নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
মিষ্টি হাসির রেশ যখন দেখি তোমার ঠোঁটে,
এই মনের ভেতর তখন প্রেম শিহরণ জাগে।
অবাক হয়ে মুগ্ধ চোখে তোমায় শুধু দেখি,
মনের সুখে স্বপ্ন বুনে কল্পনাতে উঁড়ি।
গড়বো বাসর মেঘের উপর
চাঁদের আলোয় ভাসব দুজন;
সুখের নেশায় চোখটি বুজে
রাখবো মাথা তোমার বুকে।
কত সাধের স্বপ্ন আমার থাকে দুচোখ জুড়ে,
হয়না কেবল তোমায় বলা কখনো মুখ ফোটে।
কত মধুর তোমার হাসি চঞ্চলা ওই মন,
কেমনে বলি ভালোবাসি ভাবি প্রিয়জন।
ইচ্ছে করে সকাল দুপুর তোমার সামনে থাকি,
বারে বারেই প্রেমের নূপুর হৃদয়ে উঠে বাজি।
চলন বলন লাগে ভালো
স্বজন যদি ভাবতে পারো;
মনের দুয়ার রাখছি খোলা
মন যদি চায় দিও ধরা।
রাখবো ধরে বুকের খাঁচায় ভরবে সুখে ভুবন,
তোমার জন্য রাখতে পারি বাজি আমার জীবন।
(ছবি কৃতজ্ঞতা গুগলি)
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির প্রশংসা আমার কাছে অনেক উৎসাহ প্রেরণার। কৃতজ্ঞতা রইল উপস্থিতিতে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ ও প্রেরণা পেলাম প্রশংসা পেয়ে। অনুপ্রাণিত হবো সামনের দিনে
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
অর্ক বলেছেন: মিষ্টি প্রেমের কবিতা। বেশ ভালো লাগলো।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ দিয়ে গেল প্রিয় কবির বিশ্লেষণমূলক প্রশংসা। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
"গড়বো বাসর মেঘের উপর
চাঁদের আলোয় ভাসব দুজন; "
-মেগের উপর, বালু চরে, তেপান্তরের মাঠে, চাঁদের দেশে ঘর বাঁধলে, সে ঘর তো থাকার কথা নয়; আগামীকাল নতুন কবিতা আসাবে, " সব হারিয়ে গেছে, ভুলের বালুচরে"।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কল্পনার রাজ্য অনেক বিস্তীর্ণ শ্রদ্ধেয়। কবিতায় বলা আছে মুখ ফোটে বলতে পারিনা, তারমানে সম্পূর্ণই কল্পনা, মনের ইচ্ছের প্রকাশ মাত্র
হা হা হা, ভালোবাসা বুঝি এজন্যই হারিয়ে যায়.....
দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয়।
শুভকামনা জানবেন সবসময়।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: বানানটা ঠোঁট হবে মনে হয়!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝতে পারিনি প্রিয় কবি, তাই ঠোটে দিয়ে ফেলেছি। দেখি যদি ভুলের মাত্রা অধিক হয়তো এডিট করে নিবো। যেহেতু ছবিতে ঠোঁটে দেইনি
কৃতজ্ঞতা রইল প্রিয় কবির আন্তরিকতায়।
এডিট করেই নিচ্ছি। দোআ করবেন
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
মোস্তফা সোহেল বলেছেন: এত মিষ্টি কবিতা কোথা থেকে আসে নয়ন ভাই?
মনের মানুষকে নিয়ে আজীবন সুখে শান্তিতে থাকুন ।
অনেক শুভ কামনা রইল।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটি সামান্য একটা মুহূর্তের চিন্তাভাবনা থেকেই তৈরি হয়ে গেল। ভালো লাগা জেনে আনন্দিত হলাম প্রিয় ভাই।
দোআ টুকু যেন না হারাই প্রত্যাশা।
শুভকামনা জানবেন সবসময়।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা খুব ভালো লাগলো+++
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় ভালো লাগা জেনে অনেক অনেক উৎসাহিত হলাম। প্রিয় কবির প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
ঠিক করে নিয়েছি ভাই। কৃতজ্ঞতা আবারো।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
অর্ক বলেছেন: শিরোনামের শব্দটা হয়তো ঠোঁট হবে!
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারো এসে ভুলটুকু শুধরে দেয়াতে অনেক আন্তরিক ভালোবাসার সাক্ষর পেলাম প্রিয় কবি। কৃতজ্ঞতা আবারো।
ঠিক করে নিয়েছি। দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
লোনার বলেছেন: বানান ভুল থাকলে একটা সুন্দর লেখা/কবিতা অনেক সময়ই অসুন্দর হয়ে যায়, চোখে লাগে। যেমন নীচের উদ্ধৃত অংশে চিহ্নিত শব্দগুলো:
মনের সুখে স্বপ্ন বোনে কল্পনাতে উঁড়ি।
গড়বো বাসর মেঘের উপর
চাঁদের আলোয় ভাসব দুজন;
সুখের নেশায় চোখটি বোজে
রাখবো মাথা তোমার বুকে।
কত সাধের স্বপ্ন আমার থাকে দুচোখ জুড়ে,
হয়না কেবল তোমায় বলা কখনো মুখ ফোটে।
ঠিক করে নেবেন ইনশা'আল্লাহ্!
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুনে আর বুজে হবে কিনা ভেবেও দেয়া হয়নি। কৃতজ্ঞতা রইল আন্তরিকতায়
এখনি এডিট করে নিচ্ছি ভাই। দোআ করবেন।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১
জাহিদ অনিক বলেছেন: মিষ্টি হাসির রেষ যখন দেখি তোমার ঠোঁটে -
রেশ- বিলীয়মান অনুভূতির প্রকাশ; গানের রেশ থেকে যায় মনে।
রেষ- রেষারিষি
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত ভাই।
আসলে ভুল বেশি হয়ে যাচ্ছে। ঠিক করে নিয়েছি ভাই। অনেক আন্তরিকতার সাক্ষর পাইলাম ভাই, শুকরিয়া।
আশা রইল এই আন্তরিকতা হারাবো না কোনদিন।
শুভেচ্ছা রইল ভাই
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩
জাহিদ অনিক বলেছেন: শিহরন < শিহরণ
নয়ন ভাই, সত্যি এত সুন্দর একটা লেখায় এত বানান ভুল থাকলে পাঠকের মন মেজাজ খারাপ হয়ে যায়।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে অল্প সময়ের মধ্যে লেখাটা লিখে ফেলার আনন্দে মশগুল ছিলাম, তাই এত খেয়াল ছিলনা। তাছাড়া কিছুসময় কিছু শব্দ বুঝে ওঠি না কোনটা সঠিক। দোআ করবেন ভাই।
ভালোবাসা জানবেন সবসময়
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৮
জাহিদ অনিক বলেছেন: কত মধুর তোমার হাসি চঞ্চলা ওই মন,
কেমনে বলি ভালোবাসি ভাবি প্রিয়জন। - সে তো বুঝলাম হাসি চঞ্চলা, খেলে যায় ঠোঁটে তাই ভালবাসেন, প্রিয়জন ভাবেন।
কিন্তু বয়সের রেলগাড়ি তো এই হাসি, ঐ চঞ্চলা মন আর টিকে থাকতে দিবে না। তখনও তাকে নিয়ে এভাবে কবিতা লিখবেন তো!
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মানুষের মন কবে শুনেছেন কবি বোড়া হতে! অনুভূতি থেকেই যায় ভাই, অনুভূতিরা বুড়া হয় না
কিছুকিছু স্মৃতি ভাই থেকেই যায়। কিছুকিছু মুহূর্ত স্মরণীয় থাকার মতো। কিছুকিছু ভালো লাগা কখনো প্রকাশ হয় না। কিছু কথা না বলাই থেকে যায় চিরকাল। সে কথা গুলোই লেখেছি এখানে, যা কোনদিনও প্রকাশ করতে পারিনি, প্রকাশ হবার নয় কোনদিন। ভাই, দোআ করবেন, মরার আগেও লিখে যাবো।
অনেক অনেক ভালো লাগা জানবেন মন্তব্যে।
শুভকামনা সবসময়।
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ একটা ছবি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত আপনাকে পেয়ে।
আপনার দেয়া
'আমার মন দিলাম প্রাণ দিলাম
দিলাম সর্বস্ব
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক'
আমার মতো করে গেয়েছি ভাই, কিন্তু কিভাবে আপনাকে শুনাবো সেটা ভেবে পাচ্ছি না। ভাবছি তিন লাইনই ইউটিউবে লোড দিয়ে লিঙ্ক দেবো কিনা।
ছবিটার প্রশংসা পেয়ে মনের সংকোচ দূর হলো শ্রদ্ধেয় প্রিয় কবি। দোআ করবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন বাদশা ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন ভাই।
১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা থাকল বন্ধু। কেমন আছেন?
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্
ভালো আছি ভাই। আপনার একাকী জীবন কেমন যাচ্ছে ভাই। আশা করি ভালো ও সুস্থ আছেন।
আমার বর্তমানে কর্মব্যস্ততা একটু বেড়ে গেছে। ফাঁকেফাঁকে আসতে পারি ব্লগে। আপনাকে পেয়ে আনন্দিত হলাম ভাই।
কবিতা ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়
১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
রানার ব্লগ বলেছেন: ভালই লেগেছে ! কিন্তু ভাইজান যে একখানা ছবি দিয়েছেন বুড় বয়সে হার্ট ব্যামো না হয়ে যায়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হবে না শ্রদ্ধেয়। ছবিতে মোখটুকুই তো, কি সুন্দর দেখেন! হাজারো কবিতা ঝরছে!!
ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইউটিউবের লিংক দিন।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, রাত্রেই ইউটিউবে এড করে লিঙ্ক দবো ভাই। ভালো হল জেনে।
দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয় কবি।
শুভকামনা জানবেন সবসময়
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম।
দোআ করবেন আপু।
শুভকামনা আপনার জন্য সবসময়
১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
ওমেরা বলেছেন: ভাইয়া আপনার মনে এত প্রেম ! ভাবীকে একটু ধার দিয়েন ।না হলে কিন্ত দুজনে তালমিলাতে পারবেন না । ধন্যবাদ ভাইয়া
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা আপু, অবশ্য অবশ্যই স্মরণ রাখবো। দেখি আবার বাড়ি গেলে ছেলের মাকে একটু প্রেম দেয়ার বেশি চেষ্টা করবো।
মন্তব্যে অনেক আনন্দিত করলেন আপু। প্রেমের কবিতা লিখতে পেরেছি জেনে ভালো লাগছে। দোআ কইরেন।
শুভকামনা জানবেন সবসময়।
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই সাথে এই সুরেও গাইতে পারেন কিনা দেখুন। খালি গলায় অবশ্যই।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো করলেন আপনার সুরটা জানিয়ে। আমার সুরটা আপনার সাথে মিলে গেছে প্রায়, আমারটায় শেষে একটু টান কম ছিল, আপনি অনেকটা লম্বা টানে গেয়েছেন
পারবো ভাই। দুই ভাবেই রেকর্ড করবো। দোআ করবেন।
কৃতজ্ঞতা রইল ভাই সুরটা শুনানোর জন্য। সুন্দর গেয়েছেন আপনিও ভরাট কণ্ঠে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
ভাই, আপনার গানটা আমার মন দিলাম প্রাণ দিলিম দিলাম সর্বস্ব
সময় শুনবেন ভাই, নিমন্ত্রণ রইল।
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
সনেট কবি বলেছেন:
কবি নাঈম জাহাঙ্গীর নয়নের‘ তোমার ঠোঁটে’ কবিতার ছায়া অবলম্বনে-
প্রিয়ার ঠোঁটে হাসির মিষ্টি আমেজের
মুগ্ধতায় প্রিয় ভেসে শিহরণ বানে
প্রিয়াতে হারিয়ে নিজে খুঁজে অনিবার
বলে, এ আমি কোথায় কোন ফুল বনে?
মন বাতায়ন খুলে প্রিয় বলে এসো
রেখেছি দুয়ার খোলা প্রিয়া আগমন
অপেক্ষায় বসে থেকে নিশিদিন একা
শুনব বলে শ্রীমুখে ভালবাসি প্রিয়।
যদি আস হেলে দুলে মন ফুলবনে
দু’জন দু’জনে ধরে করে বিচরণ
অবলিলে বলে দেব তুমি যে আমার।
তুমি তাই হও যদি সুখের সাগর
ধরাদিবে প্রিয়তমা তরতাজা মনে
‘ভাললাগে ভালবাসি’ সুর অনুরনে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একটু দুঃখিত শ্রদ্ধেয় প্রিয় কবিবর, আমার একটু দেরি হয়ে গেলো আপনার অসাধারণ সনেট পড়ে মুগ্ধতা জানাতে।
আমার মন দিলাম প্রাণ দিলাম
দিলাম সর্বস্ব
বন্ধু আমার বিনিময়ে দিল কলঙ্ক
গানের কলিটুকু শ্রদ্ধেয় কবিবর 'সোনাবীজ অথবা ধূলোবালিছাই' ভাইয়ের লেখা। আমি আমার মতো করে গেয়েছি। ভালো লাগলে আনন্দিত।
গানটির কাজ করতে সময় লেগে গেলো। আপনার এমন মন্তব্যের ঘরে বসে সনেট লেখার গুণটি আমার কাছে মনে হয় আল্লাহ্'র প্রদত্ত গুণ। আপনি নিশ্চয় উত্তম চরিত্রের অধিকারী।
শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন সবসময় শ্রদ্ধেয় প্রিয় কবিবর।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭
বিলিয়ার রহমান বলেছেন: কবিতার হাত আগের থেকে ভালো হয়েছে!
শুভকামনা!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির আগমন অনেক আনন্দ দিয়ে গেল, অনেক উৎসাহিত হলাম। দোআ করবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৩
উম্মে সায়মা বলেছেন: ভালোবাসার সুন্দর প্রকাশ....
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম কবি আপুর কাছে প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন আপু।
দোআ করবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফাটা ফাটি পিক।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিটি আসলে আমার খুব ভালো লেগেছিল।
অনেক আনন্দিত করে গেল আপনার উপস্থিতি।
শুভকামনা জানবেন ভাই
২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
নীলপরি বলেছেন: রাখবো ধরে বুকের খাঁচায় ভরবে সুখে ভুবন,
তোমার জন্য রাখতে পারি বাজি আমার জীবন।
অপূর্ব লাগলো । +++++++++++++++++
কয়েকদিন বাদে সামুতে এলাম , তাই পড়তে একটু দেরী হয়ে গেলো ।
শুভকামনা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা আমাকে আনন্দিত করে গেলে আপু। কৃতজ্ঞতা রাখছি পড়ে যাওয়ার জন্য।
আপনার অনেক গুলো প্লাস আমাকে অনুপ্রাণিত করবে আপু। দোআ কারবেন।
অথচ দেখেন আমিই দুদিন ব্লগে আসতে পারিনি! প্রতিউত্তরে দেরি হয়ে গেল আমার।
শুভকামনা জানবেন সবসময়।
২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
নীলপরি বলেছেন: আপনার সুরে গানও শুনলাম । ভালো লাগলো ।
দুজনকেই শুভেচ্ছা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু ওই লাইন দুটি খলিল মাহমুদ ভাই দিয়ে বলেছিল আমি যেন সুর করে গেয়ে শুনাই, তাই সেটুকু গেয়ে তাকে শুনানোর জন্য লিঙ্কটি এড করেছি। আপনি গানটি শুনেছেন ও ভালো লাগা জেনে অনেক আনন্দিত হয়েছি। প্রেরণা হয়ে থাকবেন
শুভকামনা জানবেন আপু, আপনাকে ব্লগে দেখে অনেক আনন্দিত আমি
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: রাখবো ধরে বুকের খাঁচায় ভরবে সুখে ভুবন,
তোমার জন্য রাখতে পারি বাজি আমার জীবন।
সুন্দর +