নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| প্রতীক্ষা ||

১৩ ই মে, ২০১৭ দুপুর ১:৪৭



শহর নগর গ্রাম, গঞ্জের হাটে
মাঠেঘাটে প্রান্তরে, তীর
খাল বিল নদী'র, দ্বিপ
চারিধারে সাগর মহাসাগরের সব জল,
হিংস্র বাঘটির ক্ষুধার্ত থাবা হয়ে-
গ্রাস করার জন্য সদা অস্থির।
তবু আমি কোন ভয় পাই'ইনি...!!
স্তব্ধ পাথরের মতো, স্থির দাঁড়িয়ে
চেয়ে থাকি-দূর দিগন্তের সীমানা পেরিয়ে
তোমার আঙিনায়...।
দোয়ার খোলে বেরিয়ে আসবে তুমি
সভ্যতার আহ্বানে, মানবিকতার টানে,
প্রাণের সুখে মহাপ্রলয়ের বেগে,
যেখানে ভালোবাসা আর প্রতীক্ষা...!
ধোঁয়ে মুছে যাবে দুঃখ কষ্ট ভয়,
তৃষাতুর হৃদয়ের যতসব তৃষ্ণা...,
বাস্তবতার নির্মম পরিহাসে, অবহেলায়
জীবনের ভার বইতে বইতে ক্লান্ত,
শোকে পাথর মনটা আ-বা-র
জেগে উঠবে ভালোবাসার সুখে;
ভালোবাসায় ভরে যাবে পৃথিবী।।



মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:০৬

নাগরিক কবি বলেছেন: ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী। সুন্দর হয়েছে।

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসা পেয়ে ধন্য হল ভাই লেখাটি। মন্তব্যে কৃতজ্ঞতা।
প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন ভাই।

২| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:১০

কানিজ রিনা বলেছেন: ছবির ছেলেটি মনে হচ্ছে আমার, বাবা ওকে
ফেলে রেখে চলে গেছে যাওয়ার আগে ওকে
বেদম প্রহার করেছিল। আমি ওর মা ও
আমাকে খাওবে বলে কর্মের অপেক্ষা।
ওকে দেখে চোখে পানি নামল।
লেখাটা অনেক ভাল লাগল ধন্যবাদ,

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পড়ে ভরে উঠলো মন, মুগ্ধতা ভরা সব মমতাময়ী কথাগুলোয় গভীর ভালোবাসার। সার্থক আমার সামান্য লেখাটি, সার্থক প্রতীক্ষা। আবেগ আর ভালোবাসা বুঝিয়ে দিয়ে গেলেন আপু, কতটা মমতায় আমাদের ভালোবাসার হাত প্রসারিত করা উচিৎ। মমতাময় আপনার হৃদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা।

প্রেরণা হয়ে থাকবেন আপু।
শুভকামনা জানবেন সবসময়।

৩| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫২

ধ্রুবক আলো বলেছেন: ভাই আর কতকাল এই প্রতীক্ষা, এর শেষ হবে কবে??!

কবিতা দারুন +++++ খুব ভালো লাগলো।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বর্তমান বিশ্ব হিংস্রতার দিকে এগিয়ে যাচ্ছে ভালোবাসার পথভ্রষ্ট হয়ে! যেদিন সবার প্রাণে সবার জন্য মমতা আর ভালোবাসা জাগ্রত হবে সেদিন বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে এটা আমার বিশ্বাস। প্রতিটি সমাজে ভালোবাসার উদয় হবে, মানবিক গুণাবলিতে ভরবে মানুষের হৃদয় সেদিন সবার সুখেদুঃখে এগিয়ে আসবে সবাই এমনাটাই আমার ধারণা। জানিনা ভাই এই প্রতীক্ষার শেষ কোথায়!!

কবিতা ভালো লাগায় উৎসাহিত হলাম ভাই। প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক।
কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময়।

৪| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫৭

ওমেরা বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ভাইয়া ।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে ধন্য হলো আপু সামান্য লেখাটি। প্রেরণা দিয়ে গেলেন আপু। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।


শুভকামনা জানবেন সবসময়।

৫| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৩০

শূন্যনীড় বলেছেন: ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী।

কবিতায় +++++

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্লাস গুলো প্রেরণা হয়ে থাকুক ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।


শুভকামনা আপনার জন্য।

৬| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


কবিতার মুল ভাব, ও পরিবেশের মাঝে মিল কম।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক খুঁজেও মনের মতো কোন ছবি পাইলাম না ভাই, শেষে আহমেদ জী এস ভাইয়ের ব্লগ থেকে উপরের ছবিটাই সিলেক্ট করেছি। নিচের ছবিটা নেট থেকেই পেয়েছিলাম কিন্তু মূল ছবি করিনি।

আর লেখায়, সর্বত্র শতবাঁধা হিংস্রতা আগ্রাসনের থাবাতেও ভিতু না হয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছি দৃঢ় বিশ্বাসে, ভালোবাসাই পারে বিশ্বশান্তি প্রতিষ্ঠিত করতে।
আপনার মন্তব্যে বুঝতে পারছি ঠিকঠাক পারিনি। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়। মন্তব্যে কৃতজ্ঞতা রইল।

৭| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে সাহস পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

৮| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা নতুন গল্প লিখেছি। যাতে আপনি আছেন। দেখে দিলে খুশী হব।

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি জানিয়ে যাওয়ার জন্য।

শ্রদ্ধা জানবেন স্যার।
শুভকামনা সবসময়।

৯| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




আর কতকাল রহিব পন্থের পানে চাইয়া ....
প্রতীক্ষা এমনই একটি জিনিষ । হায়, যদি সব প্রতীক্ষাই ফুরাতো একদিন !!!!!!!!!!!
ভালো লিখেছেন ।

১৪ ই মে, ২০১৭ রাত ২:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল ভাই।

পৃথিবী যেদিন ভালোবাসায় ভরবে সেদিন ফুরোবে ভাই!
এখন মানুষ ভালোবাসার পথভ্রষ্ট হয়ে কিনে অন্ত্র!
যেদিন সহিংসতা ভুলে ভালোবাসায় জিততে চাইবে সেদিন প্রতীক্ষা শেষ হবে ভাই!

ভালো হয়েছে উৎসাহ পেলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১০| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রতিক্ষার প্রহর শেষ হোক।

শুভেচ্ছা নিরন্তর।

১৪ ই মে, ২০১৭ রাত ২:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল ভাই। মন্তব্য পেয়ে প্রেরণা পেলাম।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১১| ১৪ ই মে, ২০১৭ সকাল ৭:৫৭

সিনবাদ জাহাজি বলেছেন: বরাবরের মতোই ভালো লাগলো

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই। ঘুটঘুটে অন্ধকারে আলো শিখা'র মতো।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই।
শুভ সকাল।

১২| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!:)

১৪ ই মে, ২০১৭ দুপুর ১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের আগমনে উৎসাহ ও আনন্দিত সবসময়ই হই, আজও। কৃতজ্ঞতা ভাই প্রশংসিত হয়ে। প্রেরণা হয়ে থাকবেন সবসময় সাহসের উৎস হয়ে।

খুব ব্যস্ততা পার করছেন বুঝতে পারছি। পেয়ে ধন্য হলাম ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১৩| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৪৬

জুন বলেছেন: প্রতীক্ষা শেষ হোক এই প্রত্যাশাই রইলো :)
অনেক ভালোলাগা
+

১৪ ই মে, ২০১৭ দুপুর ২:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জানিনা এই প্রতীক্ষার শেষ কবে হবে, তবে হোক এই প্রতীক্ষার অবসান এমনই প্রত্যাশা শেষদিন পর্যন্ত।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন, ধন্য হল লেখটি। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।

১৪| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:২৪

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কেমন আছেন। কয়েকদিন ছিলাম না সামুতে। আপনার লেখা মিস করেছি।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্ ভাই, ভালো আছি আপনাদের দোআয়।

কয়েকদিন বলতে প্রায় দশদিন আমিও মিস করেছি, আপনার ওখানেও গিয়েছি না পেয়ে ফিরে এসেছি। কর্মজীবন এমনই ভাই। আমারও একটা ব্যস্ত জায়গায় পোষ্টিং হয়েছে কয়েকদিন আগে। এখন জয়েন্ট করিনি, পুরনো জায়গাতেই আছি। আমিও নতুন পোষ্টিংয়ে চিন্তিত ভাই। সেখানে যাওয়ার পর এত সময় থাকা সম্ভব হবে না আমার। দোআ করবেন ভাই।


অভিনন্দন

১৫| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৯

তরুন ইউসুফ বলেছেন: বেশ!

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকুক প্রশংসাটুকু।

শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই।

১৬| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:০৫

নাদিম আহসান তুহিন বলেছেন: ভালোবাসায় ভরে যাক পৃথিবী

১৫ ই মে, ২০১৭ দুপুর ২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি ভাই মন্তব্যে।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১৭| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১৭

শূন্যনীড় বলেছেন: শূন্যনীড়ে শুভেচ্ছা রইল ভাই।

১৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল শুভেচ্ছা জানিয়ে যাওয়ায়। ঘুরে এসেছি ভাই শূন্যনীড়ে।

শুভকামনা জানবেন।
শুভেচ্ছা রইল।

১৮| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা আপু। মন্তব্য পেয়ে অনেক প্রেরণা পেলাম। অনুপ্রাণিত হবো সবসময়।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.