নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
চোখ বুজিতেই ভেসে ওঠে প্রিয়ার সেমুখ,
নিয়ম করেই প্রতি রাতে ঘুমানোর আগে।
বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে,
মনের অজান্তেই বেরোয় কথাগুলো খুব।
কর্মব্যস্ত জীবনের ক্লান্ত প্রহর আমার
বিষাদগম্ভীর, অতৃপ্ত, দুঃসহ বেদনার!
মনের আকাশে ঝড় তুলে কতশত স্মৃতি,
প্লাবিত হয় হৃদয় ভূমি অবাধ্য শ্রাবণে।
সে'বেদনা বুঝবে কি আর, পাষাণী হৃদয়!
কতভাবে কতো-দিন তারে করেছি বিনয়,
কিছুক্ষণ কেঁদেছিও কত, তবুও বোঝেনি!
নদীর মতো কষ্ট বহে হৃদয় ভাঙা শোকে।
হায়রে ভালোবাসা! এতটা নির্মম কিভাবে
হতে পারে প্রিয়ার মন, বিশ্বাসে মারে ছুরি!
স্বার্থে বন্ধী প্রেম,প্রেয়সী ছুটে অর্থের দিকে
পুড়ে ঘর অন্তর, রক্তাক্ত করে যায় বুক!!
(ছবি কৃতজ্ঞতা গুগলি)
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে, খুব আনন্দবোধ করছি, অনেক প্রেরণা পেলাম। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক
শুভ সকাল
শুভকামনা জানবেন সবসময়।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০৫
জাহিদ অনিক বলেছেন: আমি তো বুঝতেই পারি না কোনটা আপনার গান আর কোনটা কবিতা !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা প্রিয় কবিকে তো তাহলে বুঝাতেই আমাকে যে, গান হলে শিরোনামে গান শব্দটি ছোট করে হলেও লিখা থাকতো।
যাই বলেন কবি, লেখাটির ভালো মন্দ একটা দিক আপনার কাছে শুনার প্রত্যাশা ছাড়ছি না।
শুভ সকাল
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১২
চাঁদগাজী বলেছেন:
হৃত ভালোবাসার এই বিষাদময় জগৎ থেকে কিভাবে আমরা আপনাকে ফিরে পাবো?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা সকাল বেলাই হাসছি শুধু, না জানি আজকের দিন কেমন যায় আমার।
আমি তো সুখরাজ্যেই আছি শ্রদ্ধেয়.... মাঝেমধ্যে বিষাদ ভ্রমণে বেরই, আবার ফিরেও আসি কিছু শব্দ নিয়ে। কেন জানি বিষাদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ ভাব হয়ে গেছে আমার। দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয়।
শুভ সকাল
শুভকামনা জানবেন সবসময়।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৯
জাহিদ অনিক বলেছেন: নয়ন ভাই,
আপনার এই বেশ আন্তরিক মন্তব্যগুলো বেশ ভাললাগে।
ঠিকই তো ! গান হলে তো ব্রাকেটে লেখাই থাকত। আমিও সেটাই ভাবছিলাম। আপনার পোষ্ট দেখলে আমি প্রথমে গুনগুণ করে আপনি যেভাবে সুর করে গাইতে থাকেন সেভাবে চেষ্টা করি, যদি দেখি যে নাহ সুর মিলাতে পারছি না তখন ভাবি এটা তাহলে গান না
যাইহোক নয়ন ভাই, সকাল সকাল মজা করলাম।
সে'বেদনা বুঝবে কি আর, পাষাণী হৃদয়!
কতভাবে কতো-দিন তারে করেছি বিনয়,
এই সহজ সরল স্বীকারোক্তিগুলো বেশ লাগে।
সুপ্রভাত। আজ বিষ্যুদবার
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেশ ভালো লাগছে যে আমি নাকি আন্তরিক মন্তব্য করতে পারি।
বর্তমানে অত্যাধুনিক যুগ চলতেছে, কেউ কোন কথার গভীরে চিন্তা করেনা। তাই অনেকসময় মন চাইলেও ঘুরানো কথা বলা হয় না আবার উল্টা কিছু ভেবে না বসে। যাক সেসব, আপনার এই যে বিশ্লেষণ করে ভালো লাগার কারণ বলে যাওয়া আমাকে খুব উৎসাহিত করে, একটু সাহসীও করে লেখায়।
ভালোবাসা জানবেন নিরন্তর।
আগামীকাল শুক্কুরবার
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিরহের গান ছেড়ে সুখের লাগিয়া পান্সি ভাসান। দেখবেন সব অতীত, আফসোসের কিছু নাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা প্রিয় ভাই, আপনার যুক্তিতে কৃতজ্ঞতা, শ্রদ্ধা ভরে মেনে নিলাম। দোআ করবেন ভাই।
আফসোস এখন আর করিনা, তবে মাঝেমধ্যে কিছুসময় অতীত ভাবনায় এসে যায়, তখন সেই বিষণ্ণ সময়ের বর্ণনা কিছু ধরে রাখার চিন্তা থেকেই আমার বিরহের কবিতাগুলোর সৃষ্টি।
শুভকামনা জানবেন সবসময়
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে বেশ উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
আপনার আন্তরিক শুভকামনায় কৃতজ্ঞতা রইল ভাই।
শুভকামনা আপনার জন্যও সবসময়
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: সেমুখ, এখানে সেই মুখ লিখলে আর বেশি সুন্দর হতো। সেমুখ, সে মুখ হবে। বিরহ নিয়েই আছেন এখনো?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, বিরহেই তো প্রেমের আসল মজা ভাই, বিরহের মাঝে নিজের ভালোবাসাটুকু মাপা যায়।
আর সেমুখ লিখেছিলাম লাইন সমান রাখতেই, বুঝতে পারছি সে'মুখ দেয়া উচিৎ ছিল। আর সেই মুখ দিতে পারিনি অক্ষর বেড়ে যাওয়ার কারণে, কারণ সম্পূর্ণ কবিতা প্রতি লাইনে ষোলো অক্ষর করে সাজানো।
আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি ভাই।
ভালো আছেন নিশ্চয়।
শুভকামনা নিরন্তর আপনার জন
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১
জাহাঙ্গীরএকা বলেছেন: Comments guloi kobir priyo kobita k sarthok koreche. Besh valo likhechen. Aro valo likhen se doa kori.
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই উপস্থিতিতে। সুন্দর মন্তব্য অামাকে অনেক উৎসাহ দিয়ে গেল। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন ভাই
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
নীলপরি বলেছেন: স্বার্থে বন্ধী প্রেম,প্রেয়সী ছুটে অর্থের দিকে
পুড়ে ঘর অন্তর, রক্তাক্ত করে যায় বুক!!
খুব ভালো লাগলো । কবিতাটা পাঠ করে নিজেই শুনলাম ।
শুভকামনা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাঠে ও শনার জন্য কৃতজ্ঞতা আপু। খুব ভালো লাগছে কবিতাটি পড়েছেন জেনে।
শুভকামনা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪১
বিলুনী বলেছেন: অসম্বব সুন্দর একটি কবিতা পাঠ করলাম । ভাল লাগল পাঠে ।