নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
সেদিন আকাশ থাকবে পরিষ্কার, স্বর্ণাভ
গোধূলি দেখে দেখে মুগ্ধ নয়নে স্বপ্ন ঢালায়
সুপ্ত বাসনা গুলো সাজিয়ে রেখে দিবে
দেখবে ভেবে পূর্ণিমারায় মিশিয়ে জোছনা।
লুট হয়ে যাওয়া জোছনা শোকে সেদিন
মেঘের আড়ালে বসে কাঁদবে চাঁদ,
তুমি ভেঙে পড়বে স্বপ্ন ভাঙনের বেদনায়!
খুব মনে পড়বে তখন আমার কথা...
সেদিন হয়'তো আমি থাকবো না আর।।
সকালের সূর্যটি বজ্রের হুংকারে কাঁপবে,
কাঁপতে কাঁপতে মেঘের পিছনে গিয়ে লুকোবে,
স্বপ্ন সুখের কাঙ্ক্ষিত সকাল দেখা হবে না তোমার!
সাজানো স্বপ্ন গুলো খড়কুটোর মতো উড়ে যাবে,
কোন কালবৈশাখীর তাণ্ডবে!
সেদিন স্বপ্ন হারানো শোকে,
তোমার দুচোখে বইবে নীরব শ্রাবণধারা,
শুধু একবার ডেকো মন থেকে ভালোবাসায়,
আমি ছোটে যাবো তোমার কান্না মুছে দিতে,
মুগ্ধ করে দেবো প্রেমালাপে প্রতিটি প্রহর।
তুমি চাইলেই ফিরে যাবো আবার!
স্বপ্ন পোড়ার গন্ধে মাতাল হয়ে ঘুরবো,
পাগল বেশে কাটিয়ে দেবো সন্ধ্যা থেকে সকাল।
এক বুক আগ্নেয়গিরি নিয়ে করবো বসবাস
কাউকে বুঝতেই দেবো না, পুড়ে পুড়ে হবো অঙ্গার।
১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা আর বোনাস লাইক পেয়ে খুব আনন্দিত হয়েছি ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
প্রেরণা হয়েই থাকবেন।
শুভকামনা রইল ভাই।
২| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
তারেক ফাহিম বলেছেন: বরাবরের মতই কবিতায় ভাল লাগল।
১৫ ই মে, ২০১৭ রাত ৮:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় পাশে থাকায় অনুপ্রাণিত হই ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন সবসময়।
৩| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
আমি আপনার এক পদ্য থেকে আরেক পদ্যকে আলাদা করতে পারছি না।
১৫ ই মে, ২০১৭ রাত ৮:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিন্তু আমি তো আলাদা করতেই চাই। তবুও হচ্ছে না কেন !!! সেটাই বুঝি না! দোআ করবেন।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগে ভাই। কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
৪| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
শূন্যনীড় বলেছেন: ভালো লাগা রইল এবারও। +++++
১৫ ই মে, ২০১৭ রাত ৮:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, সবসময় উৎসাহ পেয়ে অনুপ্রাণিত হই। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইল আপনার জন্য।
৫| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
দ্বিতীয় স্তবক ভালো হয়েছে ।
".......সুপ্ত বাসনা গুলো সাজিয়ে রেখে দিবে
দেখবে ভেবে পূর্ণিমারায় মিশিয়ে জোছনা। " এই লাইনদু'টির সম্পর্ক ঠিক বুঝতে পারছিনে ।
১৫ ই মে, ২০১৭ রাত ৮:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা রাখছি মন্তব্য রেখে যাওয়ার জন্য শ্রদ্ধার সাথে।
লাইন দুটি - সারাদিন পরিষ্কার আকাশ বিকেলের ভালোলাগা গোধূলির পূর্ণ রূপ দেখে দেখে রাতের আকাশে পূর্ণিমারচাঁদে নতুন সঙ্গীর সাথে বসে থাকার বাসনা জাগবে, মনে মনে অনেক কিছু ভাববে পূর্ণিমারাতে বন্ধুর মুখ চেয়ে গল্প করবে, কি কি করবে সেগুলো সাজাবে কল্পনায়। কিন্তু সেই পূর্ণিমারচাঁদ ঢেকে রাখবে মেঘ, পূর্ণিমা রাতে বসে সুখস্বপ্ন গুলো আর সাজানো হবে না তাদের। এইরকমই বুঝাতে চেয়েছিলাম।
চাঁদ মেঘের আড়ালে থাকায় জোছনা লুট হওয়া বুঝিয়েছি। যখন জোছনা রাতে বসে ভালো লাগবে না, তখন ঘরে শুয়ে আমার কথা ভাববে, আমাদের জোছনা বিলাসের কথাগুলো খুব মনে পড়বে তার, .... এই সবই প্রথম স্তবকে বুঝাতে চেয়েছিলাম। হয়তো বুঝাতে পারিনি ঠিকমতো।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।
৬| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
নীলপরি বলেছেন: খুব সুন্দর হয়েছে।
শুভকামনা।
১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম আপু। মন্তব্যে পেয়ে কৃতজ্ঞতা রাখছি। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
আপনার জন্যও শুভকামনা সবসময়। সুন্দর জীবনের প্রত্যাশায়
শুভেচ্ছা জানবেন।
৭| ১৫ ই মে, ২০১৭ রাত ৮:৩৫
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন। এখন আগ্নেয়গিরির অঙ্গার ঠান্ডা করুন, আর ভেতরে পুড়তে দিবেন না।
১৫ ই মে, ২০১৭ রাত ৯:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আন্তরিক মমত্ববোধ সবসময় আমাকে সাহসী করে ভাই, আমি প্রেরণা পাই।
হ্যা ভাই, লেখাটা শেষ করার সাথেই আগুন নিবে সজীবতায় ফিরেছে মন। মনে থাকবে ভাই আপনার পরামর্শ, চেষ্টাও থাকে থাকবেই। দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।
৮| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৩১
অরফিয়াস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন,
বেশ লিখেছেন!
আশা করছি সামনের দিকে আরো লিখবেন!!!
শুভ কামনায় বিলি ভাইয়া!
আর পোস্টটা কিন্তু প্রিয়তে তুলে নিয়েছি!
১৬ ই মে, ২০১৭ রাত ২:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ভাই আপনার মন্তব্য পেয়ে। অনেক সাহসী করে গেলেন। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
আমার সামান্য লেখাটা আমার প্রিয় কবির প্রিয় তালিকায় জায়গা পাওয়া সৌভাগ্য মনে করছি ভাই। এই প্রশংসা আমার কাছে আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।
৯| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কবিতা! অনুভব করার মতই।
১৬ ই মে, ২০১৭ রাত ২:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা দিয়ে গেলেন ভাই। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
প্রশংসা পেয়ে অত্যন্ত আনন্দিত ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
১০| ১৬ ই মে, ২০১৭ রাত ১২:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গোধূলি দেখে দেখে মুগ্ধ নয়নে স্বপ্ন ঢালায় যাক কবির নামটাও অবশেষে কবিতায় পাওয়া যাবে।
১৬ ই মে, ২০১৭ রাত ২:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা কৃতজ্ঞতা রাখছি প্রিয় কবি চৌধুরী ভাই।
এই নয়নে বলতে চোখই বুঝিয়েছিলাম।
এই নয়নে প্রচুর মিনতি ভরা, যে মিনতি
অনেক নয়নকে মুগ্ধ করতে পারে!!
নয়ন তো একজনকেও মুগ্ধ করতে পারেনা!
অনেক শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য।
শুভকামনা জানবেন সবসময়।
১১| ১৬ ই মে, ২০১৭ রাত ১:৪৯
ওমেরা বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ।
১৬ ই মে, ২০১৭ রাত ২:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদে কৃতজ্ঞতা জানাইলাম আপু। অনেক আনন্দিত হয়েছি মন্তব্য পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা আপনার জন্য সবসময় থাকে।
১২| ১৬ ই মে, ২০১৭ রাত ২:৫২
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার কবিতা।
কবিতায় ভালোবাসা রেখে গেলাম।
১৬ ই মে, ২০১৭ রাত ৩:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য হলাম ভাই আপনার ভালোবাসা পেয়ে, ধন্য লেখাটি। কৃতজ্ঞতা জানবেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন ভাই সবসময়।
১৩| ১৬ ই মে, ২০১৭ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই মনের গভীর থেকে আপনি কবিতা লেখেন তা আপনার কবিতা পড়েই বুঝি।
লিখতে থাকুন অবিরাম এভাবেই। শুভ কামনার রইল সবসময়।
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকাল সকাল প্রিয় ভাইয়ের মন্তব্য কেবল সাহসীই করে গেল না, অনেক প্রেরণাও রেখে গেল। আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে ভাই। দোআ করবেন ভাই।
আপনার জন্য শুভকামনা আর ভালোবাসা সবসময়।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
১৪| ১৬ ই মে, ২০১৭ সকাল ৯:৪৮
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: এটাও ভালো হয়েছে। +++++
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটাও পড়েছেন জেনে ভালো লাগলো। সবসময় উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা জানবেন।
প্রেরণা হয়ে থাকুন সামনের দিনগুলোতে।
শুভকামনা সবসময় আপনার জন্য।
১৫| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি অপূর্ব হে বন্ধু অভিবাদন অাপনাকে।
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মহাপ্রলয়ের স্রোতে নির্ভরতার ডিঙি পেলাম। আমার অঙ্গার হৃদয়ে কোমল ভালোবাসার ছোঁয়া। নিরাশার মাঝে আশার প্রতিচ্ছায়া। প্রেরণা ভাই , অনেক প্রেরণা দিয়ে গেলেন। প্রশংসা আমার কাছে আশীর্বাদ হয়ে থাকুক সবসময়। কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভ হোক আপনার সময়গুলো।
১৬| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: [email protected]
উপরে অামার ই-মেইল দিলাম যদি কিছু মনে না করেন ফোন নাম্বার দিবেন ২০ তারিখ রওনা দিব ২১ তারিখ দেশে নামছি। দোয়া করবেন। কথা হবে যদি আপনার ইচ্ছা থাক।
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনে করার কিছুই নেই ভাই। ফেসবুকে আমার সবকিছু উম্মুক্ত পাবলিকলি করে রেখেছি। আমি প্রকাশ্যে থাকতেই ভালোবাসি।
কিছু মনে করবেন না ভাই- নাঈম জাহাঙ্গীর নয়ন একটা ইনবক্স করবেন প্লীজ।
সুস্থ সুন্দর হোক আপনার দেশে ফেরার পথ।
শুভকামনা রাখি সবসময়।
১৭| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি নিজেও নিজের নামে ব্লগ , ফেইসবুক, ইনস্টগ্রাম. বেসতো সবি করি। তারপরেও সবাইতো আর এক না। অবশ্যই করবো। ভালো থাকবেন।
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই শ্রদ্ধার সাথে।
যারা কাজ করে অপ্রত্যাশিত হলেও ভুল তাদেরই হয়। যারা পথচলে তারাই না চাইলেও অনেক সময় উষ্টায় পড়ে যায়। আমার ভুল হলে আত্মগোপনে থাকার চেয়ে ক্ষমা চেয়ে নেয়া ভালো মনে করি। মতপার্থক্যে আমি শত্রুতা খুঁজি না।
আমি ভুল করে ফেলি বেশি ! দোআ করবেন যেনো রাগ হলে আমার মুখটা নির্বাক রাখতে পারি।
অন্তহীন শুভকামনা আপনার জন্য। ভালোবাসা সবসময়।
১৮| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর লাগল
১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন আপু, সময় মতো আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারিনি !!
প্রশংসা টুকু আমার আশীর্বাদ হয়ে থাকুক আগামীর হয়ে।
শুভকামনা জানবেন আপু। প্রিয় কবি'র প্রতি শ্রদ্ধা থাকবে সবসময়।
১৯| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
স্বপ্ন পুড়ার গন্ধে মাতাল হয়ে ঘুরবো,
পাগল বেশে কাটিয়ে দেবো সন্ধ্যা থেকে সকাল।
পুড়ার< পোড়ার দিলে ভালো লাগতো
কবিতা সুন্দর হয়েছে ।
১৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই।
এখনই ঠিক করে নিচ্ছি। জানিয়ে যাওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা রইল।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আমার আগামী পথে।
শুভকামনা জানবেন ভাই।
২০| ১৭ ই মে, ২০১৭ ভোর ৪:৫০
সামু পাগলা০০৭ বলেছেন: সরল ভাষায় গভীর ভাবের প্রকাশে মুগ্ধ!
শুভকামনা!
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন , সুস্বাগত জানাই প্রিয় আপুকে।
আমি সত্যিই আজ আবেগাপ্লুত , আপনার আগমনে আমার ব্লগবাড়ি ধন্য হয়েছে আপু। অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার প্রশংসা আমার কাছে আশীর্বাদ হয়ে থাকবে আপু। আমি অনুপ্রাণিত হবো সামনের দিনগুলিতে। প্রেরণা হয়ে থাকবেন আপু।
শুভকামনা আপনার জন্য সবসময়।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৯
সত্যের ছায়া বলেছেন: কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।
লাইক বোনাস