নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
ভালোবাসা সবার জীবনেই স্থায়ী হয় না,
সবার বুকে প্রেমের পাখি বাঁধে না ঘর!
এইটুকু বুঝবার মতো বয়সে পৌঁছেছি...
তাই, আর কোনো দোষ দেই'না তোমার;
অনেক স্মৃতি এখনো জমা এই বুকটায়-
যদিও তুমি স্বার্থান্ধ হয়ে'ই করেছো পর!
অনেক পুড়েছি....!
অকারণে ভাসিয়েছি হৃদয় শ্রাবণধারায়,
অগণিত নির্ঘুম রাত কাটিয়েছি
তুমি আসবে ভেবে ভেবেই....
স্বর্ণাভ সময়ের সাথে সোনার-দেহের ক্ষয়!
বিশ্বাসে বিশ্বাসে জ্বলেছি প্রতিক্ষণ,
বুঝেছি ভুল-স্বপ্ন...
দুচোখ গড়েছি পদ্মা মেঘনা;
হারিয়ে বুঝেছি তোমায়- প্রেম কারে কয়...!
স্বপ্ন আর বাস্তবতা ভিন্নতর'ই হয়...!
কিছু স্বপ্ন হারিয়ে যায় ঘুম ভাঙার আগেই,
কিছুকিছু স্বপ্ন
জীবনের শেষদিন পর্যন্ত তাড়িয়ে বেড়ায়...।
আমিও স্বপ্ন দেখেছি...
মনে মনে আমারও ছিল কিছু'টা বাসনা,
চাওয়া'টা বড় না হলেও
পাওয়ার হিসেব'টি একেবারে ছোট;
জীবনের বৃহদাংশ হারিয়েই আজ বুঝেছি
ভুল ছিল...!
আমার চাওয়া'টা ভুল ছিলনা,
ভুল মানুষে বিশ্বাস রাখা'টাই ছিল বড় ভুল।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর। প্রেরণা হয়ে থাকবেন। প্রেরণাদানে কৃতজ্ঞ।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
শুভকামনা আপনার জন্য।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫
কৃষ্ণ কমল দাস বলেছেন: আমার ভালো লেগেছে...........
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম দাদা, প্রেরণা হয়ে থাকবেন।
ভালো লাগে জানানোয় কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন দাদা
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
তারেক ফাহিম বলেছেন: ভালো লিখলেন নয়ন ভাই।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল ভাই।
শুভকামনা আপনার জন্য
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯
সনেট কবি বলেছেন: অনেক দিন পরে ব্লগে এসে আপনার কবিতা পড়ে ভাল লাগলো।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাকে ব্লগে দেখে অনেক ভালো লাগছে শ্রদ্ধেয় কবিবর।
আমিও এখন আর আগের মতো সময় পাই না, লেখালেখিও হচ্ছে না আগের মতো। ফেসবুকে ফাঁকেফাঁকে দুচার লাইন লিখে জড়ো করি কোনরকম। আপনার মন্তব্য আমাকে অনেক উৎসাহিত করে গেল। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে আশা।
শুভকামনা জানবেন সবসময়।
আপনার সুস্থতা কামনায়
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
এগুলো কি বিরহীদের মনে কথা, বিরহীদের ভাষা, নাকি আপনার জীবনের কথা?
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিরহীদের কথা কিনা জানিনা শ্রদ্ধেয়, তবে আমার কথা এতে কোন সন্দেহ নাই। আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তবতা নিয়েই বেশিরভাগ লিখে থাকি, অনেকসময় বাস্তবতার অনুভবও লিখি।
আমার কথাগুলো লিখলে আমি শান্তি পাই, পারিনা মনেরমত লিখতে।
দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয়।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
সাইন বোর্ড বলেছেন: সাধু ও চলিত ভাষার মিশেলে এ শুধু অাকুতি, কবিতা নেই বললেই চলে ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন ভাই, কিছুটা শিখার সুযোগ দিয়ে কৃতজ্ঞ করলেন।
কবিতা আমি আবার কবে লিখতে পারলাম ভাই! গল্প নাম নিতে পারিনা তাই কবিতা ট্যাগ দেই।
দোআ করবেন ভাই।
শুভকামনা আপনার জন্য।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১
ওমেরা বলেছেন: ভুল মানুষকে বিস্বাস করা সবার জীবনের বড় ভুল ।মানুষ চেনার তো কোন মেশিন নেই ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনেরমত মন্তব্য রেখে গেছেন আপু .... বড় ভুলটা সবাই করে কমবেশি।
মানুষ চেনা্র কোন মেশিন থাকলে ভালোই হতো।
চক্ষু দিলা মুখ চিনিতে
চিনতে দিলা নারে মন
যে নয়নে মন চিনা যায়
দাও না বিধি সেই নয়ন
মমতাজ এর গানের কথাগুলো খুব ভালো লাগে আমার
শুভকামনা আপনার জন্য সবসময়
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লিখেছেন।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত করলেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
সময় নষ্ট করে আমাকে উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
আখেনাটেন বলেছেন: ভুল মানুষে বিশ্বাস রাখা'টাই ছিল বড় ভুল। -- সত্য কথন।
সঠিক মানুষ চেনাটাও বড়া মুশকিল।
ভালো লেগেছে কবিতা।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় আপনাকে মন্তব্যে পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন। ভালো লাগা জেনে উৎসাহিত, অনুপ্রাণিত হবো সামনের দিনে। প্রেরণাদানে কৃতজ্ঞ ।
দোআ করবেন ভাই।
হ্যা ভাই, সঠিক মানুষ চিনতে পারাটা বড়ই কঠিন, আর, আমার মতো বোকা মানুষের জন্য একেবারেই অসম্ভব।
শুভকামনা জানবেন ভাই সবসময়
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে ।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই। প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন ভাই
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭
সামিয়া বলেছেন: ভালো লাগলো
সুন্দর ছবি।।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন আপু।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
ছবিটি আমার গ্রামের বাড়িতে তুলেছিলাম মোবাইলে। ভালো লাগলো ছবির প্রশংসা।
শুভকামনা জানবেন সবসময়
১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০১
জাহিদ অনিক বলেছেন:
এইভাবেই হয়ে যায় ভালোবাসা
কারনে অকারনে
শুয়ে থাকে পাশিপাশি সুখ অসুখ
যেদিন কেটেছে সেসব বড্ড ভুল ছিল
বড্ড ভুল
তবুও
সেই ভুলেই যেন নির্বান
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা সুপ্রিয় কবি, সেই ভুলেই নির্বাণ। হা হা হা
কাব্যিক মন্তব্য আমাকে মুগ্ধ করে গেল।
শুভ হোক কবির দিনরাত প্রতিক্ষণ
শীতের শুভেচ্ছা
১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+++
শুভ কামনা রইল।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
শুভকামনা আপনার জন্যও সবসময়
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা ।
অসুস্থতার জন্য বেশীক্ষন ব্লগে বিচরণ করতে পারছিনা ।
আপনার অনেক কবিতাই অদেখা রয়ে গেছে ।
পরে একসময় এসে সবগুলি পাঠ কবব ।
দোয়া করবেন ।
শুভেচ্ছা রইল
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল।
আপনার মন্তব্য পেলে যেমন উৎসাহিত ও আনন্দিত হই, তেমন ধন্যও মনে করি নিজেকে। কর্মব্যস্ততার দরুন আমিও বেশিক্ষণ ব্লগে থাকতে পারিনা, তাই হয়তো আপনার অসুস্থতা সম্পর্কে আমি জানতাম না, ভেবেছি ব্যস্ততা আমার মতো অনেককেই ব্লগে সময় দিতে দিচ্ছে না। আপনার সুস্থতা কামনা করি সবসময়। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এমন কামনা স্রষ্টায়।
কবিতার প্রশংসা আমাকে অনু্প্রাণিত করবে শ্রদ্ধেয় প্রিয়।
দোআ করবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
প্রামানিক বলেছেন: স্বপ্ন আর বাস্তবতা ভিন্নতর'ই হয়...!
কিছু স্বপ্ন হারিয়ে যায় ঘুম ভাঙার আগেই,
কিছুকিছু স্বপ্ন
জীবনের শেষদিন পর্যন্ত তাড়িয়ে বেড়ায়...।
খুব ভালো লাগল। ধন্যবাদ