নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
তুমি এসেছিলে সেদিন! মেঘালয় মন-আকাশে
বহুবছর পর জেগে উঠেছিল যেন পূর্ণিমারচাঁদ!
জানো, তোমাকে হারিয়ে বড় অসহায়ের মতই
কাটিয়েছি কতদিন...! কতো সহস্র নির্ঘুম রাত,
নীরবে ঝরিয়েছি কতো- চোখেরজল!
সকাল দুপুর সন্ধ্যা কোনকোন রাতের শেষ প্রহর,
নয়ন জুড়ে স্মৃতি'রা অসহ্য যন্ত্রণা দিয়েছে কতই!
কখনো কখনো ভাসিয়েছে বুক- যেন জলপ্রপাত
লেগেই থেকেছে দুটি চোখে কান্নার ঢল,
বুকের ভেতর দহনক্রিয়া তাতে কমেনি কখনওই!
সবই তো ছিল আমার চারিদিক-
আপনজন ভেবে যাদের আগ্লে রেখেছি। তবুও
তোমার অভাবটুকু যেন ফুরায়'না কিছুতেই!
মিটে না আজো দেখবার সাধ- পাওয়ার তৃষ্ণা..।
বড় অস্থির করে করে তুলে আমার ভেতর বাহির,
তোমাকে হারানোর ব্যথা-দারুণকষ্ট,ভেঙে যাওয়া
স্বপ্ন আর ভালোবাসার বিনিময় পাওয়া অপবাদ!
তুমি এসেছিলে সেদিন! বলতে পারিনি কিছুই,
প্রিয় মুখটির দিকে শুধু চেয়ে থেকেছি-পলকহীন,
তোমার মাঝে খুঁজতে চেয়েছিলাম আমায়...।
কতটা মনে রেখেছো-এদেখা নয়তো দেখা শুধুই!
নাকি ভুলেই গিয়েছো চৌদ্দটা-বছর না দেখায়-
হারিয়ে ফেলেছ স্মৃতিগুলো!এটাই-তো স্বাভাবিক,
নইতো কেউ আর এখন তোমার! প্রয়োজনহীন
আমাকে- মরচে পড়া একখণ্ড ইস্পাতের মতই
রেখে দিয়েছো হৃদয় বাহিরে-মিশ্রিত অবহেলায়!
তুমি এসেছিলে সেদিন! দেখেছি, হয়েছিলাম মুগ্ধ।
নাইবা যদি ভালোবাসো, কেন তবে কাছে ডাকা?
কেনই-বা তোমার আর আমার মধ্যে এতটা দূরত্ব!
নাহ! শত-চেষ্টা করেও এ'হিসাব মিলাতে পারিনা।
কত যত্নে সাজিয়ে ছিলাম ভালোবাসা! কত স্বপ্ন
দেখিয়েছিলে, কতভাবে-কতদিন মিশেছি দুজনা।
সবই কি মিথ্যে ছিল! করেছ আত্মার বাঁধন ছিন্ন
ছিঁড়ে হৃদপিণ্ড,করেছ অর্ধমৃত দিয়ে দুঃসহ যন্ত্রণা!
দেখতে পাও'নি এ'বুকে কতশত অদৃশ্য ক্ষতচিহ্ন,
খুশিতে মেতেছিল এতগুলো বছরের দুঃখ বেদনা;
তোমার কাছে পৌঁছেনি, নিঃশেষ হৃদয় পুড়া গন্ধ।
তুমি এসেছিলে সেদিন! ফিরে-ও গেছো আবার,
বারবার পিছনদিক তাকিয়েছ ফিরে ফিরে, আমি
মুগ্ধতায় তাকিয়ে থেকেছি, ভেবেছি তুমি আমার।
কতদিন পর দেখা! কতো বছর-ভেঙ্গে মনের ঘর
সাজিয়েছো সুখের সংসার, তুমি রাখনি সে'খবর!
দিনের হিসেবে তেপ্পান্ন'শ তেইশ তোমাকে দেখিনি।
চৌদ্দবছর সাত মাসই পুড়েছি নিভৃতে একা একা,
পাওয়া না পাওয়ার ব্যবধানে আমি আজও শূন্য।
তবু বড় সাধ জেগেছিল সেদিন, তোমাকে দেখার,
তুমি ডাকতেই গিয়েছিলাম ছুটে, হয়েছিলাম ধন্য।
তুমি এসেছিলে সেদিন! বুঝতে চাওনি মনটাকে!
দেখিয়ে তোমার বিজয় করেছো কিছুসময় সুখী।
ফিরে যেতেই হয়েছিল সুখের মহাপ্রস্থান,কিভাবে
ভুলে থাকবো ও'মুখে দেখতেছিলাম তৃপ্তির হাসি।
বুঝেছি, এখনো কিছু ভালোবাসা তোমার অন্তরে
আমার জন্যই ব্যাকুল, কেবল স্বার্থের কাছে বন্ধী।
(সেদিন-২৯-১১-২০১৪ইং, শেরপুর সদর)
কবিতা : তুমি এসেছিলে সেদিন
আবৃতি : নাঈম জাহাঙ্গীর নয়ন
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করে গেছেন মাইদুল ভাই। প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
মোস্তফা সোহেল বলেছেন: যাক অবশেষে নয়ন ভাই এলেন! তা কেমন আছেন?
কবিতার কথা কি আর বলব।ভাল লিখেছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, না আসলে ভালো লাগে না যে। গত দুদিন আমার ফেসবুক পোষ্ট ব্লক করেছে ফেসবুক, তাই একটু আনমনে সময় পার করছি ভাই। আপনাকে পেয়ে অানন্দবোধ করছি। আশাকরি আপনিও ভালো আছেন।
আমি ভালো আছি ভাই।
কবিতা ভালো হয়েছে জেনে খুব আনন্দিত ও উৎসাহিত হয়েছি ভাই। দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
কবিতা, নাকি আত্মকথা?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আত্মকথার মতোই, একদিনের বর্ণনীয় আত্মকথা।
শুভকামনা জানবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে। অনেক উৎসাহিত হয়েছি। প্রেরণা হয়ে থাকবেন কবিবর।
শুভকামনা জানবেন সবসময়।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
সুমন কর বলেছেন: একটু বেশি বড় হয়ে গেল !! তবে ভালো হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির উপস্থিতি ও সুপরামর্শ আমাকে মুগ্ধ করেছে। প্রশংসা টুকু অনেক উৎসাহিত করলো। প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক কবিবর।
শর্ট করতে করতেই বড় করে ফেলেছি, যদিও কিছু লেখা আরো কেটেছি বড় হচ্ছে ভেবে।
এখানে মনে হয় -
তুমি এসেছিলে সেদিন! দেখেছি, হয়েছিলাম মুগ্ধ।
নাইবা যদি ভালোবাসো, কেন তবে কাছে ডাকা?
কেনই-বা তোমার আর আমার মধ্যে এতটা দূরত্ব!
নাহ! শত-চেষ্টা করেও এ'হিসাব মিলাতে পারিনা।
কত যত্নে সাজিয়ে ছিলাম ভালোবাসা! কত স্বপ্ন
দেখিয়েছিলে, কতভাবে-কতদিন মিশেছি দুজনা।
সবই কি মিথ্যে ছিল! করেছ আত্মার বাঁধন ছিন্ন
ছিঁড়ে হৃদপিণ্ড,করেছ অর্ধমৃত দিয়ে দুঃসহ যন্ত্রণা!
দেখতে পাও'নি এ'বুকে কতশত অদৃশ্য ক্ষতচিহ্ন,
খুশিতে মেতেছিল এতগুলো বছরের দুঃখ বেদনা;
তোমার কাছে পৌঁছেনি, নিঃশেষ হৃদয় পুড়া গন্ধ। - এই টুকুই যথেষ্ট ছিল। তবুও পুরোটাই পোষ্ট করে দিলাম।
প্রিয় কবি আমার লেখা পড়েছেন জেনে খুব আনন্দবোধ করছি।
শুভকামনা জানবেন সবসময়
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহ! কবিতা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাই, উপস্থিতি আমাকে উৎসাহিত করে গেল। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।
শুভকামনা জানবেন ভাই
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
ওমেরা বলেছেন: ভাল লাগছে ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে ধন্য, উৎসাহিত হয়েছি পেয়েছি অনেক আনন্দ। প্রেরণা হয়ে থাকবেন আপু।
শুভকামনা সবসময় আপনার জন্য।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লেগেছে+
শুভ কামনা কবি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে থেকে ভালো লাগা আর প্লাস পেয়ে ধন্য, উৎসাহিত হয়েছি অনেক। প্রেরণা হয়ে থাকবেন কবিবর জুড়ে অন্তর মন, আনন্দে ভরেছি সৃষ্টি সুখের উল্লাসে, ভুলে হৃদয়ের ক্ষতচিহ্ন। দোআ করবেন ভাই।
শুভকামনা সবসময় আপনার জন্য, ভালোবাসার কবু শেষ নাই।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪
কানিজ রিনা বলেছেন: প্রেম সেত পবিত্র আলোক রশ্বী।
প্রেম তরঙ্গ ভাসে আকাশ বাতাশ,
অসীম শসীম শুধুই তরঙ্গ জানে
দুটি মন সাথে সৃষ্টি কর্তা।
তিনে মিলে এক হয়, প্রেম আত্বা
আল্লাহ্।
কবিতা সর্ব জনীন প্রেম জাগানিয়া
অনেক ভাল লাগা ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ মন্তব্য রেখে গেছেন আপু। আপনার রেখে যাওয়া কাব্যাংশ আমার মন ছুঁয়ে গেল। মুগ্ধতা রইল অমূল্য কথাগুলোতে
অনেক উৎসাহিত হলাম আপু প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম প্রিয় ভাইয়ের কাছে প্রশংসিত হয়ে। প্রেরণা হয়ে থাকবেন।
ছবিটি খুব মুগ্ধ করে গেল ভাই। কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন সবসময়।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা কথন। +++
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করে গেছেন প্রিয় ভাই। প্রেরণা হয়ে থাকবেন আগামীর পথে।
দুঃখ দিয়ে ফেলেছি ভাই, গতরাত আর ঢোকাই হয়নি ব্লগে, সকালে বেরিয়ে ছিলাম কর্মের তাগিদে, কিছুক্ষণ আগেই ফিরেছি। মাঝে একবার প্রথমপাতা থেকেই বেরিয়ে পড়তে হয়েছিল সময়ের অভাবে। তাই দেরি হয়ে গেল।
শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১
জাহিদ অনিক বলেছেন: তুমি এসেছিলে সেদিন! ফিরে-ও গেছো আবার,
বারবার পিছনদিক তাকিয়েছ ফিরে ফিরে, আমি
মুগ্ধতায় তাকিয়ে থেকেছি, ভেবেছি তুমি আমার।
কতদিন পর দেখা! কতো বছর-ভেঙ্গে মনের ঘর
সাজিয়েছো সুখের সংসার, তুমি রাখনি সে'খবর!
দিনের হিসেবে তেপ্পান্ন'শ তেইশ তোমাকে দেখিনি।
ফিরে যাওয়ার সময় যদি বার বার পিছন ফিরেই তাকায় তাহলে তো মায়া ছিল, প্রেম ছিল । যেতে দিলেন কেন কবি ? কিসের কমতি ছিল ??
মাত্র তেপ্পান্ন'শ তেইশ দিন !!! - মহাদেব সাহা লিখেছেন, এক কোটি বছর হয় তোমাকে দেখি না ।
বেশ লম্বা কবিতা, পড়তে কিছুটা সময় লাগলো, ভালোও লাগল । অনেক ধন্যবাদ।
শারদীয় শুভেচ্ছা কবি।
এক কোটি বছর তোমাকে দেখি না
- মহাদেব সাহা
এক কোটি বছর হয় তোকাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা প্রিয় কবির মন্তব্য আমাকে হাসিয়ে যেমন গেল তেমন মুগ্ধতা দিয়ে গেছে হৃদয় গহীনে, আপনার গভীর চিন্তা ভাবনা।
তাকে কেন ফিরাতে পারলাম না সে দিকটিও লিখেছিলাম। কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তাই নিচের সেই লাইনগুলো কেটে দিয়েছি।
কোনকিছুর অভাব ছিল না কবি, সে মৃত্যুর পরেও আমার কাছে সেই আগের মতোই থাকবে, কমবে না মনে হয় কিছুই। আমি তার কাছে গেলেই ভুলে যাই দুনিয়া, আমাকে।
শারদীয় শুভেচ্ছা আপনাকেও কবি
কবিবর মহাদেব সাহা লিখেছেন অনুভূতি, অপেক্ষার প্রহর কতটা দীর্ঘ হয়, প্রিয়মুখ দর্শন কতটা ব্যাকুল করতে পারে, কতটা সাহসী করে তুলে। কৃতজ্ঞতা রাখছি আপনার প্রতি কবিবর মহাদেব সাহা'র কবিতাটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য
আর আমার লেখাটা তাকে দেখার সময় ও পরক্ষণ সঙ্গে পূর্বের কিছু সময় আর ভালোবাসার মানুষ কখনো পুরাণ হয় না, ভালোবাসা মরে না সেটাই সম্ভবত হয়েছে।
যাই হোক, আপনার কাছে প্রশংসিত হয়ে খুব আনন্দবোধ করছি।
শুভকামনা জানবেন প্রিয় কবি ভাই, ভালোবাসা নিরন্তর
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩২
শাহানাজ সুলতানা বলেছেন: অনেক দীর্ঘ পড়তে সময় লাগলেও বেস ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সময় ব্যয় করে পড়েছেন জেনে অনেক মুগ্ধ, উৎসাহিত ও আনন্দবোধ করছি। ভালো লাগা টুকু আশীর্বাদ হয়ে থাকুক আপু
শুভকামনা জানবেন সবসময়
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বেশ বড়সর তুমিময় কবিতা। মাঝেমাঝে এমন কবিতা পড়তে ভালো লাগে। কবিতায় অনেক অনেক ভালোলাগা রইল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করে গেছেন মিন্টু ভাই পড়েছেন জানিয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই । ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন কবিতাতো চমৎকার হয়েছে। আপনি কেমন আছেন? কোথায় আমাদের পাড়ায় আসেননা। কি ব্যাপার পাগলামী ভাল হয়ে গেল নাকি! ভাল থাকবেন বেশি বশি কবিতা লিখবেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আরেহ! প্রিয় সুজন ভাই যে! অনেকদিন পর মনে হচ্ছে আপনার দেখা পেলাম! আসলে প্রিয় মুখগুলো কিছুদিন না দেখলে মনে হয় না জানি কতদিন দেখা হয়নি। অনেক খুশিখুশি বোধ করছি আপনাকে দেখে।
না না ভাই, পাগলের পাগলামী আর কমলো কবে! আসলে বেশকিছু দিন ব্লগে কিছুটা অনিয়মিত, মাঝেমধ্যে আসলেও বেশিসময় থাকা হয়ে উঠেনি, তাই আর ওপাড়া যাওয়া হয়নি ভাই। তবে মনে হয়েছে বেশ।
ভালো আছি ভাই আপনাদের দোআয় আল্লাহ্'র রহমতে। কৃতজ্ঞতা রইল আন্তরিক খুঁজ খবরে।
কবিতার প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রিয় ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
আখেনাটেন বলেছেন: বেশ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনেক উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
শুভকামনা জানবেন সবসময়।
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১
তারেক ফাহিম বলেছেন: দিনের হিসেবে তেপ্পান্ন'শ তেইশ তোমাকে দেখিনি।
এত দিনের আবেগ তাই হয়ত কবিতা বড় হলো।
ভালো লাগা জানিয়ে গেলাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই , আসলে বেশ বড়ই হয়ে গেছে। তবে আরও বেশকিছু লাইন আমি কেটে রেখেছি এই বড় হয়ে যাওয়া ভেবেই।
আসলে, তাকে ভাবতে গেলে দুনিয়া হারিয়ে যায়।
ভালো লাগা জেনে খুব উৎসাহিত হলাম প্রিয় ফাহিম ভাই। দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
নীলপরি বলেছেন: তুমি এসেছিলে সেদিন! দেখেছি, হয়েছিলাম মুগ্ধ।
নাইবা যদি ভালোবাসো, কেন তবে কাছে ডাকা?
কেনই-বা তোমার আর আমার মধ্যে এতটা দূরত্ব!
নাহ! শত-চেষ্টা করেও এ'হিসাব মিলাতে পারিনা।
কত যত্নে সাজিয়ে ছিলাম ভালোবাসা! কত স্বপ্ন
দেখিয়েছিলে, কতভাবে-কতদিন মিশেছি দুজনা।
সবই কি মিথ্যে ছিল! করেছ আত্মার বাঁধন ছিন্ন
ছিঁড়ে হৃদপিণ্ড,করেছ অর্ধমৃত দিয়ে দুঃসহ যন্ত্রণা!
দেখতে পাও'নি এ'বুকে কতশত অদৃশ্য ক্ষতচিহ্ন,
খুশিতে মেতেছিল এতগুলো বছরের দুঃখ বেদনা;
তোমার কাছে পৌঁছেনি, নিঃশেষ হৃদয় পুড়া গন্ধ।
অসাধারণ ! হৃদয় নিংড়ে দুঃখেরা যেন কবিতা হয়ে বেরিয়ে এসেছে । মন ছুঁয়ে গেলো । +++++++++
অনেক শুভকামনা রইলো ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য রেখে গেছেন আপু, সবসময় এমন আন্তরিক উৎসাহদানে আমাকে অনুপ্রাণিত করছেন, সে কৃতজ্ঞতা শেষ হবার নয় কখনো। অনেক আনন্দবোধ করছি আপু। দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়
১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
সোহানী বলেছেন: এটা খুব ভালোলাগলো....
কবিতা কম পড়ি ও কম বুঝি। আমি গদ্যের লোক তারপর ও মাঝে মাঝে কবিতার মাঝে নিজেকে খুঁচে বেড়াই।
আপনার লিখার হাত চমৎকার। অনেগুলো এক সাথে পড়লাম..........
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল আপু
অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য পড়ে। পড়েছেন জেনে মুগ্ধতায় কৃতজ্ঞতা জানাই। প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়
২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম বিরহের কবিতার এক নতুন ধারা তৈরি হয়েছে এ কবিতায়... উপভোগ্য....
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে ভালো লাগায় আষেক আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
উপস্থিতি ও আন্তরিক মন্তব্যে উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন সবসময়
শুভ সকাল
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬
কানিজ রিনা বলেছেন: মহাদেব সাহা কবিতা, দুরন্ত দূরবার দামোদর
ভরা নদী সাঁতরে পাড় হবো। অসাধারন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, কবিবর মহাদেব সাহা ভালোবাসার প্রতীক্ষা আর ভালোবেসে মানুষ কি কি করতে পারে সেদিকে নজর দিয়েছেন। খুব সুন্দর। জাহিদ ভাইকে ধন্যবাদ সেটা পড়ার সুযোগ দেয়ার জন্য।
আপু, আপনার লেখা কবিতা পোষ্ট করেন না কেন সেটা বুঝি না, আপনার লেখাগুলো খুব ভালো লাগে। (বিভিন্ন মন্তব্য থেকেই সে অভিজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ++++++