নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

তুমি থাকবে

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩২



তোমার উচ্ছ্বল মনে খেলা করে কত যৌবনা হরিণী চঞ্চলা,
যতবার দেখি মুগ্ধ ততবার কি দারুণ দেখতে তুমি সুনয়না।

তোমার জন্য অনন্তকাল পথিক হয়েও পারি থাকতে,
তোমার মেঘ-কালো কেশ দেখে চৈতি এই'মন বসন্তে।

তুমি থাকবে এ'মনের গভীরে সহস্র-দিন যামিনী,
এতো সুন্দর রূপ হয়নি দেখা এতদিন খুঁজি-নি।

ডাগর চোখ দুটি বারবার বলে যেন ভালোবাসি,
ওকাঁজল নয়ন মায়াভরা বড় মিষ্টি ঠোঁটের হাসি।

তোমার হাসিতে ঝর্ণাধারা কলকল ছল উচ্ছ্বসিত,
কত'মন হবে বেহুঁশ দিশেহারা বাঁধতে ঘর নির্বাসিত।

আমি মুগ্ধ যেন পূর্ণ হয়েছি আজ দেখেছি তোমায়-
রবে অন্তরে কত স্বপ্ন থাকবে ঘিরে এ-হৃদয় পাতায়।


[বাস্তব জীবনে চলার পথে মানুষ অনেক সময়কে, মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চায়। সে সময়ে লেগে থাকে হয়তো ভালো লাগার মত কিছু। কিছু মুহূর্ত কোনকোন সময় দাগ কেটে যায় মনের সাদা পাতায়, সে দাগ কোন একসময় মুছেও যায় নিয়ম মতই। তেমনি আমার আজকের দুপর। অনেক ভালো লাগার কিছু মুহূর্ত এসেছিল আজকের দুপুরে। সে মুহূর্তগুলো দাগ কেটে গেল মনে, কিছু ভালো লাগার মুহূর্ত। হয়তো এই মুহূর্ত টুকু ভুলেই যাবো, এটাই বাস্তবতা। চলার পথে ক্ষণিক দেখা, ক্ষণিক ভালো লাগা সবকিছু মানুষ ভুলে যায় ধীরেধীরে। আমিও ভুলে যাবো। সেজন্যই সামান্য কিছুক্ষণ, কিছু ভালো লাগা মুহূর্ত ধরে রাখার, স্মরণীয় করে রাখার ইচ্ছে থেকেই উপরের সামান্য কিছু কথা। ]

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সে থাকুক এভাবেই পুরো অন্তর জুড়ে!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু আমিও আপনার সাথে একমত। সেজন্য তাকে নিয়ে আমার সামান্য কিছু অনুভব ধরে রাখার চেষ্টা।
অনেক উৎসাহিত হলাম আপু। দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুর প্রশংসা আমাকে অনেক উৎসাহিত করে গেল। কৃতজ্ঞতা রইল প্রিয় কবি।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

ওমেরা বলেছেন: সবার জীবনে এরকম ভাললাগার কিছু মূহুর্ত আসে কিন্ত সবাই সেটা আপনার মত শব্দের মালায় গাথতে পারে না । ধন্য আপনার কবি জীবন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বললেন আপু, শুনে বহুত ভালো লাগলো, আনন্দ খেলে গেল হৃদয়ে।
দোআ করবেন প্রিয় সুলেখিকা, ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা সবসময়

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

বর্ষন হোমস বলেছেন:
সুন্দর কবিতা।পাঠে ভাল লাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম প্রিয় ভাই। আপনার উপস্থিতি আমাকে আনন্দ দিয়ে গেল।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সামান্য কিছু কথা অসামান্য হয়ে থাকুক সে কামনায় করি নয়ন ভাই।
জয়কে দেখলাম অনিক ভাইয়ের পোষ্টে।
জয়কে দেখে অনেক ভাল লাগল।
দোয়া করি জয় যেন একজন প্রকৃত ভাল মানুষ হতে পারে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, মুহূর্তে কথাগুলো বেরিয়ে আসতে লাগলো মন থেকে, আর লিখে রাখলাম। আপনার আন্তরিক কামনা আমাকে অনেক সাহসী করে গেলো, দিয়ে গেল অনেক ভরসা। কৃতজ্ঞতা প্রিয় ভাই।

ও ও, জাহিদ ভাই দেখতে চাইল তাই দিতেই হল ছেলের ছবিটি। আপনার অাশীর্বাদ কবুল করুক মহান আল্লাহ্। সেই ছেলেটিই আমার একমাত্র বেঁচে থাকার প্রেরণা।

শুভকামনা জানবেন ভাই, ভালোবাসজ সবসময়।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: তোমার জন্য অনন্তকাল পথিক হয়েও পারি থাকতে।
এ আবেদন ফেলবে কেমন করে?
ভাল লাগল কবি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির উপস্থিতি ও আন্তরিক মুগ্ধতা আমাকে অনেক উৎসাহ আনন্দ দিয়ে গেল। কৃতজ্ঞতা রইল প্রিয় কবি।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

তারেক ফাহিম বলেছেন: কবির কবিতা দেখে হিংষে হয়।

খুব সন্দর করে শব্দগুলো দিয়ে কাব্য/কবিতা রচনা করতে পারেন।
ভালো লাগা জানালাম কবি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ বলেছেন ভাই, অনেক উৎসাহিত করে গেলেন। প্রেরণা হয়ে থাকবেন আমার আগামীর পথে।
দোআ করবেন ভাই।
ভালো লাগা জেনে অনেক অনুপ্রাণিত হবো।

শুভকামনা জানবেন সবসময়।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।







ভালো থাকুন নিরন্তর।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেছেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।


শুভকামনা জানবেন সবসময়

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:




কথাকলি ফুল হয়েই ফুটেছে কবি নাইম নয়নের বাগানে...

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে, হয়েছি আনন্দিত। প্রেরণা হয়ে থাকবেন কবিবর।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রিয় কবি।


শুভকামনা জানবেন সবসময়।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++++




(গানের কি অবস্থা ; গান লেখা কি বাদ দিলেন। আপনার গানগুলোর কথা ভালো লাগে )

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির প্রশংসা আমাকে অনেক উৎসাহিত করে গেল। প্রেরণা হয়ে আছেন থাকবেন ভাই।
দোআ করবেন।

গান বাদ না একেবারে ভাই, আসলে বেশকিছু দিন যাবত কেমন যেন লেখালেখিটা হচ্ছে না। তবুও যা লেখছি তা কেবল কোনরকম আপনাদের সাথে যোগাযোগ ধরে রাখাই আসল। সময় যেমন হচ্ছে না তেমন মানসিক কিছুটা গণ্ডগোল। লেখবো ভাই গান। দোআ রাইখেন।

অনেক আন্তরিক আপনার উৎসাহদান। আমি সাহসী হই। কৃতজ্ঞতা রাখি আপনাদের উপর সবসময় শ্রদ্ধাশীল হয়েই।


শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময় প্রিয় কবির জন্য

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাযে ভাল লেগেছে। আড্ডায় গিয়েছিলেন দেখে আরো বেশি ভাল লেগেছে। ভাল থাকবেন। লিখে যান ক্ষ্যাতি একদিন মিলবেই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উপস্থিতি ও আন্তরিক উৎসাহ আমাকে অনেক আনন্দিত করে গেল ভাই, অনুপ্রাণিত হবো। কবিতা ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

আড্ডায় গেলাম অনেকদিন পর ভাই, আর যাওয়া হলো না এখনো, সন্ধ্যা থেকে আর আসাই হল না। অনেক বড় স্বপ্ন দেখিয়ে গেছেন ভাই, শ্রদ্ধা রইল আশীর্বাদে।


ভেঙে যাওয়ার ভয়ে আমি আর
স্বপ্ন দেখিনা! সে'অনেকদিন হয়েছে বন্ধু-
নতুন কোন স্বপন
এখন আর আমাকে বাঁধতে'ই পারেনা!
অনেকদিন বেঁধে রেখেছিলাম মনটাকে,
বলেছি মিথ্যে কথন,
আমার ভালোবাসা কখনো হারাবে না।
তাই তো মনটা আমাকে উপহাস করে
বলে, বারবার চিরন্তন
সত্যই বলেছিলাম, তুমি আমার
কোন মূল্য দাও'নি! বিশ্বাসে ভরেছ সিন্ধু।
বন্ধু, মনের দুঃখ'বেদন
বুঝবার মতো কোন মানুষ আমার ছিলনা!
বারবার আঘাত করেছি এই বিবেকটাকে-
কেন'সে করেছিল বারণ,
বন্দি করেছিল ইচ্ছে সাধের নিষ্পাপ চাওয়া?
বড় উশৃঙ্খল মনটা,বিশ্বাস ভাঙার পর থেকে
মানছে না কোন শাসন!
অস্থির বিষণ্ণতায় তাল হারা বেতাল
মনটা-এখনো কোথাও হতে পারলো না স্থির!


গভীর বিশ্বাস ছিল,সাধের যতো স্বপ্ন
দেখেছিলাম,সবই আজ বড্ড মিথ্যে মনে হয়!
বিশ্বাস হারিয়েছি সেদিন!
যেদিন থেকে হারিয়েছিলাম অধিকার! আঘাত
করেছিল হৃদপিণ্ডে,পেরিয়েছিল সীমান্ত প্রাচীর।
বেড়ে চলেছে মনের ঋণ,
ভাগ্যের চাকা হয়েছে বন্ধ-ভুলেছি বিশ্বাসীবাদ;
ভাঙনের সুরে ভরা অন্তর, উর্ধ্বে সকল যুক্তির।
হতেই পারিনি বিবেকহীন,
রঙিন স্বপ্নের সাথে চঞ্চলা যৌবনারম্ভ
রেখেছিলাম নিষ্ক্রয়,অথচ! সক্রিয়তেই ছিল জয়।
আমার পৃথিবী প্রেমহীন,
মরুভূমির মতো শুষ্ক এই'ভূমে হয় না চাষাবাদ
কোন স্বপ্নের, কামনায় এখন আর হইনা অধীর।
দিনদিন আঁধারের গহীন
সাগরে যাচ্ছি ডুবে, হারিয়ে সকল বিশ্বাসী হাত;
কিছুই'যে রইল না আমার,অবশিষ্ট শুধু অপবাদ।
নিথর যে-জীবন গতিহীন,
নিত্যদিন কষ্টের আঘাতে যার ছিন্নভিন্ন
হৃদয়, খ্যাতি স্বীকৃতির হিসাব সেখানে শূন্যময়।


বেঁচে থাকা যখন কঠিন,
সুখের আশা সেথায় থাকে কি কখনো,
দৃঢ়তর চেষ্টাহীন কর্মে কে-কখন হয়েছে বিজয়!

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

নীলপরি বলেছেন: খুব ভালো হয়েছে কবিতা । ++++++

শুভকামনা রইলো ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম আপনার উপস্থিতি ও প্রশংসা পেয়ে। আপনার রেখে যাওয়া ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করবে সবসময়।

শুভকামনা আপনার জন্যও সবসময়

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৮

জাহিদ অনিক বলেছেন: ও নয়ন ভাই !!!


ভাবীর জন্য একটা কবিতা লেখেন না !!! বিরহের না , প্রেমের কবিতা। বিয়ের পরে প্রেম যেমন হয়, সেরকম ।

প্লিজ !!

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ অনুরোধ রেখে গেছেন গো জাহিদ ভাই। প্রিয় ভাইয়ের অনুরোধ তো আমাকে রাখতেই হবে যেভাবেই হোক, কথাদিলাম লেখবো, সর্বোচ্চ চেষ্টার সাথে প্রবল ইচ্ছা প্রয়োগ করবো, লেখবই। (তবে কবিতা ভালো না লেখতে পারলে কিন্তু আমার দোষ নাই, হা)

ভাই গো-

প্রেম শব্দটা মনে হলেই বুক কাঁপে,
বেড়ে যায় রক্তেরচাপ,
বড় ভয় হয় তখন!
ঠিক যেন সাপুড়ের ভয়ে
ভিতু সাপটির মতো ব্যাপার।
কিংবা, গইল পুড়া গরুর চন্দ্র দর্শন।
আমি আর প্রেমের মাঠ মাড়াতে চাই না,
ও মাঠে শীতল কিছু বাতাস থাকলেও
সূর্যের তাপ খুবই প্রখর।
আমি আর এখন মনের দিকে ছুটি না,
বাস্তবতায় গা দিয়েছি ভাসিয়ে।

চোখে দেখার মাঝেও থেকে যায় অনেক ভুল,
খুব বিশ্বাসীবাদ গুণীজন'রা তাই বলে।
সেখানে, কি করে আমি
অদৃশ্য মনকে বিশ্বাস করবো!
তাই তো দেরি করিনি,
ঘাটেঘাটে নোঙ্গর না ফেলে
তরী ভিড়িয়েছি তোমার মোহনায়,
ভালোবাসার মানুষের কাছে।
মায়া ভরা মুখটি জুড়ে দেখেছিলাম বিশ্বাস,
ভালো লাগা বুঝেছিলাম মনের দুরন্তপনায়-
বারবার বুঝিয়ে দিচ্ছিল আমি বিশ বছরের যুবক,
ব্যাকুল করে তুলছিল ক্রমশই,
স্মরণীয় সেক্ষণ বড় সার্থক।
ভালোবাসা নাকি দেখা যায়'না চোখে,
বাস্তব কত উল্টো দেখো-
শুয়ে আছি ভালোবাসার বুকে বুক জড়িয়ে।

(বউকে ভালোবাসার কবিতা কেমন হইল, ও জাহিদ ভাই।)

শুভ সকাল

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনের ভাবনাগুলোকে প্রকাশ করার যে কী আনন্দ তা কবি ছাড়া আর কে জানে? সুন্দর লেখা। শুভকামনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকালের স্নিগ্ধ নির্মল বাতাসের শুভেচ্ছা, শুভ সকাল

আনেক সুন্দর উক্তি রেখে গেছেন কবিমন সম্পর্কে। কৃতজ্ঞতা রাখছি ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০০

জাহিদ অনিক বলেছেন: ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি তোমারও দেশে, ও গো ও বিদেশিনী।




কবিতা পড়ে এটাই বোঝা গেল। আর কোথাও নোগংর না ফেলেই এবার এক জায়গাতেই স্থির আছেন।



উপরের ঐ গানটাই মনে হল, কবিতা পড়ে।











যাক, তাহলে নিশ্চিত হচ্ছি নিচের এই গান আর কেউ গাইবে না।

"তুমি বেশ বদলে গেছ, পুরানো সৈকতে আর পানসি ভেড়াও না".

আমিও চাই না এই গান কেউ গাক!



ভাবীর জন্য লেখা কবিতা অনেক অনেক ভাল হয়েছে। বোঝা যাচ্ছে, জয় আপনি ও ভাবী মিলেমিশে হ্যাপি ফ্যামিলি।


সুপ্রভাত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বলে গেছেন ভাই।
হাসছি আপনার দ্বিতীয় গানটি পড়ে। দারুণ বলেছেন (আমি বুঝেছি)।

আমি সে গান গাইব না আর কোন ক্ষণ
সেই দুঃসহ সময় পেরিয়ে এখন শুভক্ষণ -- (নতুনদের মুখে আপনার দ্বিতীয় গানটি বেশি সংক্রমণের মতো)

আমি এখন গান গাই-

এত সুখ লুকানো তোমার এই'বুকে
আরো কেন তুমি আসলে না এ'রুমে --এই টাইপের গান আর কি

যাক, প্রেমের কবিতা লেখায় টাইনেমাইনে পাশ করছি খুব ভালো লাগতাছে।
শুভ সকাল

কত সুন্দর সকাল
নির্মল চঞ্চলা প্রিয়া ঠোঁঠের ছুঁয়া
দিয়ে যায় ঝিরঝির মিষ্টি বাতাস।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

নীলপরি বলেছেন: সহব্লগার ভ্রমরের ডানার পোষ্টে আপনার মন্তব্য দেখে এখানে আসলাম । মেরে রাসকে কমর -- এর অনেকগুলো ভার্সন আছে । আপনি কোনটা শুনেছেন জানিনা । আকৃতি কক্করেরটা কিন্তু কাওয়ালী থেকে একটু ভিন্ন । মেলোডিয়াস । আমার খুবই ভালো লাগে । লিংক দিলাম -- https://youtu.be/C-_qbPttp4s

এছাড়া রাহুল বৈদ্য -- https://youtu.be/9q2-qp7ENCo

অরিজিৎ সিং -- https://youtu.be/mziDebL26HQ

জানিনা এগুলো আপনাকে কোনো সাহায্য করবে কিনা ! ইচ্ছে হলে একবার শুনে দেখতে পারেন । বিশেষ করে আকৃতি কক্করেরটা । যাহোক আপনার ভার্সনটা শোনার অপেক্ষায় রইলাম ।

শুভকামনা ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার আন্তরিক সহযোগিতা। কৃতজ্ঞতা রইল আপু।

আমি অনেক গান মুখস্থ করে গেয়েছি, নিজের লেখাও গেয়েছি, হিন্দি গানও মুখস্থ করে খুব সুন্দর গেয়েছি, কিন্তু কাওয়ালী কোন গান কোনদিনই মুখস্থ করতে পারতাম না,অথচ শনেছিও ভালোও লাগে আমার। ডানা ভাইয়ের গানটি অনেকবার শুনেছি ইউটিউবে এযাবৎ। কিন্তু কলিও টানতে পারছিনা।

আপনার রেখে যাওয়া গানও শনবো, দেখি যদি পারি তো আমারও খুব আনন্দবোধ হবে।
দোআ করবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সহযোগিতা করেছেন আপু গানের লিঙ্কগুলি দিয়ে
ডানা ভাইয়ের প্রথম দুই লাইন গাইতে পেরেছি, পুরোটা হবে। দোআ করবেন।

আপনার আন্তরিক সহযোগিতা আমার স্মরণীয় হয়ে থাকবে, কৃতজ্ঞতা রইল শ্রদ্ধার সাথে।

নিজেকে কেমন যেন অপরাধবোধ বা লজ্জিত লাগছিল, সেটা কেটে গেল।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

নীলপরি বলেছেন: আপনি গানটার সুর শুরু করেছেন শুনে খুব ভালো লাগলো । আসলে এধরনের সুফি গান কাওয়ালীতে ভালো লাগে আবার সফট নোটেও খুব সুন্দর লাগে । তাই আপনাকে লিংকগুলো দিলাম । তবে এটা খুবই সামান্য কাজ । আপনার কৃতজ্ঞতা দেখে লজ্জায় পড়ে গেলাম ! আজকাল মানুষ খুবই সেল্ফ সেন্ট্রিক । রিসেন্টলি তেমনই অভিঙ্গতা দিয়ে গেলাম । মানে লিখতেও পারছি না ঠিকঠাক ।
আবার সামুতে কয়েকজন আছেন খুবই ভালো মনের । তাঁদের মধ্যে আপনিও আছেন । সামুর দু-একজনের উৎসাহেই সেদিন যাহোক একটা পোষ্ট দিতে পেরেছি । অবশ্য কোনোকিছু না জেনেও আপনি অনেক সাহায্য করেছেন । আপনার মন্তব্য আমাকে খুবই অনুপ্রাণিত করেছে । তাই আপনার সৃষ্টির সামান্যতম কাজেও আমি আসতে পারি , তবে আমার ভালো লাগবে ।

যাহোক , আপনার সুর করা কমপ্লিট হোক । এই প্রার্থনা করি । আশাকরি গানটা আমরা তাড়াতাড়ি শুনতে পারবো ।

অনেক অনেক শুভকামনা রইলো ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু অনেক উপকার করেছেন গানের লিঙ্ক গুলো দিয়ে, এখন গানটি একটা সুরে গাইতে পারবো।
আমি এক প্রকার লজ্জায় পড়েছিলাম গানটি না গাইতে পেরে।


আপনার মন্তব্যের প্রতিউত্তর লিখে আনন্দ প্রকাশ করা কঠিন, খুব ভালো লাগা জানবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার সহযোগিতা পেয়েই গানটি গাইতে পেরেছি। তবে ডানা ভাইয়ের কবিতাটি বেশ এডিট করতে হয়েছে আমার।
আপনি গানগুলো না দিয়ে গেলে সম্ভব হতো আমার গাওয়া।


ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর-
স্বপন আঁকে যখন!!
ভ্রমর ডানা- জুড়ে দেখি- তোরই নেশা...!
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......)

হাতের চুড়ি'রে তোর-
বাজে রিনিঝিনি।।
কেড়ে নিল এ'মন হায় কি করি এখন।
হাতের মেহেদি তোর-
জ্বলে লাল রঙে।।
উথলি উঠে-মন হায় কি করি এখন।।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মিষ্টি হাসি'রে তোর-
লাজে লাল হয়ে।।
ফোটে মধুবন ভ্রমর সব ঘুরঘুর করে।
রাঙা ঠোঁটে'রে তোর-
প্রেমের মধু দেখে।।
ভ্রমর ডানায় করেছে ভর প্রেমের নেশা।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মাতাল চন্দ্র'রে তোর
দিলে নেশা ভরে।।
কত ভ্রমর- মাতাল এমন সারাব পিয়ে।
কালো চুলে'রে তোর-
ঘন মেঘ জমে।।
ঝড় তুলেছে মনের কোণে কি করি হায়।
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'চোখে যাদু এমন
এঁকে দিলেই জল।।
সমুদ্র গড়ে যৌবন ঢল কি করি বল।
নেশা ভরে'রে তুই
ভাটার টানে ভেসে।।
দৃুরে গেলে জ্বালা বাড়ে ভাসায় শ্রাবণ।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর
স্বপন আঁকে যখন।।
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা।
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......) ------------ এভাবেই গেয়েছি আপু, আজকেই আপলোড করবো। আপনার জন্য একটা লজ্জার হাত থেকে বেঁচে গেলাম। মনে রাখবো আপু..... দোআ করবেন

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: বাহ্ খুব সুন্দর কবিতা। +++

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন ভাই, কৃতজ্ঞতা জানবেন উৎসাহিত করায়।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

নীলপরি বলেছেন: বাহ , শুনে খুব ভালো লাগলো । এডিট একটু হলেও কোনো অসুবিধা নেই । মূল ভাব অক্ষুণ্ন রয়েছে । তবে আজকে শুনতে পারছি । অপেক্ষায় থাকলাম ।

শুভকামনা ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সম্পূর্ণ এডিট শেষে প্রথমবার গেয়েই লোড করেছিলাম। পুরো গানই আপনার দেয়া গানের অনুকরণ করা, প্রফেশনাল শিল্পি ছাড়া হুবুহু গাওয়া কষ্টই, আমি চেষ্টা করেছি মিল রাখতে। কিন্তু ভাষাগত কারণে, সুরের তারতম্য একটু হতেই পারে। আপনাকেই প্রথম দিয়ে যাচ্ছি লিঙ্কটি। সময় হলে একবার শুনে জানাবেন আপু, পরামর্শ আশা করছি, প্রয়োজনে আবার গাবো।


ভ্রমরের ডানা ভাইয়ের গানটি - ও এমন যাদু'রে তোর

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৮

নীলপরি বলেছেন: গানটা শুনলাম । অসাধারণ গেয়েছেন । বেশ কঠিন গান এটা । খুব ভালো লাগলো । অভিনন্দন ।

তবে , আমার মনে হোলো গানের সাথে ভিডিওটা একেবারেই যাচ্ছে না । কারন গানটা সফট , প্যাশনেট । লিরিকটাও তেমন । একদম মনের ভালো লাগা থেকে উঠে এসেছে । কিন্তু ভিডিওটা এই সফট ব্যপারটা ঢেকে দিচ্ছে মনে হোলো । ভিডিওতে মিউজিকাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেটাকে সাবজেক্ট করেছে । এছাড়া বিটও ম্যাচ হচ্ছে না মনে হোলো । গান একদিকে ,ভিডিও আর একদিকে মনে হচ্ছে । যদিও আমি সম্পূর্ণ ভুল হতে পারি ।

স্লাইড দিয়ে করা যায় কি ? যেমন - হাতের মেহেদি তোর-
জ্বলে লাল রঙে।।
এই জায়গাটা খুব ভালো গেয়েছেন । এধরনের কিছু স্লাইড ।

কালো চুলে'রে তোর-
ঘন মেঘ জমে।।
- এখানে প্রথমে কি একটু লিরিক আটকেছে ? ২য় বার ঠিক আছে । আ আ আ আ....... স্কিপ করেছেন । দেওয়া সম্ভব কি ? যদি সম্ভব হয় তবেই দেবেন । নাহলে থাক । এমনিতে গানটা খুবই ভালো হয়েছে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলেছেন আপু, ভিডিও টি আমারো মন মত না, ওটা কেবল গানটিকে শুনানোর জন্য হাতের কাছে থাকা ভিডিওটির সঙ্গে এড করেছি, তাছাড়া ইউটাব লোড না দিলে গানটি শুনাতে পারছিনা তাই লোডও করেছি। ভাবছিলাম দেখি যদি গানটি ভালো মনে হয় আবার ভিডিও বানিয়ে আবার লোড দেবো

ঘন মেঘ জমে - এখানটায় ভুল শব্দ এসে পড়ায় আটকে ছিলাম। গানটি প্রথম এডিট শেষ করেই গেয়েছি, পরে আর গাওয়ার সময় সুযোগ হয় না পরে ওটাই দিয়েছি।

আ আ আ আ এই টানগুলো গানে দেওয়া উচিৎ, আমি পারবো না মনে হচ্ছে তাই তুলতে চেষ্টা করিনি।

আবার ভিডিও ক্রেট করে আপলোড দিবো আপু আজই

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

নীলপরি বলেছেন:















২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল আপু ছবিগুলো দিয়ে উপকার করার জন্য।

এগুলো দিয়ে একটা ভিডিও করবো এখন

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন:









২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

নীলপরি বলেছেন:





২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


গানটি আবার নতুন ভিডিও চেঞ্জ করেছি আপু সময় হলে শুনার আমন্ত্রণ
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

নীলপরি বলেছেন:



২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন:






ভুল করে কয়েকটা ছবি একই হয়ে গেছে । বাকীগুলো কোনো কাজে লাগে কিনা দেখবেন । পুরো পিক না দিয়ে , এভাবে দিলে বোধহয় ইনটারেস্টিং লাগবে । কাজে লাগলে লিরিক অনুযায়ী সাজিয়ে নেবেন । আর এই গানের জন্য পিকের মধ্যে লিরিক না লেখাই ভালো । মানুষ পড়তে ব্যস্ত হয়ে শোনার ছন্দপতন ঘটে । শেষে আপনাদের দুজনের নাম দিতে পারেন । আর ভ্রমরের কোনো পিক বা ভ্রমরের ডানার প্রোপিকটাও দিতে পারেন । আসলে যাঁর গানটা আপনি ফলো করেছেন গানের প্যাশনটা ধরে রাখার জন্য ইনডোরে গানটাকেই সাবজেক্ট করে ভিডিও করেছেন । আপনারটা যেহেতু অডিও তাই স্লাইডের কথা বললাম । অনেক কিছু বলেও ফেললাম । নিজগুণে ক্ষমা করবেন ।

শুভকামনা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই কাজে লাগবে, দারুণ কাজ করেছেন ছবিগুলো দিয়ে। লিরিক অনুযায়ী সাজাতে পারবোনা মনে হচ্ছে। গানের এডিট ভালো লাগায় আনন্দ বোধ করছি, খুব আনন্দ হচ্ছে গানটি গাইতে পেরে।
পোষ্ট করবো কিনা ভাবছি, ডানা ভাইকে গতকাল পাইলাম না তাই অনুমতি না নিয়ে পোষ্ট করতে পারছিনা যদি কিছু মনে করে ভেবে।

এডিট করে আসছি নতুন ভিডিও নিয়ে। আমার পোষ্ট দেয়া কি ঠিক হবে আপু

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: আমি তো অসুবিধা দেখছিনা । কারণ আপনি ওনার নাম দিয়েই পোষ্ট । আর উনিও তো ফ্রেন্ডলি আছেন !

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, উনার অনুমতি গতরাতে পেয়েছি, আজ সেই গানটি পোষ্ট করে রাখবো, গানটি গাইতে পেরে সত্যিই খুব আনন্দিত আমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.