নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
হারিয়ে যাওয়া মানুষ গুলোকে
আবার আমি খুজছি,
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে
আবার আমি বুঝছি।।
যে হারিয়ে যায়-
সে তো আর আসে না ফিরে।।
জীবনের পদচারনায় সেতো শূন্য,
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়।।
এখন আর রাত জেগে হয়না দেখা
ওই আকাশের চাঁদ তারা,
জীবন আমি আর ভাবতে পারিনা
কিছুতেই তুই ছাড়া।।
তুই ছাড়া মন আমার ভরা শুধু শূন্যতায়।
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়।।
কতনা প্রহর আমার কেটেছে
শুধুই তোর জন্য,
ভাবতে পারিনি এই জীবনে
তুই ছাড়া কিছু অন্য।
শেষমেস জীবন আমার ভরা শুধু শূন্যতায়।
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়...।।
হারিয়ে যাওয়া মানুষ গুলোকে
আবার আমি খুজছি,
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে
আবার আমি বুঝছি।।
যে হারিয়ে যায়
সে তো আর আসে না ফিরে।।
জীবনের পদচারনায় সেতো শূন্য,
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়।।
গান : হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার আমি খুঁজছি....
লেখক : মোস্তফা সোহেল
সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
মোস্তফা সোহেল ভাইয়ের লেখা গানটি অনেকদিন আগে সুর করে গেয়েছিলাম। মনে মনে আশা ছিল সোহেল ভাইয়ের লেখা আরেকটা গান একসাথে পোষ্ট করবো। সেজন্য সোহেল ভাইকে বলেও ছিলাম ভাই আরেকটা গান লেখেন সাগর নিয়ে। তিনি লিখেছিলেন, কিন্তু সেই গানের কথাগুলো কেমন যেন আমি সুর করতে পারছিলাম না। তাই আমার ধারণা ছিল আমি আরেকটা গান লিখবো সাগর নিয়ে, কিন্তু আমারও আর লিখা হল না। এদিকে ভাইয়ের এত সুন্দর গানটি আমি প্রকাশ করতেও পারছিনা, তাই মনের মধ্যে একপ্রকার অস্বস্তি লাগছিল। মোস্তফা সোহেল ভাইয়ের অসাধারণ একটা লেখা। আমার বর্তমান পরিস্থিতিতে গানটি খুবই প্রিয় হয়ে উঠেছে। প্রায়ই কেবল গানটি আমি শুনছি। সোহেল ভাইয়ের অনুমতি না নিয়েই গানটি আপনাদের সাথেও শেয়ার করলাম।
১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত হবো ভাই। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
দোআ করবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য
২| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হয়েছে।
দু'জনের জন্য শুভ কামনা।
১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন মাইদুল ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
দোআ করবেন ভাই।
শুভকামনা আপনার জন্য
৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
গান ভালো লেগেছে
১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের কাছে ভালো লাগা জেনে অনেক অনেক অনন্দিত আমি। অনেক অনুপ্রাণিত হবো।
দোআ করবেন মুরুব্বী ...
সোহেল ভাই খুব সুন্দর লিখেছিলেন কথাগুলো। আমার মনের মতো একটা গান লিখেছেন সোহেল ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
দ্বিতীয়ার চাঁদ বলেছেন: সুর ছন্দ আর কবিতায় ভালোলাগা
১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই। অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোআ করবেন ভাই ...
শুভকামনা আপনার জন্য
৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
ভাল লেগেছে গান ও সুর । কেউ হারায় না ফেরার দেশে, কেউ হারায় চোখের আঁড়াল হয়ে...
১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের কাছে ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোআ করবেন ভাই।
হ্যা ভাই, কেউ কেউ হারিয়ে যায় চিরতরে, কেউবা চোখের আঁড়ালে।
হারিয়ে যাওয়া মানুষ গুলোকে পাওয়ার আশা যদিও থাকে, অনেক সময় আর পাওয়া হয়ে উঠে না। কিছু মানুষ হারিয়েই যায়, থেকে যায় অজানা ....
মোস্তফা সোহেল ভাইয়ের অসাধারণ কথাগুলো সুর করে গাইতে পেরে অনেক অনন্দিত আমি। গানটি ভাই আমার খুব প্রিয় হয়ে উঠেছে বর্তমানে।
শুভকামনা জানবেন ভাই, ভালোবাসা সবসময়।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
জাহিদ অনিক বলেছেন:
লেখক মোস্তফা সোহেল ভাই এবং সুরকার ও গায়ক নয়ন ভাই; আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।
গান শুনলাম। বেশ ভাল লাগল।
১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের কাছে ভালো লাগা জেনে অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম।
অনুপ্রাণিত হবো সামনের দিনগুলোতে।
দোআ করবেন কবি.....
মোস্তফা ভাই সত্যিই খুব সুন্দর লিখেছিলেন কথাগুলো। আমি সুরটা করতে পেরে অনেক তৃপ্তি পেয়েছিলাম।
বর্তমান সময়ে অনেক প্রিয় হয়ে উঠেছে গানটি আমার।
শুভকামনা জানবেন ভাই, যেখানেই থাকি ভালোবাসা আপনার জন্য সবসময় থাকে, থাকবে।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০১
শূন্যনীড় বলেছেন: দুই কবির জন্যই শুভকামনা রইল
কথা সুর গাওয়া সবই ভালো লাগলো। সুন্দর হয়েছে।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক অনুপ্রাণিত করবে আপনার প্রশংসা।
দোআ করবেন ভাই
শুভকামনা জানবেন।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮
নীলপরি বলেছেন: গান খুব সুন্দর লাগলো ।
দুজনকেই শুভকামনা ।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনন্দিত ও উৎসাহিত হলাম আপু, প্রেরণা হয়ে থাকবেন।
দোআ করবেন আপু
শুভকামনা আপনার জন্যও সবসময়
৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯
তারেক ফাহিম বলেছেন: বরাবরের মত গান ভালো লাগলো।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উৎসাহিত হলাম তারেক ভাই, অনুপ্রাণিত হবো।
দোআ করবেন ভাই
শুভকামনা জানবেন সবসময়
১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০
আকতার আর হোসাইন বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে ভাই। শুভ কামনা আপনাদের জন্য
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম, আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন
১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: দুজনের জন্য রইল শুভ কামনা !!!
গান সুন্দর হয়েছে+++
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি ভাইয়ের ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোআ করবেন কবিবর।
শুভকামনা জানবেন সবসময়
১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নতুন কে নিয়ে ভাবতে থাকুন। সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন ভাই। তুবও হারানো মানুষগুলোকে মনে যায় ক্ষণে ক্ষণে।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রইল ভাই।
দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭
ধ্রুবক আলো বলেছেন: গান শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন যাবত শেয়ার করবো ভাবছিলাম। কিন্তু আরেকটা লেখার কথা ছিল সোহেল ভাইয়ের, লিখেওছিল, কিন্তু সেটা সুর করতে পারছিলাম না, আমি লিখতে চেয়েও পারছিনা। তাই ভাবলাম একটাই শেয়ার করি, পরে না হয় আরেকটার চিন্তা করবো। তাই আজ সোহেল ভাইয়ের অনুমতি না নিয়েই শেয়ার করে ফেললাম। জানিনা, সোহেল ভাই আবার মাইন্ড করে কিনা। অনলাইনে থাকলে অবশ্যই জানাতাম। পরে জানিয়ে নেবো।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
ফয়সাল রকি বলেছেন: ভালই।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত করায় কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন।
শুভকামনা জানবেন ভাই
১৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৬
ফেরদৌসা রুহী বলেছেন: গানের কথাগুলি সুন্দর।
১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি ভাই মন্তব্যে, অনেক উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।
হ্যা ভাই, সোহেল ভাই খুব সুন্দর লিখেছিলেন কথাগুলো।
শুভকামনা জানবেন
১৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: গানের কথা সুর দুটোই ভাল লেগেছে ভাই।
১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
দোআ করবেন ভাই ....
শুভকামনা জানবেন সবসময়।
১৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩০
মলাসইলমুইনা বলেছেন: ভালো লাগলো আপনার গান ও সুর | সুরকার আর গীতিকার দুজনকেই ধন্যবাদ |
১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোআ করবেন ভাই
শুভকামনা জানবেন সবসময়
১৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কেমন আছেন? আমি ভালই আছি। তবে মাঝে-মাঝে জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে মনটা একরাশ বিষন্নতায় ভরে যায়।তাছাড়া মানুষ যাকে মনে মনে সব সময় পাশে চাই সে মানুষটিও তার পাশে সব সময় থাকে না।তাই জীবনটা হয়তো চলতে থাকে কোন রকমে।
এই গানের কথা গুলি আমার নিজেরও খুব পছন্দের।আর আপনি যে দরদ দিয়ে গেয়েছেন তাতে এই গানের কথা গুলি এক অন্য মাত্রা পেয়েছে।
আমি গানের সুর তেমন বুঝি না তবে সমূদ্র নিয়ে গানটি লেখার পরে নিজের মনেই গুন গুনিয়ে গাই।
আপনাকে শোনাতে পারলে মনে হয় মন্দ হত না।আমার সুরটা শুনে হয়তো আপনি নিজেই একটা ভাল সুর তৈরী করতে পারতেন।
আর লেখাটিতে তো আমার নাম ব্যবহার করেছে।তাহলে আবার আমার অনুমতির দরকার কি? আপনি আমার প্রিয় একজন ব্লগার।তাছাড়া আপনাকে আমি বড় ভাইয়ের মত মনে করি।আপনাকে হয়তো কোন দিন সামনা সামনি দেখিনি কথা বলিনি।তাই বলে আপনার প্রতি যে ভালবাসা তৈরী হয়েছে তা কোন ভাবেই মিথ্যা নয়।এই ব্লগে অনেকের প্রতিই একটা অদৃশ্য টান অনুভব করি।তাই তো সময় পেলেই আপনাদের মাঝে চলে আসি।
কথাকথিকেথিকথন আমার জানা মতে উনি একজন আপু।আপনি কিন্তু তাকে ভাই বলেছেন।যায় হোক ভাই আপুর চেয়ে সবাই আমাদের সহ ব্লগার এটিই মনে হয় বড় কথা।
অনেক ভাল থাকুন ভাইয়া।
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য রেখে গেছেন ভাই। ভালো লাগলো আপনার কথাগুলো।
আপনার গানের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, বর্তমান সময়ে খুব বেশি প্রিয় লাগছে। আরো আগেই পোষ্ট দিতাম, কিন্তু আরেকটি গানের আশায় দেরি হয়ে গেল। আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আগামী মাসেও কোন গান গাওয়ার ইচ্ছে আমার নাই, লেখারও। তাই ভাবলাম আপনার গানটি প্রকাশ করেই দেই। আপনাকে কালকে অনলাইনে পেলাম না তাই অনুমতি নিতে পারিনি। মনে একটা সংকোচবোধ ছিল। আপনার মন্তব্য আমাকে স্বস্তি দিয়ে গেল।
যাচ্ছে ভাই আমার সময় কোনরকম, ভালোই আছি।
গানের সঙ্গে ভিডিওটি আগেই করেছিলাম, তাই ছবিগুলো রেনডম, আসলে গানটি প্রথম সুর করেই গাওয়া, আবার গাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর গাওয়া হল না, তবে ইচ্ছে আছে আবারও গাওয়ার। তখন ছবিগুলো একটু সামঞ্জস্য রেখে ভিডিও করা যাবে।
কথাকথিকেথিকথন ভাই না আপু সেটা তেমন ধর্তব্য বিষয় না, তাছাড়া জানিনা যেহেতু সিওর তাই ভাই'ই ভালো।
দোআ করবেন ভাই।
আপনার গানের কথাগুলো সত্যিই অসাধারণ লিখেছিলেন
১৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: আমি নিজেই শিওর না কথাকথিকেথিকথন একজন আপু না ভাইয়া।তবে অনেককে উনাকে আপু বলে সম্মোধন করতে দেখেছি।
শায়মা আপুর পোষ্টে দেখলাম উনি আসলে একজন ভাইয়্যু!!
১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দৌড়ে আছি ভাই, বাড়ি থেকে কর্মস্থল যাচ্ছি। পৌঁছে আলোচনা হবে।
২০| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০
মোস্তফা সোহেল বলেছেন: ঠিক আছে নয়ন ভাই।পরে সময় করে কথা বলবেন।
ভাল থাকুন।
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখনো পৌঁছতে পারিনি, তবে কাছাকাছি। ঘাটে এসে নৌকার অপেক্ষা করছি, এখন নৌকায় যেতে হবে প্রায় এক ঘন্টার উপরে।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
২১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩
মনিরা সুলতানা বলেছেন: দুজনের জন্যই শুভ কামনা !!
কথা ও সুরে আবেগ আকুলতা রয়েছে ।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ প্রেরণা রেখে গেছেন আপু .... আমি অনেক আনন্দিত আপনার মন্তব্য পড়ে।
প্রেরণা হয়ে থাকবেন, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোআ করবেন অাপু.....
শুভকামনা জানবেন সবসময়
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০১
শখের লেখায় ২৩৪৩ বলেছেন: বানী আর সুর দুটিই উপভোগ্য ।