নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ওই চাঁদ আর তুমি

১১ ই মে, ২০১৭ রাত ৮:৩৩



জানো!
সারাদিন এত কর্মব্যস্ততার পরেও
মেঘহীন কোনকোন পূর্ণিমারাতে,
বাড়ির সামনের পথটায়
ঘাসের উপর বসে থেকেই কেটে যায়...!
প্রহরগুলো, শূন্যতার নির্মম কষাঘাতে
অসহ্য দারুণ জ্বালায় পুড়ে পুড়েও গভীর থেকে
শেষ হয় কত রাত তোমার অপেক্ষায়।
আমি প্রেম বুঝি না,
খুঁজি না ভালোবাসা কারে কয়।
তুমিই তো বলেছিলে 'তুমি আসবে'
তুমি আসবেই আমার কুঁড়েঘরে।
তোমারি মত-শান্ত নীরব আকাশের নিচে
প্রায়ই একা একা বসে থাকি
তুমি আসবে না জেনেও।

তুমি আবার ভেবো না....
চাঁদের নিঃসৃত জোছনায় চোখদুটো রাঙাবো,
ভাবের দেশে উঁড়বো সাদা মেঘে ভেসে ভেসে।
তাই, নীরবে নিভৃতে নিঃশব্দে বসে থাকি
চুপিচুপি লিখবো বলে নতুন কোন কবিতা...!
আজকাল কবিতা'রা সব
কেমন ঝাঁঝালো বিষাদে ভরে থাকে, জানো...!
কোন রোমান্টিকতা এখন আর আমাকে
সেই আগের মতো আকৃষ্ট করেনা...
অনুভূতি গুলোও যেন বড্ড ভোতা হয়ে গেছে এখন!
রসে ভরা স্বর্গীয় সুখ স্পর্শী
লেখা ভালোবাসা'র শব্দ গুলো কেমন যেনো
মিথ্যে মনে হয়! আমি আর
কিছুই করতে পারিনা বিশ্বাস! মনে হয়,
বারবার মনে হয়-সব মিথ্যে আর ছলনা....!

জানো, ভালোবাসা'র কথা শুনলেই
দম বন্ধ হয়ে আসে! নুতন কোন
স্বপ্ন দেখার স্বাদ আর তখন জাগে না!
নিঝুম চন্দ্রিমারাতে- জোছনা মাখা
শরীর জুড়ানো শীতল বাতাসেও
এই মন আর জুড়ায় না! ভালোবাসা'র
অনুভূতি সব ঘুমিয়ে থাকে, জাগে না! তাই'তো
অচেতন অবগাহনে নির্বাসিতই রয়ে গেল-
আমার কবিত্ব আর কবিতা....!
আমি কবিতা হারা...
তোমাকে হারিয়ে ছিলাম যেদিন থেকে !
তবু কেন পূর্ণিমায়,
চাঁদের দিকে তাকিয়ে থাকি ? জানো!
ওই চাঁদের মাঝখানে ভেসে থাকো তুমি।
আমার দিকে চেয়ে হাসো-মুক্ত ঝরা
ভুবনজয়ী হাসি, ঝর্ণার মতো ঝরে তোমার
অমিত ভালোবাসা।
আমি সেই হাসিতে'ই একটু সুখ খুঁজি,
হৃদয় ভরাতে চাই সেই মুগ্ধতায়...।।

নিশিত! অন্ধকার পৃথিবীর
চারিদিক নীরব স্তব্ধ-সুনসান শূন্যতা ভুলে,
নিঃসঙ্গতা'র যন্ত্রণায় বুকে
চেপে রাখা কষ্টের আত্ম-চিৎকার, যৌবনা
প্রতিটি পূর্ণিমায়- শুনি আনন্দ তৃপ্তির হাসি-ছন্দ,
মধু জোছনায় ঘটে রাত্রির সাথে চাঁদের মিলন।
ভালোবাসা বুঝি এমনই, হায়! মুগ্ধতায়
দুঃসহ যন্ত্রণা না-পাওয়ার,
বিরহের যতো কষ্ট, নিমিষেই
ভুলিয়ে দিতে পারে প্রেমের স্পর্শ।
ভীষণ কষ্ট হয় আমার, পুড়ি, পুড়তেই থাকি
চাঁদ আর রাতের মিলনকালে ভেবে তোমায়।
যৌবনে ফেলে আসা স্মৃতি গুলো-যে মনে পড়বেই,
হয়'তো নাড়িবে পুরনো প্রেম-তোমার মনটাকে,
জলে ভরবেই দু'নয়ন, ওই
পাষাণ হৃদয়-যে তখন কাঁদবেই।
দারুণ যন্ত্রণা হয় আমার বাম বুকটায়,
দুই চোখে শ্রাবণের বাঁধভাঙা অশ্রুধারা
আটকাতে পারিনা কিছুতেই! আজও
মনে হয় ভালোবাসি তোমায়! ভীষণ ভালোবাসি!
চোখের সামনে চলে আসা চাঁদকে, তুমি ভেবে
বলতে চাই মনের যতো না বলা কথা, হৃদয়ের
যতো সুখ আর প্রেম মিশিয়ে।
ভুলে যাই একাকীত্ব ওই চাঁদমুখ দেখে সহজেই।

তুমি কর, শুষ্ক সাদা মেঘের আঁড়ালে
নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা। তাতে-ই
আমার ভালোবাসা হয়ে ওঠে যেন বিদ্রোহী!
মনের অজান্তেই বেরিয়ে আসে
বিষাদিত সব কথা,
আমি বিড়বিড় করে বলতে থাকি!
সেই কথা গুলোই সংগ্রহ করে বাতাস...
আমাকে শুনিয়ে বলে,
এই নাও তোমার সুন্দর একটি কবিতা।
আমি মুগ্ধ হই, আবার বিস্মিত...! বহুদিন,
বহুকাল আমার লেখা হয়নি কোন কষ্টের কথা,
বিষণ্ণতায় ভরা ভালোবাসা আর খুঁজি'ইনি...!

যেদিন থেকে হারিয়ে গেছো তুমি
ভুলেছো আমাকে দেয়া সব ভালোবাসা...!
সেদিন থেকেই খুব বিশৃঙ্খল শব্দ'রা সব
হয়েছে এলোমেলো, বড্ড উশৃঙ্খল-শাসন হারা!
কিছুতেই আমি সাজাতে পারিনা সারি সারি!
বড় কষ্টের! বিষণ্ণতায় ভরা দুঃসহ যন্ত্রণার...!
ভুলেই যদি যাবে সবকিছু, হারিয়েই যাবে যদি,
কি প্রয়োজন ছিল-এত আয়োজন করে হারাবার!!
মিলে না উত্তর, মিলাতে পারিনা আর সেই কাব্য,
যে অমর কাব্যের নাম 'ভালোবাসা'!!!

জীবনের সব স্বাদ আহ্লাদ যতো ইচ্ছে
মনের সুপ্ত বাসনা গুলো আজ দুঃখক্লিষ্ট-যন্ত্রণার।
কখনো আবার ভীষণ মুগ্ধতায় তৃপ্ত সেই মহাকাব্য
ভালোবাসা! আমি হারিয়ে ফেলেছি!
অনুভবে-নিভৃতে নিরালায় বসে বসে কেঁদেছি
কষ্টের মহাপ্লাবনে! একটু সহানুভূতির আশায়
ছোটে গিয়েছিল আমার অতৃপ্ত আত্মা!!
তুমি, সেদিনও খেলেছো লোকচুরি! হৃদয়ের
কোন আহ্বানই তোমাকে আর ফেরাতে পারেনি!
বেদনার রিক্ততায় সিক্ত পাথর চোখ দুটি থেকে
ঝরে পড়া রক্ত-কান্নাও, তোমার পাষাণ মনে
মায়া জাগাতে পারেনি! তুমি উল্লাসে উল্লাসে
মাতিয়া ফিরেছো, তোমার সুখের উম্মাদনায়!
আমার কষ্ট, আমার কান্না তোমাকে
পারেনি ফেরাতে! তুমি বুঝ'নি,
কখনোই বুঝতে চাও'নি আমার হৃদয়ের
আকুলতায় ভরা সেই- মিনতি!!

জানো, গভীর রাত্রে যখন
চারিদিকে সুনসান, নীরবতা আর শূন্যতায়
ডুবে রাত্রির নিশ্চুপ পথচলা,
পৃথিবী তখন গভীর ঘুমে থাকে মগ্ন। তখনো
আমি জেগে থাকি, বদ্ধ ঘরের আঁধার ঠেলে,
ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসি নিঃশব্দে,
ওই চাঁদটির মাঝে তোমায় দেখবো ভেবে...!
আমি আর চাঁদ, তাকিয়ে থাকি মুগ্ধ নয়নে!
এত কষ্ট! এত বিরহ!
পেরিয়ে এসেও কতশত যন্ত্রণা...!!
ওই চাঁদের দিকে চেয়ে মনের গভীর থেকে
বেরিয়ে আসে বারবার-
'তোমরা সমান অপরূপা আমার পুড়া চোখে,
মুগ্ধতায় সমান- 'ওই চাঁদ আর তুমি'।
এই দগ্ধ হৃদয়ের গহীনে, এখনো
রয়ে গেছে- তোমার ভালোবাসা'!! নয়ন।।




[ ক্ষমা করবেন, এই কবিতাটি গত চারদিন আগে আরও তিনটি কবিতার সাথে ভিতরে প্রকাশ করেছিলাম। কবিতাটি আমার ভালো লাগে খুব তাই আলাদা একক পোষ্ট করে রাখলাম। কারো বিরক্তিকর মনে হলে ক্ষমা করবেন। ]

মন্তব্য ৩৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:

আপনার কবিতা পড়ার সময়, মনটা কিছুক্ষণের জনয় হলেও কল্পনার জগতে প্রবেশ করে

১১ ই মে, ২০১৭ রাত ৮:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যাক, আপনার মতো কঠিন মনকেও কল্পনার জগতে নিতে পেরেছি, এটাই আমার সফলতা হয়ে থাকুক।

অনেক প্রেরণা পেলাম আপনার মন্তব্যে।
শুভকামনা আপনার জন্য সবসময়।

২| ১১ ই মে, ২০১৭ রাত ৯:০৫

মৌমুমু বলেছেন: চাঁদ আর বৃষ্টি আমার খুব প্রিয়। তাই যে লিখায় বা কবিতায় চাঁদ বা বৃষ্টি থাকে আমি সেই লিখা সচরাচর মিস করিনা।
আপনার লিখা অনেক ভালো লাগে। সুন্দর লিখেছেন!++
শুভকামনা রইল।

১১ ই মে, ২০১৭ রাত ৯:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ আর প্রেরণা দিয়ে গেছেন আপু। প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনগুলোতে। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে। দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৩| ১১ ই মে, ২০১৭ রাত ৯:২৩

নাগরিক কবি বলেছেন: সুন্দর হয়েছে B-)

১১ ই মে, ২০১৭ রাত ৯:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত করলেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন।


শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।

৪| ১১ ই মে, ২০১৭ রাত ৯:৪২

শূন্যনীড় বলেছেন: আগেই পড়েছি। খুব সুন্দর হয়েছে। +++++

১১ ই মে, ২০১৭ রাত ৯:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৫| ১১ ই মে, ২০১৭ রাত ৯:৫৪

সিনবাদ জাহাজি বলেছেন: বিরক্তি নয় বরং ভালো লাগলো

১১ ই মে, ২০১৭ রাত ৯:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা দিয়ে গেলেন ভাই। অনুপ্রাণিত হবো সামনের দিনে।


শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই।

৬| ১১ ই মে, ২০১৭ রাত ৯:৫৪

ধ্রুবক আলো বলেছেন: দারুন +++

আর যা বলার গাজী ভাই বলে দিয়েছেন ;)

১১ ই মে, ২০১৭ রাত ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই। মনে একটু ভয়ই ছিল, কেউ কটু কথা শুনায় কিনা, ভয়টা কেটে গেলো। দোআ করবেন ভাই।


গাজী ভাইয়ের কঠিন মনে যে কল্পনার অনুভূত হয়েছে সেজন্য আমিও উচ্ছসিত ভাই, আপনার জন্যও।

শুভকামনা জানবেন সবসময়।

৭| ১১ ই মে, ২০১৭ রাত ১০:০২

সানজিদ হাসান (সান্জু) বলেছেন: ছন্দের দারুণ প্রয়োগ!

১১ ই মে, ২০১৭ রাত ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা দিয়ে গেলেন ভাই। অনুপ্রাণিত হবো সামনের দিনগুলো তে। কৃতজ্ঞতা জানবেন।

আসলে, লেখাটা আমি লিখেছিলাম যেন ভালোবাসার হারানো মানুষটির পাশে বসে মনের কথাগুলো বলছি নীরবে। আর সে শুনছে চুপকরে, তাকে কিছু বলার সময়ই দিচ্ছিনা! আমি বলেই চলেছি...।

দোআ করবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

৮| ১১ ই মে, ২০১৭ রাত ১১:০২

নীলপরি বলেছেন: পৃথিবী তখন গভীর ঘুমে থাকে মগ্ন। তখনো
আমি জেগে থাকি, বদ্ধ ঘরের আঁধার ঠেলে,
ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসি নিঃশব্দে,
ওই চাঁদটির মাঝে তোমায় দেখবো ভেবে...!


খুব ভালো লাগলো ।

১১ ই মে, ২০১৭ রাত ১১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম আপু মন্তব্য পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।


শুভকামনা জানবেন সবসময়।

৯| ১১ ই মে, ২০১৭ রাত ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর বড় কবিতা +++


শুভ কামনা রইলো ।

১১ ই মে, ২০১৭ রাত ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম প্রিয় কবির প্রশংসা পেয়ে। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১০| ১২ ই মে, ২০১৭ রাত ১:১০

অাসাদুজ্জামান লিটন বলেছেন: সাধারন

১২ ই মে, ২০১৭ রাত ১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ভাই।

একদম সাধারণ ভাই। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ১২ ই মে, ২০১৭ ভোর ৬:১৫

ডঃ এম এ আলী বলেছেন: খোলা বাতায়ন দিয়ে চাঁদের পানে তাকিয়ে তাকিয়ে তো বিধাতার অপরূপ লীলা দেখলাম ।
আজ ছিল সবে বরাতের রাত , তাই কবিতা ভাল করে তেমন দেখা হলোনা
পরে সময় করে না হয় আসব একবার ।
শুভেচ্ছা রইল ।

১২ ই মে, ২০১৭ সকাল ৮:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার দরশনই আমার জন্য অনেক প্রেরণার ভাই। কৃতজ্ঞতা জানাই মন্তব্যে। বিধাতার অপরূপ লীলা দেখাতে অভিনন্দন।

শুভকামনা জানবেন ভাই সবসময়।

শুভ সকাল।

১২| ১২ ই মে, ২০১৭ সকাল ১০:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি আপনার পিছনেও উল্লুক বাঝতে পারে ভাবতে পারিনি। দোয়া করি আপনাকে আল্লাহ আরো অধিক উন্নতি দান করুন। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।

১২ ই মে, ২০১৭ দুপুর ২:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন। আল্লাহ্ আপনাকে কবুল করুক।

উল্লুক বাুধলে আর কি করার ভাই!!
খুব ভালো লাগে যখন ফেসবুক ইবক্সে দেখি, ভাই, আপনার লেখাটা পড়ে এসেছি ব্লগে, যখন দেখি, ভাই কমেন্ট করে এসেছি। তখন খুশিই লাগে। মনে হয়ে এরাই আমার প্রেরণার উৎস হয়ে থাকুক। আজ তাদের মধ্যে দুজনের অনেকগুলো মন্তব্য মুছে দিয়েছি। কষ্ট লেগেছে, তবুও দিয়েছি। কারণ, এরা মূলত ফেসবুকেই থাকে। মাঝেমধ্যে ব্লগে এসে একটা দুটো মন্তব্য রেখেই বেরিয়ে যায়, তাদের এমন ভালোবাসা আমাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। সাহস পেলাম। প্রেরণা হয়ে থাকুন সবসময়।

শ্রদ্ধা ভালোবাসা দুটোই আপনার জন্য সবসময়।
শুভকামনা জানবেন।

১৩| ১২ ই মে, ২০১৭ দুপুর ১২:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি আরেকটা গল্প লিখেছি একটু দেখে দিলে খুশী হব।

১২ ই মে, ২০১৭ বিকাল ৩:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনার গল্পটা পড়ে এসেছি। একটা ছোট্ট মন্তব্যও রেখে এসেছি।

আমার জন্য দোআ করবেন ভাই। আমি নিরাশ নই কখনওই। যেদিন ছয় মাস পর এই নিকে ঢোকে প্রথম পোষ্ট দেই, সেদিন সেই পোষ্টটি আলোচিত পাতায় দেখে খুব আনন্দিত আর উৎসাহিত হয়েছিলাম সবার উৎসাহ আর প্রেরণা পেয়ে। তারপর যখন সেই পোষ্টটি নির্বাচিত পাতায় দেখি, তখন ভেবেছিলাম লিখেই যাবো যেরকমভাবে পারি। মানসম্মত লেখা আমি লিখতে পারিনা, কারণ, আমি লেখক কবি কোনটাই হওয়ার যোগ্য নই, আশাও করিনি কখনো। যা আশা করতাম সবসময় তা ভুলে গেছি সহজেই 'গান'!! আর লেখালেখি যেদিন ভুলে যাবো সেদিন আমার কোন অস্তিত্বই থাকবেনা পৃথিবীতে। দোআ করবেন ভাই, আর যদি সময় হয় কখনো তাহলে আমার ব্যক্তিগত ওয়েবসাইট স্বপ্ননীড় একবার ঘুরে আসার আমান্ত্রণ থাকলো। যদি খড়কুটোর মতো উড়ে যাই কখনো, সেদিনও সাইটে থাকবো এভাবেই।

অনেক কথাই বলে ফেললাম। ভুল হলে, মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।
শুভকামনা আর ভালোবাসা জানবেন সবসময়।

১৪| ১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুভ ভালো লাগলো। এগৈয়ে যান, শুভকামনা আপনার জন্য.............. :) :) :)

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন আমার সামনের দিনে।

শুভকামনা জানবেন প্রিয় কবি হাফেজ ভাই।

১৫| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:০২

কানিজ রিনা বলেছেন: ব্যর্থ প্রেমীক প্রেমূকার জন্য এরকম সাগরসম
ব্যর্থ কবিতা লিখলে সবিতারা খুশি হয়।
তাও কি জানেন হয়ত খুশি হওয়ার জন্যই
লিখেন। তাইতো খুশি হলাম আপনার সাগরসম
কবিতায়। আন্দলিত হল চন্দ্র জোছনার তরঙ্গ
ভাসা কোনও পুড়োন প্রেমের স্মৃতি। সেতো
নামই রেখেছিল স্মৃতি।
খুব খুব ভাল লাগল ধন্যবাদ,

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এত সুন্দর অনেক সময় ব্যয় করা মন্তব্যের প্রতিউত্তরে কিভাবে মুগ্ধতা জানাবো সেটাই ভাবছিলাম! খুব সুন্দর কথাগুলো বলেগেছেন আপু। কৃতজ্ঞতা জানবেন।

প্রশংসা পেয়ে লেখাটা ধন্য হলো আপু। প্রেরণা হয়ে থাকবেন আমার সামনের দিনগুলিতে।
শুভেচ্ছা আর শুভকামনা সবসময় আপনার জন্য।

১৬| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সেলিম আনোয়ার বলেছেন: অনুভূতি গুলোও যেন বড্ড ভোতা হয়ে গেছে এখন!
রসে ভরা স্বর্গীয় সুখ স্পর্শী
লেখা ভালোবাসা'র শব্দ গুলো কেমন যেনো
মিথ্যে মনে হয়! আমি আর
কিছুই করতে পারিনা বিশ্বাস! মনে হয়,
বারবার মনে হয়-সব মিথ্যে আর ছলনা...

:)

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে মন্তব্যের ঘরে পেয়ে। অনেক প্রেরণা পেলাম।


শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
শুভ সন্ধ্যা।

১৭| ১২ ই মে, ২০১৭ রাত ৯:৫৯

জাহিদ অনিক বলেছেন: ও চাঁদ , সামলে রেখ জোছনাকে

১২ ই মে, ২০১৭ রাত ১১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলছেন ভাই, ভালোবাসার মানুষকে খুশি করতে ডাকাতি করে নিতে পারি জোছনাকে ...হা হা হা


শুভেচ্ছা জানবেন ভাই, কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
শুভকামনা রইল।

১৮| ১২ ই মে, ২০১৭ রাত ১১:৫৭

রিয়াদ হোসেন সুভ্র বলেছেন: দাদা আপনি চাইলে আমাদের গ্রুপ এ এড হয়ে সবার সাথে সাহিত্য চর্চা করতে পারেন ।
লিংকঃ Click This Link

১৩ ই মে, ২০১৭ রাত ১২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা ভাই সুন্দর সুযোগের সন্ধান দেয়ায়।

লিঙ্কে যাবো ভাই।

শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.