নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
ওগো দয়াময়-
কেন দাও সুখস্বপ্ন যদি কেঁড়েই নিতে হয়।।
কেন এত দুঃখ দাও বারবার তুমি আমায়,
ভাসাও চোখের জলে কত দুঃসহ বেদনায়;
নীরবে পুড়াও-কর ক্ষয়!
কষ্টের যে-আগুন খোঁদা জ্বালিয়ে দিলে বুকে,
শ্রাবণের ঘন-বর্ষণ জলে নিভে'না ওঠে বেড়ে!
কেউ জানেনা জানো তুমি
কি যাতনা-কষ্ট বুকে বয়।
প্রিয়া গেল স্বার্থ-লোভে ব্যথায় ভরে জীবন,
সাগর জলে ভাসে নিত্য স্বজন হারা নয়ন।
নিয়ম মতই কাঁড়লে সবি
শক্তি'দিও সইতে প্রাণময়।
(ছবিটি গুগল থেকে নেয়া)
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
কৃতজ্ঞতা কবিতা পাঠ ও মন্তব্যে। দোআ করবেন।
শুভকামনা জানবেন হক ভাই
২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
প্রিয়ার জন্যে দয়াময়ের স্মরণে কবির কবিতা খুব ভাল লাগল!
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি ভাইকে মন্তব্যের ঘরে পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম।
ভালো লাগা জেনে অনুপ্রাণিত হলাম। কৃতজ্ঞতা জানবেন পাঠে।
শুভকামনা জানবেন সবসময়।
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লাগল।
দয়াময় ৯৯% বেশি ভাল বাসেন তার সৃষ্টিকে।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই ভাই, দয়াময়ের ভালোবাসাতেই তো বেঁচে আছি। আপনার মন্তব্যে অনেক ভরসা।
দোআ করবেন সুপ্রিয় শ্রদ্ধেয়।
অনেকদিন পর হলেও সুজন ভাইয়ের দেখা পেয়ে খুশি হয়েছি খুব।
কেমন আছেন ভাই, আমি কেমন যেন অনিয়মিত হয়ে যাচ্ছি দিনদিন, অনেকের কাছেই যেতে পারছিনা।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল।
শুভকামনা সবসময় আপনার জন্য।
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনার অভিযোগে অভিযোগে শেষ দয়াময় পালিয়ে যায় কিনা, সেটা ভাবছি!
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা পালাবে না, যদি একটু করুণা মেলে দয়াময়ের ....।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় সুপ্রিয়।
৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সব কিছু দয়ালুর খেলা। তিনি যেমন যাতনা দেন তেমতি মানুষের মনে প্রকৃত সুখের জন্ম দেন। সেজন্য অপেক্ষা করতে হবে।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলে গেছেন ভাই, সবই দয়ালের নিয়ম মাফিক খেল।
আমি সেই অপেক্ষা ও ভরসা সবসময় করি।
অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি প্রিয় শাহাদাৎ ভাই।
দোআ করবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। শুভকামনা।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম সম্রাট ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৭| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০
জাহিদ অনিক বলেছেন:
বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
নাম দেখে তো ভেবেছিলাম ঈশ্বর স্তুতি কাব্য; পড়ে দেখালাম অভিযোগ কাব্য। লাভ নেই অভিযোগ করে। রিপ্লাই পাবেন না।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি অভিযোগ করিনি কবি, মনে করিয়ে দিয়েছি, সইতে যেন পারি সেই শক্তি কামনা করেছি।
ঠিক বলেছেন, রিপ্লে আসবে না ...
তবুও মনের অাবেদন থেকেই যায়।
সুন্দর মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভকামনা সবসময়
৮| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২
উম্মে সায়মা বলেছেন: নিয়ম মতই কাড়লে সবি
শক্তি দিও সইতে প্রাণময়।
এটাই প্রার্থনা.....
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, এটুকই কামনায়
মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি আপু।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: বিধাতা দুঃখ সইবার শক্তি দিন আপনাকে।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্
মন্তব্যে কৃতজ্ঞতা রইল ভাই।
শুভ সকাল।
১০| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪
নীলপরি বলেছেন: শক্তি'দিও সইতে প্রাণময়। --
একমত । এটাই একমাত্র প্রার্থনা ।
শুভকামনা ।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো মতামত জেনে, প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা আপনার জন্যও সবসময়
১১| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
নিয়ম মতই কাড়লে সবি
শক্তি দিও সইতে প্রাণময়।
ভাল লাগলো ++++
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির কাছে ভালো লাগায় উৎসাহিত ও আনন্দিত হলাম।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫
নীলপরি বলেছেন: ব্যস্ত আছেন কি ? আপনাকে দেখছি না ব্লগে তাই জানতে চাইলাম ।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্যস্ততা তেমন ছিল না আপু, আসলে সেদিন সারাদিন বৃষ্টি বাতাসে আমার এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। মোবাইল চার্জ শূন্য হওয়ায় ব্লগে আর থাকা যায় নি। গতরাতে বিদ্যুৎ পাওয়া গেলেও ব্লগে আসা হয়নি।
কেমন যেন সবকিছুতে আমার বিতৃষ্ণা দেখাদিচ্ছে আপু! দোআ করবেন।
আন্তরিকতার ছুঁয়া পেলাম খোঁজখবর নেয়ায়, কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখছি।
শুভকামনা জানবেন সবসময়
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯
নীলপরি বলেছেন: কেমন যেন সবকিছুতে আমার বিতৃষ্ণা দেখাদিচ্ছে..... --
বুঝতে পারছি । আমারও এরকম হয় । আবার নিজেকেই ঠিক হতে হয় । এছাড়া আর কি করার আছে বলুন ?
অনেক শুভকামনা রইলো ।
ভালো থাকুন ।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, সুন্দর পরামর্শ রেখে গেছেন। কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন আপু, নিজের চেষ্টা মনোবল হারাতে চাই না।
শুভকামনা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।