নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

অধিকার ক্ষত কবিতা খুঁজে নেবে মহিমা (অনুকাব্য)

২৫ শে জুন, ২০১৭ রাত ১:৩৩

অধিকার

মিষ্টি কথার ভাষণ চাই না---
চাই, সাধারণ মানুষের অধিকার;
খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান
আইনের সু-শাসন, প্রতিটা নাগরিক
যে অধিকারের দাবীদার।।

কোনো প্রয়োজন দেখিনা ওয়াদা
প্রাপ্ত দায়িত্বই পালন কর তোমার;
প্রাণে প্রাণে ভাসাও মানবতর সাম্পান
ভালোবাসো মানুষকে, তবেই নিশ্চিত
তোমাকে খুঁজে নিবে বারবার।।

ওয়াদা-ভাষণ আর খুঁজি না,
শুনতে শুনতে হয়ে গেছে কান ভার!
পিতামাতা হারা ক্ষুধার্ত ভাসমান,
নীতিবাক্য, মিষ্টি কথায় তালি বাড়ে ঠিক
পেটে ক্ষুধা-থাকে ঘর অন্ধকার।।

ক্ষত

ভালোবাসা বলতে এখন
নাইতো আর কিছু।
কষ্টে ভরে সুখের জীবন
ঘুরছে টাকার পিছু।।

চোখে পানি দেখে কারো
শিহরিত হয়না বুক।
প্রেমে তৃপ্তি যতই দেখো
টাকার কাছেই চুপ!!

কষ্ট যতো রাখছি বুকে
তা হবার নয় শেষ,
যখন ভাবি সুখে আছে
আমার সুখও বেশ।।

এই মোর চাওয়া ছিল
রাখব তাকে সুখে।
তার আনন্দ খুঁজে নিল
রইলাম আমি দুখে!!

কষ্টেসৃষ্ট এ-মনের ঘরে
প্রেম ভালোবাসা'য়।
ভাঙা বাড়িত রইল পরে
মরণ গন্ধই ছড়া'য়!!

অন্তর পুড়া গন্ধ কি আর
স্বার্থান্ধ কভু বুঝে?
মিষ্টভাষী এ-ছলনা তার
আভিজাত্য খোঁজে।।

কান্নার পর্ব শেষ করেছি
অনে-ক বছর গত।
স্মৃতি গুলো পুঁড়ায় বেশি
হৃদয়ে করছে ক্ষত।।

কবিতা


কবিতা আর আমি-
নির্বাক নিঃশব্দ আর
নিঃস্বতা'র পৃথিবী।
শূন্যতায় ডুবে থাকি-
ধ্যান-জ্ঞান আমার
স্বপ্নের রাজ্যেশ্বরী।।

প্রীতম সঙ্গমে ডুবি-
খুঁজি তৃপ্তির সমাহার
হয় স্বপ্নরা জয়ী।
সহস্রাব্দের ভরা ঝুড়ি-
স্বপ্ন সুখিত কল্পনার
সে অমর সঙ্গিনী।।

খুঁজে নেবে


অনুক্ষণে বৃন্দাবনে নীরব কথন,
ভুলতে নাহি পারি হয় গো স্মরণ।
প্রেমালাপে হয়ে মত্ত কতশত ক্ষণ,
ভেসেছি স্বপ্নলোকে ঘুরেছি গগন।।

ভুলে যেও মোর স্মৃতি করোনা স্মরণ,
ভাবনা যত অহর্নিশি প্রেম আশা স্বপন।
তব হৃদয়ে জমানো স-যতনে মধু-ক্ষণ,
ছড়িও বাতাসে খুঁজে নেবে এই মন।।

মহিমা


নীরব স্তব্ধ রাতের জড়তা ভেঙে,
আকাশের দিকে চেয়ে থাকি
প্রেম ভরা মুগ্ধনয়নে;
দেখি জোছনা মাখা চন্দ্র।
কি মহিমা মিশে আছে তাতে!!

মন্তব্য ৬০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:২২

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতা হয়েছে চমৎকার
মিষ্টি কথার ভাষণ চাই না---
চাই সাধারণ মানুষের অধিকার;
খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান
আর আইনের সু-শাসন,

আসছে আনন্দময় পবিত্র দিনে

২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই পোষ্ট দিয়েই ঘুমিয়ে পড়ি, আবার সকাল থেকে ব্যস্ত থাকায় আসতে পারিনি ব্লগে।

আপনার মন্তব্য বরাবরের মতোই আজও অনেক প্রেরণা দেয়ে গেছে ভাই। আমি উৎসাহিত ও আনন্দিত আপনার আন্তরিক উৎসাহ পেয়ে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে এমনটাই বিশ্বাস ভাই।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

ঈদ মোবারক

২| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:৪৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের কাছে ভালো লাগা যে কারো জন্য সৌভাগ্যের, আমার জন্যও। ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:৫২

শূন্য-০ বলেছেন: সুন্দর হয়েছে সবহুলো, বিশেষ করে প্রথমটা আর কবিতা, ছড়াটিও চমৎকার। +++++

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবহুলো সুন্দর লাগায় আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
কৃতজ্ঞতা রইল মন্তব্যে। প্লাস গুলো আশীর্বাদ হয়ে থাকুক ভাই।


একটু মজা করেছি ভাই, কষ্ট পেলে ক্ষমা করবেন।

শুভকামনা ও ভালোবাসা সবসময়।

৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:০৩

তোমার জন্য মিনতি বলেছেন:



ওয়াদা-ভাষণ আর খুঁজি না,
শুনতে শুনতে হয়ে গেছে কান ভার!
পিতামাতা হারা ক্ষুধার্ত ভাসমান,
নীতিবাক্য, মিষ্টি কথায় তালি বাড়ে ঠিক
পেটে ক্ষুধা-থাকে ঘর অন্ধকার।।
দারুণ +++++

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা পেলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

সবসময় পাশে থেকে উৎসাহিত করে যাওয় কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন সবসময়।

৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:০৫

তোমার জন্য মিনতি বলেছেন:
ভালোবাসা বলতে এখন
নাইতো আর কিছু।
কষ্টে ভরে সুখের জীবন
ঘুরছে টাকার পিছু।।
একদম হাচা কথা বলছেন। ++++++

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা ভাই আবারো, অনেক অনেক প্রেরণা দিয়ে গেলেন ভাই।
ভালোবাসা জানবেন নিরন্তর।

৬| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:১৯

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: অধিকার দারুণ হয়েছে, +++++

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় পাশে থেকে উৎসাহিত করায় অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিরন্তর।

শুভকামনা জানবেন ভাই।

৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:২৪

শূন্যনীড় বলেছেন:


কোনো প্রয়োজন দেখিনা ওয়াদা
প্রাপ্ত দায়িত্বই পালন কর তোমার;
প্রাণে প্রাণে ভাসাও মানবতর সাম্পান
ভালোবাসো মানুষকে, তবেই নিশ্চিত
তোমাকে খুঁজে নিবে বারবার।।
- অসাধারণ বলেছেন। +++++

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দেরি করে ফেললাম ভাই প্রতিউত্তর দিতে, ক্ষমা করবেন।

সবসময় উৎসাহ আর প্রেরণা হয়ে পাশে পাই এটা আমার সৌভাগ্য মনে করি ভাই।

শুভকামনা নিরন্তর

৮| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৪:৩৩

ধ্রুবক আলো বলেছেন: বেশ চমৎকার লিখেছেন +++

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাই আমার, আমার উন্নতি যতটুকো তা আপনাদের আন্তরিক উৎসাহের জন্যই।
আপনাদের ভালোবাসা থাকলে আরো উন্নতি করবোই লেখায়। দোআ করবেন ভাই।

ভালোবাসা সবসময়

৯| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৫:০৬

রাফসান পৃথু বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন ভাই এই গরীব ব্লগে পায়ের ধুলো দেয়ায়।

একদম সত্য কথা বলে গেছেন ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

শুভকামনা সবসময়

১০| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৫:০৭

রাফসান পৃথু বলেছেন: অধিকার: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উচিৎ কথা বলে গেছেন ভাই।
কৃতজ্ঞতা আবারো।


ঈদ মোবারক ভাই।

১১| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



প্রথম ছবির বাচ্চাটা কি বেঁছেছিল? জানার কো উপায় নেই, বড়ই জঘন্য অবস্হা!



২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জানিনা ভাই বেঁচে ছিল কিনা।

বড়ই নির্মম বাস্তবতা ভাই, জঘন্য নয়।

ঈদ মোবারক জানবেন ভাই।

১২| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৬

নিরাপদ দেশ চাই বলেছেন: সম্পদের এত অসঅম বন্টন এই পৃথীবির আর কোন দেশে নাই।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ কথা বলেগেছেন ভাই। বঙ্গবন্ধুকে মনে পড়ে গেল।

তিনি সম্পদের সমান বন্টন করার পদক্ষেপ নিতে যাচ্ছিলেন বলেই মরতে হয়েছে কিছু কুকুরের বাচ্চা কুকুরের হাতে।


শুভকামনা জানবেন, ঈদ মোবারক।

১৩| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: সবগুলো ভালো হয়েছে++


ঈদ মোবারক!

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবি ভাইয়ের কাছে ভালো লাগা জেনে। শুধু কৃতজ্ঞতা নয় মন্তব্যে ভালোবাসাও অনেক।

প্রেরণা হয়ে থাকবেন ভাই।

ঈদ মোবারক রইল ভাই।

১৪| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৯:২১

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




সব মানুষের সম-অধিকার রক্ষিত হোক ।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের কাছ থেকে প্রিয় প্রত্যাশা পেলাম।

আমিও চাই মানুষে মানুষে প্রেম ভালোবাসা আত্মিক সেতুবন্ধন গড়ে উঠুক। আমাদের আগামী প্রজন্ম একটা সুন্দর ভালোবাসাময় বাসযোগ্য পৃথিবী দেখুক এমনটাই প্রত্যাশা সবসময় স্রষ্টায়।

ঈদ মোবারক ভাই ......... শুভহোক আপনার প্রতিটিক্ষণ।
শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।

১৫| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক ভাই।

আনন্দ হাসিতে ভরে উঠুক আপনার প্রতিটিক্ণ, প্রতিদিনই আপনার কাছে ঈদের আনন্দ নিয়ে আসুক এমনটাই প্রত্যাশা। অনেক ভালোবাসা জানবেন ভাই।


শুনছিলাম আপনি নাকি বিদেশ থাকেন, দেশে আসছেন নাকি ?

১৬| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৩

শূন্যনীড় বলেছেন: ভাই ক্ষমাচেয়ে ছোট করেছেন ভাই আমাকে। আপনি ব্যস্ত থাকেন আমি জানি, তারউপর ঈদ, আরো ব্যস্ত নিশ্চয়।

আমি আপনার জন্যই সামু চিনছি ভাই, নিজেও কিছু লিখতে চেষ্টা করছি এখন। সবই আপনার জন্য। সেজন্য কৃতজ্ঞতা সবসময় আপনার প্রতি।

ঈদ মোবারক জানবেন ভাই

২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, অজান্তেই কষ্ট দিয়ে ফেললাম আবারো। সরি ভাই, আর এমনটি বলবো না কোনদিন।


অনেক ভালো লাগলো ভাই আপনার সামু কাহিনী শুনে।
সত্যি সামু বাংলার প্রতিভা গুণো তুলে আনার মহৎ উৎস, ব্যবস্থা।
মুগ্ধতা রইল ভাই মন্তব্যে।
ভালোবাসা জানবেন সবসময়।

ঈদ মোবারক রইল ভাই

১৭| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৫২

শূন্যনীড় বলেছেন: আবারো প্রতিউত্তরে মুগ্ধতা জানাতে আসতেই হলো। আপনাী দারুণ ভাবে মন্তব্যের উত্তর দেন।
কি করি আজ ভেবে নাপাই ভায়ের মতো আমারও বলতে ইচ্ছে করছে আপনী বিনয়ের অবতার।


ঈদ মোবারক ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভাল লাগলো ভাই আপনার আন্তরিকতা দেখে।
আপনিও সুন্দর বলে গেছেন। কৃতজ্ঞতা রাখছি ভাই।

হা হা হা আপনি কি করি ভাইয়ের মন্তব্য দেখেছেন!!! সে খুবই বিনয়ী সবসময়। সবার সাথে ওনার সুসম্পর্ক এবং সবার প্রিয় এজন্যই। বিনয়ী থাকাই সবচেয়ে ভালো একটা গুণ। আমি ভালোবাসি অহংকারহীন মানুষদের। তাদের আমি শ্রদ্ধার আসনে রাখি সবসময়।
দোআ করবেন ভাজ।
ভালোবাসা জানবেন সবসময়।

১৮| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০

ধ্রুবক আলো বলেছেন:

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাই, ঈদ মোবারক

শুনলাম কালই নাকি ঈদ!!

অানন্দিত হোক ঈদ উদযাপন, শুভ প্রত্যাশা সবসময়।

১৯| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: একসাথে এত কবিতা!! কোন রেখে কোনটা পড়ি।

প্রথমটাতে যা বলেছেন রাষ্ট্রবাহাদুর তা কখনো কানে তুলবেন না।
কারণ মানুষের কথা যাতে কানে না ঢোকে সেজন্য কান-চোখ বন্ধ রেখে তারা রাষ্ট্র চালায়।

শুভেচ্ছা।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ছোট ছোট তো, তাই একসাথে দিয়ে দিলাম। আসলে লেখা শেষ হলেই ব্লগে না দিতে পারলে শান্তিই পাইনা। তাই ভাবলাম একসঙ্গে থাকুক। পড়েছেন জেনে খুব আনন্দিত হলাম দাদা।


জানি এই কথা কেউ শুনবেনা, তবু লিখেছিলাম যেহেতু, তো ধাকুক কেউ নাইবা শুনলো।
আমি স্বপ্ন দেখি আমাদের দেশের প্রতিটি মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে যদি আমলা-নেতাদের নিজ নিজ দায়িত্তটুকোু ঠিকমতো পালন করেন। কিন্তু কই দায়িত্ব!! তাদের কেবল চাচা ভাতিজা শালার শালাদের নিয়ে চিন্তাভাবনা!!! সাধারণ মানুষ পর্যন্ত তাদের যাওয়ার সময়ই তো নাই, কত্ত কাজ!!!!
যার যার দিয়েত্ববের কাজ টুকুই যদি করতো তবে সমাজে এত বৈষম্য বিরাজ করতো না। সবাই মানুষ হিসেবেই পরিচিতি পেতো!!!

সুন্দর মন্তব্য রেখে যাওয়া কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধায়।

শুভকামনা জানবেন ভাই ভালোবাসা সবসময়।

২০| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অধিকার-এর বাচ্চার ছবিটা দেখে খুব কষ্ট পেলাম। আহ!

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই ছবিটা দেখেই লিখেছিলাম লেখাটি, কত কষ্ট পেয়েছিলাম ছবিটি দেখে তা কেবল আমি জানি। গতকাল অনুভব করেছিলাম আবারও, তাই একটু এডিট করে পোষ্ট করে দিলাম আবার।

আপনার মন্তব্য পাওয়া আমি সৌভাগ্যের মনে করি, অনেক প্রেরণা পাই।

এই ছবিটা দেখেই লিখেছিলাম লেখাটি, কত কষ্ট পেয়েছিলাম ছবিটি দেখে তা কেবল আমি জানি। গতকাল অনুভব করেছিলাম আবারও, তাই একটু এডিট করে পোষ্ট করে দিলাম আবার।

আপনার মন্তব্য পাওয়া আমি সৌভাগ্যের মনে করি, অনেক প্রেরণা পাই। শুভকামনা জানবেন সবসময়।


২১| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঈদ মোবারক

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় ভাইয়ের কাছ থেকে ঈদের শুভেচ্ছা পেয়ে।

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রইল ভাই।

অনেক ভালো লাগলো প্রিয় ভাইয়ের কাছ থেকে ঈদের শুভেচ্ছা পেয়ে।

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রইল ভাই।


২২| ২৫ শে জুন, ২০১৭ রাত ৮:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা প্রিয় কবি-ঈদ মোবারক।

২৫ শে জুন, ২০১৭ রাত ৮:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণা রেখে গেলেন প্রিয় কবি। শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা সবসময়


অনেক অনেক প্রেরণা রেখে গেলেন প্রিয় কবি। শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা সবসময়


২৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সবগুলোই ভাল হয়েছে ।

ভালোবাসা বলতে এখন
নাইতো আর কিছু।
কষ্টে ভরে সুখের জীবন
ঘুরছে টাকার পিছু।।

২৫ শে জুন, ২০১৭ রাত ৯:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবি থেকে প্রশংসা পেয়ে, আনন্দিত ও উৎসাহিত হলাম।প্রেরণা হয়ে থাকবেন ভাই।

২৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:১৪

চানাচুর বলেছেন: ভালই লাগল :)


ঈদ মোবারক !:#P

২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো মন্তব্য।কৃতজ্ঞতা ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভা।

শুভকামনা জানবেন সবসময়।

২৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক, ঈদ আনন্দে ভরে উঠুক প্রতিটিক্ষণ।

শুভকামনা জানবেন।

২৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৬

অর্ক বলেছেন: চমৎকার কাব্য সমাহার!
ঈদ মোবারক।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো প্রিয় ভাইয়ের কাছ থেকে প্রশংসা পেয়ে।
ঈদ মোবারক ভাই।


শুভকামনা জানবেন ভাই।

২৭| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৫৯

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক অানন্দিত হলাম প্রিয় ভাইয়ের কাছ থেকে ঈদ শুভেচ্ছা পেয়ে। ঈদ মোবারক দাদা

২৮| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:১২

নাগরিক কবি বলেছেন: ঈদ মুবারক ভাই :)

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক ভাই, ঈদ আনন্দে ভরে থাকুক মন।

২৯| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৩

নীলপরি বলেছেন: প্রতিটা কবিতাই খুব ভালো । সাথের ছবিগুলোও মানানসই ।

আশাকরি আপনার ঈদ খুব ভালো কাটছে । শুভেচ্ছা রইলো ।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু ভালই যাচ্ছে দিন, কবিতার প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন আপু।


শুভকামনা জানবেন সবসময়

৩০| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৩

অতৃপ্তনয়ন বলেছেন: খুব সুন্দর ছিল সবগুলি কবিতা।+++++

২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসা পেলাম পুরনো পোষ্টে প্রিয় ভাইয়ের মন্তব্য পেয়ে। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.