নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কতনা সহস্র প্রতীক্ষিত

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০



আমি আজ করেছি পণ- দেখবোই প্রভাত-সূর্য,
হাল্কা কোঁয়াশায় ঢাকা নির্মল বাতাসের স্রোতে
নিঃশব্দে আসবে স্বর্ণকুমারী হয়ে স্বর্ণাভ'সকাল,
কতনা সহস্র প্রতীক্ষিত মুহূর্ত পাবে মুক্তি-পূর্ণত্ব।
দূরের বা কাছের মসজিদ থেকে ভেসে আসবে
রাত্রির নীরবতা ভাঙা মুয়াজ্বিনের সুমধুর আহ্বন,
মধুস্বরা সে'ধ্বনিতে ঘুচবেই নিঃসঙ্গতা আমারো;
দূরে কোথাও শুনবো ঘুমভাঙানি পাখিদের গান।

ঝরে যাবে জীবন থেকে আর'একটি নির্ঘুম রাত,
জানিনা কততম-কতকাল এভাবে করেছি ভোর;
প্রিয়জন হারা বেদনার সাক্ষর দিবে প্রহর গুলই।
কজনই'বা বুঝে শূন্যময় রাত্রির কষ্ট-শিশিরজল!
কেবা দেখেছে কবে দুর্বল গরীব,বৈষম্যে দুরদুর
তাড়িয়ে যায় নিত্যকাল-অধিকার কাঁড়ছে কতই;
পায়-না কখনো ন্যায্যতা শ্রমিকের ঝরা শ্রমজল,
ভেদ-বৈষম্যে নাই মুক্তি- আসুক স্বাধীনতা যতই।

নিঃস্ব রাতের কান্না'য় সিক্ত-সজীব ঘাসবন-বৃক্ষ
সূর্যর প্রথম রশ্মি-বাউয়ে ঝকঝকে- মাতে নৃত্যে,
জাতিনাশ-বৈষম্য শোষণেই কাঙ্ক্ষিত স্বাধীনতা-
সম্ভ্রম লাশ রক্তের সাথে কতনা সহস্র প্রতীক্ষিত!
হিংস্র শকুন'রা আজও রক্ত খেয়ে মাতে উল্লাসে,
শহীদী-পবিত্র রক্তে-ভেজা এ'মাটির প্রতিটি'কণা;
দুর্বলে সবলের অত্যাচার-অন্যায়ে ন্যায় কম্পিত,
কলঙ্কিত করে'ই যাচ্ছে কষ্টার্জিত গৌরব-মর্যাদা!

ঘাসের মত ঝকঝকে একটা-সকাল দেখতে চাই-
মানবতা-ন্যায়ে জাগ্রত বিবেকবোধ,মানুষ-অন্তর
সূর্যালোকিত,রশ্মিতে শুধুই ভালোবাসার সৌরভ;
জাতিভেদ বৈষম্য রক্ত লাশের গন্ধ-ক্ষতচিহ্ন নাই,
শোষণের দাবদাহে জ্বলবে'না আর কোনো দুর্বল।
মানবিকতায় সাধিত দূর্লভ বৈষম্যবিহীন যুগান্তর,
চেতনাত্মক সে'বীরত্বকাব্য যেন'কভু ভুলে না-যাই;
কতনা সহস্র প্রতীক্ষিত পূর্ণতা-মুক্তির'স্বাদ-গৌরব।


কবিতা পাঠে মুগ্ধতা না দিতে পারায় দুঃখিত। যথেষ্ট চেষ্টা'ই ছিল, আসলে আমি ততটা নই বিজ্ঞ।

সেদিন রাতের শেষ প্রহর, চোখ থেকে ঘুম যেন হয়ে গেছে উদাও, ঘুরছি ব্লগে বিষণ্ণবদন-নাইবা করি আর সে দুঃখ-কথন। এবাড়ী ওবাড়ী ঘুরেফিরে যখন উঠি প্রধান রাস্তায়, চোখে পড়ে কবি ভাই জাহিদ অনিক প্রকাশিত কবিতা 'প্রভাত'। পড়ে বুঝি হয়েছিলাম খুব মুগ্ধ, তাইতো পেয়ে যাই অনুপ্রেরণা, নিজের মনের ভিতর ঘুরতে শুরুকরে অনেক কথা, সেগুলো সাজাতে চেয়েছিলাম মন্তব্যের ঘরেই, প্রথম দশ লাইন লেখতেই হঠাৎ ব্যস্ততা আসে অসময়ে, উঠতেই হয় লেখা রেখে বন্ধ। সেদিনই লিখা হয় ২৮ লাইন, কিছুতেই আর মিলতে চাইছিল বাকি চার! আজ যদিও মিলেছে, তাতে অনুভব অতৃপ্ত। তবুও ভাবলাম যাই হোক, নিজেরই'তো লেখা, থাকুক না'হয় এভাবেই পোষ্ট হয়ে স্মরণীয়- সুপ্রিয় কবি 'জাহিদ অনিক'-এর মুগ্ধ করা কবিতা 'প্রভাত'।

আবারো কৃতজ্ঞতা জাহিদ ভাইয়ের প্রতি, মুগ্ধকর কবিতা পড়ার সুযোগ দিয়ে করেছিলেন অনুপ্রাণিত।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:

"ঝরে যাবে জীবন থেকে আর'একটি নির্ঘুম রাত, "

-আজকাল বেশীরভাগ মানুষ জেগে থাকছে ফেসবুক, ও অন্যান্য সোস্যাল মিডিয়ার প্রেমে পড়ে

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম সত্য মনে হয় আপনার বলে যাওয়া কথাগুলো। কৃতজ্ঞতা।
রাত জাগবার উপলক্ষ্যের যেন অভাব নাই কোন নেট কানেকশনে।

শুভকামনা জানবেন।

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন নয়ন ভাই। ভাললাগা প্লাস।

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকটা প্রেরণা পেলাম ভাই, উৎসাহিত আপনার ভালো লাগা জেনে।
অনুপ্রাণিত করে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন ভাই।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

অপ্‌সরা বলেছেন: নির্ঘুম রাত তেমন একটা কাটাই না আমি !


একমাত্র খেপে যাওয়া ছাড়া!!!!!


নইলে সুনিদ্রার পরে নতুন আলোকিত প্রভাত আমার অনেক প্রিয়!!!!!!

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর আপনার প্রিয় প্রভাত,
মনে মনে কামনা রইল যেনে কভু না-খেপেন।


অনেকভাবে অনেক রাত আমার নির্ঘুম টেকেছে, পুরোপুরিভাবে নির্ঘুম, এর হিসেব রাখা হয়নি।
মাঝেমধ্যে আমার যেন রাতের সাথেও গড়ে উঠে খুব সখ্যতা .... হা হা হা
হেসে উঠার পরেও কোনকোন সময় বেরোয় দীর্ঘশ্বাস, বুঝাতে পারবোনা এর কারণ কি।

শুভকামনা জানবেন আপু, মন্তব্যে আসায় কৃতজ্ঞতা

৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৫

জাহিদ অনিক বলেছেন:

এক কবিতায় যেন সবকিছুই বললেন নয়ন ভাই।

সকালের আশা। রাত পোহাবার কত দেরী।



একটা-সকাল দেখতে চাই-
মানবতা-ন্যায়ে জাগ্রত বিবেকবোধ,মানুষ-অন্তর
সূর্যালোকিত,রশ্মিতে শুধুই ভালোবাসার সৌরভ;
জাতিভেদ বৈষম্য রক্ত লাশের গন্ধ-ক্ষতচিহ্ন নাই


এমন সকাল কবে আসবে জানি না


২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের সুন্দর মন্তব্যে রেখে যাওয়া প্রেরণার মুগ্ধতা জানাতে দেরি হয়ে গেল!

কত কথাইতো না বলা থেকে যায় ভাই, শব্দরা কেমন যেন শাসন হারা হয়ে যাচ্ছে দিনদিন, বড়ই উশৃঙ্খল! কিছুতেই চায় না মিলতে।
আপনার কবিতাটি সেদিন দারুণভাবে মুগ্ধ করেছিল আমাকে।

শায়মা আপুর মতো সুনিদ্রা শেষে একটা সুন্দর সুখময় সকালের অপেক্ষা আমিও করি জাহিদ ভাই......
যদিও জানি মানুষের কিছুকিছু অপেক্ষা কোনদিন শেষ হবার নয়।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

৫| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক সুন্দর লিখেছেন । একরাশ মুগ্ধতা।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় কবির মুগ্ধতা আমাকে অনেক উৎসাহিত করলো, পেলাম অনেক প্রেরণা।
কৃতজ্ঞতা রাখছি ভাই উৎসাহদানে। দোআ করবেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়।

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

নীলপরি বলেছেন: ঘাসের মত ঝকঝকে একটা-সকাল দেখতে চাই-
মানবতা-ন্যায়ে জাগ্রত বিবেকবোধ,মানুষ-অন্তর
সূর্যালোকিত,রশ্মিতে শুধুই ভালোবাসার সৌরভ;
জাতিভেদ বৈষম্য রক্ত লাশের গন্ধ-ক্ষতচিহ্ন নাই,
শোষণের দাবদাহে জ্বলবে'না আর কোনো দুর্বল।
মানবিকতায় সাধিত দূর্লভ বৈষম্যবিহীন যুগান্তর,
চেতনাত্মক সে'বীরত্বকাব্য যেন'কভু ভুলে না-যাই;
কতনা সহস্র প্রতীক্ষিত পূর্ণতা-মুক্তির'স্বাদ-গৌরব।
--

খুব সুন্দর ।
শুভকামনা ।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম আন্তরিক উৎসাহদানে। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।


শুভকামনা জানবেন আপু সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.