নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
সেদিন
যখন ঘরে সন্ধ্যা-বাতি জ্বেলে
চোখদুটি আটকাবে আগুন শিখায়,
খুলে যাবে স্মৃতি'র কপাট। দেখবে
মেঘলা আকাশে ধ্রুবতারা হয়ে
জ্বলছি, নিবছি
আবার ভেসে উঠছি চোখের পাতায়।
বেদনাহত হয়ে নয়নের কোণদ্বয়ে
গড়িয়ে পড়বেই জানি কষ্টের বরফ-খণ্ড!
স্তব্ধ হয়ে যাবে! প্রাণহীন দেহমন
হিমালয়ের মতো স্থির দাঁড়িয়ে,
প্লাবিত করবে হৃদয়ের চারণভূমি
দুচোখের ঝর্ণাধারায়! মলিন বদনে
কাতরাবে, আমি থাকবো'না বলে
চারিপাশ ভরে উঠবে শূন্যতায়-!!
নিঃসঙ্গতা আর অনুতাপে ব্যকুলভাবে
দিক্বিদিক ছোটেও মনে হবে ব্যর্থ, সেদিন
মনের ভর বর্ষণে ভাসবে তুমি...!
রুমালটি'র ব্যবহার করো! ভেবে নিও
আমিই এসেছি তোমার কান্না মুছে দিতে।
সুখস্পর্শে দগ্ধ হৃদয় হবে তৃপ্ত, অশ্রুজলে
ভিজে ভিজে সিক্ত হবে বুকের দাহন!
আমি মুগ্ধতার উল্লাসে নেচে উঠবো,
আকুল-প্রাণে মিশে যাবো
তোমার ব্যাকুলিতায়।
ভুলে যেও না! কোন অলস বিকেলে
পাশের ওই বনের ধারে বসতে
গোধূলি রাঙা রূপে হিজল তলায়।
পূর্বদিকের খোলা মাঠটি'র দিকে চেয়ে দেখো,
উদাস কোন দুপুর-বেলায়-
সূর্যর যৌবনা খরতাপ আর বাতাসের মিলন
সুখের ঝিঁলিকে বুজে আসবে দুচোখ,
আমি ভেসে উঠবো তটরেখায়...!
জুড়ে রবো তোমার হৃদয় রাজ্যসীমা,
কেঁপে উঠবে শিহরণে...
কানেকানে শুনিয়ে যাবো বিরহের সুর,
মমতার জলে সেদিন,
সিক্ত করবে ভালোবাসা-
আশার তরী ভিড়বে শূন্য মোহনায়।
ক্ষণিক সুখের উল্লাসে মেতে
বেঁচে রবো লক্ষ-কোটি সহস্রনয়ন, বহুকাল
না পাওয়ার কষ্টেসৃষ্ট
নীল দাগ গুলো মুছে যাবে সেদিন,
সময়গুলো করে দেবো তোমার প্রতীক্ষিত!
হাসি ভরা চাঁদমুখ দেখে দেখেই
কেটে যাবে অনন্তকাল।
______________________________
মনের মানুষ কোথায় পাই
আমি বলবো কি আর
কার কাছে যাই!!
সব লোকে কয় সময় নাই!
বুকের ভিতর জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
ছিল আমার সুখের একটা ঘর
ছিল ভালোবাসায় পরিপূর্ণ
স'দায় দুই অন্তর।।
শূন্য ঘরে একলা আমি...।।
চোখেরজলে বুক ভাসাই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
বন্ধু যদি হইতো-গো আমার
পূর্ণিমারচাঁদ থাকতো ঘরে
মুছিত সব আঁধার।।
সেই'তো ছিল সন্ধ্যা-বাতি।।
মনসুখে ডাকতো কানাই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
হৃদয় জুড়ে কাল-বৈশাখী ঝড়
কি বুঝিল প্রাণের বন্ধু
করলো আমায় পর।।
নয়ন বলে থাকবে তুমি।।
মিশে রক্তকণিকা'ই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
সংবিধিবদ্ধ সতর্কীকরণ:- ছবিগুলো কোন চিত্রশিল্পীর তুলিতে আঁকা, আমি গুগলি সার্চ করে সংগ্রহ করেছি ও লেখাটুকুই লিখে এডিট করেছি মাত্র।
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর মন্তব্য বরাবরের মতোই আনন্দিত ও উৎসাহিত করে গেলো, প্রেরণা হয়ে থাকবেন আপু। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক সবসময়।
হ্যা আপু, ঠিক ধরেছেন। সতর্কতা টুকু আগেই বলে দিলাম যাতে কেউ ছবি গুলো আমার আর্ট ভেবে কেউ বিভ্রান্ত না হন! আমার খুউব ভয় লাগে আপু!!
শুভকামনা জানবেন সবসময়।
২| ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আপনার কবিতা মনে হয় সবই একই ঘরনার । এবার একটু প্রেম ভালবাসা থেকে বেরিয়ে অন্য ধরনের কবিতাও লিখতে চেষ্টা করুন।
প্রেমের কবিতা অবশ্যই লিখবেন তবে মাসে দুটির বেশি পোষ্ট দিবেন না। এটা আমার ব্যক্তিগম মতামত।
কবিতা ভাল হয়েছে।অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানবেন ভাই। আপনার পরামর্শ আমার মন মতো হয়েছে। আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টমান থাকবো। দোআ করবেন।
আসলে বিরহী মনটা মাঝেমধ্যে উদাস বাউল হতে চায়! তাই লিখে ফেলি না বলা ক্থাগুলো। আপনার পরামর্শে আমি একমত রাখছি ভাই, দোআ করবেন।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৩| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:১৩
নাগরিক কবি বলেছেন: সুন্দর কবি খুব ভাল হয়েছে
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা দিয়ে গেলেন প্রিয় কবি ভাই, কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময় ভাই।
৪| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি ।
এই তো আগের চেয়ে অনেক সুন্দর হচ্ছে ।
শুভ কামনা রইল ।
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের আন্তরিক উৎসাহ আর প্রেরণা পেয়ে আমি সবসময় অনুপ্রাণিত হই, আজও অনেক প্রেরণা পেলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৫| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২৪
ওমর আল হাসান বলেছেন: অসাধারণ
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন ভাই, আপনার আগমনে ধন্য হলাম।
প্রশংসা টুকু প্রেরণা হয়ে থাকবে ভাই।
কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
শুভকামনা আপনার জন্য।
৬| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লাগল নয়ন ভাইয়া
২৫ শে মে, ২০১৭ দুপুর ১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে ভালো লাগায় অনেক প্রেরণা পেলাম আপু, ধন্য লেখা। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন সবসময়।
৭| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:০০
শূন্যনীড় বলেছেন: ভালো রেখে গেলাম +++++
সতর্কতা থাকাই ভালো!!!!
২৫ শে মে, ২০১৭ দুপুর ১:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা পেয়ে অনেক প্রীত হলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন।
প্লাসগুলো আশীর্বাদ হয়ে থাকুক।
হ ভাই, সতর্কতা একটু থাকতে পারলেই ভালো।
শুভকামনা জানবেন সবসময়।
৮| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:১৭
ধ্রুবক আলো বলেছেন: মমতার জলে সেদিন,
সিক্ত করবে ভালোবাসা-
অসাধারন লিখেছেন +++
২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি ভাই। অনেক প্রেরণা পাইলাম। কৃতজ্ঞতা জানবেন।
প্লাস গুলো অনুপ্রাণিত করবে ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
( বিদ্যুৎ সংকটে দেরি হয়ে গেল চার্জ না থাকায়, দুঃখিত ভাই।)
৯| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:১৮
ধ্রুবক আলো বলেছেন: শেষের সতর্কবার্তা টা পুরাই জোস
ব্লগে এখন গ্লোবাল ওয়ার্মিং
২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক ধরেছেন ভাই, একটু আগেভাগেই সতর্ক করে দিলাম আর কি!
কৃতজ্ঞতা রইল সুন্দর মন্তব্যে।
শুভকামনা আপনার জন্য।
১০| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:২৬
সিনবাদ জাহাজি বলেছেন: দুটি লিখাই দারুন লাগলো ভাইয়া।
কিন্তু এত বিরহ কেন সবসময়?
আর গান কিন্তু হয়না অনেকদিন
২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও প্রেরণা পেলাম ভাই। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
বিরহের কারণ তো আছেই ভাই! কোনটা কমু। দোআ করবেন।
গানে কেন যেন মনোযোগ হচ্ছেনা, দেখি চেষ্টা করবো ভাই।দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১১| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭
কানিজ ফাতেমা বলেছেন: কবিতায় একগুচ্ছ ভালোলাগা ।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ উল্লেখটা বেশ অভিনব লেগেছে ।
২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হলাম আপু। কৃতজ্ঞতা জানবেন।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
হ্যা আপু, আমার ভয় একটু বেশিই, তাই আগেই জানিয়ে রাখলাম আরকি।
শুভকামনা জানবেন সবসময়।
১২| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
সালমান মাহফুজ বলেছেন: সোজাসাপ্টা ভঙ্গিমা, কিন্তু লাইনগুলো মন ছুঁয়ে যাওয়ার মত ।
২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে প্রীত হলাম ভাই, অনেক আনন্দিত। প্রেরণা হয়ে থাকুক মন ছুঁয়ে যাওয়াটুকু। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনার জন্য।
১৩| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
শেষে ব্লগারেরা মন-উদাসী হয়ে যাবেন আপনার কবিতায়; কবিতা ও ছবি মিলে তেপান্তরের মাঠের দিকে ডাকছে!
২৫ শে মে, ২০১৭ রাত ৯:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হয়েছি আপনাকে তেপান্তরের কথা স্মরণ করাতে পেরে। অনেক প্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১৪| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:৪৬
কল্লোল পথিক বলেছেন:
প্রথম টা বেশী ভালো লেগেছে।
২৫ শে মে, ২০১৭ রাত ৯:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই ভালো লেগেছে জেনে। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে। দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৫| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুনতো....
কাব্য ছবি দুটোই সেরা! (প্রথমতো ভেবেছিলাম আপনার কোন বাইয়ের প্রচ্ছ বুঝি )
+++++++++++
২৫ শে মে, ২০১৭ রাত ৯:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে ভালো লাগায় প্রেরণা আত্মবিশ্বাস দুটোই পেলাম। কৃতজ্ঞতা জানবেন ভাই।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
হ্যা ভাই, সেজন্যই তো সংবিধিবদ্ধ সতর্কীকরণ!!!
১৬| ২৬ শে মে, ২০১৭ রাত ১২:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যেমনটাই বলিনা কেন, তথাপি যেন কম হয়ে যায়। তাই বলা থেকে বিরত থাকলাম, প্রিয় কবি।
২৬ শে মে, ২০১৭ রাত ১২:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এহেন স্নেহময় আন্তরিক উৎসাহ প্রেরণা আমার কাছে আশীর্বাদ হিসেবে থাকুক স্যার।
মন্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধার সাথে। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন প্রিয় কবি, ভালোবাসা সবসময়।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৪৯
নীলপরি বলেছেন: কানেকানে শুনিয়ে যাবো বিরহের সুর,
মমতার জলে সেদিন,
সিক্ত করবে ভালোবাসা-
আশার তরী ভিড়বে শূন্য মোহনায়।
অনবদ্য ।
নয়ন বলে থাকবে তুমি।।
মিশে রক্তকণিকা'ই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
অসাধারণ শব্দমালা।
দুটো কবিতায়ই +++++
নীচের সতর্কীকরণ কি সতর্ক হয়ে দিলেন ?
শুভকামনা ।