নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
ভাবনায়
কর্ম ব্যস্ত দিনটি শেষে রাত্রি যখন বাড়ে,
মনের ঘরে অস্থিরতা স্মৃতির পাতা নাড়ে।
দুচোখ বুজে হারান সুখ সময় গুলো ভাবি,
হৃদয় জুড়ে তোমারি নাম চন্দ্র মুখের ছবি।
জানিনা তো কোথায় তুমি কিবা এখন কর,
তুমিও কি আমার মতো এমনি ভাবে পুড়ো।
চৈত্র খরা মন ভূমিতে চোখ ভাসে শ্রাবণে,
কেমনে থাকো বন্ধু তুমি হয়না কিরে মনে!
মুক্ত আকাশ মিষ্টি বিকেল তোমার কূলে মাথা,
অনেক সুখে ব্যস্ত দুজন বলতে মনের কথা।
মিষ্টি ও'মুখ দেখে আজো জীবন পাবে প্রাণ,
মিলবে ছন্দ সব কবিতায় ভরবে সুরে গান।
রাত্রি জেগে পূর্ণিমা চাঁদ দেখবো মনে আশা,
ভ্রমর হয়ে খুঁজবো মধু তোমার ভালোবাসা।
দুনিয়া জুড়ে তুমিই প্রিয় সুন্দর গোলাপ ফুল,
মাতাল রবো তোমার প্রেমে করবো কত ভুল।
কতো গভীর ভালোবাসা তোমার জন্য ছিল,
স্বপ্ন সুখের দিনগুলো সব ব্যথায় ভরে গেল।
যেদিন থেকে সব ভুলিয়া তুমিও গেলে দূরে,
ঘুম হারাল সেদিন থেকে আর আসেনা চোখে।
মিষ্টি সুখের ভালোবাসায় ভরবে আমার ঘর,
অনেক দিনের স্বপ্ন চাওয়া এই বুকের ভিতর।
করলে বিফল আশার স্বপন পর হলে পাষাণী,
প্রতি রাতের ভাবনায় তবু মিশেই আছো তুমি।
_______________
মিষ্টি মুখের মুচকি হাসি (গান)
মিষ্টি মুখের মুচকি হাসি আমি বড় ভালোবাসি।।
এজীবন ছাড়তে পারি ছাড়বো না যে তোকে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।।
হাসলে তোর দুই-গালে পড়ে সুন্দর দুটি টোল,
তাইনা দেখে হারাই আমার মনের যতো বোল।।
অবাক চোখে মুগ্ধ মনে।। শুধুই চেয়ে থাকিরে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।।
তুই-যে আমার সন্ধ্যা বাতি পূর্ণিমার ওই চাঁদ,
আপন করে পাইলে মানবো হাজার অপবাদ।।
দেখতে হাসি তোর মুখে।। জীবনটা দিবো লিখে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।।
গান : মিষ্টি মুখের মিষ্টি হাসি আমি বড় ভালোবাসি
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পিলাচ আমাকে অনুপ্রাণিত করবে ভাই, অনেক আনন্দিত হলাম।
প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা আপনার জন্য
২| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক কথায় অসাধারণ।
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবিবরের কাছে প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি। অনেক প্রেরণা পেলাম।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
৩| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! খুব সুন্দর লিখেছেন ।
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
৪| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: আপনিও ভালো থাকুন !! ধন্যবাদ ।
শুভ সকাল ।
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি মন্তব্যের শুভকামনায়। অনেক আনন্দিত হলাম।
শুভ সকাল।
৫| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১২
মৌমুমু বলেছেন: খুব সুন্দর হয়েছে নাঈম ভাইয়া। ভাবনায় এ কবিতার কথা গুলো একটু বেশিই ভালো লেগেছে।
আর গানটা কি আপনার ইউটিউব চ্যানেলে দিয়েছেন?
শুভকামনা রইল ভাইয়া। ভালো থাকবেন।
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম আপু, ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
না আপু, গানটি এখন গাইনি, তবে আশা আছে তাড়াতাড়ি গানটির লিঙ্ক এড করার।
দোআ করবেন আপু।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।
৬| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭
নাগরিক কবি বলেছেন: সুন্দর
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রিয় কবি ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
৭| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫
নীলপরি বলেছেন: মিষ্টি সুখের ভালোবাসায় ভরবে আমার ঘর,
অনেক দিনের স্বপ্ন চাওয়া এই বুকের ভিতর।
করলে বিফল আশার স্বপন পর হলে পাষাণী,
প্রতি রাতের ভাবনায় তবু মিশেই আছো তুমি।
দেখতে হাসি তোর মুখে।। জীবনটা দিবো লিখে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।। --
অনবদ্য লাগলো । +++++++
সহব্লগার মোস্তাফা সোহেলের লেখা গানে আপনার সুরটা ভালো হয়েছে । শুনলাম ।
শুভকামনা ।
২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মন্তব্যে আর প্রশংসায় আমার সৃষ্ট সুখে উল্লাস আনন্দ অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন আপু। অনেক প্রেরণা আর উৎসাহিত হলাম। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু। প্লাস গুলো আমাকে অনুপ্রাণিত করবে আপু।
অনেক সাহসী করে গেলেন সোহেল ভাইয়ের লেখা গানটির সুরের প্রশংসা করে। আমি আসলে কোন সুরকার বা কণ্ঠশিল্পী নই কোনভাবেই। তবুও নিজের গানগুলি নিজের মতো করে গেয়ে রাখি, যদি কারো ভালো লাগে তো মন চাইলে গাইতে পারবে ভেবেই।
মোস্তফা সোহেল ভাই সেদিন আমাকে উৎসর্গ করে পোষ্ট দিয়ে একটু বিপদেই ফেলেছিলেন আমাকে। তার গানটি সুর করা আমার জন্য খুব কঠিন ছিল, তবুও আপনাদের দোআয় কোনরকম সুরটা করতে পেরেছিলাম।
আপনার ভালো লাগা আমাকে সাহসী করে গেল আপু। দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়।
৮| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখছেন।
২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম প্রিয় শাহাদাৎ ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।
৯| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩০
শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই
গান শুনার অপেক্ষায় রইলাম।
২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম প্রিয় ভাইয়ের প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন।
গানটির লিঙ্ক মনে হয় না আজ দিতে পারবো। আজ খুব ব্যস্ত সময যাবে মনে হচ্ছে। তবে চেষ্টা করবো রাতে দেয়ার। দোআ করবেন।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
১০| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৪
শূন্য-০ বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগলো ++++++
২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভালো লাগা জেনে। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১১| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
বরাবরের মত, আশা নিরাশার ভুবন
২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার আশার ভাগ্য খুব খারাপ, তাই সহজেই আর আশা করতে মনে ভীষণ ভয়।
দোআ করবেন।
পড়েছেন জেনে ভালো লাগলো, আনন্দিত হয়েছি।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
১২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার । +
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে সত্যিই আমি অনেক অনন্দিত। প্রেরণা হয়ে ধাকবেন আগামীর পথে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
১৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:২২
ওমেরা বলেছেন: Excellent !!!
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
১৪| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
দুটোই ভালো হয়েছে , প্রথমটি বেশি ।
চিরন্তন এক জিজ্ঞাসা ----জানিনা তো কোথায় তুমি কিবা এখন কর,
তুমিও কি আমার মতো এমনি ভাবে পুড়ো।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পরম শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের উপস্থিতি ও সুচিন্তিত প্রশংসা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের, উচ্ছ্বসিত আনন্দের, আপনার প্রশংসা আমার আগামীর পথের প্রেরণা হয়ে থাকবে।
আপনার ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভেচ্ছা জানবেন, ভালোবাসা সবসময়।
১৫| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
বেশ লেখা ,সাধারন শব্দ চয়নে হৃদয় ভাব প্রকাশ ।
ভালোলাগা ।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর উপস্থিতি ও প্রশংসা আমাকে আনেক আনন্দ আর উৎসাহ দিয়ে গেল। প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।
১৬| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৭
আখেনাটেন বলেছেন: বিরহ ও মিলনের কবিতা।
দুটোই ভালো লেগেছে। সহজ-সরলভাবে মনের ভাব খোলা ক্যানভাসে তুলে ধরেছেন।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি ভাই আপনার উপস্থিতিতে। অনন্দিত ও উৎসাহিত হয়েছি ভাই।
প্রেরণা হয়ে থাকবেন। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
১৭| ২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিন দিন কবির লিখা শানিত হচ্ছে.................
ইয়ে,শেষের ছবিটা কারগো?
২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন কবি।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
ছবিটি সম্পর্কে আমি কিছু জানিনা ভাই, আমার দরকার ছিল গালে টোল পড়া একটা মিষ্টিমুখ, এটা পেয়ে গেলাম গুগলি খুঁজে।
শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবির জন্য
১৮| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ ।
একরাশ শুভেচ্ছা রইল ।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের উপস্থিতি ও মুগ্ধতা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৯| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৪
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর লিখেছেন নয়ন ভাই।
শুভ কামনা রইল আপনার জন্য।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা সবসময়।
২০| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৮
উম্মে সায়মা বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর আবেগের প্রকাশ। ভালো লাগল।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উপস্থিতি ও প্রশংসা লেখাটিকে ধন্য করে গেলো আপু। প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২১| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩১
ধ্রুবক আলো বলেছেন: দুটোই ভালো হয়েছে , প্রথমটি বেশি ।
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
প্রথম কবিতাটি পুরোটা এক তালে লিখার চেষ্টা করেছি, নিচেরটি গান। খুব ভালো লাগলো ভালো হয়েছে জেন।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই সবসময়।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫২
নাবিক সিনবাদ বলেছেন: অসাধারণ হইসে, পিলাচ দিলাম।