নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

শিকল কেন চাও পরাতে

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৫



শিকল কেন চাও পরাতে
আমার মুক্ত পায়ে,
তবে'কি দুরন্ত কিশোর
ঘুরবে'না আর গাঁয়ে!

থাকবে কি'আর বন্দি ঘরে
তরুণ যুবক প্রাণ,
বাঁধনহারা স্বাধীন মনে
দেশ-প্রেমিকের গান!

সত্যান্বেষী-প্রেমিক হৃদয়
মানছে কবে বারণ,
মেঘের সাধ্যে হয়'কি কভু
ঢাকতে সূর্যকিরণ!

মিথ্যায়-কি চাপতে পারে
সত্য কোনো কালে,
মুক্ত স্বাধীন-প্রেমিক লেখক
শিল্পী ছন্দ তালে।

কোন'সে বাঁধা রুখতে পারে
বীর-তরুণের পথ!
মানবপ্রেমিক যুবক-ক্রোধে
হয় শোষকের বধ।

অত্যাচারী পেয়েছিল কবে
পৃথিবীর শান্তি-সুখ!
অন্ধকারেই পতিত হয়েছে
অমানবিক নিন্দুক।।


________
ছবি কৃতজ্ঞতা গুগোল সার্চ

মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্য।


২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইকে আনন্দিত হলাম। ভালো আছেন আশাকরি।

আপনার মতামত আমাকে অনুপ্রাণিত করবে, চেষ্টাশীল থাকবো।
দোআ করবেন ভাই।

শুভ হোক আপনার প্রতিক্ষণ।

আপনার ড্রাইভিং পরীক্ষার খবর ভালো আশা করি।

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


এটা কি প্রেম বিষয়ক শিকল, নাকি রাজনৈতিক বিষয়ক শিকল?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চিন্তায় ফেলে দিলেন....!!!

আমি তো ভেবেছিলাম যে যেমন পারে বুঝে নিবে! কেউ সমাজের শিকল কেউবা রাজনৈতিক আবার কারো কাছে প্রেমেরও মনে হতে পারে।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৭

উম্মে সায়মা বলেছেন: ভালো লিখেছেন নয়ন ভাই....

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভালো লাগা জেনে। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:১১

নীহার দত্ত বলেছেন: সত্যান্বেষী-প্রেমিক হৃদয়
মানছে কবে বারণ,
সুন্দর কাব্য

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক উৎসাহ রেখে গেছেন, অনুপ্রাণিত হবো আগামীতে সৃষ্টিসুখে।
কৃতজ্ঞতা জানবেন দাদা,

শুভকামনা জানবেন সবসময়।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৫

বিলুনী বলেছেন:
অসাধারণ ছন্দময় ছড়া
একরাস মুগ্ধতা ।

অত্যাচারী পেয়েছিল কবে
পৃথিবীর শান্তি-সুখ!
অন্ধকারেই পতিত হয়েছে
অমানবিক নিন্দুক।।

এ যেন আমারই মনের কথা
এখানেই মনে হয় কবির স্বার্থকতা ।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, এই সার্থকতা আমাকে ভাসাবে সৃষ্টিসুখে, অনুপ্রাণিত হবো।
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন ভাই, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছন্দ ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক অনন্দিত হলাম। উৎসাহদানে কৃতজ্ঞতা রইল ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪২

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন নয়ন ভাই।অনেক ভাল লাগল।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসা আমাকে সৃষ্টিসুখের আনন্দে তৃপ্ত করে গেল ভাই, অনেক অনুপ্রেরণার।
দোআ রাইখেন ভাই।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত করলেন ধ্রুবক ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহিত করায় কৃতজ্ঞতা রাখি।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা। প্রেমিক হৃদয়কে বারণ করে বা শিকল দিয়ে কখনও আটকে রাখা যায় না। সুন্দর অনুভব। লিখতে থাকুন।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর উপলব্ধি রেখে গেছেন ভাই, অনেক প্রেরণাময়। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ রাইখেন।

শুভকামনা জানবেন সবসময়।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখছেন!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় ভাইয়ের প্রশংসা আমাকে আনন্দিত করে গেল সৃষ্টিসুখে।
কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা নিবেদনের জন্য শুভেচ্ছা শতত।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের মুগ্ধতা শুভেচ্ছা আমাকে আনন্দিত করলো সৃষ্টিসুখে।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: শুভকামনার জন্য থ্যাংকু!:)

এইবার কি থ্যাংকুর জন্যও শুভকামনা জানাবেন??? :P

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই .... আপনার জন্য তো শুভকামনা সবসময়, যতই থাকুন/থাকি আঁড়ালে বা অন্তরায়িত। এই আন্তরিক ভালোবাসা জেগে থাকবে নিরন্তর।

অবশ্যই জানানো উচিৎ কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় নষ্ট করে দ্বিতীয়বার এসে উৎসাহিত করার মাঝে যে অনেক আন্তরিকতার প্রকাশ। এর সৌজন্যতা দেখানোই তো আমার দায়িত্বের আওতাধীন মনে করি।

শুভকামনা তো সবসময়ই থাকে, ভালোবাসাও থাকবে নিরন্তর।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

প্রামানিক বলেছেন: অত্যাচারী পেয়েছিল কবে
পৃথিবীর শান্তি-সুখ!
অন্ধকারেই পতিত হয়েছে
অমানবিক নিন্দুক।।


কাব্য কথা ছন্দ খুব ভালো লাগল।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা আর শ্রদ্ধা রাখছি আপনার ভালো লাগায়। অনেক অনুপ্রাণিত করবে শ্রদ্ধেয়র রেখে যাওয়া প্রশংসা।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩

নীলপরি বলেছেন: অত্যাচারী পেয়েছিল কবে
পৃথিবীর শান্তি-সুখ!
অন্ধকারেই পতিত হয়েছে
অমানবিক নিন্দুক।।


খুব ভালো লিখেছেন । ++++++

শুভকামনা

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
খুব ভালো লিখেছেন । ++++++ প্রশংসা ও প্লাসগুলো আমাকে আনন্দিত করলো সৃষ্টিসুখে, অনুপ্রাণিত হবো আগামীকে। শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

জাহিদ অনিক বলেছেন:

নীলপরি আপু, প্রামানিক ভাইএরও দেখি এই লাইন গুলা বেশি পছন্দের,

আমারও


অত্যাচারী পেয়েছিল কবে
পৃথিবীর শান্তি-সুখ!
অন্ধকারেই পতিত হয়েছে
অমানবিক নিন্দুক।।


কবিতায় সবকিছুই আছে। প্রেম আছে, মায়া আছে পৃথীবর জন্য আকুলতা আছে।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের পছন্দ আমাকে অনেক প্রেরণা দিয়ে গেল, অনুপ্রাণিত করে গেলেন কবি। কৃতজ্ঞতা জানবেন।

কবিতায় সবকিছুই আছে। প্রেম আছে, মায়া আছে পৃথীবর জন্য আকুলতা আছে অনেক অনেক আনন্দিত ভরে গেল মন সৃষ্টসুখে।

শুভকামনা জানবেন সবসময় সুপ্রিয়

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবির সাথে কবিতা একেবারে মিলে মিশে একাকার।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার অনুভব, কৃতজ্ঞতা রাখছি ভাই।
প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ভালো লাগলো।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা আপনার জন্য

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




কবির পায়ে শেকল পড়াতে নেই ।

( "হয় শোষকের বঁদ।" শব্দটি বোধহয় " বধ " হবে । )

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনেক কৃতজ্ঞতা জানবেন ভুল শুধরে দিয়ে যাওয়ায়। ঠিক করে নিয়েছি।
এই আন্তরিক স্নেহ ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই কখনো এমন প্রত্যাশা।

কবির পায়ে শেকল পড়াতে নেই খাঁটি কথা বলেছেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:
কোন'সে বাঁধা রুখতে পারে
বীর-তরুণের পথ!
মানবপ্রেমিক যুবক-ক্রোধে
হয় শোষকের বধ।
--------

অসাধারণ লিখেছেন!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপনার প্রশংসা পেয়ে। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি আপু।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।


শুভকামনা আপনার জন্য সবসময়।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যতোসব বন্দিশালায় আগুন জ্বালাতে হবে।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার আপত্তি নেই তাতে, দিয়ে দিন তালা।

তবে আমাদের ভেতর থেকে অমানবিক হিংস্রতা ছুড়ে ফেলতে হবে।

সুন্দর মন্তব্যে মুগ্ধতা জানবেন।
শুভকামনা আপনার জন্য

২১| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মলাসইলমুইনা বলেছেন: আহ বছর দশেক আগে লিখবেন না এই কবিতাটা ! একটু বিদ্রোহী হতে পারতাম | এখন কি আর বিদ্রোহ করার সময় আছে ? আরেক জন্মে যদি পৃথিবীতে আসি এই কবিতাটা মনে রেখে শিকল ছিড়ে হয়ে যাবো আমি মহা বিদ্রোহী .....

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অকবি হতে পারি, তবে নিজের অকবিতা পড়ে কেউ ভালো লাগছে জানতে পারলেই আনন্দিত হই, আর আপনার এতো সুন্দরভাবে মন মাতাল করা প্রশংসা আমাকে কতটা আনন্দিত করেছে তা অকবির পক্ষে বলে বুঝানো মনে হয় অসম্ভব। অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন "নাই...ইস" ভাই। হৃদয়ে জায়গা করে নিলেন সেরা প্রেরণা-দানকারীর লিষ্টে।

অনেক উৎসাহিত হলাম ভাই.....

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: নতুন পোষ্ট কোথায় ?

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন আপু ?
কয়েকদিন খুব ব্যস্ততম সময় পার করতে হয়েছে। কিছুিই লিখতে পারছিলাম না, কেন যেন আর মন বসছে না লিখতে।

একটা লেখেছি কয়েকদিন আগে সেটা দেওয়া হয়নি ব্লগে সময় দিতে পারছিনা ভেবে। আজ ভাবছি পোষ্ট করবো।

মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি। দোআ করবেন।
শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.