নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
শুধুই তোমার জন্য- লক্ষ কোটি বছর ধরে
অনন্ত কষ্টের প্রতিযোগিতায় পারি টিকতে।
বিষণ্ণ শূন্যতায় স্তব্ধ, তবুও রক্ত-কণিকা জুড়ে
এক নাম-ভালোবাসা প্রবাহিত, তুমি অস্তিত্বে।
দুনিয়াময় যতো সুন্দর -সুখ তোমাতে-ই ভাবী-
আমার আনন্দ-বিশ্বাস মসজিদ মন্দির গির্জা।
চাঁদমুখ আর হাসি জেনো জীবনের চেয়ে দামি,
ভুলে যেতে পারি অনন্ত-দহন পৃথ্বী'র, তুমি ছাড়া।
কতো স্বপ্ন! তিল তিল করে সাজান প্রেম, ঘর
বাঁধিবার অপ্রতিরোধ্য সাধ-বিশ্বাস এ'বুকে ছিল!
আভিজাত্যের অহমিকায় মাড়িবে, করবে পর
ভাবিনি! কি আমার অপরাধ, কতটুকু দোষ বল!
বুকের ভিতর নিত্য জ্বলন্ত আগ্নেয়গিরির দহন,
কারণ-অকারণে অতৃপ্ত মন-চোখে লাভা নিঃসৃত।
দেখতে পায়'না কেউ-নেই'তো বুঝবে কষ্ট-বেদন,
সেইদিন থেকে নীরব-পুড়ন অনুভূতিহীন-অর্ধমৃত।
কতভাবে কতদিন করেছি ভালোবাসার মিনতি,
বোঝতে চাওনি হৃদয় চিরে বেরিয়ে আসা সেকথা!
বেঁচেই তো আছি! তুমিহীনা মরুময় মনের ভূমি
নয়ন জুড়ে অবাধ্য শ্রাবণ, অনুভবে দুঃসহ যন্ত্রণা।
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, দামী কথা বলছেন!
জোয়ারের তেজস্বতা আর সে নদীর নেই, এখন বাটার স্রোতে গা এলিয়ে চলার সময়।
কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬
নীলপরি বলেছেন: কতভাবে কতদিন করেছি ভালোবাসার মিনতি,
বোঝতে চাওনি হৃদয় চিরে বেরিয়ে আসা সেকথা!
বেঁচেই তো আছি! তুমিহীনা মরুময় মনের ভূমি
নয়ন জুড়ে অবাধ্য শ্রাবণ, অনুভবে দুঃসহ যন্ত্রণা। --
অসাধারণ ব্যঞ্জণা । +++++++++++
২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা জানবেন মন্তব্যে। অনেকগুলো প্লাস পেয়ে অনেক আনন্দিত, উৎসাহিত। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়।
৩| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
তারেক ফাহিম বলেছেন: নয়ন ভাই’র কোনটা গান আর কোনটা কবিতা বুঝা যায় না।
কবিতা/গান পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা জেনে অনেক অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন
হা হা হা দারুণ বলেছেন ভাই, ভালোবাসা জানবেন। এটি কবিতা লিখতে চেয়েছি।
শুভকামনা জানবেন সবসময়।
৪| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
নীলপরি বলেছেন: মিনতিকে ভাবে সে নতজানু হওয়া
তাই প্রেমাঞ্জলী দিতে গিয়ে হোলো
নিদারুণ উপেক্ষার তীব্র যাতনা সওয়া!
তার কাছে নেই কিছু চাওয়া
তবু প্রেম থেকে ভালোবাসা থেকে
আজও হোলো না মুক্তি পাওয়া!
আপনার কবিতা পড়ে লাইন গুলো বেরিয়ে আসলো । খুব ভালো লিখেছেন আপনি । মনকে ছুঁয়ে গেলো ।
বিষণ্ণ < বিষণ্ন । টাইপো একটু দেখে নেবেন ।
শুভকামনা ।
২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর আর মূল কথাগুলোই কাব্যিক ভাষায় রেখে গেছেন আপু। আপনার কাব্যটুকু আমার মনের কথা গুলোই বলে দিয়েছে। কৃতজ্ঞতা আপু
কবিতার প্রশংসা পেয়ে ধন্য হলাম। দোআ করবেন আপু, যেন শেষ পর্যন্ত সইয়ে যেতে পারি।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য সবসময়।
৫| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১
মোস্তফা সোহেল বলেছেন: সব দুঃখ যন্ত্রনা শেষে কবির জীবন আনন্দে ভরে উঠুক সে কামনায় করি।
২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন, আমিন। আল্লাহ্ আপনাকে কবুল করুক, আমিন।
ভালোবাসা হয়েই থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৬| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে নয়ন ভাই.... ভালো আছেন আশা করি।
২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, আপনাদের দোআ আল্লাহ্'র রহমতে ভালো আছি। আন্তরিকতায় কৃতজ্ঞ আপু।
লেখার প্রশংসাটুকু আমাকে অনেক অনুপ্রাণিত করবে আপু।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৭| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
সনেট কবি বলেছেন:
কবি নয়নের মিনতি কবিতায় মন্তব্য-
কবিতার ভালোবাসা কবি কবিতায়
কবিতার চাই এক ভালো বাসা যাতে
কবিতা করবে বাস দু’পদ দুলিয়ে
কবি নয়নের মন উপযুক্ত এতে।
কবি নয়নের মনে দেখি ছানা পোনা
কবিতার, কবিকর ধরে বসে আছে
কি সুন্দর সাজানো এ কবিতার নীড়
নয়নে কবিতা গড়ে সুখের জীবন।
কবির মিনতি পড়ে আগাগোড়া
দেখে কবিতার ছবি কবিতা কানন
অথবা কবিতা কুঞ্জ বিমুগ্ধ হলাম।
প্রাণ ঠান্ডা করে তাতে শীতলতা আনে
কবির প্রেয়সি সেই কবিতা সুন্দরী
তার ঐশ্বর্য্য আতিথ্যে মধুর বচনে।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ প্রিয় কবির সুপ্রিয় মন্তব্য। আপনার সনেট গুন ও দ্রুত সনেট তৈরির প্রতিভা অমর হয়ে থাকুক
অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানবেন প্রিয় কবি। সনেট-এ মনোমুগ্ধকর প্রশংসা আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।
শুভ হোক আপনার প্রতিক্ষণ, শুভকামনা সবসময়।
৮| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। শুভেচ্ছা ও শুভকামনা। আপনার ক'মাস আগে 'ধূলির মানুষ' শিরোনামের কবিতাটি খুব ভালো লেগেছিল। ভালো থাকুন সবসময়।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির নিকট ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন। দোআ করবেন ভাই
অনেক বেশি আনন্দবোধ করছি অনেক আগের 'আমি ধূলির মানুষ' কবিতাটি মনেই রেখেছেন জেনে। কৃতজ্ঞতা জানবেন ভাই। অনেক প্রেরণা পেলাম।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৯| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেঁচেই তো আছি! তুমিহীনা মরুময় মনের ভূমি
নয়ন জুড়ে অবাধ্য শ্রাবণ, অনুভবে দুঃসহ যন্ত্রণা।
শেষের লাইন দুটিতে চরম বিরহ ফুটে উঠেছে। বালা যায়-
ভালবাসার শেষ ফল
নয়ন ভরা জল।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ মুগ্ধকর মন্তব্য রেখে গেছেন ভাই, অনেক প্রীত হলাম। প্রেরণা হয়ে থাকবেন
ভালোবাসার শেষ ফল কিনা জানিনা, তবে আপনার সাথে আমার একমত হতে কোন দ্বিধা নাই। কৃতজ্ঞতা রাখছি ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩
জাহিদ অনিক বলেছেন: প্রতিটি প্রেমিক হৃদয়ের সাধারণ বাসনা ।
ভাল লাগা কবি
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় কবির মন্তব্যে। মনে হচ্ছে লেখাটি সার্থক হয়েছে।
ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই। অনুপ্রাণিত হবো সামনের দিনে।
শুভকামনা প্রিয় কবির জন্য
১১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবি কি শুধু বিরহের কবিতায় খাতা ভরবে নাকি সাথে প্রেমের কবিতা দু'চারটি লিখবে?
কবিতায় ভাল লাগা।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় শাহাদাৎ ভাইকে মন্তব্যের ঘরে পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন।
ভাই, পুড়া বাড়ি পুড়া ঘর রোগাটে মন সদা ভাসে শ্রাবণে! প্রেম যতো ছিল আছে চাপা কষ্টের নিচে!
দোআ করবেন ভাই, চেষ্টা করবো আমি, আপনার কথা শ্রদ্ধায় রাখিব স্মরণে।
শুভকামনা জানবেন সবসময়।
১২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: কতো স্বপ্ন! তিল তিল করে সাজান প্রেম, ঘর
বাঁধিবার অপ্রতিরোধ্য সাধ-বিশ্বাস এ'বুকে ছিল!
আভিজাত্যের অহমিকায় মাড়িবে, করবে পর
ভাবিনি! কি আমার অপরাধ, কতটুকু দোষ বল!
কবিতা খুব সুন্দর হয়েছে+
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন প্রিয় কবি। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৯
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া।++++
ভালো লাগা রইল।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম প্রিয় কবি আপুকে মন্তব্যের ঘরে দেখে। প্রেরণা হয়ে থাকবেন আপু।
প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে। কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন সবসময়
১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৮
মিঃ আতিক বলেছেন: চাঁদগাজী আপনাকে চির অভিমানী কবি বলেছেন, সত্যি মনে হয়।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা অনেক ভালো লাগলো ভাই। শ্রদ্ধাভাজন চাঁদগাজী ভাই অনেক ভালোবাসেন তো, তাই কথায় ফেরানোর চেষ্টা করেন বিরহ থেকে। কৃতজ্ঞতা রাখছি ভাই আপনার আগমণে।
বুঝিনা ভাই কিছুই! কষ্টে কিংবা সুখে কেমন যেন অনুভূত হয়, সবকিছুতে অতৃপ্তির তপ্ত নিঃশ্বাস!
শুভকামনা জানবেন ভাই সবসময়।
১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩
ইফতেখারুল মবিন বলেছেন: খুব সুন্দর!
২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই আপনাকে মন্তব্যের ঘরে পেয়ে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক
শুভকামনা আপনার জন্য।
১৬| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এযেন শ্রাবন মাষে কুচুরী ফেনার ঝুপে হারিয়ে যাওয়া সঙ্গী ডাহুকটিকে ডাকা টব টব টব । অনেক সুন্দর লিখেছেন।
২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
অনেক ভালো লাগলো ভাই মন্তব্য। অাসল কথাই বলেছেন ভাই।
প্রশংসা পেয়ে অনেক উৎসাহিত হলাম।
শুভকামনা জানবেন ভাই।
১৭| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪
ওমেরা বলেছেন: এগুলো শুধুই কবিতার কষ্ট তাই না ভাইয়া। সত্যি যদি এত কষ্ট হত কবেই পটল তুলতেন ভাইয়া ।
২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা তা তো অবশ্যই মরে ভূত হইতাম ক-বে...।
দারুণ বলেছেন আপু, ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
আপু, কিছু কিছু কষ্ট থাকে, যা মন আকাশের এককোণে পড়ে থাকে, মাঝেমধ্যে মহাপ্রলয় হয়ে বিষাদিত করে তুলে মন, অন্ধকারে ঢেকে দেয়। তখন সেই কষ্টগুলোর আঁড়ালেই পড়ে থাকে খণ্ডখণ্ড সুখ গুলো।
১৮| ২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন:
২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক।
অনেক ভালো লাগার মতো দুটি গিফট দিয়েছেন ভাই, মুগ্ধতা।
অগ্রিম ঈদ মোবারক।
১৯| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেঁচেই তো আছি! তুমিহীনা মরুময় মনের ভূমি
নয়ন জুড়ে অবাধ্য শ্রাবণ, অনুভবে দুঃসহ যন্ত্রণা। এক কথায় দারুণ !!
২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কথাসাহিত্যিক ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। অনেক অনুপ্রাণিত করবে প্রশংসাটুকু।
দোআ করবেন শ্রদ্ধেয়।
শুভকামনা আপনার জন্য
২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
নীলপরি বলেছেন: আপনি এই কবিতাটা খুবই ভালো লিখেছিলেন । এখানে মন্তব্যে যে ক'লাইন লিখেছিলাম সেটাকেই আরেকটু লিখে একটা কবিতা লেখার চেষ্টা করেছি । আজ পোষ্ট করবো ভাবছি । সময় পেলে দেখবেন । কেমন আছেন ?
শুভকামনা ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো আছি আপু, মনে যেটুকু কষ্ট ছিল তা ভুলে গেলাম আপনার আন্তরিক মন্তব্য পড়ে। আপনার অনাগত কবিতায় শুভেচ্ছা ও শ্রদ্ধা রাখছি না দেখেই। আপনার পুর্বের লেখাগুলোই এই বিশ্বাসের সৃষ্টি করেছে।
অবশ্যই দেখবো আপু, এবং বুঝবার চেষ্টা করবো মন দিয়ে। দোআ কনবেন।
আজ মধ্যরাত পর্যন্ত আছি ব্লগে।
অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালো লাগা জানবেন আপু এই জানিয়ে যাওয়ায়। আপনি কতটা ভালো মনে অধিকারী!
গ্রেট আপু, গ্রেট আপনার মন।
শুভকামনা জানবেন সবসময়।
২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০
নীলপরি বলেছেন: আমিও তেমন একটা ভালোর মধ্যে নেই ! তবে আপনার আন্তরিক উত্তর পড়ে অনেক সাহস আর ভরসা পেলাম ।
আপনিও খুব ভালো মানুষ আর ভালো শিল্পী ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো ।
ভালো থাকবেন ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য পড়ে অনেক আনন্দবোধ করছি। আমার প্রেরণার আকাশে জ্যোতি হয়ে থাকবেন সবসময়।
আপনার ভালো না থাকার কথা জেনে কেমন যেন কষ্ট-সাধক হয়ে ভাবনায় ডুবে যাচ্ছি, অনেক মর্মাহত বোধ করছি।
আপু, কিছুকিছু মানুষের জন্মই হয় কষ্টের সাথে প্রতিযোগিতা করে বেঁচে থাকার জন্য। আমিও সেই কিছুকিছু মানুষের একজন, যে কিনা হাজারো কষ্টের মাঝেও সামান্য সুখের উল্লাসে মেতে উঠে। অন্তরালেই থেকে যায় হিমালয়সম কষ্টগুলো...!
আপনার রেখে যাওয়া আশীর্বাদে শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি।
যেদিন আপুর বিষণ্ণতা পেরিয়ে ভালো থাকা জানবো সেদিন আমার সুখগুলো পূর্ণতা পাবে।
শুভকামনা জানবেন সবসময়।
২২| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭
খায়রুল আহসান বলেছেন: নয়ন জুড়ে অবাধ্য শ্রাবণ, অনুভবে দুঃসহ যন্ত্রণা - শেষের এই একটা চরণই পাঠককে আপনার বিরহ বেদনার গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট। কবিতা ভাল হয়েছে। + +
শুরুতেই চাঁদগাজী সাহেব একটা জ্ঞানগর্ভ মন্তব্য রেখেছেনঃ পাহাড়ী নদী শুধু বয়ে যায়, সেখানে জোয়ার আসে না। তার এ মন্তব্যটা পড়ে বেশ কিছু ভাবনা মনে খেলে গেল। এ মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবিবর'কে মন্তব্যের ঘরে পেয়ে অনেক অনেক প্রেরণা পেলাম। আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে শ্রদ্ধেয়। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা। আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা।
গাজী ভাইয়ের অমূল্য কথায় আমারও শ্রদ্ধা রেখেছি।
শুভকামনা জানবেন শ্রদ্ধেয় কবিবর।
২৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৩
মিরোরডডল বলেছেন: as usual khubi shundor
shobcheye valo legeche shesh kotha ta
"অনুভবে দুঃসহ যন্ত্রণা"
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক পুরনো পোষ্টে মন্তব্যে প্রেরণা রেখে যাওয়ায় আমি আন্তরিকতার ছুঁয়া পেয়েছি, কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি ভাই। আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
২৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১২
মলাসইলমুইনা বলেছেন: "বেঁচেই তো আছি! তুমিহীনা মরুময় মনের ভূমি
নয়ন জুড়ে অবাধ্য শ্রাবণ, অনুভবে দুঃসহ যন্ত্রণা।"
এটাকেই বলে নিখাদ প্রেমের কবিতা | আমার কবিতাগুলো রাগের, অনুরাগের নয় (আপনার মতো লিখতে পারি না) | কিন্তু আমার কবিতাকেও কেউ কেউ ভালোবাসার কবিতা বলছে !আপনার কবিতা পরে সবাই যদি বোঝে নিখাদ প্রেমের কবিতা কেমন ! খুবই চমৎকার লাগলো | ধন্যবাদ নেবেন |
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক, অনেক আন্তরিকতার ছুঁয়া অনেকদিন পুরনো পোষ্টে আপনার রেখে যাওয়া উৎসাহে। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি ভাই আপনার আন্তরিকতায়। প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে আপনার এ'প্রশংসা। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
কি যে বলেন ভাই, আপনার যে কটি আমি পড়েছি সেগুলো যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে, আমি মনে মনে ভেবেছি আমি কেন পারিনা প্রেমের কবিতা লিখতে। আমার কেন যেন প্রেমের কবিতা হয়ে উঠে না, সঙ্গে বিরহবেদনা জুড়ে যায় অজান্তেই। তবুও ভালোবাসা রয়েই যায়, এত পুড়েও ভালোবাসা যেন শেষ হতেই চায় না, মনটা তবুও কাঁদে ভালোবাসা হারানোর বেদনায়.....!! আসলে ভালোবাসার মরণ নাই, হারিয়েছি তাতে কি, ভালোবাসা যেন হারাই'নি আমি! আজও ভালোবাসি মনে হয়, যদিও এই ভালোবাসা অনেকটা ভিন্ন। রাগ কখন যে অনুরাগে পরিণত হয় তাও জানিনা। ভালোবাসা বুঝি এরকমই.....!! ভালোবাসার মানুষকে শত প্রশ্নে ক্ষতবিক্ষত করা যায়, শুধু ঘৃণা করাই হয়ে উঠে না কখনো....!!
অনেক কৃতজ্ঞতা রইল ভাই আপনার আন্তরিক কথাগুলোয়।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
পাহাড়ী নদী শুধু বয়ে যায়, সেখানে জোয়ার আসে না