নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
বন্ধু তোমায় দেখলে আমার মনের ছোট্ট ঘরে,
কেমনে বুঝাই মধুর বাঁশি বাজে করুণ সুরে।
ভালোবাসার রঙিন স্বপন,
মনে তখন কত কথন!
বলতে তোমায় কাছে পেতে মনটা কেমন করে।
সকাল কিবা ভর দুপুরে বিকেলবেলা মিষ্টি রোদে,
যখন দেখি হেসে হেসে সখীর সনে যাচ্চো হেটে।
ক্লান্তি ভুলে সুখী তখন,
এক নজরে আমার এমন।
বারেবারে বলছে যেনো লক্ষ বছর তোমায় চিনে!
আগের জন্মে বন্ধু ছিলে বারে বারেই মনটা বলে,
আপন লাগে তাই বুঝি দেখে তোমায় এই জনমে।
মনের ঘরে করবো বরণ,
লিখে দিবো সুখের ভুবন।
সকাল সন্ধ্যা রাত গভীরে সুখী রবো তোমার সুখে।
প্রেমের ফসল মনের ভূমে করবো চাষ খুব যতনে,
ভালোবাসা দিও সেথায় ভুল করোনা অভিমানে।
তোমায় নিয়ে লক্ষ বছর
বাঁচতে মনে ইচ্ছে ভীষণ।
নিঃশ্বাস বুঝি বন্ধ হবে দুই নয়নের আঁড়াল হলে।
(ছবিটি গুগোল সার্চে পাওয়া। চিত্রশিল্পীর রং তুলির যাদুভরা ছবিগুলোর শিল্পির নাম না জানায় দিতে পারলাম না, দুঃখিত।)
২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে, অনেক প্রেরণা পেলাম। পাঠে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা আপনার জন্য তারেক ভাই সবসময়
২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৭
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
“প্রেমের ফসল মনের ভূমে করবো চাষ খুব যতনে,
ভালোবাসা দিও সেথায় ভুল করোনা অভিমানে।
তোমায় নিয়ে লক্ষ বছর
বাঁচতে মনে ইচ্ছে ভীষণ।
নিঃশ্বাস বুঝি বন্ধ হবে দুই নয়নের আঁড়াল হলে।”
প্রেয়সীকে নিয়ে খুব সুন্দর কবিতা। কবিতা পাঠে একরাশ মুগ্ধতা! শুভেচ্ছা জানবেন নয়ন ভাই।
২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ আর ভালোবাসা দিয়ে গেলেন ভাই। মুগ্ধতা জেনে অনেক আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।
৩| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
ছবি দেখতে দেখতে কবিতা পড়ার কথা অনেকটা ভুলেই গেছিলাম; পড়েছি, নীচের লাইনের "বোঝাই" শব্দটা ইংরেজী load শব্দের বাংলা হয়ে গেছে কিনা দেখেন তো!
" কেমনে বোঝাই মধুর বাঁশি বাজে করুণ সুরে। "
২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিগুলো দেখে দেখে আমিও অনেক সময় পার করেছিলাম। ভালো লাগলো আপনারও কিছু সময় ছবিতে গেল জেনে। চিত্রশিল্পীরা কত যাদু রাখেন তাঁদের তুলিতে!!
সুন্দর একটা ভুল ধরিয়ে দিয়ে গেছেন, কৃতজ্ঞতা জানবেন। ঠিক করে নিচ্ছি।
দোআ করবেন,
শুভকামনা জানবেন সবসময়।
৪| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
নিচের ছবিটা না দেয়ার অনুরোধ জানাচ্ছি
২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল প্রশংসায়।
প্রিয় কবির পরামর্শ সবসময় আমি প্রজেটিবলি ভাবি। আবারও কৃতজ্ঞতা।
এখনই সরিয়ে নিচ্ছি আপু।
শুভকামনা জানবেন সবসময়।
৫| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা পাঠে মুগ্ধ।
কবিতাটি প্রসঙ্গে
আবারো কবি কাজি নজরুলকেই ডাকলাম
আজকের এই দিনে তাকেই বার বার মনে পরে
বন্ধু, তুমি হাতের-কাছের সাথের-সাথী নও,
দূরে যত রও এ হিয়ার তত নিকট হও।
থাকবে তুমি ছায়ার সাথে
মায়ার মত চাঁদনী রাতে!
যত গোপন তত মধুর-নাই বা কথা কও!
শয়ন-সাথে রও না তুমি নয়ন-পাতে রও!
অনেক অনেক শুভেচ্ছা রইল
২৭ শে মে, ২০১৭ রাত ৮:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি এর জন্যই আপনার আগমনের পথে চেয়ে থাকি, চেয়ে থাকি অনেকের জন্যই, কিন্তু আপনার আগমন আমাকে সবসময় নতুনত্ব দিয়ে যায়, সাহস দিয়ে যায়, এমন কিছু শিক্ষা দিয়ে যায় যা সম্পর্কে আমার কোন ধারণাও থাকেনা। অজানা কিছু জানার মাঝে কি আনন্দ আর উদ্দিপনা থাকে তা বুঝাতে পারবোনা। কৃতজ্ঞতা জানবেন।
আমার লেখা আপনাকে বিশ্বকবিকে স্মরণ করিয়ে দিয়েছে জেনে আকাশছোঁয়া ভালো লাগা। আপনার শুভেচ্ছা আমার কাছে আশীর্বাদ হয়ে থাকুক সবসময়।
শুভকামনা জানবেন সবসময়।
৬| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৪২
জগতারন বলেছেন:
সকাল সন্ধ্যা রাত গভীরে সুখী রবো তোমার সুখে।
সুন্দর কথামালা।
কবিতা পড়ে মুগ্ধতা জানাচ্ছি।
কবির প্রতি অভিন্দন জানাচ্ছি।
২৭ শে মে, ২০১৭ রাত ৯:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাই। কৃতজ্ঞতা জানবেন আগমনে।
অনেক প্রেরণা পেলাম ভাই মন্তব্যে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
৭| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:১৬
চানাচুর বলেছেন: বাপ্রে সেই প্রেম
২৭ শে মে, ২০১৭ রাত ১০:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই প্রেরণা রেখে যাওয়ায়। শুভেচ্ছা জানবেন।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৮| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:৩৪
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
এটা গান না কবিতা ?
যদিও আমি কবিতা বুঝিনা, তবুও বলবো এ কবিতাটা/ গানটা খুব সুন্দর হয়েছে +++
২৭ শে মে, ২০১৭ রাত ১০:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন।
হ ভাই, গানই শুরু করে ছিলাম, কিন্তু পরে আর মিলাতে না পেরে কবিতার মতো হয়ে গেছে।
পড়েছে ও ভালো লেগেছে জেনে উৎসাহিত ও অনুপ্রাণিত হলাম ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:৪৪
আহা রুবন বলেছেন: গরমের মধ্যে ভালবাসাবাসি যে ভাল লাগে না কিন্তু কবিতা ভাল লেগেছে
২৭ শে মে, ২০১৭ রাত ১০:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হলাম ভাই। অনেক প্রেরণা দিয়ে গেছেন ভাই। কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন সবসময়।
১০| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:৫২
ধ্রুবক আলো বলেছেন:
প্রেমের ফসল মনের ভূমে করবো চাষ খুব যতনে,
ভালোবাসা দিও সেথায় ভুল করোনা অভিমানে।
অসাধারণ +++
শেষের সতর্কবাণী বেশি ভাল্লাগছে
২৭ শে মে, ২০১৭ রাত ১০:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই। ভালো লাগা আশীর্বাদ হয়ে থাকুক ভাই। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১১| ২৮ শে মে, ২০১৭ রাত ২:০৮
শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই।+++++
২৮ শে মে, ২০১৭ সকাল ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন উৎসাহ রেখে যাওয়ায়।
শুভকামনা আপনার জন্য।
১২| ২৮ শে মে, ২০১৭ রাত ২:২২
ওমেরা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । ধন্যবাদ ভাইয়া ।
২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অানন্দিত হলাম আপু। কৃতজ্ঞতা জানবেন।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
১৩| ২৮ শে মে, ২০১৭ রাত ৩:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । +++++
২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির আগমনেই আনন্দিত হই, প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
১৪| ২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আপনা কবিতা ভাল লেখেন তা সবাই জানে।
একটি কথা, আপনার কবিতায় মেয়েদের ছবি ব্যবহার না করার অনুরোধ রইল।
২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই পরামর্শ পেয়ে। প্রাসঙ্গিক কিছু ছবি মনে ধরে তাই দিই। এই ছবিটি আর্ট করা, খুব সুন্দর লাগলো। তাই লাগিয়ে ছিলাম। মনে থাকবে ভাই, চেষ্টা করবো অন্য ছবি খুঁজে সেট করতে। দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৫| ২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভাল লেগেছে+
২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা আপনার জন্য ভাই।
১৬| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন:
২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা ভাই। অাপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা।
১৭| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:০৮
পারভেজ রশীদ বলেছেন: সকাল কিবা ভর দুপুরে বিকেলবেলা মিষ্টি রোদে,
যখন দেখি হেসে হেসে সখীর সনে যাচ্চো হেটে।
ক্লান্তি ভুলে সুখী তখন,
এক নজরে আমার এমন।
বারেবারে বলছে যেনো লক্ষ বছর তোমায় চিনে!
২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা মন্তব্য রেখে যাওয়ায়।
শুভকামনা জানবেন
১৮| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৪১
পংঙ্কজ অধিকারী বলেছেন: খুব সুন্দর হয়েছে
২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেলেন ভাই। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১৯| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:১০
কানিজ ফাতেমা বলেছেন: কবিতা পড়ে ভাল লাগলো এবং ছবিগুলো সবসময়ই দারুন মায়াভরা ।
শুভ কামনা রইল ।
২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম আপু। কৃতজ্ঞতা জানবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
আমি সবসময় লেখার সাথে ছবিগুলো যতদূর সম্ভব মিল রাখতে চেষ্টা করি। কিছু লেখা ছবি দেখেও লেখে ফেলি।
ছবি গুলো ভালো লাগায় আনন্দিত হলাম।
শুভকামনা আপনার জন্যও সবসময়।
২০| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম প্রিয় কবির আগমনে। কৃতজ্ঞতা জানবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা আপনার জন্য।
২১| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৭
বে-খেয়াল বলেছেন: অসাধারন লেখায় ভালাবাসা রইল সাথে+++++++
২৮ শে মে, ২০১৭ রাত ৮:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই ভালোবাসার সাথে। অনেক প্রেরণা দিয়ে গেছেন। অনুপ্রাণিত হবো সামনের দিনে।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকবে ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
২২| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৩
নীলপরি বলেছেন: আগের জন্মে বন্ধু ছিলে বারে বারেই মনটা বলে,
আপন লাগে তাই বুঝি দেখে তোমায় এই জনমে।
মনের ঘরে করবো বরণ,
লিখে দিবো সুখের ভুবন।
সকাল সন্ধ্যা রাত গভীরে সুখী রবো তোমার সুখে।
খুব সুন্দর লাগলো । ++++
২৮ শে মে, ২০১৭ রাত ৮:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি'র কাছে সুন্দর লাগায় আনন্দ বেড়ে গেল অনেকগুণ। প্রেরণা হয়ে থাকবেন আপু।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
২৩| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:০৫
নাগরিক কবি বলেছেন: সুন্দর। অনেক ভাল লেগেছে ভাই আরো ভাল হবে আশা করি
২৯ শে মে, ২০১৭ রাত ২:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়েছি। দোআ করবেন ভাই।
কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
শুভকামনা সবসময়।
২৪| ২৯ শে মে, ২০১৭ রাত ৯:১২
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার চোজেন ছবিগুলো সবসময়েই অসাধারন হয়। এটিও হয়েছে।
আর কবিতাটি ভীষনই সুইট ও রোমান্টিক।
ভালো লাগা রইল।
শুভকামনা!
২৯ শে মে, ২০১৭ রাত ১০:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর দরশনে আমার ব্লগবাড়ি আলোকিত হলো। অনেক প্রেরণা রেখে গেছেন। কৃতজ্ঞতা জানবেন।
প্রশংসা গুলো আশীর্বাদ হয়ে থাকুক সবসময়।
শুভকামনা জানবেন আপু।
২৫| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:৩৬
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
সুতীব্র ভালোবাসায় মাখানো একটি নিটোল প্রেমের কবিতা ।
এমনটা-ই হয় - দুই নয়নের আঁড়াল হলে মনে হয় এই বুঝি নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে এলো ।
ভালো হয়েছে ।
০১ লা জুন, ২০১৭ রাত ১১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে অনেক উৎসাহ প্রেরণা পেলাম। কৃতজ্ঞতা রাখছি আপনার মন্তব্যে আসায়।
প্রশংসার বাণীটি আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:২৭
তারেক ফাহিম বলেছেন: বরাবরের মতই কবিতায় পাঠে মুগ্ধ হলাম, ভাল লাগল নয়ন ভাই