নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

সাধের সময় যায় বিফলে

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:১৮



আষাঢ় মাসের ভরা নদী- গাঙ্গের নয়া পানি,
বন্ধু তুমি থাকতে যদি খেলতাম নাউ দৌড়ানি।
পূবাল হাওয়ায় মনের সুখে,
গান ধরিয়া পাল উঁড়িয়ে।
জল-তরঙ্গে নাচত হিয়া আসতো যৌবন গতি,
ডুব-সাঁতারে ক্লান্ত হইতাম মন চাইতো যখনি।

পূবাল বাতাস গাঙে তুলে উতাল-পাতাল ঢেউ,
যৌবন সুখে নাচছে পানি একবার দেখে যেও।
তোমার তরে মনটা অবুঝ,
হৃদয় জুড়ে প্রতীক্ষা-সুখ।
কষ্ট-প্রহর মনের ব্যথা বুঝল না হায় সে-ও,
বসন্ত দিন যায় ফুরিয়ে নেয় না খবর কেউ!

কত সাধের এই দুনিয়া! মনের মানুষ ছাড়া,
স্বপ্ন শোকে নির্ঘুম রাত, চোখে শ্রাবণ ধারা!
ঝাপসা লাগে পূর্ণিমা চাঁদ,
গাঁয়ের লোকে দেয় অপবাদ!
অহংকারী আমি নাকি! কারো সাথে মিশি'না,
বলে নির্বোধ-বোকা অনেকে সেতো তার ছেড়া!

কল্প আশায় স্বপ্ন বুনি করবো বসত সুখে
রাখছি কতই ভালোবাসা এই হৃদয়ে পুষে।
দুজন মিলে বাঁধিব ঘর,
ওই পরাণে রাখি অন্তর।
নিত্য-প্রহর তারই ছবি আমার দুটি চোখে,
সাধ মিটে'না একলা ঘরে মরছি প্রেম বিষে।

ঢেউয়ের মত বারে বারে মনে পড়ে বন্ধুরে,
সুখস্মৃতিতে কষ্ট বাড়ে বসলে নদীর পাড়ে।
নাইরে কোথাও সুখের দেখা,
প্রাণের বন্ধু সে-ও বোঝে না!
সাধের সময় যায় বিফলে বন্ধু অনেক দূরে,
মরব যেদিন কাঁদবে সেদিন আসবে তুমি ফিরে।



(ছবিটি গুগলি সার্চে পাওয়া, কৃতজ্ঞতা চিত্রশিল্পীর প্রতি।)

মন্তব্য ৩৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

সনেট কবি বলেছেন: অনেক সুন্দর কবিতা হয়েছে প্রিয় কবি। +++++++।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে ধন্য হল লেখাটি, আমি আনন্দিত ও অনেক উৎসাহিত হলাম। প্লাস গুলো আমাকে অনুপ্রাণিত করবে প্রিয় কবি। আশীর্বাদ যেন না হারাই প্রত্যাশা।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩

ওমেরা বলেছেন: এটা কি গান নাকি কবিতা ভাইয়া ? যাই হোক ভাল লাগছে ।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উপস্থিতি ও ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

গান এত বড় হয়না আপু ....। গান হলে বড়জোর দশ লাইন হতো, এটি ত্রিশ লাইন।
গানও লিখবো আশা আছে নতুন পানি নিয়ে। দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন আপু

৩| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা খুব সুন্দর হয়েছে ++++


শুভ কামনা রইলো, প্রিয় কবি ।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: : প্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসিত হয়ে অনেক প্রেরণা সাহস পেলাম, অনেক আনন্দ লাগছে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব আনন্দিত হইছি ভাই, শুভকামনা আপনার আগামী দিনগুলোর জন্য।

অভিনন্দন অগ্রিম দিলাম ভাই।

৪| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন প্লাস+

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসিত হয়ে ধন্য হলো লেখাটি, অনেক আনন্দিত। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা জানবেন সবমসময়

৫| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: আষাঢ় মাসের ভরা নদী, নয়া গাঙ্গের পানি,........... গাঙ্গের নয়া পনি হলে ভাল হতো।

প্রিয়াকে প্রেমিকের কত স্বপ্ন তা এই কবিতা পড়ে নতুন করে বুঝে নিলাম।

আচ্ছা, আপনি আপনার কবিতা লেখার এই স্টাইলটা বদলাতে পারবেন?

ওমেরা কে বলেছেন, গান এত বড় হয় না, বিষয়টি ঠিক নয়, এর ছেয়ে অনেক বড় লেখা নিয়ে গান আছে।

নয়ন শুভকামনা আপনাকে।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেরি করে ফেলেছি ভাই! ঠিক করে নিয়েছি, শুদ্ধ পরামর্শে কৃতজ্ঞতা।


প্রিয়াকে নিয়ে প্রেমিকের অনেক স্বপ্ন কল্পনা আশা থাকে, এর শেষ হবার নয়।

পরিবর্তনে চেষ্টা থাকবে ভাই। দোআ করবেন।

হ্যা ভাই, আপুকে বলা কথাটি ঠিন নয়।

শুভকামনা জানবেন দাদা, ভালোবাসা সবসময়।

৬| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: গাঙ্গের নয়া পনি .......... পানি হবে।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রাখি দাদা আপনার এই আন্তরিক শুভকামনা। ভালোবাসা জানবেন।
শুভ হোক আপনার প্রতিটি সময় কামনা স্রষ্টা'য়।

৭| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনেক আনন্দিত ও উৎসাহিত হলাম প্রশংসা পেয়ে, ধন্য লেখা। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৮| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

নীলপরি বলেছেন: সাধের সময় যায় বিফলে বন্ধু অনেক দূরে,
মরব যেদিন কাঁদবে সেদিন আসবে তুমি ফিরে।
--

অসাধারণ । সহজ-সরল প্রাণের বাংলায় লেখা শব্দগুলো মন ছুঁয়ে গেল । +++++++++++++

শুভকামনা ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অনেকগুলো প্লাস পেয়ে অনেক আনন্দিত হলাম আপু। আমাকে অনুপ্রাণিত করবে আপনার আন্তরিক প্রেরণা।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। অনেক আনন্দিত হলাম আপু।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।

১০| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে জীবন তার পথে চলতে থাকে; অনেক কিছুই আসবে যাবে, আফসোসের কারণ নেই।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা রাখছি আপনার এই আন্তরিক শান্তনা বাণীতে। দোআ করবেন।
আমার আফোস নেই কোথাও।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা- ভালোবাসা সবসময়।

১১| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

তারেক ফাহিম বলেছেন: নয়া পানি কবিকে মুগ্ধ করেছে মনে হচ্ছে তাই তো কবি বেশ একটি কবিতা উপহার দিচ্ছে।

ভালো লাগলো প্রিয় কবি,

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, অনেক সুন্দর বলেছেন। প্রথম লাইন দুটি মাস দেড়েক আগেই মনে হয়েছিল লিখে রেখেছিলাম। সেদুটি লাইনকে পূর্ণতা দিতেই কবিতার রূপ দিতে চেষ্টা করেছি। ভালো লাগা জেনে ধন্য হল লেখাটি। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক তারেক ভাই।


শুভকামনা জানবেন সবসময়।

১২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে কবিতা , পাঠে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল ্

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের উপস্থিতি ও প্রশংসা ভরসা হয়ে থাকবে আগামীর পথে। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

১৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন নয়ন ভাই। গানের সুর ও দিতে পারেন। তাহলে গানও হয়ে যাবে।

আর কেমন আছেন?

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইকে মন্তব্যের ঘরে পেয়ে অনেক আনন্দিত মনে করছি। শারীরিক অবস্থা ভালো থাকলেও মানসিক একটু বিষণ্ণতার সঙ্গে ব্যস্ততা আটকে ফেলেছে। ব্যস্ততা একটু থাকলেও মানসিক অবস্থা এখন পুরোপুরিই ভালো।

লেখা সুন্দর মনে হয়েছে জেনে আনন্দিত, প্রেরণা হয়ে থাকবেন আগামীর পথে।

ভালো পরামর্শ রেখে গেছেন, কৃতজ্ঞতা। আমি গানের কথাটি ভাবিনি, চেষ্টা করবো এটিকে গানের মতো করতে। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৫০

সনেট কবি বলেছেন:



কবি নয়ন

নয়নের নয়নেতে নিতান্ত সুন্দর
মায়াময় এপৃথিবী কানায় কানায়
তুচ্ছনয় কোন কিছু সকল উদ্ভাস
দৃষ্টি তলে দেখিতার ভাস্বর ভাস্কর।
ওহে কবি প্রেম মনে আহ কি সুন্দর
ধরিত্রির যতসব আশ্চর্য বিস্ময়
এসবেরে কবিতায় রাখেন আপনি
মহোনীয় বর্ণনায় প্রশান্ত মনেতে।

আমাদের সাহিত্যের হেনব নক্ষত্র
উদয়েতে হয়ে মনে আমরা আকূল
আপনার কাব্য শিল্পে মোহীত সকলে।
দেশবাসী সকলের নয়ন নক্ষত্র
পাঠকের মনশোভা হৃদয় প্রদীপ
সাহিত্যের নব মঞ্চে স্বাগত হে কবি।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হয়ে গেল প্রতিউত্তরে। আসলে এ কয়দিন ব্লগে একবারও ডুকিনি। আজ ব্লগে এসেই আপনার এত্ত সুন্দর কথামালায় আমাকে নিয়ে আবারও সনেট দেখে অনেক আনন্দিত হয়েছি। আপনার এমন আন্তরিক উৎসাহ প্রেরণা আর এই নগণ্য নয়নকে নিয়ে এত প্রত্যাশা আমাকে অনেক দায়বদ্ধ আর ঋণী করে তুলছে। আমি ধন্য, আমি পূর্ণ হে প্রিয় কবি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা আপনার প্রতি। কৃতজ্ঞ সামুর প্রতি। সামু আমাকে অনেক দিয়েছে।

মনের আকাশে প্রেরণার জ্যোতি হয়ে থাকবেন শ্রদ্ধেয় প্রিয় কবি।
ভালোবাসা জানবেন সবসময়।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫

জাহিদ অনিক বলেছেন: বাহ । প্রথম স্তবকেই অনেকগুলো আশা দেখিয়েছেন । নৌকায় চড়ে বেড়াবেন, ডুব সাতার দিবেন। পূবের হাওয়ায় যৌবনের গতি এনে দিবে ।
এসব কথা সে যদি জানত !


শেষ স্তবকে যা লিখেছেন,
সাধের সময় যায় বিফলে বন্ধু অনেক দূরে,
মরব যেদিন কাঁদবে সেদিন আসবে তুমি ফিরে।


এরকম কিছু একটা কবি নজরুল লিখেছিলেন,

'অভিশাপ'
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দেরি করে ফেললাম প্রিয় কবি ভাইয়ের বিশেষায়িত মন্তব্য দেখতে। আমি আনন্দিত ও উল্লসিতন প্রিয় কবির প্রশংসায়।

অনেক আনন্দিত হয়েছি আমার সামান্য লেখাটি আপনাকে আমার মনের কবিরাজকে মনে করিয়ে দিয়েছে। ধন্য অামি, ধন্য লেখা।

অনেক অনেক ভালোবাসা জানবেন ভাই সবসময়

১৬| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কেমন আছেন?
মনে হয় একটু ব্যাস্ত আছে?
সমূদ্র নিয়ে গানটাতে কি সুর করতে পেরেছেন?
নিচে কিছু কথামালা দিলাম দেখেন তো গান হয় কিনা।

কারও যাসনে রে তুই করতে ভাল
শেষে হবিরে খারাপ
নিজের মনের কাছেই করবি জিজ্ঞেস
দোষ কি ছিল আমার

কত জনে বাসবি ভাল
কত জনে দিবি মন
তার চেয়ে তুই থাকনা একা
পাবি সুখের মহাসন।

সুখ যে সবই ভালবাসায়
মানিস তুই এই কথা
আমি বলি ভালবেস শুধুই
বাড়ে বুকের ব্যাথা।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, সেই গানটি সুর মিলাতে পারিনি। চেষ্টা করেছিলাম কয়েকবার, হয়নি।

এটি দেখবো চেষ্টা করে। আসলে বেশকিছু দিন মনটা ভালো যাচ্ছে না, সঙ্গে ব্যস্ততা।

দোআ করবেন ভাই।
ভালোবাসা জানবেন সবসময়।

১৭| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১০

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আজ বন্ধু দিবস।
আজকের এই দিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক মিস করেছি ভাই বন্ধু দিবসে। একটু ব্যস্ত ছিলাম তাই অনলাইনেই ঢুকতে পারিনি। মাঝেমধ্যে ফেসবুকে একটু নজর দিয়েই বেরিয়ে পড়তে হয়েছে।

বন্ধুত্ব টিকে থাকুক অনন্তকাল। ভালোবাসা হয়ে থাকবেন ভাই।
শুভেচ্ছা আপনার প্রতি।

১৮| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৮

নীলপরি বলেছেন: নতুন পোষ্ট কোথায় ?

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেশকিছু দিন মনের উল্টাপাল্টা উঁড়াউঁড়িতে কোন লেখায় মন ছিলনা আপু। চার পাঁচদিন আগে শুরুকরে আজ একটা গান শেষ করেছি, তবুও এখনো গাইনি। দেখি কাল বা পর্শ্বো গানটি ইউ টিউবে এড করার চেষ্টা করবো। দোআ করবেন আপু।

আপনার এমন আন্তরিক খুঁজ নেয়ায় অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত আপু। দোআ করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.