নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| মন উদাসী ||

২০ শে মে, ২০১৭ ভোর ৫:৩৮



কোথায় গেলে বল'না সখি,পাই'গো প্রাণের বন্ধুরে।
উদাস দুচোখ বিকেল দুপুর, প্রিয় ও'মুখ হৃদয় মাঝে।
গভীর নিশিত স্বপ্ন ঘরে, দুজন ভাসি মধুর বানে।
নিত্য-ক্ষণে প্রেমে-মত্ত, অলস সকাল ঘুম ভাঙিলে।

সুযোগ পেলেই ছোটে আসি, নদীর ঘাটে মনের টানে।
উজান ভাটি স্রোতের মতো, সুখ'গুলি সব যাচ্ছে ভেসে।
অপেক্ষা তার যাচ্ছি পুড়ে, পাড়ার চোখে ফাঁকি দিয়ে।
সে'বিনে এ'ভীষণ আগুন, নিবেনা'রে নদীর জলে!

ঘুমের ঘরে চমকে উঠি, নামটি ধরে কেউ'কি ডাকে!
পাশের বনে বন্ধুর বাঁশি, বাজছে বোধহয় করুণ সুরে!
কোকিল ডাকে রাতদুপুরে, এই'বুঝি সে আসলো ফিরে!
ঘরের পিছে কান-পেতে রই, বুঝবো পাতায় পা পড়িলে।

যার কারণে মন উদাসী, ভাবলেই রসে দুকূল ভাসে।
জানতে বড়ই ইচ্ছে করি, আমায়'কি সে একটু ভাবে!
আর কতদিন বল'না সখি, কাটবে প্রহর ব্যথায় ডুবে।
দুঃখ-কথা কার-কাছে কই, যৌবন শুকায় একলা ঘরে!!


মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ সকাল ৮:৪৪

সত্যের ছায়া বলেছেন: কবিতায় প্রেম, বেদনা, অপেক্ষা, বিরহ সব কিছু মিশে একাএকার।

কবিতা ভাল লেগেছে।

২০ শে মে, ২০১৭ বিকাল ৩:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন সবসময়।

২| ২০ শে মে, ২০১৭ সকাল ৯:২৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক কথায় বলে দেয় নয়ন ভাই। আপনি যাকে মন থেকে স্মরন করেন সেও নিশ্চয় আপনাকেও স্মরন করে।

২০ শে মে, ২০১৭ বিকাল ৩:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন ভাই, কবিতা অনেক কথা বলে দেয়। এর পরেও না বলা থেকে যায় অনেককিছু।
ভালো লাগলো আপনার আন্তরিক মন্তব্য। কৃতজ্ঞতা জানবেন অবশ্যই।

শুভকামনা সবসময়।

৩| ২০ শে মে, ২০১৭ সকাল ৯:২৮

মোস্তফা সোহেল বলেছেন: ও হ্যা নয়ন ভাই একটি কথা। আপনার জন্য একটি গান লিখেছি। সময় করে একদিন দেব ব্লগে। আপনার কাছে শুধু অনুরোধ গানটি সুর করে গেয়ে আমাদের সাথে ব্লগে সেটি শেয়ার করবেন।আমি কিন্তু গান লিখতে পারিনা। যেটা লিখেছি আপনি ইচ্ছে করলে এডিট করতে পারেন।

২০ শে মে, ২০১৭ বিকাল ৩:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক খুশি হলাম ভাই আমার জন্য গান লিখেছেন জেনে। চেষ্টা করবো ভাই, যদি সুর ধরতে পারি তো গাইব অবশ্যই, শুনাবোও যেরকমই হোক।
অনেক ভালোবাসা পাইলাম ভাই। গান লিখাতে কৃতজ্ঞতা রইল ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৪| ২০ শে মে, ২০১৭ সকাল ১১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: আসায়, অপেক্ষায় সময় স্রোত পার হয়ে যায়, তবুও সখী ফিরে আসেনা।

কবিতা বেশ ভাল লাগলো +++

২০ শে মে, ২০১৭ বিকাল ৩:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার বিশ্লেষাত্বক মন্তব্য পেয়ে ভাই। ভালো লাগা জেনে অনেক অনুপ্রাণিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

আসলে ভাই, ছবিটি সেদিন ফেসবুকে এক বন্ধুর পোষ্টে দেখেই ভাবছিলাম একটা কিছু লিখবো। তাই কাল লিখেই ফেললাম। কেমন হয়েছে সেটা ভাবিনি, লেখার আনন্দেই ভোরে পোষ্ট করেই দিলাম। প্লাসগুলো পেয়ে ধন্য হলো লেখাটি।

শুভকামনা জানবেন ভাই সবসময়।

৫| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৫

নীলপরি বলেছেন: যার কারণে মন উদাসী, ভাবলেই রসে দুকূল ভাসে।
জানতে বড়ই ইচ্ছে করি, আমায়'কি সে একটু ভাবে!


দারুন লাগলো । ++++++

২০ শে মে, ২০১৭ বিকাল ৩:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসা আমাকে উচ্ছসিত আনন্দে ভাসিয়ে গেল আপু। প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক।

উৎসাহে কৃতজ্ঞতা রাখছি।
শুভকামনা আপনার জন্য সবসময়।

৬| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:২৯

জেন রসি বলেছেন: উদাস মন। অপেক্ষার প্রহর। খুব সহজ সরল আবেগের খেলা। আধুনিক কবিতার মত কমপ্লেক্স নয়।

২০ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পেয়ে। টিনের ঘরে ঘুমানো মেয়েরা একটু সহজসরল আবেগিই হয় যেন।

দোআ করবেন ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন।

৭| ২০ শে মে, ২০১৭ বিকাল ৫:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: এটা কি গান না কবিতা?

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান লিখতে চেয়েছিলাম ভাই, হলো সুর! তাই কবিতা করে ফেললাম।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা সবসময়, ভালোবাসা নিরন্তর।

৮| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, রাধার যুগের বাসন্তী বাসনা

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কাছে ছবিটি দেখে অনেক বিরহি মনে হলো, তাই লিখতে চেয়েছিলাম তার মনের কথাগুলো।

মন্তব্যে কৃতজ্ঞতা আর শ্রদ্ধা রাখছি ভাই।
শুভকামনা জানবেন সবসময়।

৯| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
শুভ কামনা

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর ভালো লাগা জেনে ধন্য লেখা ধন্য আমি। কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
শুভকামনা জানবেন সবসময়।

১০| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কবিতায় বরাবরের মতো মুগ্ধ। আর পরীর চাকুরী (পর্ব-৩) পোষ্ট করেছি। সময় পেলে দেখে আসবেন।

২০ শে মে, ২০১৭ রাত ৮:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় মুগ্ধতা জেনে উৎসাহিত ও অনুপ্রাণিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

অবশ্যই পড়বো পর্ব-৩। কৃতজ্ঞতা জানানোর জন্য।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ২০ শে মে, ২০১৭ রাত ৯:১৩

ভার্চুয়াল বাউন্ডুলে বলেছেন: বাহ, চমকিত আমি।।

২০ শে মে, ২০১৭ রাত ১১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেন ভাই!!!

শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
শুভকামনা রইল।

১২| ২০ শে মে, ২০১৭ রাত ৯:১৩

ভার্চুয়াল বাউন্ডুলে বলেছেন: বাহ, চমকিত আমি।।

২০ শে মে, ২০১৭ রাত ১১:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন ভাই, যেন মাঝেমধ্যে চমকে দিতে পারি এভাবে!
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৩| ২০ শে মে, ২০১৭ রাত ১০:০৪

শাহরুখ কবীর বলেছেন: ছন্দটা বেশ। লিরিক লেখার চেষ্টা করে দেখতে পারেন এটা থেকে। ভালো থাকবেন।

২০ শে মে, ২০১৭ রাত ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা জানবেন। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

ভালো পরামর্শ দিয়ে গেছেন ভাই। দেখি চেষ্টা করে দেখবো পারি কিনা।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ২০ শে মে, ২০১৭ রাত ১১:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার উপস্থাপনা।

নয়ন ভাই, একটা বিষয় জানার ছিলো। অাপনার ছবি গগুলি সবসময় ব্যতিক্রম হয়। অামার প্রশ্ন, অাপনি কোন সাইট থেকে ছবি গুলানেন। একটু জানাব ন কি?


ধন্যবাদ কবি

২১ শে মে, ২০১৭ রাত ১২:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কাছে চমৎকার পেয়ে অনেক আনন্দিত হলাম। কৃতজ্ঞতা জানবেন ভাই।

ছবি গুগোল সার্চ দিয়েই বেশিরভাগ, কিছু ফেসবুক থেকেও সংগ্রহ করা থাকে। তবে আমি একটু এডিট করে দেই এইটুকুই। গুগোল সার্চে কথা লিখে সার্চ দিলে কথা কোয়ালিটি বা রিলেটেড ছবিগুলো দেখায়। যা প্রয়োজন তা ডাউনলোড করাই যায়।

শুভকামনা জানবেন ভাই।

১৫| ২০ শে মে, ২০১৭ রাত ১১:৫৪

আখেনাটেন বলেছেন: হুম, বুঝলুম। আপনি ভালো লিখতে পারেন। +++

২১ শে মে, ২০১৭ রাত ১২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন গ্রহণ করবেন। কৃতজ্ঞতা রইল আগমনে।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা আপনার জন্য।

১৬| ২১ শে মে, ২০১৭ সকাল ৮:৫৩

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো কবিতা।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য

২১ শে মে, ২০১৭ সকাল ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পাইলাম ভাই। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।

শুভকামনা জানবেন সবসময়।

১৭| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যার কারনে মন উদাসী আসলেই সে কি সেই কথাটা ভাবে---- ভাল্লাগছে

২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক অানন্দিত ও উৎসাহিত হলাম আপুর ভালো লাগা জেনে। প্রেরণা হয়ে থাকবেন আপু।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল।


জানিনে সে ভাবে কিনা, আমারও জানার ইচ্ছে ছিল ভীষণ!

শুভকামনা জানবেন সবসময়।

১৮| ২১ শে মে, ২০১৭ রাত ১০:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার কবিতার সরলতা অনেক ভালো লাগে। আর যে ছবিটা দিয়েছেন সেটি ভীষন সুন্দর ও উজ্জ্বল।
শুভকামনা!

২১ শে মে, ২০১৭ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও অনুপ্রাণিত হলাম আপু। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
কৃতজ্ঞতা জানবেন আপু।

ছবিটা দেখেই আমার কেমন যেন উদাসী উদাসী মনে হতো, ভাবছিলাম গ্রামের সহজসরল নারীর উদাসী মনের কথাগুলো বলতে।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন আপু।

১৯| ২১ শে মে, ২০১৭ রাত ১১:১৮

ওমেরা বলেছেন: Fantastic !! ভাইয়া

২১ শে মে, ২০১৭ রাত ১১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপু আপনার প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন সামনের দিনে।
কৃতজ্ঞতা রইল মন্তব্যে।

শুভকামনা জানবেন সবসময়

২০| ২২ শে মে, ২০১৭ ভোর ৪:০১

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে নয়ন ভাই।

২২ শে মে, ২০১৭ সকাল ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অানন্দিত ও উৎসাহিত হলাম আপু আপনার মন্তব্য পেয়ে। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২১| ২২ শে মে, ২০১৭ সকাল ১১:৪৪

অচিন্ত ব্যানার্জী বলেছেন: সুন্দর কবিতা। অনেক ভাল লেগেছে।শুভ কামনা রইল।

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই। প্রশংসা পেয়ে আনন্দিত ও অনুপ্রাণিত। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন সবসময়।

২২| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: এত সুন্দর কবিতা
এর কথা কি বলা যায় সুন্দর করে
একে নিয়ে বলতে হলে
কথায় কথায় কাব্য ঝড়তে হবে ।

তাইতো প্রসঙ্গীক মনে আজকের দিনে
দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুলের
গোপন প্রেম কবিতাখানি তুলে দিলাম নীচে

গোপন প্রেম
- কাজী নজরুল ইসলাম

পাইনি ব’লে আজো তোমায় বাসছি ভালো, রাণি,
মধ্যে সাগর, এ-পার ও-পার করছি কানাকানি!
আমি এ-পার, তুমি ও-পার,
মধ্যে কাঁদে বাধার পাথার
ও-পার হ’তে ছায়া-তরু দাও তুমি হাত্‌ছানি,
আমি মরু, পাইনে তোমার ছায়ার ছোঁওয়াখানি।

নাম-শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়!
আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়!
এই-পারী ঢেউ বাদল-বায়ে
আছড়ে পড়ে তোমার পায়ে,
আমার ঢেউ-এর দোলায় তোমার ক’রলো না কূল ক্ষয়,
কূল ভেঙেছে আমার ধারে-তোমার ধারে নয়!

চেনার বন্ধু, পেলাম না ক’ জানার অবসর।
গানের পাখী ব’সেছিলাম দু’দিন শাখার’ পর।
গান ফুরালো যাব যবে
গানের কথাই মনে রবে,
পাখী তখন থাকবো না ক’-থাকবে পাখীর ¯^i,
উড়ব আমি,-কাঁদবে তুমি ব্যথার বালুচর!

তোমার পারে বাজ্‌ল কখন আমার পারের ঢেউ,
অজানিতা! কেউ জানে না, জানবে না ক’ কেউ।
উড়তে গিয়ে পাখা হ’তে
একটি পালক প’ড়লে পথে
ভুলে’ প্রিয় তুলে যেন খোঁপায় গুঁজে নেও!
ভয় কি সখি? আপনি তুমি ফেলবে খুলে এ-ও!

বর্ষা-ঝরা এমনি প্রাতে আমার মত কি
ঝুরবে তুমি এক্‌লা মনে, বনের কেতকী?
মনের মনে নিশীথ্‌-রাতে
চুম্‌ দেবে কি কল্পনাতে?
স্বপ্ন দেখে উঠবে জেগে, ভাববে কত কি!
মেঘের সাথে কাঁদবে তুমি, আমার চাতকী!

দূরের প্রিয়া! পাইনি তোমায় তাই এ কাঁদন-রোল!
কূল মেলে না,-তাই দরিয়ায় উঠতেছে ঢেউ-দোল!
তোমায় পেলে থাম্‌ত বাঁশী,
আস্‌ত মরণ সর্বনাশী।
পাইনি ক’ তাই ভ’রে আছে আমার বুকের কোল।
বেণুর হিয়া শূন্য ব’লে উঠবে বাঁশীর বোল।

বন্ধু, তুমি হাতের-কাছের সাথের-সাথী নও,
দূরে যত রও এ হিয়ার তত নিকট হও।
থাকবে তুমি ছায়ার সাথে
মায়ার মত চাঁদনী রাতে!
যত গোপন তত মধুর-নাই বা কথা কও!
শয়ন-সাথে রও না তুমি নয়ন-পাতে রও!

ওগো আমার আড়াল-থাকা ওগো স্বপন-চোর!
তুমি আছ আমি আছি এই তো খুশি মোর।
কোথায় আছ কেম্‌নে রাণি
কাজ কি খোঁজে, নাই বা জানি!
ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর!
চাই না জাগা, থাকুক চোখে এমনি ঘুমের ঘোর!

রাত্রে যখন এক্‌লা শোব-চাইবে তোমার বুক,
নিবিড়-ঘন হবে যখন একলা থাকার দুখ,
দুখের সুরায় মস্ত্‌ হ’য়ে
থাকবে এ-প্রাণ তোমায় ল’য়ে,
কল্পনাতে আঁক্‌ব তোমার চাঁদ-চুয়ানো মুখ!
ঘুমে জাগায় জড়িয়ে র’বে, সেই তো চরম সুখ!

গাইব আমি, দূরের থেকে শুনবে তুমি গান।
থাম্‌বে আমি-গান গাওয়াবে তোমার অভিমান!
শিল্পী আমি, আমি কবি,
তুমি আমার আঁকা ছবি,
আমার লেখা কাব্য তুমি, আমার রচা গান।
চাইব না ক’, পরান ভ’রে ক’রে যাব দান।

তোমার বুকে স্থান কোথা গো এ দূর-বিরহীর,
কাজ কি জেনে?- তল কেবা পায় অতল জলধির।
গোপন তুমি আস্‌লে নেমে
কাব্যে আমার, আমার প্রেমে,
এই-সে সুখে থাক্‌বে বেঁচে, কাজ কি দেখে তীর?
দূরের পাখী-গান গেয়ে যাই, না-ই বাঁধিলাম নীড়!

বিদায় যেদিন নেবো সেদিন নাই-বা পেলাম দান,
মনে আমায় ক’রবে না ক’-সেই তো মনে স্থান!
যে-দিন আমায় ভুলতে গিয়ে
কর্‌বে মনে, সে-দিন প্রিয়ে
ভোলার মাঝে উঠবে বেঁচে, সেই তো আমার প্রাণ!
নাই বা পেলাম, চেয়ে গেলাম, গেয়ে গেলাম গান!

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৭ শে মে, ২০১৭ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা ভাই।

উচ্ছসিত আনন্দে ভাসছি আপনার মন্তব্য পেয়ে। আমার চাওয়ার থেকে অনেক বেশি পাই আপনার থেকে সবসময়, এটা আমার সৌভাগ্য মনে করি সবসময়।

আপনার ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক। প্রেরণা হয়ে থাকুন হৃদয় মাঝে।

শুভকামনা জানবেন সবসময়।

২৩| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:০৬

বে-খেয়াল বলেছেন: যার কারণে মন উদাসী, ভাবলেই রসে দুকূল ভাসে।
জানতে বড়ই ইচ্ছে করি, আমায়'কি সে একটু ভাবে!

বেশ দারুন কবিতা সাথে দেয়া ছবিটা আরও সুন্দর, লেখায় ভালবাসা রইলো সাথে++++++

৩০ শে মে, ২০১৭ রাত ১০:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন ভাই। আমি অনুপ্রাণিত হবো সামনের দিনে। কৃতজ্ঞতা জানবেন ভাই।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.