নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ভগবান আল্লাহ্ ঈশ্বর

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৩



শুনরে আহম্মকের দল তোরা নিজের খবর রাখ,
কেন অন্যকে করতে বশ্য সামনে ধর্ম দাঁড় করাস!
সেতো যারযার পূজনীয় শ্রদ্ধেয় অন্তরের বিশ্বাস,
তুইতো মানুষ খোদা নোস কেন মনের খবর চাস!

ধর্মের দোহাই দিয়ে কেন মানুষে করিস বিভাজন,
সবার আগে মানুষ সত্য, মমতায় করে-নে স্বজন।
মানুষের মাঝে আছে তোর ভগবান আল্লাহ্ ঈশ্বর,
স্রষ্টাকে খুঁজতে যাবি কোথা ধর-রে তুই মানুষ ধর।

মিছেই করিস'না ভণ্ডামি ধর্মকর্ম মনে শিহরন,
মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি উত্তম বিচার বিচরণ।
মানুষে রাখিস ভালবাসা দশে করবে অনুসরণ,
মানবিক গুণাবলী ধ-র সবুজ রাখ অন্তর মন।

খোদার মহব্বতে মানুষ ভুলে করিস তুই আঘাত,
প্রথম পরিচয় ভুলিস সামনে আনিয়া ধর্ম-জাত!
খুঁচা মেরে পরের বিশ্বাসে লুকাস তুই নিজ স্বভাব,
পুষা জানোয়ার যেন তুই মানুষকে কুপাস পুড়াস।

তোদের মত ভণ্ড ধার্মিক যুগে যুগে নিস কত প্রাণ,
তিলকে তাল করিস তরা বাড়াস সমাজে ব্যবধান;
ধর্ম লড়াইয়ে কত মা'র শূন্য বুক আজো রক্তপাত,
এইকি ধর্মের ফল ভবে মিথ্যে যুদ্ধে দিতে হয় জান।

আয়রে তোরা রাখ বিশ্বাস ধর্মের শক্তিকেন্দ্র অন্তর,
মানুষের মাঝে প্রেম খোঁজ সৃষ্টিতে স্রষ্টা পাবি খবর;
প্রিয়র প্রিয়কে বাস-ভালো শ্রদ্ধা রাখ মনের ভিতর,
মানুষের মাঝে পাবি জানি ভগবান আল্লাহ্ ঈশ্বর।।



আমার এই লেখা কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে কষ্ট দিতে নয়, এ কেবল আমার নিজস্ব ধারণাগত। কারো মনে সামান্য কষ্ট লেগে গেলে সেটা কাকতালীয় ব্যাপার হবে। তবুও ক্ষমা চাইছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। শুভকামনা সবার জন্য।

মন্তব্য ৭০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুড হইছে আপনার এ কবিতা ,
:)

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহসী করে গেলেন, ভরসা পেলাম আপনার মন্তব্যে।

শুভকামনা জানবেন।

২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সত্যটা এমনই হবার কথা ভাই ।ভাল লিখেছেন ।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহসী হলাম মন্তব্যে, আপনার আন্তরিক প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি শাহেদ ভাই। দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৮

কল্লোল পথিক বলেছেন:

সুন্দর লিখেছেন।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
প্রশংসা আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।

শুভকামনা জানবেন সবসময়।

৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৫

শূন্যনীড় বলেছেন: সুন্দর হয়েছে কবিতা, মন্তব্যের বক্সেই পড়েছিলাম। ভালো লাগলো পোষ্ট করেছেন। প্রিয়তে রাখলাম ভাই।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
প্রিয় তে নিয়ে কৃতজ্ঞ করলেন। অনেক অনেক উৎসাহ পেলাম।

শুভকামনা জানবেন ভাই।

৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে লেখা
শুভকামনা

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক সাহসী হলাম প্রিয় কবি আপুর কাছে প্রশংসা পেয়ে। উপস্থিতি ও আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্যে কৃতজ্ঞতা আপু।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক অাপু।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

শূন্য-০ বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই। প্রিয়তে নিলাম কবিতাটি ++++++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পেয়ে। প্লাস গুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই। প্রিয়তে জায়গা দিয়ে কৃতজ্ঞ করলেন।

শুভকামনা জানবেন সবসময়।

৭| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: ধর্মের দোহাই দিয়ে কেন মানুষে করিস বিভাজন,


ভালো লাগলো +++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের গবেষণালব্ধ মন্তব্য আমাকে মুগ্ধতা দিয়ে গেল। প্রশংসা পেয়ে সাহসী হলাম ভাই।
আমার একটু ভয় ছিল যে সমালোচনার মুখে পরি কিনা। ভরসা দেয়ায় কৃতজ্ঞতা রাখছি।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন ভাই।

৮| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


মানুষকে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, তা তো অবশ্যই। তবে সেটা ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে নয অবশ্যই।

উপস্থিতি ও সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০০

আহা রুবন বলেছেন: আমার এই লেখা কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে কষ্ট দিতে নয়, এ কেবল আমার নিজস্ব ধারণাগত। কারো মনে সামান্য কষ্ট লেগে গেলে সেটা কাকতালীয় ব্যাপার হবে। তবুও ক্ষমা চাইছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন।

তাতো বুঝলাম, কিন্তু কষ্টর বদলে খুশি হলে কী করবেন তা কিন্তু বলেনি B:-/ মোগাম্বো বহুত খুশ হুয়া :)

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, তা তো ভাবা হয়নি!! কি দেবো ভাই!!

হ্যা, প্রেরণা হয়ে থাকবেন, আগামীর পথে অনুপ্রাণিত করবে আপনার প্রশংসা। ভালোবাসা দিলাম মনভরে মন থেকে।

অনেক সুন্দর মন্তব্য রেখে গেছেন ভাই, কৃতজ্ঞতা রাখছি আপনার উপস্থিতি ও আন্তরিক মন্তব্যে।

যাদের কাছে ভালো লাগবে তারাই তো আমার মনের মানুষ। আরে না আমি আমার লেখা ভালো লাগার কথা বলছি না, বলছি যারা মানুষকে মানুষ হিসেবেই চিনে, মনে করে, যাদের কাছে ধর্ম কোন ফ্যাক্ট না মানুষের মধ্যে, তাদের প্রতি আমার ভালোবাসা আছে, থাকবে, থাকবেই সবসময়।

শুভকামনা জানবেন সবসময়।

১০| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৮

হয়ত তোমারই জন্য বলেছেন: আহা কথাগুলি অনেক সুন্দর হয়েছে ৷শুভেচ্ছা নিরন্তর 8-|

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই মন্তব্য পেয়ে, অনেক ভরসা পেলাম প্রশংসিত হয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৯

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব সুন্দর বলেছেন, প্রিয়তে থাকুক কবিতাটি +++++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।
প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে। প্রিয়তে জায়গা দিয়ে কৃতজ্ঞ করলেন।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত প্রিয় কবি ভাইয়ের উপস্থিতি ও প্রশংসা পেয়ে। প্লাসটি আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১০

কলাবাগান১ বলেছেন: "ধর্মের দোহাই দিয়ে কেন মানুষে করিস বিভাজন,
সবার আগে মানুষ সত্য, মমতায় করে-নে স্বজন।"

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় ভাইয়ের উপস্থিতি, অনেক প্রেরণা পেলাম সুন্দর লাইন দুটি তুলে আনার জন্য।
১০্+১০ শব্দ মাত্রায় তৈরি প্রতিটি লাইন, সঙ্গে সামান্য ছন্দ ধরার চেষ্টা করেছি।


শুভকামনা জানবেন ভাই সবসময়।

১৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩০

শৈবাল আহম্মেদ বলেছেন: আমার মনে হয়, যারা পজেটিভ ও নিরপেক্ষ মনের মানুষ-তাদের লেখাটি ভাল লাগবে। আর যারা নেগেটিভ ও তালগাছ আমার টাইপের মানুষ-তাদের ভাল নাও লাগতে পারে। লেখককে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভরসা রেখে গেছেন ভাই মন্তব্যে। আপনার সাথে আমিও একমত।

যারা ধর্মনিরপেক্ষতা কে ধর্মহীনতা ভাবে তারা আমার কাছে ঘৃণিত ছাড়া কিছুই না। আমি মানুষকে কেবল মানুষ হিসেবে দেখি। কারো ধর্ম বিশ্বাস সম্পর্কে জিজ্ঞেস করিনা কখনো। কারণ, ধর্ম বিশ্বাস যারযার নিজের একান্ত বিষয়। এখানে কেউ জোর করে কাউকে বিশ্বাস করাতে পারবে না। কিন্তু কিছু মানুষ জোর করেই অন্যদের ধর্মের জন্য চাপ দিতে থাকে। তারা তো অন্য ধর্মের মানুষকে মানুষই ভাবতে চায় না। অথচ, মানুষকে বলা হয়েছে শ্রেষ্ঠ জাতি, সেখানে শুধু মুসলমানের কথা উল্লেখ নেই। মানুষ বলতে সবাই মানুষ। আর মানুষ আল্লাহ্'র খুব আদরের সৃষ্টি, খুব মহব্বতের
সৃষ্টি মানব জাতি। কিছু ধর্মান্ধ তা ভুলে যায়!!

আপনার মন্তব্যে শ্রদ্ধা রাখছি ভাই। সুন্দর করে নিজের মত জানিয়ে গেছেন। মুগ্ধতা রাখছি মন্তব্যে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন ভাই।

১৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মান্ধতা সমাজকে কলুষিত করে তোলে!

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।

ধর্মান্ধতার রোষে পরে যুগে অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেক রক্তপাত হয়েছে পৃথিবীতে। এটা সমাজের বড় ধরণের রোগ বলা যায়। মানুষে মানুষে মমত্ববোধ উঠে যাচ্ছে সেইসব বক-ধার্মিক লোকদের জন্যই। যে ধর্ম শান্তি বারতা নিয়ে এসেছিল তা আজ আতঙ্কের হয়ে উঠেছে। এখন মানুষ দাড়ি টুপি দেখলে খুশি হওয়ার পরিবর্তে আগে ভাবে জঙ্গি নয় তো! তারা শুধু সমাজের ক্ষতিই করেনি, ধর্মেরও ক্ষতি করেছে অনেক।

ভালো লাগলো ভাই আপনার উপস্থিতি ও সুন্দর মন্তব্য।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:

খুবই মুল্যবান কথায় রচিত কবিতা


আয়রে তোরা রাখ বিশ্বাস ধর্মের শক্তিকেন্দ্র অন্তর,
মানুষের মাঝে প্রেম খোঁজ সৃষ্টিতে স্রষ্টা পাবি খবর;
প্রিয়র প্রিয়কে বাস-ভালো শ্রদ্ধা রাখ মনের ভিতর,
মানুষের মাঝে পাবি জানি ভগবান আল্লাহ্ ঈশ্বর।।


পাঠে ভাল লাগল , আসলে মানুষে মানুষে
ও সৃস্টি কর্তার সাথে প্রেমের বাধনটিই অাসল
তাইতো গানে গজলে বলা হয় :

প্রেম নগর কা রাহা কঠিন হ্যায়
ছাম্বল ছাম্বল করে চালা করো,
রাম রহিম নাম দিলমে জপো ভাই
ওহি আগুন মে জ্বালা করো,
ছুমমুন বুকমুন ওম ইউন হো কার
খুদী কো আপনা ফানা করো।

মন্দির মে কেয়া মুরদ পূজোঁ
মসজিদ মে কেয়া সেজদা করো
মওলা মিলন কা রাহা নিরালা
মনকা মালা জপা করো।
প্রেম নগর কা রাহা কঠিন হ্যায়
ছাম্বল ছাম্বল করে চালা করো
তন-মন আপনা গুরুকো সামঝো
বচন গুরুকা কিয়া করো।।

সুন্দর কবিতাটির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক সাহসী করে গেল প্রিয় লেখক কবি ভাইয়ের উপস্থিতি ও বিশেষায়িত আন্তরিক মন্তব্য, আমি ভরসা পেলাম মনে। মনে ভয় ছিল সমালোচনার ফাঁদে পড়ার। নির্ভয় দিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি ভাই। প্রেরণার আকাশে জ্যোতি হয়ে আছেন, থাকবেন সবসময়।
সুন্দর একটা গজল গান দিয়ে যাওয়ায় আনন্দিত হলাম।

মানুষে ভক্তি শ্রদ্ধা রাখতে পারলেই স্রষ্টার প্রেম পাওয়া সম্ভব বলে মনে হয় আমার।
অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা আপনার প্রতি সবসময়।
শুভেচ্ছা ও শুভকামনা।

১৭| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবোরো এসে ধন্যবাদ জানানো মন্তব্যে শ্রদ্ধা রাখছি ভাই। আন্তরিক ভালোবাসার ছোঁয়া পেলাম।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

১৮| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরের ধন্যবাদ ।।

আপনিও ভালো থাকুন ।

শুভ কামনা রইলো।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইকে আবারো পেয়ে ভালো লাগছে। কৃতজ্ঞতা জানবেন ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।


ভাই, নতুন পদ্মাবতী কবিতাটি ডিলিট কেন করলেন বুঝলাম না!! আমার কাছে তো ভালো লেগেছিল খুব।
ভাইয়ের মন খারাপ মনে হচ্ছে, কেন !!

১৯| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা আর লিখবো না ; অজ্ঞাত কিছু কারণে ব্লগ থেকে অনেক দূরে চলে যাবো .....
আমার জন্য দোয়া করবেন !!!
ভালো থাকবেন ।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি প্রতিটি মন্তব্যে আগে লাইক দিয়ে প্রতিউত্তর লিখতে শুরু করি। এখানে দিতে পারলাম না ভাই।
আপনার ছেড়ে যাওয়ার কথা কোনভাবেই সুখকর নয় আমার জন্য। আমি আপনাকে হারাতে চাই না সামু থেকে।

ব্লগে ইদানিং অনেক দুষ্টু লোকের সংখ্যা বেড়ে গেছে, আমিও ছেড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু একজন মনে করিয়ে দিলেন, মাঠ ফাঁকা করে চলে যেতে নেই, তাতে শূন্য মাঠে দুষ্টু রা সবসময় জয়ী হবে, তাদের সুযোগ দিতে নেই। তাই ছেড়ে যাওয়ার চিন্তা বন্ধ করেছি। জানিনা আপনার কি কারণ, তবে যাই হোক, আপাতদত ব্লগে থাকবেন আশা করবো।

শুভকামনা তো অবশ্যই আপনার প্রতি থাকে থাকবে। ভালো থাকবেন। তবে ছেড়ে যাওয়ার আগে ভাববেন নিশ্চয় 'মাঠ ছেড়ে চলে গেলে খেলায় জিত অধরা থেকেই যায়।

২০| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৬

মিঃ মটু বলেছেন: অসাধারণ,



ধর্মের দোহাই দিয়ে কেন মানুষে করিস বিভাজন,
সবার আগে মানুষ সত্য, মমতায় করে-নে স্বজন।
মানুষের মাঝে আছে তোর ভগবান আল্লাহ্ ঈশ্বর,
স্রষ্টাকে খুঁজতে যাবি কোথা ধর-রে তুই মানুষ ধর। -- দারুণ বলেছেন +++++

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগগলো মটু ভাই। অভিনন্দন আগমনে।

শুভকামনা জানবেন

২১| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক উন্নত চিন্তার প্রয়াস কবিতাটি বহন করেছে। পড়ে মুদ্ধ হলাম। শুভেচ্ছা জানবেন।

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক সাহসী করে গেলেন ভাই, ভালো লাগলো আপনার কাছে প্রশংসা পেয়ে, সব ভয় কেটে গেলো। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
উচ্ছ্বসিত প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়

২২| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫

রাতু০১ বলেছেন: সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই আমিও আপনার সাথে একমত রাখি সবসময়।

উপস্থিতি ও সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি ভাই,
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়

২৩| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪০

তপোবণ বলেছেন: নয়ন ভাই আপনার কবিতাখানি একেবারে সময়োপযোগি এবং মনের মধ্যে গিয়ে অনুরিত হচ্ছে। তাইতো আমার আপনার চেয়ে আপন যেজন তারে এনে হাজির করলাম আপনাকে ধন্যবাদ জানাতে। তবে অবশ্যই অংশবিশেষ।

মানুষ

গাহি সাম্যের গান–
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান ,
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি ।
-----------------------------------------------------------
হায় রে ভজনালয়
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয় !
মানুষেরে ঘৃণা করি
ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি
ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর করে কেড়ে
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে ।
পুজিছে গ্রন্থ ভন্ডের দল !–মুর্খরা সব শোনো
মানুষ এনেছে গ্রন্থ,–গ্রন্থ আনেনি মানুষ কোনো ।
আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ
কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,
আমাদেরি এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে
তাঁদেরি রক্ত কম-বেশী করে প্রতি ধমনীতে বাজে !
আমরা তাঁদেরি সন্তান , জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ
কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ ।
হেস না বন্ধু ! আমার আমি সে কত অতল অসীম
আমিই কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম।
হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদি ঈসা,
কে জানে কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা ?
কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি ?
হয়তো উহারই বুকে ভগবান জাগিছেন দিবারাতি !
অথবা হয়ত কিছুই নহে সে, মহান উচ্চ নহে,
আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ–দহে,
তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজানালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় !

– কাজী নজরুল ইসলাম

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভরসা আর সাহসী করে গেলেন ভাই আন্তরিক বিশেষায়িত মন্তব্য রেখে গিয়ে। আমার আনন্দ ঠিকমতো প্রকাশ করতে পারছিনা। শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য তপোবন ভাই। আপনার আন্তরিক প্রশংসা পেয়ে ধন্য হলো লেখাটি।
প্রিয় কবির প্রিয় কবিতা রেখে গিয়ে অনেক অনেক কৃতজ্ঞ করলেন। অধমের ভালোবাসা গ্রহণ করবেন।

আমি মানুষকে ভালোবাসার চেয়ে বড় ধর্ম আর খুঁজি না। দোআ করবেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২৪| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩

মিঃ পাতলু বলেছেন: ভালো কবিতা গড়েছেন, মুগ্ধতা রেখে গেলাম পড়ে।
প্রিয়তে থাকুন ভাই

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাতলু ভাই যে!! শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
কবিতা ভালো লাগায় আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

২৫| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১০

ড.ঝঁটকা বলেছেন: অসাধারণ কবিতা, মুগ্ধ হইলাম।



মিছেই করিস'না ভণ্ডামি ধর্মকর্ম মনে শিহরন,
মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি উত্তম বিচার বিচরণ।
মানুষে রাখিস ভালবাসা দশে করবে অনুসরণ,
মানবিক গুণাবলী ধ-র সবুজ রাখ অন্তর মন।

প্রিয় তে থাকুক

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা অনেক অনেক আনন্দিত হলাম মটু পাতলু ড. ঝঁটকা ভাইকে পেয়ে।
সুন্দর মন্তব্য রেখে গেছেন ভাই। আনন্দিত ও উৎসাহিত করে গেলেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

২৬| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯

কানিজ রিনা বলেছেন: দুঃখ পাওয়া দুরে থাক সব মন্তব্য দেখে অনেক খুশি। একরকম কবিতা বারবার আসলে
ব্লগবাসী আলোকীত হবে বেশী বেশী। সার্বজনিন কবিতা হয়েছে। বেশীবেশী শুভকামনা
ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বেশি আনন্দিত ও উৎসাহিত করে গেলেন আপু। আপনার আন্তরিক প্রশংসা আমাকে সাহসী করে গেল। প্রেরণা হয়ে থাকবেন আপু। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

২৭| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সিঙ্গাম স্যার বলেছেন: খুশি হয়ে গেলাম কবিতা পড়ে +++++

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাববাহ! সিঙ্গাম স্যারকেও দেখছি হাজির হয়ে গেছেন!! সামুর কপাল খুলছে মনে হয়।।
মজা করলাম ভাই।

ভালো লাগা জেনে আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।

অভিনন্দন রইল স্যার
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

২৮| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নাঈমুর রহমান আকাশ বলেছেন: কেউ জন্মের সময় মুসলমান, হিন্দু, খ্রিস্টান হয়ে জন্মায় না। সবাই আগে মানুষ হয়ে জন্মায়। এজন্য মানবতা আগে, ধর্ম পরে। কিন্তু এ কথা আজকের সমাজে কয়জন মানে?
কবিতাটি সবার অন্তরে একটু হলেও দাগ কাটুক, এই কামনা করি।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা জানবেন, উপস্থিতি ও সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

হ্যা ভাই, আমিও আপনার সাথে একমত, সবার আগে মানুষ তার পর ধর্ম। মানুষে মানুষে আত্ম সেতুবন্ধন গড়ে উঠুক প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২৯| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

মিঃ পাতলু বলেছেন: আপনি খুব সুন্দর করে প্রতিউত্তর দেন, মুগ্ধ করলেন।

আমার বাড়িতে পায়ের ধুলো দেয়ায় কৃতজ্ঞ রইলাম।
শুভকামনা আপনার জন্যও

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন পাতলু ভাই। সবার সাথে হাসিখুশি যেন থাকতে পারি আপনাদের মতো।

আবার ও আসায় কৃতজ্ঞতা রাখছি।

অনেক অনেক ভালোবাসা আপনার জন্য

৩০| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এবার সত্যিই মনে হচ্ছে কিছুটা ভালো লিখেছি। প্রিয় বরেণ্য লেখক ভাইয়ের প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

মনে কিছুটা ভয় ছিল লেখার পর, কেটে গেল সব, সাহসী করে গেলেন ভাই। দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৩১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:২১

নীলপরি বলেছেন: আয়রে তোরা রাখ বিশ্বাস ধর্মের শক্তিকেন্দ্র অন্তর,
মানুষের মাঝে প্রেম খোঁজ সৃষ্টিতে স্রষ্টা পাবি খবর;


কবিতা অসাধারণ লাগলো । প্রিয়তে রাখলাম । ++++

শুভকামনা রইলো ।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা আর সাহস দিয়ে গেল প্রিয় আপুর মন্তব্য। কৃতজ্ঞতা আপু প্রিয় তালিকায় রাখার জন্য।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
অনুপ্রাণিত করবে আপনার আন্তরিক মন্তব্য ও প্রশংসা।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

৩২| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: @শাহরিয়ার কবীর , আপনার ব্লগে গিয়ে দেখলাম পোষ্ট সরিয়ে ফেলেছেন । তাই সেখানে মন্তব্য করতে পারলাম না । তাই এখানে বলছি । কবির কবিতা কি শুধুই তাঁর ? পাঠকদের কোনোরকম দাবিদাওয়া থাকতে পারে না ? পাঠকদের কথা ভেবে আপনাকে সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ করলাম ।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো করেছেন আপু শাহরিয়ার ভাইকে বলে। তার মনে কিসের কষ্ট বুঝতে পারলাম না!! গতকাল থেকে তার মন খারাপ!

ভালো লাগলো আপু, সহব্লগারের প্রতি এমন আন্তরিকতা।

শুভেচ্ছা ও শ্রদ্ধা ভালোবাসা আপনার প্রতি সবসময়।

৩৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: এখন ভাবছি , আদৌ সহব্লগার শাহরিয়ার কবীর এই মন্তব্য দেখবেন কি ? মানে উনি কি করে জানবেন ? তাও আশা রাখছি !

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, সেটা ঠিক বলেছেন, সে দেখবে কিনা তা বলা জাচ্ছে না ঠিককরে।

তবে, আশা তো ছাড়ি না আমিও, দেখি কি হয়।

ভালো থাকবেন আপু। মঙ্গল হোক আপনার।
শুভকামনা

৩৪| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৯

ভ্রমরের ডানা বলেছেন:




কাব্যের ভাব ও অবয়বে নজরুলকে খুঁজে পেয়েছি! অশেষ শুভকামনা রইল!

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেছেন ভাই। মহা কবি'কে স্মরণ করাতে পেরে ধন্য হল লেখাটি।
আন্তরিক মহা-প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৩৫| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ধর্মের দোহাই দিয়ে কেন মানুষে করিস বিভাজন,
সবার আগে মানুষ সত্য, মমতায় করে-নে স্বজন।
মানুষের মাঝে আছে তোর ভগবান আল্লাহ্ ঈশ্বর,
স্রষ্টাকে খুঁজতে যাবি কোথা ধর-রে তুই মানুষ ধর।


কবিতা সুন্দর হয়েছে ++++
শুভ কামনা কবি ।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন। মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.