নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
বন্ধুরে কই পাবো বল সখী,
বন্ধু বিনে কাটে না রজনী।।
চোখ বুজিলে দেখি তারে
হাসি চন্দ্রমুখে,
ঘুম আসে'না তার বিরহে
হৃদয় শুধু পুড়ে।।
সকাল দুপুর সন্ধ্যা রাতি
তারেই শুধু ভাবি।
বন্ধু বিনে কাটে না রজনী।
সুখ বুঝিনা ভোগবিলাসে
বিষণ্ণতা প্রহর জুড়ে,
মন'টা অবুঝ ব্যথায় পুড়ে
ঘুমহারা রাত কাটে।।
হায়রে পাষাণ বিনোদিনী,
শিখাইল'কি পিরিতি।
বন্ধু বিনে কাটে না রজনী।
ভাসাইল নাও আশা-গাঙে
প্রেমের পাল তুলে,
ধরাইল হাল বৈঠা হাতে
ডুবাইল মাঝপথে।।
স্বপন যতো ভাঙল সবি,
কূল হারা বৈরাগী।
বন্ধু বিনে কাটে না রজনী।
____
ছবিটি গুগলি থেকে নিয়েছি। যেহেতু অনেকগুলো ওয়েবে দেখলাম ছবিটি সেহেতু কোন নির্দিষ্ট এড্রেস সংগ্রহ করিনি।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্, ভালো আছি ভাই। কর্মব্যস্ততা একটু বেড়ে গেছে তাই সময় দিতে পারিনা ব্লগে আগের মতো। ভালো আছেন নিশ্চয় সম্রাট ভাই। শুভকামনা আপনার জন্য সবসময়।
ঠিকই ধরেছেন ভাই। গানই লিখেছি, সুরও একটা ফিক্সড করেছি গেয়ে, কিন্তু, গাওয়া আর রেকর্ড করার সুযোগ নেই দেখে বলিনি।
প্রশংসা আমাকে অনেক অনুপ্রাণিত করবে ভাই। কৃতজ্ঞতা রাখছি প্রেরণাদানে।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: গান গান মনে হচ্ছে।পড়তে গিয়ে মনে মনে কেমন একটা সুর চলে আসতেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, গানই লিখতে চেয়েছি। গাইতে থাকুন নিজের মনের সুরে, সার্থক হবে মোর চেষ্টা।
আমিও একটা সুর ফিক্সড করেছি, কিন্তু গেয়ে শুনানোর সুযোগ নাই, তাই বলিনি।
মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: গানটা তারাতারি সুর করে ফেলুন নয়ন ভাই।।
আপনার গান শোনা হয় না অনেক দিন ।।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনে মনে একটা সুরে লিখেছি, কিন্তু গাওয়ার সুযোগ হয় না ভাই! তাই শুনাতে পারছিনা।
তবে, গাইতে পারলে শুনানোর আশা আছে।
মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম ভাই। দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮
সাইন বোর্ড বলেছেন: এলোমেলো চুল, হাতে একতারা, পরনে অালখেল্লা, স্থান দীর্ঘ নদীর চর..........ছবিটা অাকর্ষনীয় কালেকশন ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুশিখুশি লাগছে কাব্যিক মন্তব্য পেয়ে।
শুভকামনা জানবেন ভাই।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩
কামরুননাহার কলি বলেছেন: আমি বলে দিবো কোথায় পাবেন আপনার সখীকে!
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা, হাসাইলেন আপু! বললে তো উপকারই হইত আপু .... কিন্তু, আপনি কেমন জানবেন আমার বন্ধুর খবর!!
শান্তানা পেয়ে ধন্য হলাম, কৃতজ্ঞতা রাখছি আপু।
শুভকামনা জানবেন সবসময়।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: গানের কথাগুলো সুন্দর।
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত করলেন ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
শুভকামনা জানবেন ভাই সবসময়।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০
কামরুননাহার কলি বলেছেন: আমি জানিতো কোথায় থাকে সে হাহাহাহা। আমার কাছে , আমার বাড়ি আকাশে সে আমার বাড়িতে বেড়াতে আসছে। আপনার কাছ থেকে পালিয়ে। পাঠিয়ে দিবো?।
আমার বাড়িতো আকাশে তাই কেউ হারিয়ে গেলে মনে করবেন আমার আকাশের বাড়িতে চলে আসছে।
মিথ্যে না সত্যি বলছি আমার বাড়ি আকাশে। ঐ দূর আকাশে।।
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন আপু, বড়বাড়ির ঠিকানাই দিছেন। ভালো লাগা জানবেন কথাগুলোতে, কৃতজ্ঞতাও অনেক।
শুভকামনা আপনার জন্য সবসময়।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: কত কাঁদলাম কত সাধলাম আইলা না,
পথের ধুলায় পইড়া রইলাম একবার ফিরাও দেখলা না!
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও ভাই! মনের কথাই বলে গেছেন। বিচ্ছেদের বেদনাহত হৃদয়ের চরম আক্ষেপ লাইন দুটিতে।
ভাসলাম কত চোখের জলে বন্ধুর পথে দাঁড়াইয়া,
মুখ ফিরাইয়া চইলা গেল পাষাণ হৃদয় বুঝল না!
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের প্রশংসা ধন্য করে গেল লেখাটিকে, আমাকে করবে অনুপ্রাণিত।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
"বন্ধু বিনে কাটে না রজনী", কেমন যৌনতা যৌনতা ভাব!
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বললেন!!
কারো বিরহ থাকলে সেটা সারাদিনের কর্মব্যস্ততার আঁড়ালে থাকলেও রাতের বেলা একা ঘরে বেশিই পীড়িত করে। একাকীত্ব বিরহটাকে পুপুরোপুরিভাবে বুঝায়। এখন আপনি যেমনটা মনে করেন।
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
ধ্রুবক আলো বলেছেন: বিরোহ দূর করুন, ঘুমানো দরকার। ঘুম নষ্ট করে লাভ নেই।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই ঠিক বলেছেন, ঘুম নষ্ট করে লাভ মোটেও নেই। ঘুম খুবই গুরুত্ববহন করে সুস্থতার জন্য।
অনেক অনেক ভালো লাগা জানবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন গান নয়নভাই।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২
মলাসইলমুইনা বলেছেন: ভালো এই কবিতার ছন্দ
সুর হলে হবে না তো মন্দ
নয়ন ভাই, দাবি জানাই
কবিতা থেকে গান চাই !!
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে অনেক অনুপ্রেরণা রেখে গেছেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখি।
আপনার দাবী পূরণ করার তেষ্টা আমার থাকবে ভাই, সুযোগের অপেক্ষা করছি।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১
কথাকথিকেথিকথন বলেছেন:
ভাল লেগেছে সখির কাছে বন্ধুর খবর নেয়ার ধরনটা !
সহজ সারল্যে বহমান লেখা । ভাল লেগেছে ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকবেন ভাই। উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিরিক। গেয়ে রেকর্ড করে ফেলুন আমরা শুনি।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করে গেছেন শ্রদ্ধেয় প্রিয় ভাই। প্রশংসা পেয়ে ধন্য আমার চেষ্টা।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
সুরটা শুনানোর আশা আছে ভাই, গান গাওয়ার মতো সময় সুযোগ পরিস্থিতি যেমন পাচ্ছি না, তেমনি কণ্ঠও কেমন যেন দমহারা মনে হচ্ছে।
দোআ করবেন ভাই, শুনাবো।
শুভকামনা জানবেন সবসময়।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫
ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম আপু, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন সবসময়।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭
সোহানী বলেছেন: সত্যিই চমৎকার লিরিক। তাই একটি অসাধারন সুরে তাড়াতাড়ি কম্পোজ করে ফেলুন। অপেক্ষায় থাকলাম।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দবোধ করছি সৃষ্টিসুখে, প্রেরণা হয়ে থাকবেন আপু, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন আপু। গানটি গেয়ে শুনানোর চেষ্টা থাকবে আমার।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
আটলান্টিক বলেছেন: মধ্যযুগের গান নয়ন ভাই।চমৎকার হবে সুর দিলে।
সত্যি বলছি ভাইয়া ছবিটা দেখে মুগ্ধ হয়ে গেলাম।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন ভাই।
ছবিটি আমারও খুব পছন্দ হয়েছিল ভাই।
শুভকামনা জানবেন সবসময়
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় কবি আপুর প্রশংসা পেয়ে। অনুপ্রাণিত হবো।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন আপু।
শুভ হোক আপনার সর্বক্ষণ
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লিখেছেন।
০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম লেখার প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখি ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২
কানিজ ফাতেমা বলেছেন: একজন সুরকার দরকার, বেশ ভালো একটা গান হয়ে যেত ।
ভাল থাকুন সর্বদা ।
০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন আপু। অনেক উৎসাহিত হলাম মন্তব্যে। প্রেরণা হয়ে থাকবেন।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯
জাহিদ অনিক বলেছেন:
আপনার এই গানের কথার প্রায় একই শিরোনামে একটা গান আছে।
শাহ আবদুল করিম বাউল সম্রাটের।
গানটা শুনেছেন আশা করি। চমৎকার একটা গান।
সেটার সুরটাও বেশ চমতকার,কথাও চমৎকার।
বন্ধুরে কই পাবো সখি গো সখি আমারে বলো না?
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা
আপনার গানের কথাগুলোও বেশ সুন্দর। গেয়ে ফেলুন। আমি শুনবার অপেক্ষায় রইলাম।
শুভ কামনা।
০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার উল্লেখিত গানটি আমার অনেক প্রিয় একটি গান। আমি বলতে গেলে প্রায় সময়ই গানটি গেয়ে থাকি ভেঙে ভেঙে।
বাউল সম্রাট শাহ আব্দুল করিম এঁর গান এমনিতেও খুব ভালো লাগে।
আমার লেখাটা ফেসবুকে শুরুকরে শেষ করেছি গতকাল। সেই গানের সুরটা এখানে বসাতে পারিনি, হয় না।
তবে মনে মনে একটা সুর ভেবে লিখেছি। কিন্তু গাইতে পারছি না, তবে গাওয়ার চেষ্টা আছে, সুযোগ খুঁজছি।
দোআ করবেন সুপ্রিয় কবি।
শুভকামনা জানবেন সবসময়।
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে। প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয়।
শুভকামনা জানবেন সবসময়
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
বন্ধু বিনে কাটেনা রজনী,
এমন গানে সুর তোলা
এখনও কেন হয়নি ?
চোখ বুজিলে যদি দেখেন তারে ,
গানটি বাঁধুন সুরে সুরে
হয়তো আবার সে আসতে পারে ফিরে ।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকে শ্রদ্ধেয় প্রিয় কবিবর এর মন্তব্য দেখে আপ্লুত, আনন্দিত অনেক অনেক অনুপ্রাণিত হবো সামনের দিনে।
কৃতজ্ঞতা রাখছি উৎসাহদানে।
সুরটা করেছি কোনরকম, কিন্তু, গাওয়ার মতো সময় সুযোগ পাচ্ছি না, সাথে গলাটাও ভালো ঠেকছে না ভাই, তাই শুনাতে পারছিনা। তবে আশা আছে আমার শুনাবো ব্লগে। সর্বশেষ দুটি গান আমার গাওয়া হয়নি এখনো। দোআ করবেন ভাই।
হা হা হা, প্রিয় মানুষ ফিরুক বা না ফিরুক তাতে আর ইন্টারেষ্ট নাই এখন। এখন নিজের মনের লোকানো কথাগুলো কবিতা বা গানের মতো প্রকাশ করতে পেরেই বেশি আনন্দবোধ করি। আর আপনাদের আন্তরিক উৎসাহদানে সবসময় হই। কৃতজ্ঞ আমি সামু ব্লগ ও সুহৃদ ব্লগারদের প্রতি।
শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন সবসময়
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার! দারুণ আমেজের গান!
২১ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত প্রিয় কবিবর এর প্রশংসা পেয়ে, অনুপ্রাণিত হবো ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
প্রতিউত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
খায়রুল আহসান বলেছেন: সুন্দর গীতি কবিতা।
আপনি তো বাদ্যবিহীন খালি গলায়ও বেশ সুন্দর গান করেন। তাড়াতাড়ি সুর বসিয়ে গেয়ে ফেলুন এবং আপলোড করে দিন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের আন্তরিক উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে শ্রদ্ধেয়, চেষ্টা করি তাল লয়হীন কিছু গেয়ে শুনাতে।
সুপ্রিয় কবিবর এর কাছে লেখার প্রশংসা পেয়ে ধন্য হল আমার লেখাটি।
স্নেহাশিস টুকু যেন না হারাই কখনো এই প্রত্যাশা।
আসলে গান গাওয়ার মতো নিরিবিলি জায়গা পাইনা এখন, সময় হয় না নিরজনে গিয়ে গাইবো।
দোআ করবেন, আমার শেষ দুটি গান এখনো গাইতে পারিনি, গাওয়ার সুযোগের অপেক্ষায় আছি।
আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
শুভকামনা আপনার জন্য সবসময়,
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, কেমন আছেন? এটা কি গান? আমার কাছে কথাগুলো গানের কলি বলেই মনে হল। সুন্দর লেখা।