নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

তপ্ত যৌবন স্রোতে

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১১



সেদিন সন্ধ্যা না হতেই দেখি
পূবের আকাশ আলোকিত করে
জেগে উঠেছে পূর্ণিমারচাঁদ!
আকাশ জুড়ে যেন চলছিল আলোর মিছিল;
আমি মুগ্ধ চোখেই ছিলাম তাকিয়ে,
ঠিক যেমনটি তোমার মৃদু কম্প
ঠোট জোড়া দেখে স্থির হয় আমার নয়ন পাতা!
মনের ভিতর ভাসছিল তোমারি মুখচ্ছবি।

জানো, তোমাকে সেদিন লাগছিল খুব সুন্দর!
যৌবনরসে পূর্ণ শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে
আমি খুঁজে পেয়েছিলাম মুগ্ধতা,
চাঁদমুখের সামান্য হাসিতে পেয়েছি তৃপ্তির স্বাদ।
পারবোনা, বুঝাতে পারবোনা তোমায়-
কতটা আপন মনে হয়, কতটা চাই মিশে যেতে!
তোমার উত্তাল সাগরে দিতে চাই ডুব-সাঁতার;
সাগরতল থেকে চকচকে মুক্ত আনবো কুড়িয়ে,
সে যে আমার ছিল অনেক দিনের সখ...
ঠিক যেদিন তোমাকে দেখেছিলাম প্রথম দুচোখে!

কত রাত করেছি ভোর তোমাকেই ভেবে ভেবে,
অনুভবে কতদিন কতভাবে সাজিয়ে ছিলাম
স্বর্ণকমল অঙ্গ-লতাগুলো নিজের মতো করে!

শুধু জানানো হয়নি কোনদিন কোনভাবে
সেই-সব মধু ঝরা স্বপ্ন-কথা-
এই মনের গভীরে রেখেছি তোমায় মহারাণী!
মাঝেমধ্যে নীরব রাতের মধ্য প্রহরে-
সযত্নে শুয়িয়ে রাখি আমার এই বুকটার উপর;
তুমি পরম আদরে ধরে থাকো জড়িয়ে...।
আমি হারিয়ে যাই....
ডুবে যাই ধীরেধীরে অতল সমুদ্রজলে;
ভেসে ভেসে হই তৃপ্ত-তোমার তপ্ত যৌবন স্রোতে।।



ছবি : টুইটার থেকে সংগৃহীত

মন্তব্য ৪১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

রাসেল উদ্দীন বলেছেন: কত ডিগ্রী সেলসিয়াস ভালবাসা থাকলে এমন কবিতা লেখা যায়?

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বলেছেন ভাই! খুব খুশিখুশি লাগছে আমার সৃষ্টিসুখে।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।

আপনার প্রশ্নের উত্তর আমার জানা নাই ভাই, কোনদিন মেপে দেখিনি তো.... হা হা হা

আমি একটি ভালোবাসার কবিতা লিখতে চেয়েছিলাম, আপনার মন্তব্য আমাকে সেই সুখটি দিয়ে গেলো।

শুভকামনা জানবেন সবসময়।

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন ভালোবাসার কবিতা।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে, আমি সত্যিই খুব আনন্দিত হলাম জেনে ভালোবাসার কবিতা লিখতে পেরেছি।

প্রেরণা হয়ে থাকবেন আপু।
শুভকামনা আপনার জন্য

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



এটা মনে হয়, আধুনিক প্রেমের একান্ত লুল আলোচনা

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা আসলেই আমার হাসি পাচ্ছে খুব, হাসিটা একপ্রকার লজ্জাবোধ থেকেই।

আমি আসলে একটা ভালোবাসার কবিতা লিখবো সখ করেছিলাম, এটা যে একান্ত লুল হবে সেটা ভেবে দেখিনি। মনে যা এসেছে লিখে গেছি।

ভালো লাগলো মন্তব্য

৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


এটা মনে হয়, সেলফোনিক প্রেমের একান্ত লুল আলোচনা

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, হতেও পারে আপনার কথামত। তবে বর্তমান প্রেম পিরিতির পিরিয়ডে একটু মানানসই হলেও সার্থকতা থাকবে আমার। আমি তো ভালোবাসাই ব্যক্ত করতে চেয়েছি।

মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: বাহ ! খুব সুন্দর ।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত হলাম আপু, অনেকটা ভয়ও দূর হল আমার।
প্রেরণা হয়ে থাকবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

জাহিদ অনিক বলেছেন:
কত রাত করেছি ভোর তোমাকেই ভেবে ভেবে,
অনুভবে কতদিন কতভাবে সাজিয়ে ছিলাম
স্বর্ণকমল অঙ্গ-লতাগুলো নিজের মতো করে!



কবি বেশি করে না হলেও পর্যাপ্ত ঘুমাবেন। ব্যস্ততা ঠিকমত বিশ্রাম নিতে দেয় না, রাতেও যদি ঘুম না হয় ! বাচবেন কি করে ?

ফেসবুকে দেখলাম আপনার নির্ঘুম রাতের পড়ে ক্লান্ত মুখের ছবি।
ঘুম পর্যাপ্ত দরকার। কমপক্ষে ৬ ঘন্টা। শরীর মন সতেজ রাখুন। রাত জাগলে কবিতা আসে জানি, বাচতেও তো হবে !


শুভ কামনা রইলো।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কবি ...! শ্রদ্ধা ভরে গ্রহণ করলাম আপনার পরামর্শ। কৃতজ্ঞতা জানাতেই হয় সুন্দর আন্তরিক পরামর্শে।

মাঝেমধ্যে ঘুম বড্ড অভিমানী হয়ে উঠে ভাই ! কিছুতেই ফিরতে চায় না চক্ষু কুঠরে!

চেষ্টা করবো আপনার পরামর্শ ঘুমকে বুঝাতে। দোআ কইরেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময় থাকে

৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

জাহিদ অনিক বলেছেন:


আমি আগে খুব সিগারেট খেতাম, রাতে ঘুমাতাম না।

সব ছেড়ে দিয়েছি। নিজেকে তো নিজেই চালাতে হবে !

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, সুন্দর কথা বলাছেন, নিজেকে তো নিজেরই কন্ট্রোল করতে হবে।

আপনি সিগারেট ছেড়েছেন জেনে সত্যিই খুব ভালো লাগলো।
আমি চেষ্টা করে বারবার ব্যর্থ, বাদ দিতে চাইলে আরো বেশি যায়!

তবে, আপনার কথায় ঠিকমতো ঘুমানোর চেষ্টা করবো।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়

৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা +

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হয়েছি ভাই। প্ররণা হয়ে থাকবেন ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়

৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫

ওমেরা বলেছেন: ভালবাসাময় কবিতা ভাল লাগল। অনেক ধন্যবাদ ভাইয়া ।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ভালো লাগা জানতে দেরি হল বলে দুঃখিত আপু। অনেকদিন পর আজই ব্লগে ঢুকার সময় সুযোগ হল, জানিনা কতক্ষণ থাকতে পারবো।

আপনার ভাল লাগা আমাকে অনুপ্রাণিত করবে আপু।
কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময়।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০১

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন নয়ন ভাই।
অনেক শুভ কামনা রইল।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত আপনার মন্তব্য পড়ে। কৃতজ্ঞতা রাখছি ভাই উৎসাহদানে।

দেরি করে প্রতিউত্তর দেয়ায় দুঃখিত ভাই, খুবই ব্যস্ত সময় পার করছি।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

মলাসইলমুইনা বলেছেন: আমি নেই নেই নেইরে ....| প্রিয় কবি দারুন হলো এবারের কবিতাও | আমার আর কিছু যোগ করার নাই মন্তব্যে | কবিতার ভালোবাসার স্রোতে হারিয়ে গেলাম |

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনেক আনন্দিত ও উৎসাহিত করে গেল ভাই। কৃতজ্ঞতা জানবেন।

দেরি করে ফেল্লাম তাই দুঃখিত।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১২| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

এফ.কে আশিক বলেছেন: ভালো লিখেছেন...
শুভ কামনা কবি...

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য। কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত সুন্দর কবিতায় প্লাস না দিয়ে থাকতে পারলাম না। খুব সুন্দর হয়েছে ভাই।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্লাস পেয়ে ধন্য হল ভাই আমার সামান্য লেখাটি। কৃতজ্ঞতা জানবেন।

দেরি হয়ে গেল প্রতিউত্তরে সেজন্য দুঃখিত ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা মন ছুঁয়ে গেছে।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি ভাই মন্তব্য রেখে যাওয়ায়।

শুভকামনা জানবেন সবসময়।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

তারেক ফাহিম বলেছেন: আপনি কর্তৃক মন্তব্যকারীর প্রেরণা কমতে শুরু করলো।
প্রোফাইলে সুদৃষ্টি কামনা করছি।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, খুবই ব্যস্ততম সময় পার করছি। নতুন পোষ্টিং প্লেস নিজের বাড়িতে কিছু কাজের চাপ, সবমিলিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছি।

দোআ করবেন ভাই, আমি আপনাদের মাঝেই থাকতে চাই ঠিক আগের মতোই।

অনেক দেরি করে ফেললাম ভাই প্রতি উত্তরে তাই দুঃখিত।

শুভকামনা জানবেন সবসময়।
আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভাল হয়েছে++++



শুভ কামনা রইল।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির উৎসাহে সাড়া দিতে দেরি হল বলে দুঃখিত।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই, ভালোবাসা সবসময়

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কবিতার উন্নতির গ্রাফটা চালু রয়েছে!!:)


আরো আরো ভালো কবিতা লেখার শুভকামনা!:)

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কাছথেকে সবসময় আমি ভরসা আত্মবিশ্বাস পাই, সেটা আমার সৌভাগ্য মনে করি ভাই।

উৎসাহদানে কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। উন্নতি করকে পারছি জেনে অনেক অনেক আনন্দিত হলাম ভাই। অনুপ্রাণিত হবো সামনের দিনে। দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি গুরু জানিয়ে যাওয়ার জন্য। আমি আসলে দেখিনি এখনো, অনেকদিন পর আজই লগইন হয়েছি।

শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন সবসময়।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যদিও আমার কোন এড বিষয়ে জানা নেই, তবুও নিজের সম্পর্কে জানিয়ে এসেছি গুরু। ইমেইল কনফারেন্সে নিজের ইমেইল এড করে এসেছি।
আবারো কৃতজ্ঞতা রাখছি আপনার এমন উদার চিন্তাভাবনায়।

আপনার সুস্থতা কামনায়

১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

অর্ক বলেছেন: চমৎকার কবিতা! শুভকামনা। তবে "যৌবনরস" শব্দটি ঠিক শ্লীল মনে হলো না।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখানে পূর্ণ চাঁদের ভুবনজয়ী জোছনাকেই বুঝাতে চেয়েছি। আবার প্রিয়ার প্রতি মুগ্ধতাও বুঝে নেয়া যায়।
ক্ষমার চোখে দেখেন প্রিয় কবি। আমি শব্দের প্রয়োজনেই ব্যবহার করেছি, আর কোন খারাপ উদ্দেশ্য আমার ছিল না।

কবিতার প্রশংসা আমাকে আনন্দিত করলো, অনেক প্রেরণা পেলাম। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২০| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

খায়রুল আহসান বলেছেন: গভীর প্রেমের কবিতা। + +
পূর্ণিমা ও প্রেমভাবনা যেন যুগল ঝর্নার ন্যায় প্রবাহিত হয়।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর এঁর উৎসাহদানে প্রীত হয়েছি, পেয়েছি প্রেরণা। অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।


শুভকামনা আপনার জন্য সবসময়
শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন কবিবর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.