নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

পিরিত আমার হইল না-রে

১১ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩



অলস দুপুর গাছের ডালে,
ডাকছে কোকিল মধুর সুরে;
পায়রী দেখে টিনের চালে,
বাক-বাকুম পায়রা ডাকে।
শর্ষে দানা পানির বাটি,
খুব যতনে সাজিয়ে আমি;
ডাকছি কতই হাত বাড়িয়ে,
ভালোবাসা-র মায়া ছড়িয়ে।
দুষ্টু পায়রা কিছুনা বুঝে, 
দূরেই থাকে আসেনা ঘরে!


পুকুর ভরা মিষ্টি পানি,
হংসী মত্ত হাসের প্রেমে;
শামুক কুড়া দিলাম মাখি,
এক নজর দেখে'না ফিরে!
উদাস দুচোখ মন শ্রাবণে,
পিরিত আমার হইল না-রে।



ভাসা পানি খালে বিলে,
করছো খেলা মন আনন্দে;
ঝাঁপা-ঝাঁপি সুখ আবেসে,
ক্লান্ত হবে ডুব সাতারে।
গভীর পুকুর অথৈ নদী,
উঠবে ডানা ব্যথায় ভরি;
করবে যতই আসন সুখে,
অস্থির হবেই খরস্রোতে।
হঠাৎ করে জল তরঙ্গে,
পরবে ভীষণ বরিষণে।


তুমুল খরা তৃপ্তি জানি,
পাখির সঙ্গ ভাবের কালে;
ভাবুক কথা প্রেমের দাবী,
ভুলল পাখি রইল দূরে!
কষ্টে হৃদয় যাচ্ছে পুঁড়ে,
পিরিত আমার হইল না-রে।



স্বচ্ছ আকাশ মেঘের ফাঁকে,
মন খুশিতে রোদ বৃষ্টি-তে;
বনজঙ্গল আর উঁচু ডালে,
ঘুরতে বসতে ক্লান্ত হবে।
ভাঙবে ডানা কাঁদবে জানি,
ভাসবে তোমার হৃদয় ভূমি;
পড়বে যেদিন হঠাৎ ঝড়ে,
সঙ্গী তোমার কেউ না রবে।
খসবে পালক ভিজবে জলে,
আমায় ভীষণ পড়বে মনে।


তুখোড় চলা মিষ্টি ভাষী,
আঁকি চিত্র মনের ফ্রেমে;
বুঝবে সেদিন ভালোবাসি,
আমায় যেদিন মরণ ছোঁবে!
তোমায় সৃজি মন মন্দিরে,
পিরিত আমার হইল না-রে!



(ছবিগুলো গুগলি সার্চে সংগ্রহ করা)

মন্তব্য ৬০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ রাত ১:৩৯

নাগরিক কবি বলেছেন: বাহ! আপনার পিরিত তাড়াতাড়ি হয় সেই কামনা করি নয়ন ভাই B-)

১১ ই জুন, ২০১৭ রাত ২:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই আন্তরিক মন্তব্যে। আল্লাহ্ আপনার কামনা পূর্ণ করুক, আমিন। প্রশংসা টুকু প্রেরণা হয়ে থাকুক ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।

২| ১১ ই জুন, ২০১৭ রাত ২:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



খুব সুন্দর হয়েছে কবিতা
কবিতার কথার সাথে তাল ও ছন্দ
সেই সাথে পুকুরে ভাসমান রাজ হংসের প্রনয়
ও জলকেলি , সাগর তীরে বসা তুখোড় চলা মিষ্টি ভাষী,
সব মিলিয়ে কবিতাটিকে প্রিয়তে না নিয়ে গেলে কি চলে ।
শুভেচ্ছা রইল ।

১১ ই জুন, ২০১৭ রাত ২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আন্তরিক উৎসাহ সবসময় আমাকে আনন্দিত ও অনুপ্রাণিত করে। আজও এক উচ্ছসিত আনন্দ অনুভব করছি আপনার মন্তব্য পেয়ে। সবচেয়ে বেশি আনন্দিত আপনার প্রিয়তে ঠাই পাওয়ার মতো লেখতে পেরেছি জেনে। যদি সামান্য একটু উন্নতি হয়ে থাকে লেখায় সে আপনার প্রেরণা উৎসাহে অনুপ্রাণিত হয়ে সবচেয়ে বেশি। আপনার প্রিয়তে জায়গা পেয়ে যে কি ভীষণ ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছিনা ভাই।

আপনার আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি ভাই শ্রদ্ধার সাথে। আপনার প্রশংসা আমার কাছে আশীর্বাদ হয়ে থাকুক।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৩| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:৩৪

শূন্য-০ বলেছেন: প্রিয়তে থাকুন প্রিয় ভাই, খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন। +++++

১১ ই জুন, ২০১৭ রাত ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেলেন ভাই। প্রিয়তে ঠাই পেয়ে ধন্য হল লেখাটি, অনুপ্রাণিত হলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৪| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:৪৯

উম্মে সায়মা বলেছেন: সুন্দর ছন্দময় হয়েছে নয়ন ভাই। আপনার কবিতা দেখে আমার খুব ছোটবেলায় লেখা একটি ছড়া মনে পড়ল।

'ময়না পাখি আয়না কাছে
রাখব তোরে বুকের মাঝে।
খেতে দেব, খেলতে দেব
তোর পাশে শুধু রব।
মিষ্টি মধুর বলবি কথা
আমার সাথে চলবি সদা।
যা চাবি তাই হবে
আগে কাছে আয় তবে।' B-)

১১ ই জুন, ২০১৭ রাত ৩:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত হলাম আপু, অনেক প্রেরণাদায়ক আন্তরিক মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপু। কৃতজ্ঞতা জানবেন।

চমৎকার ছড়া লিখেছিলেন আপু। আপনি ছোট থেকেই কবি আপু। অনেক অনেক মুগ্ধতা আপনার ছোট্ট কালের কবিতায়।
আমাকে পড়ার সুযোগ দেয়ায কৃতজ্ঞতা আবারও।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৫| ১১ ই জুন, ২০১৭ ভোর ৫:৩১

উম্মে সায়মা বলেছেন: আপনি ছোট থেকেই কবি আপু
হাহাহা নয়ন ভাই। কবি ঠিক বলা যায়না তবে খুব ছোটবেলায় হঠাৎ কবিতা/ছড়া লেখার ঝোঁক এসেছিল। তখন কিছু লিখেছিলাম। এখনো ডায়েরীটা আছে। হয়তো সুযোগ করে একসময় ব্লগে পোস্ট দেব।
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপু আপনার ছোট সময়ের কবিতা লেখার ঝোক থাকার কথা শুনে। কৃতজ্ঞতা জানবেন আবার এসে সুন্দর মন্তব্য রেখে যাওয়ায়।

আপনার ছোট সময়ের লেখা কবিতাংশটি সত্যিই দারুণ ছিল আপু,
শুভকামনা আপনার জন্য সবসময়।

৬| ১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: যার পিরিতি হয়না তার আর ইহ জনমে পিরিতি হইবে না।
পিরিতি হইতে গেলে কপাল লাগে ভাই কপাল লাগে।

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ওহ! ভাই, দারুণ সত্য কথা বলে গেলেন ভাই, আমি আপনার সাথে একমত হতে দ্বিধাহীন। আমিও পিরিত পাইলাম না!! যা পেয়েছি তা অন্য কিছু ছিল।

ভাই সুন্দর মন্তব্যে সহমর্মিতা পেলাম।
শুভকামনা জানবেন সবসময়।

৭| ১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সবাই জীবিকা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ভালোবাসা হারিয়ে গেছে জীবন সংগ্রামের মাঝে

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম মূল কথা বলে গেছেন ভাই। অনেক অনেক কৃতজ্ঞতা মন্তব্যে।
এখন মানুষ জীবন কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে! এই যান্ত্রিক জীবনে ভালোবাসার কোন আবদারই ফিরে দেখার সময় নেই! অথচ একদিন সবই শেষ হয়ে যাবে, পড়ে রবে শুধু ভালোবাসাটুকুই, কিন্তু সেদিন আর সময় থাকবেনা কোনো!!

অনেক অনেক শ্রদ্ধা রেখে দিলাম মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময়।

৮| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:০৫

মনিরা সুলতানা বলেছেন: আহারে পাখি ভালোবাসা বুঝলো না ; ভালোবাসার আহাজারী ছত্রে ছত্রে ফুঁটে উঠেছে ।
লেখায় ভালোলাগা নয়ন !

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল প্রিয় আপুর আগনে। অনেক আনন্দিত আর উৎসাহিত হলাম আপু আপনার প্রশংসা পেয়ে। কৃতজ্ঞতা শ্রদ্ধার সাথে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৯| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: কবিতার সাথে শিরোণামটি ভাল লাগেনি।

কবিতায় ভালবাসার অবগাহন চোখে পড়ার মতো।

শুভকামনা রইল।

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসল জায়গায় হাত দিয়েছেন দাদা, কবিতায় ভালোবাসার অনেক আবেদন রাখতে পেরেছি জেনে ভালো লাগলো। কিন্তু মানুষ কূলে আজকাল ভালোবাসার কোন আবেদনই অনুভূত করতে পারছে না!! সবাই যারযার বাস্তব উল্লাসে ভাসছে জীবনের তাগিদে জীবন পার করছে, আমিও!! আসল ভালোবাসা কেউই খুঁজার চেষ্টা, বুঝার চেষ্টা করিনা!! হযতো একদিন অনুভব করবো ভালোবাসা, কিন্তু সেদিন সময় থাকবে না! নামকরণ করাটা সেটা চিন্তা করেই 'পিরিত আমার হইল নারে'। তাছাড়া নামকরণ আমার ঠিকমতো হয়ে ওঠেনা।
কৃতজ্ঞতা জানবেন দাদা মন্তব্যে।
প্রশংসা টুকু অাশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১০| ১১ ই জুন, ২০১৭ সকাল ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হইছে

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু। আপনার আগমন মানেই আমার প্রেরণা পাওয়া।
কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

শুভকামনা জানবেন আপু।

১১| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:০৬

মৌমুমু বলেছেন: চমৎকার লিখেছেন নয়ন ভাইয়া।+++
শুভকামনা রইল ।

১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর আগমনে ধন্য হলাম, অনেক প্রেরণা রেখে গেছেন আপু। উৎসাহিত ও অনুপ্রাণিত হলাম প্রশংসা পেয়ে। কৃতজ্ঞতা জানবেন। প্রেরণা হয়ে থাকুন আপু।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৬

নীলপরি বলেছেন: আপনার কবিতা দেখে লগ ইন করতে বাধ্য হলাম। :)
শিরোনামটিই খুব মায়াবী। উদাস সুরে ভেজা। একটুকরো গ্রাম বাংলা ভেসে উঠেছে কবিতায়। অসাধারণ। ++++++

শুভকামনা।

১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ধন্য আপু আপনার লগইন হওয়ায়, অনেক অনেক আনন্দিত প্রিয় আপুর মন্তব্য পেয়ে। কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধার সাথে।

হ্যা আপু, গ্রাম বাংলার সহজসরল মনের ভালোবাসার আবেদন রাখতে চেয়েছি কবিতায়, ভালোবাসা যেন দিনদিন উঠেই যাচ্ছে মানুষের মন থেকে! প্রতিযোগিতাপূর্ণ জীবন সংগ্রামে আমরা ভালোবাসার দিকে খেয়াল করার সময় পাই না। ভালোবাসাই মানুষকে বাঁচিয়ে রাখে সগৌরবে অনন্তকাল। এই কথাটি বুঝতে আমাদের সময় লেগে যায় অনেক, হয়তো একসময় বুঝতেই পারি, কিন্তু সময় থাকেনা ভালোবাসার!!

আপনার আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্য আর প্লাসগুলো পেয়ে উচ্ছসিত আনন্দে ভাসছি আপু। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময় আপনার জন্য।

( মনের সকল দ্বিধা কষ্ট ভুলে সামুতে আসবেন আপু বারবার লগইন হয়ে, আপনার আগমন অামার মতো অনেকেরই প্রেরণার উৎস হয়ে উঠে।
আবারও কৃতজ্ঞতা আপু।)

১৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৩০

জাহিদ অনিক বলেছেন: বাহ সুন্দর তো । বর্ণীল /

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন। প্রিয় লেখকের আগমনে আমার ব্লগবাড়ি ধন্য হলো।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা আপনার জন্য।

১৪| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: তোমায় সৃজি মন মন্দিরে,
পিরিত আমার হইল না-রে!

সো স্যাড । :(

১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই খুবই দুঃখের ব্যাপার, যাকে মনের ঘরে যতনে সাজানো হয় তার কাছে ভালোবাসার মূল্যায়ন থাকেনা!!

প্রিয় কবির দরশনে ধন্য ব্লগবাড়ি। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা আপনার জন্য।

১৫| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৩

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো নয়ন ভাই।
:)
কেমন আছেন?
খুব ব্যাস্ত ছিলাম তাই খোঁজ খবর নিতে পারিনি কয়েক দিন
:)

১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আমিও ছিলাম না পাঁচ-ছ-দিন। মোবাইল ডিবাইস হারিয়ে ছিল।
আপনি কেমন আছেন ভাই ? আপনার ব্যস্ততা একটু কমছে মনে হচ্ছে, ভালো লাগলো আপনার আগমনে।
আন্তরিক খুঁজ খবরে কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা আপনার জন্য সবসময়।

১৬| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ! দিন দিন লেখার মান খুব ভালো হচ্ছে, বলেছিলাম না । লিখতে লিখতে লেখক হবেন। যদিও প্রথম দিকে একটু এ লেখা নিয়ে হতাশা ছিলেন, এখন আর হতাশার কিছু নেই । লেখা অনেক ভালো হচ্ছে.......

শুভ কামনা রইলো ।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যেটুকু শিখতে পেরেছি তার সবটুকুই আপনাদের আন্তরিক উৎসাহ প্রেরণার বদৌলতে সম্ভব হচ্ছে। আপনার আন্তরিক উৎসাহ আমাকে সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে সবসময়, প্রেরণা হয়ে থাকবেন আমার আগামী দিনগুলিতেও। কৃতজ্ঞতা জানবেন ভাই। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই এই প্রত্যাশা সবসময় করি। স্নেহময় আন্তরিকতাটুকু যেন না হারাই ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৭| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ধ্রুবক আলো বলেছেন: পাঠে বেশ ভালো লাগার মত একটা লেখনি, খুব সুন্দর ++++






(আমাগো পীড়িত হইলেও সফল হইবো না এই জন্মে :(( )

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন ভাই মন্তব্যে। প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনগুলিতে।
কৃতজ্ঞতা জানবেন ভাই। আপনার আন্তরিক উৎসাহ আমার সাহসের উৎস হয়ে থাকবে।


(ভাই, সফলতা আমার সাথে শত্রুতাচরণ করে সবসময়! দূরে দূরেই রয়ে গেল সবসময়! তবুও ভালোবাসা খুঁজি-ই!!!)

১৮| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ কবিতা++++++++++++++++++++++

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাগল করে দিলেন প্রিয় কবি। এত্তগুলো প্লাস পেয়ে সত্যিই খুব উচ্ছসিত আনন্দে ভাসছি।
প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক আমার আগামী জীবনব্যাপী।

শুভকামনা জানবেন প্রিয় কবি, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

১৯| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

তারেক ফাহিম বলেছেন: বরাবরর মতই কবিতাগুলো ভাল লাগল, খুব সুন্দর করে লিখতে পারেন নয়ন ভাই, ইফতারের পর পরেই কবিতাগুো পাঠে মুগ্ধ হলাম + ক্লান্তিও দূর হল একদম এন্টিভায়োটিকের মত।

১১ ই জুন, ২০১৭ রাত ৮:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম ভাই কবিতাটি পড়েছেন ও মুগ্ধ হয়েছেন জেনে। অনেক উৎসাহিত করে গেলেন ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে। প্রশংসা টুকু প্রেরণা হয়ে থাকবে ভাই।

কৃতজ্ঞতা জানবেন, ভালোবাসা সবসময়।

২০| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: অনলাইনে আছেন কি ? আপনাকে একটু দরকার ছিল ?

১১ ই জুন, ২০১৭ রাত ৯:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, রাতের খাবারটা খাইলাম।

আপনি কি আছেন , নাকি গেছেন ভাই?

২১| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




এ যেন পিরিতের জন্যে বাক-বাকুম ! কোকিলের ডাক ও বলা যায় । বলা যায় , হংসমিথুনের জলকেলি । তবে সব ছাপিয়ে যা এলো তা, পিরিতের তুমুল খরা ।

ছন্দ আরো রিনিঝিনি ছন্দময় হতে পারতো যদি অন্ত্যমিল থাকতো তেমন । সেটা অনেক লাইনেই বা অনেক জায়গাতেই নেই। অথচ লাইনগুলোর ষ্টাইলটা সেরকমই ছিলো ।

১১ ই জুন, ২০১৭ রাত ৯:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ভাই আপনাকে মন্তব্যে পেয়ে। কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধা আর ভালোবাসায়।

হ্যা ভাই, ঠিকই বলেছেন, পিরিতের তুমুল খরা, চারিদিকে এখন আর ভালোবাসার আবদার কেউ গ্রাহ্য করে না! সবাই নিজ নিজ জীবন সংগ্রামশীল। প্রতিযোগিতার দারুণ মঞ্চে পরিণত হয়েছে দুনিয়াময়। কেবল ভালোবাসাই উপেক্ষিত রয়ে গেছে!!

হ ভাই, অন্তমিল খেয়াল করিনি। কেবল লাইন বাই লাইন অনুপাতে শব্দ খুঁজেছি। এর পর থেকে সেটাও খেয়াল করবো। দোআ করবেন ভাই।

আপনার মন্তব্য সবসময় আমাকে কিছুনা কিছু শিখিয়ে যায়, আজও ব্যতিক্রম হয়নি।

শুভকামনা জানবেন ভাই।

২২| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
দেখুন তো এ লেখাটা ব্লগে পোষ্ট দেওয়া যায় কিনা ? পাবলিক আবার বিরক্ত হবে না তো ?



ওহে -স্বর্গের রাণী,
তুমি কেন এলে নেমে,
তোমার সুখের স্বর্গ ছেড়ে, এ ভুবণ মাঝে,
অনন্ত প্রেমের সুধা পান করাতে
না, আবার বিষাদের অন্ধকারে ডুবাতে ?

আমার এই তিন তাসের জীবনে
এই হারি এই জিতি !
এই জীবন খেলা ঘরে,
কত স্বপ্ন আমার মরে গেল
অঙ্কুরিত হওবার আগেই।
তবুও তো বেঁচে আছি
দুঃস্বপ্ন বুকে নিয়ে আঁধারের মাঝে.....;


চলো আামদের সকল দূরত্ব ভুলে
এসো দুটি আত্নার পবিত্র মিলে
হারা আর জেতার কথা না ভেবে,চলো ধরি বাজি ।

১১ ই জুন, ২০১৭ রাত ৯:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ভালোবাসার প্রকাশ করেছেন ভাই!! এমন সুন্দর একটা লেখায় আপনা দ্বিধান্বিত হওয়ার কারণটা বুঝলাম না ভাই!!
আমার প্রিয়াই আমার কাছে স্বর্গের মতো। এতে কে কি ভাববে সেটা কেন ভাববো আমি!!

এখনই পোষ্ট করেন ভাই।

২৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ । আচ্ছা দিচ্ছি ...................

১২ ই জুন, ২০১৭ রাত ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন ভাই।
বাজিতে আপনাদের জয় হোক প্রত্যাশা সবসময়।

শুভকামনা রইল প্রিয় কবি, ভালোবাসা জানবেন সবসময়।

২৪| ১২ ই জুন, ২০১৭ রাত ১:১৮

কাছের-মানুষ বলেছেন: চমৎকার সব মিষ্টি কবিতা পড়ে ভাল লাগল।
কবিতার সাথে মানান সই ছবি লেখাকে ভিন্ন মাত্রা দিয়েছে।

উদাস দুচোখ মন শ্রাবণে,
পিরিত আমার হইল না-রে।


লাইন দুটো চমৎকার হয়েছে।

১২ ই জুন, ২০১৭ দুপুর ১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পেয়ে, আনন্দিত ও অনুপ্রাণিত। কৃতজ্ঞতা জানবেন ভাই।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক সবসময়।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২৫| ১২ ই জুন, ২০১৭ রাত ২:০২

কল্লোল পথিক বলেছেন:
ভালো হয়েছে।

১২ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইকে মন্তব্যের ঘরে পেয়ে অনেক আনন্দিত, প্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

২৬| ১২ ই জুন, ২০১৭ রাত ২:৪৬

ওমেরা বলেছেন: আমার কমেন্ট গেল কই ?


হয় নাই যখন আর হবে ও না ভাইয়া ।
তবে কবিতা খুব সুন্দর লাগছে ধন্যবাদ ভাইয়া ।

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিশ্বাস করেন আপু আমি কোন কমেন্ট মুছিনি!! রাত একটার পর থেকে ছিলামই না, কিছুক্ষণ আগেই এসেছি। কিছুই বুঝতেছি না আপু!!

কবিতা ভালো লেগেছে জেনে অনেক প্রেরণা পেলাম আপু। কৃতজ্ঞতা জানবেন।

আপু, না হোক পিরিত!!
আপনাদের এই আন্তরিক ভালোবাসাটুকু যেনো না হারাই। দোআ করবেন।
শুভকামনা জানবেন আপু।

২৭| ১২ ই জুন, ২০১৭ সকাল ৯:৩২

জুন বলেছেন: খুব ভালোলাগা রইলো নাঈম জাহাঙ্গীর নয়ন ।
তবে খুব বেশী ভালোবাসা ভালো নয়। বেশি ভালোবাসায় বেশি দুঃখ।
মানুষ পশু পাখি সবার ক্ষেত্রেই এ কথাটি প্রযোজ্য।
+

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর মন্তব্য পেয়ে খুব বেশি আনন্দিত হলাম, ভালো লাগলো কবিতায় ভালো লাগা জেনে। কৃতজ্ঞতা জানবেন আপু।

অনেক দামি কথা বলে গেছেন আপু, 'বেশি ভালোবাসায় বেশি দুঃখ' আমি খুব টের পাচ্ছি।
প্লাসটা আশীর্বাদ হয়ে থাকুক আপু।

শুভকামনা জানবেন সবসময়।

২৮| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:০০

প্রামানিক বলেছেন: তুখোড় চলা মিষ্টি ভাষী,
আঁকি চিত্র মনের ফ্রেমে;
বুঝবে সেদিন ভালোবাসি,
আমায় যেদিন মরণ ছোঁবে!

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম প্রিয় কবির দরশনে, কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে আসায়।

আসল কথাটুকুই তুলে এনেছেন ভাই, ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

২৯| ১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:৩২

মিঃ আতিক বলেছেন: বরাবরের মতো সুন্দর কবিতা।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই প্রেরণা রেখে যাওয়ায়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৩০| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লিখেছেন দারুণ!

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন জানবেন ভাই,
অনেক পুরনো পোষ্টে প্রেরণা রেখে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি।


শুভকামনা জানবেন সবসময় ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.