনের সুখ যতো
বিনিময়ে সে-শুধু দিল বেদনা।
জানলে আগে তার সনে আর
পিরিত আমি করতাম না....!

রাতদুপুরে ঘুমের ঘরে
স্বপ্নে তুমি আসিয়া,
ফিরে গেলে রাত্রি কাটে
চোখের জলে ভাসিয়া।।
থাকলা বন্ধু সুখের সময়,
দুঃখ দিয়া ভাঙলা হৃদয়।।
নিজের সুখটাই চাইলা তুমি
কষ্ট দিলা ভাবলা না!
আমার ঘর ভাঙিয়া তোমার
সুখের ঘরটা সাজাইলা...!

আশা আমার ছিল বড়
বন্ধু তোমায় নিয়া,
সারা জীবন সুখেই রবো
প্রেমের ঘর বাঁধিয়া।।
স্বপ্ন আমার স্বপ্ন রইলো,
বন্ধু তুমি কোন দিনও।।
আমার প্রেমের কানাকড়ি
মূল্য দিতে চাইলা না।
তুমি বান মারিয়া ভালোবাসার
বাঁচতে আমায় দিলা না...!


[কবিতা দুটি আজকের রাতকে স্মরণীয় রাখুক
________রাত ১০.২২মিঃ থেকে সকাল ৫.৫০ মিঃ]

মন্তব্য ৩৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৫৩

শূন্যনীড় বলেছেন: দুটোতেই মুগ্ধতা। সুন্দর দুটি কবিতার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল।

০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা জেনে ভালো লাগলো ভাই,। অনেক প্রেরণা পেলাম।
শুভকামনা সবসময়।

২| ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: লেখাটায় আঞ্চলিকতার টান আছে!:)


তবুও মন্দ লাগেনি!:)

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই আপনার উপস্থিতি। মন্দ লাগেনি জেনে উৎসাহিত হলাম প্রেরণা হয়ে থাকবেন।


শুভকামনা ভাই।

৩| ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৫৯

শূন্যনীড় বলেছেন:


বন্ধু যদি হইতো আমার ঘর বাঁধিতাম মনের সুখে,
ভুলে যেতাম দুঃখ যতো তার সে'বুকে মাথা রেখে।
দেখতে হাসি প্রিয় মুখে আমার জীবন বিক্রি করে,
হেটে মাইল লক্ষ হাজার সুখ কিনিয়া দিতাম তারে। "---- অসাধারণ ভালোবাসার প্রকাশ।

শুভকামনা রইল।

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই দ্বিতীয়বার আসায়। কৃতজ্ঞতা জানবরন।


শুভকামনা রইল ভাই।

(বুঝেছিলাম ভাই ...।)

৪| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:০০

শায়মা বলেছেন: হায়রে ভাইয়া তোমার কবিতাগুলি একের পর এক পড়ে তো মনে হচ্ছে অচীরেই তুমি মজনুপাগলা হতে চলেছো লাইলীর প্রেমে!!!!!!!! :-/

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হাসাইলেন আপু...। যার কপালে প্রেমের ঠাড়া পরছে সে আবার লাইলী পাবো কই প্রেম করতে !!!!

বিরহ লেখলে শুধু, সবাই মনে কনে আমি বিরহানলে পুড়ে পুড়ে শেষ। তাই একটু চেঞ্জ করার ইচ্ছা ছিল।
আমার বিজ্ঞ আপুর মন্তব্য পড়ে বুছতে পারলাম, একটু চেঞ্জ হয়েছে হয় তো। গতরাতের চেষ্টা সফল করলেন আপু।

শুভেচ্ছা রইল আপু। শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

৫| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:০৩

নাদিম আহসান তুহিন বলেছেন: চমৎকার

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম তুহিন ভাই।


শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই।

৬| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৫

শায়মা বলেছেন: মজনুভাইয়া আরও কবিতা লেখো......

মজনু তোমার এসেছে ফিরিয়া লাইলী গো আঁখি মেলো ..... :)

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লাইলি ঘুমাইছে আপু...চোখ খুলবো না, নিশ্চিত

৭| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪০

নাগরিক কবি বলেছেন: ভাল হয়েছে। তবে আমি বিলিয়ার ভাইয়ের সাথে একমত।

০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভালো হয়েছে জেনে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

আমিও আপনাদের সাথেই,

শুভকামনা জানবেন ভাই।

৮| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:১৩

সিনবাদ জাহাজি বলেছেন: লোখা ভালো লেগেছে।

কিন্তু গান শুনতে চাই ভাইয়া :)


কবে শোনাচ্ছেন বলুন

০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই মন্তব্যে। প্রেরণা পেলাম।

হ ভাই গান অনেকদিন হয় হচ্ছে না। চেষ্টা করবো ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই।

৯| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
রোমান্টিকতায় ভরপুর কবিতা। :)

কবিতায় কিছুটা লিরিকের ছোয়াও পেলাম মনে হয়। কবিতাগুলোতে সুর দিয়ো গান বাঁধলে আরো হৃদয়স্পর্শী হবে।

ভাল থাকুন। সেই শুভকামনা।

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রোমান্টিকতা পেয়েছেন যেনে ভালো লাগলো, উৎসাহিত হলাম ভাই।

আসলে আমি বিরহের কথাই বেশি লেখি। কয়েকদিন যাবত একটু চেঞ্জ হবো ভাবছিলাম। রোমান্টিকতা তুলতে পেরেছি জেনে ভালো লাগলো।

হ্যা ভাই ঠিকই ধরেছেন, নিচের লেখাটা গানই লিখতে চেয়েছিলাম। কিন্তু সুর কেমন যেন হচ্ছিল না। তাই উপরের লেখাটা লিখেছি সুরের চিন্তা না করেই।দোআ করবেন ভাই।

মন্তব্যে অনেক অনুপ্রাণিত হবো ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা রইল আপনার জন্য।

১০| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:০৫

ধ্রুবক আলো বলেছেন: দুটোই খুব ভালো লাগলো ++++

কিন্তু শেষের কথা খান, মানে স্মরণীয় হয়ে থাকুক একটু বুঝিয়ে বলবেন :)

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুটোই ভালো লাগায় অনেক প্রেরণা আর উৎসাহ পেলাম ভাই। সবসময় উৎসাহিত করে যান আন্তরিক হয়ে, সেজন্য আমার কৃতজ্ঞতার কোন কমতি নেই। প্রেরণা হয়ে থাকবেন।

আসলে রাত ১০-২২ মিঃ সময় থেকে নিচের কবিতাটা গান আকারে লেখার চেষ্টা শুরু করি। কিন্তু, সুর কেমন যেন মিলতেছিল না। তাই উপরের লেখাটা শুরু করি। কিন্তু, উপরের লেখাটা শেষ করতে সকাল হয়ে গেল, চোখে ঘুম আসলো না!! পরে দুটো কবিতা শেষ হয়েছে পাঁচটা সাড়ে পাঁচটার পরে। তাই লিখে রেখেছি, কবিতা মিলাইতেও রাত নির্ঘুম কেটে যেতে পারে !!

অনেক ভালো লাগা জানবেন ভাই।
শুভকামনা রইল।

১১| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সুমন কর বলেছেন: শায়মা বলেছেন: হায়রে ভাইয়া তোমার কবিতাগুলি একের পর এক পড়ে তো মনে হচ্ছে অচীরেই তুমি মজনুপাগলা হতে চলেছো লাইলীর প্রেমে!! ---- সহমত।

০৫ ই মে, ২০১৭ রাত ৮:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা আমার চেষ্টা সফল হয়েছে ভাই। মনে হয় রোমান্টিকতা ফিরিয়ে আনতে পেরেছি লেখায়। দোআ করবেন ভাই।

পাগল আমি হবো, কিন্তু লাইলীর জায়গায় লেখা হবে ভাই।

অনেক প্রেরণা পেলাম ভাই।
শুভকামনা জানবেন সবসময়।

১২| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার দুটি প্রেম কাব্য!!!

০৫ ই মে, ২০১৭ রাত ৮:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেয়েছি মন্তব্যে। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।


আপনার আগমনে কৃতজ্ঞতা জানবেন।
আপনার জন্য শুভকামনা সবসময়।

১৩| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:৩০

ধ্রুবক আলো বলেছেন: প্রতি মন্তব্য খুব ভালো লাগলো, ভাই লেখা ঘুম কেড়ে নেয়।

০৫ ই মে, ২০১৭ রাত ১০:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নেয় ভাই, ঘুম থাকেনা আশেপাশে।

মুগ্ধতা রইল ভাই।
শুভকামনা জানবেন।

১৪| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবির জন্য শুভ কামনা।

০৫ ই মে, ২০১৭ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন প্রিয় কবি ভাই। মন্তব্য পেয়ে প্রেরণা আশীর্বাদ দুই ই পেলাম।


শুভকামনা জানবেন সবসময়।

১৫| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


আপনি কয়েকটি চরিত্রের সমন্ময়ে একটি কাব্য লিখার চেস্টা করেন।

০৬ ই মে, ২০১৭ সকাল ৯:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার চিন্তক মন্তব্যে। দোআ করবেন যেন এই চেষ্টায় সফল হতে পারি।

শুভকামনা জানবেন সবসময়।

১৬| ০৬ ই মে, ২০১৭ ভোর ৫:৩১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা প্রচ্ছদ ছবি সবই খুব সুন্দর হয়েছে ।
পাঠে এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই মে, ২০১৭ সকাল ৯:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা পেয়ে অনেক আনন্দিত হয়েছি ভাই, এই মুগ্ধতা আমার সামনের দিনে প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে।

অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন প্রিয় ভাই।
শুভকামনা সবসময়।

১৭| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:০৭

নীলপরি বলেছেন: দুটো কবিতাই খুব ভালো লাগলো । +++++++++

শুভকামনা ।

০৬ ই মে, ২০১৭ সকাল ৯:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে জেনে অনেক উৎসাহিত হলাম আপু। এই উৎসাহ আশীর্বাদ হিসেবে থাকুক।

অনেকগুলো প্লাস পেয়ে সত্যিই উচ্ছসিত। প্রেরণা হয়ে থাকবেন আপু সবসময়।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

১৮| ০৬ ই মে, ২০১৭ সকাল ১০:১২

সামিয়া বলেছেন: ভালোলাগলো। +++++

০৬ ই মে, ২০১৭ সকাল ১০:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ধন্য হলো লেখাটি। প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে আপু। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা আপনার জন্য।

১৯| ০৬ ই মে, ২০১৭ সকাল ১০:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বাক্যগঠন আর ছন্দের দিকে আরেকটু মনোযোগ দিয়েন! সর্বোপরি লেখা ভালো লেগেছে ।

০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর সাধু ভাই কে পেয়ে খুব অানন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।

হ ভাই, চেষ্টা করে যাবো। দোআ করবেন।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.