নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
সফলতার সঙ্গে সবাই একবাক্যে শুভাকাঙ্ক্ষী,
ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না,
মনে করে দুঃখবিলাসী!
কিন্তু! দিন মাস বছর-যুগের পর যুগ শেষে
ব্যর্থই রয়ে গেলাম আমি!!
আমি রাতের জোনাকি হয়ে-
বহুকাল দাঁড়িয়ে ছিলাম তোমার ফেরার পথে,
আঁধার রাতের মিটিমিটি আলোয়-
তোমার চাঁদমুখটি দেখবো বলেই।
তুমি আসোনি সে পথে,
একবারের জন্য সেই পথে হাটলে না আর...!
সাধ আমার হলো না পূরণ,
দেখা হলো না প্রিয় তোমার মুখটি আবার...।
শিশির হয়ে দুব্বা ঘাসে মিশে থেকেছি
প্রতীক্ষায় তোমার ফেরার পথে,
সবকিছু বিসর্জন দিয়েছি,
সব হারিয়ে হয়েছি নিঃস্ব;
ফিরে আসোইনি কভু সেই পথে আর...!
আমার তপ্ত দেহে মিলেনি তোমার স্পর্শ।
সবাই বলে! ভালোবাসা অমূল্য রতন,
ভালোবাসা দেহের সাথে নয়-
তাকে অন্তরে পোষতে হয় করিয়া যতন।
বড্ড কষ্টে কেঁদে উঠে অন্তর-
আজও সেই ভুলটুকু মনে করি যখন!
হিমালয় সম ভারী হয়ে উঠে বুকটা,
দুচোখে যেন জেগে উঠে সিন্ধুতরঙ্গ,
ধূধূ বালুর বুকে হেঁটে চলা তৃষ্ণার্ত পথিক;
চাতক হৃদয় আজও পাইতে প্রেম-সঙ্গ!
___
ছবি কৃতজ্ঞতা নয়নের সেলফোনের সাথে নিজ গ্রামের প্রকৃতি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ মন্তব্য রেখে গেছেন কবি ভাই, মুগ্ধ করলেন এবারো।
শিশির দুব্বা ঘাসের মিলন হয়তো শিশির বা দুব্বা ঘাসের সফলতা, কিন্তু, শিশির তো তার ভালোবাসার মানুষটির অপেক্ষায় ছিল, সে পথে আসলে হয়তো প্রিয়াসঙ্গ পেতো, যদিও হতো পদপিষ্ট তাতে কি, পা'ও তো প্রিয় মানুষটিরই অঙ্গ।
এখানে অপেক্ষা বুঝাতে চেয়েছিলাম কবিবর।
ভালো লাগাটুকু প্রেরণা হয়ে থাকবে আমার
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫২
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! আপনার ব্যখ্যাটাও সুন্দর বেশ!
জেগে আছেন কেন ? শিশিরে পা ছোঁয়াবেন বলে ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মাজারের ওরস দেখলাম প্রায় তিনটে পর্যন্ত। অনেক প্রকার ভক্ত দেখলাম, গান শুনলাম, বাউল বিচ্ছেদ ভক্তিমূলক। তো ফিরে এসে শুয়ে মোবাইল অন করে মনটা অনেক খারাপ মনে হল, কেন জানিনা। স্বাভাবিকের চেয়েও অনেক ভার মনে হতে লাগলো। ব্লগস্পট ঘুরে কিছুদিন আগের কিছু লিখার সাথে নতুন কিছু যোগ করে ভাবলাম ব্লগে ঝুলিয়ে রাখি।
যার তপ্ত অঙ্গ শিশির হয়ে শীতল করার সাধ পুষেছিলাম অন্তরে, সে আমার সীমানা ছাড়িয়ে বহুদূর ....
এখন আর তেমনটা ভাবি না কখনো, তবে নিজেকে বোকা ভেবে কিছুক্ষণ চুপ হয়ে থাকি, মাঝেমধ্যে ভিজে উঠতে চায় দুচোখ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতাগুলোকে আমার কাছে কবিতা মনে হয় না; কেন যেন মনে হয়, আপনার হৃদয়ের কাহিনী
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকি বলেছেন অাপনি, আমি আমার মতো চিন্তাভাবনা করেই লিখে থাকি, যা আমার অনুভূত হয়। কষ্টের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমার, বিশেষ করে মানসিক কষ্টের সাথে। জীবনের সুখবিলাসেও অনেকসময় ব্যয় করে ফেলেছি আমি। তাই কষ্ট আর সুখানুভব দুটোর সাথে মোটামুটি ভালোই একটা পরিচিত আমি। আমার যতো কষ্ট ব্যর্থতা সবকিছু ভালোবাসার মানুষটিকে ঘিরেই।
দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয়, আগের থেকে অনেকটা বেশিই পারিবারিক চিন্তাজগত সৃষ্টি হয়েছে আমার মধ্যে।
শুভকামনা জানবেন সবসময়
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: সফলতার সঙ্গে সবাই একবাক্যে শুভাকাঙ্ক্ষী,
ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না,
প্রথম লাইনটাইতো মন ভরে গেল, ভালোলাগা রেখে গেলাম ভাইয়া।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম ভাই, আনন্দিত মনে কৃতজ্ঞতা রাখছি আন্তরিক প্রেরণাদানে।
দোআ করবেন ভাই,
শুভকামনা জানবেন সবসময়।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৯
মিরোরডডল বলেছেন: no more waiting
turn around and let her miss
then one day she'll look for you
nice writing
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জীবনে একজনের উপর ভরসা রাখতে নেই, বিশেষ করে মানুষের উপর তো বটেই। (একান্তই ব্যক্তিগত মত)
ভালো বলেছেন ভাই, অপেক্ষা এখন আর না থাকলেও কষ্টটা ঠিক আগের মতোই আছে।
দোআ করবেন ভাই।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি।
শুভকামনা জানবেন ভাই।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। মন্তব্য ৩ নং-এ কিন্তু যুক্তি আছে !
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় কবির ভালো লাগা জেনে, অনেক প্রেরণা হয়ে থাকবে আমার জন্য।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি দাদা।
দোআ করবেন,
হ্যা দাদা, চাঁদগাজী ভাইয়ের মন্তব্যে যুক্তি যেমন আছে তেমন সত্যতাও স্বীকার করি আমি।
শুভকামনা জানবেন সবসময়
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সফলতার সঙ্গে সবাই একবাক্যে শুভাকাঙ্ক্ষী,
ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না, সুন্দর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দবোধ করছি শ্রদ্ধেয় প্রিয় লিটন ভাই, প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে প্রেরণা হয়ে।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: তীব্র আবেগ হৃদয় এর কথা গুলো যেন বের হয়ে এসেছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি সত্যি অনেক খুশি ভাই আপনার মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবে শ্রদ্ধেয় অন্যতম প্রিয় ভাই।
দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭
অর্ক বলেছেন: কবিতাটি খুব ভালো লাগলো। অর্থপূর্ণ কবিতা! শুভেচ্ছা নিরবচ্ছিন্ন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন সুপ্রিয় কবিবর, অনেক আনন্দিত আমি সুন্দর প্রশংসা পেয়ে।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই,
দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: শুরুর তিনটে লাইন খুবই চমৎকার হয়েছে। কবিতায় অভিব্যক্ত আবেগ পাঠকেরও মন ছুঁয়ে যায়।
ছবিটাও খুব সুন্দর হয়েছে।
কবিতায় ভাল লাগা + +
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবিবর এর মন্তব্য পেয়ে ধন্য মনে করছি লেখাটিকে। অনেক আনন্দিত আমি, অনেক প্রেরণার আমার জন্য আপনার ভালো লাগা।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।
শুভকামনা জানবেন সবসময়
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩
ভাইরাস-69 বলেছেন: মানুষ যখন পাহাড়ে উঠতে গিয়ে ব্যর্থ হয়,তখন সে পাহাড়ে উঠা থামিয়ে দেয় নাহ। সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে বার বার উঠার চেষ্টা করতে থাকে। তাই কোন কাজে ব্যর্থ হলে খুব সহজে হাল ছেড়ে দেওয়া ঠিক না। এখানে ব্যর্থতাই সফলতার পূর্ব লক্ষণ। আপনার জীবনও সফলতা আসুক। শুভ কামনা রইল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব মন্তব্য রেখে গেছেন ভাই, মনোবল ও সাহস দুটোই পেয়েছি ভাই।
সাহসী করার জন্য কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন,
শুভকামনা জানবেন সবসময়
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭
ধ্রুবক আলো বলেছেন: আপনি ব্যর্থ না, আপনি সফল। এই কবিতা একটা সফলতা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের আন্তরিকতা মন ছোয়ে গেল, মনোবল বৃদ্ধিকর সাহসের ও ওষুধ রেখে গেছেন ভাই। খুব আনন্দিত আমি, ধন্য এ লেখাটুকু। দোআ করবেন ভাই এইপর্বে যেন সফল হতে মনোবল না হারাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম সুপ্রিয় কবির প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন, উৎসাহদানে কৃতজ্ঞতা জানাই।
দোআ করবেন কবিবর।
শুভকামনা জানবেন সবসময়
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮
হুমায়ূন রেজা বলেছেন: আমি ব্লগে নতুন। আমার লিখাটি পড়ে দেখবেন প্লিজ..
কেউ আমার লিখাটি পড়ছে কি না সঠিক বুঝতে পারছি না। তাই এভাবে লিংকটি এখানে দিলাম। সে জন্য দুঃখিত।
http://www.somewhereinblog.net/blog/HumayunReza/30229339
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই, অভিনন্দন সামহোয়্যারইন ব্লগে। আমার পোষ্টে মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি ভাই।
সামু ব্লগে নতুন সদস্য পেয়ে অত্যন্ত আনন্দিত। সুন্দর মুখময় হোক আপনার ব্লগিং সময়, শুভ প্রত্যাশা।
দেখবো ভাই এখনই, অবশ্যই পড়বো।
ভালো থাকুন, নিয়মিত লিখবেন প্রত্যাশা।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালোবাসার কষ্ট সব সময় অম্ল হবে এমন নয়, কখনো মধুরও হতে পারে। তাই সুখ স্মৃতি উপলদ্ধি করা শ্রেয়। নচেৎ ভুলে যাওয়া উচিৎ।।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার পরামর্শ রেখে গেছেন ভাই। চেষ্টা করি ভুলে থাকতে, তবুও মনে এসেই য়ায়। দোআ করবেন ভাই।
আন্তরিক মন্তব্য পেয়ে ধন্য আমি, কৃতজ্ঞতা জানাই ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪
প্রামানিক বলেছেন: দুঃখ কষ্টেই ভালোবাসা হয়। চমৎকার কবিতা। ধন্যবাদ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হলো লেখাটি, অনেক প্রেরণার সুপ্রিয় কবির মন্তব্য।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল ভাই।
দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: বিফলতাই সফলতার চাবিকাঠি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, চিরন্তন সত্য মনে হয় আমার কাছে। আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোআ করবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়,
১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
নীলপরি বলেছেন: আপনার কবিতাগুলো মনের গভীর থেকে উঠে আসে ও মন ছুঁয়ে যায়। এটাও সে রকম। বেশ কিছুদিন বাদে সামুতে এসেই আপনার কবিতা প্রথমে পড়লাম। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মনের কথার লিখিতরূপ খুঁজে পেলাম।
কবিতায় ++++++
আপনাকে ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় আপনার কাছ থেকে পাওয়া উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে সুপ্রিয় কবি আপু। আমি শ্রদ্ধা ভরে আপনার আন্তরিক প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখি সবসময়। অাপনার মন ছুঁয়ে যাওয়া মন্তব্যগুলো আমাকে সাহসী করে সবসময়।
দোআ করবেন আপু।
অাপনার সুখসমৃদ্ধি কামনায় সবসময়
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
বিজন রয় বলেছেন: আপনার গ্রামটি অনেক সুন্দর। সুযোগ করে দিলে যাওয়ার আশারাখি।
আপনার লেখায় আপনার মনের দরদ ফুটে ওঠে।
শুভকামনা রইল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই আসতে পারেন ভাই আমাদের গ্রামে। আমি সম্ভবত আগামী মাসে ছুটি কাটাবো। তখন একসময় আপনার সুযোগ হলে জানাবেন আমি আপনাকে এগিয়ে নিয়ে আসবো। এমনিতে একদিনের জন্যও বাড়ি গেলে গ্রামে যাই আমি। গ্রামের মানুষদের আমার খুব ভালো লাগে। আমার গ্রামের বাড়িতে ঘরটি এখন খালিই থাকে। সেখানেই দুইজনে না হয় একরাত কাটিয়ে আসবো। নিমন্ত্রণ রইল দাদা।
আপনার প্রশংসা সবসময় আমার সাহস যোগায়, অনুপ্রাণিত হই।
দোআ কারবেন দাদা।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০১
ওমেরা বলেছেন: আচ্ছা ভাইয়া মিনতি আপু কি আপনার বুকফাটা আর্তনাতের কবিতা গুলো পড়ে ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না আপু, সে পড়বো কেমনে সে অনলাইন কি সেটাই বুঝে না। খুব কিপটে, একটা বাংলা মোবাইল চালায়। তবে যানে যে আমি লেখি, যদি কোনদিন তার পর্যন্ত পৌঁছতে পারে আমার বুকফাটা চিৎকার সেদিন পূর্ণতা পাবে লেখাগুলো, ধন্য হবো যদি কখনো পড়তে পড়তে ভিজে তার চোখের পাতা।
দোআ করবেন।
সহমর্মিতায় কৃতজ্ঞ আপু।
শুভকামনা জানবেন সবসময়
২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবনই যেনো গল্প, জীবনের সকল চাওয়া পাওয়ার ছন্দগুলোইতো কবিতা। সুর /অসুর নিয়েই যখন তাতো মেনে নিতে হবে দোস্ত।ভালো থাকবেন। শুভ কামনা সবসময়ের।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর মন্তব্য রেখে গেছেন প্রিয় ভাই, পরামর্শ বা শান্তনাটুকু শ্রদ্ধা ভরে রেখে দিলাম হৃদয়ে গেঁথে। আন্তরিকতায় কৃতজ্ঞতার সাথে অনেক অনেক ভালোবাসা জানবেন দোস্ত। দোআ রাখবেন।
শ্রদ্ধা ভালোবাসা সবসময়
শুভকামনা
২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নয়ন ভাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহিত করায় কৃতজ্ঞ রইলাম ভাই।
দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়
২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা। হৃদয়ের চাওয়া পূর্ণ হোক। ভাল থাকুন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্, অনেক উৎসাহ পেলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোআ করবেন।
শুভকামনা সবসময়
২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৯
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে । ব্যার্থতার পরবর্তি ধাপ হল সফলতা ।
শুভ কামনা রইল ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় প্রিয়, দারুণ আশা বাণী রেখে গেছেন, আমার মনোবল হয়ে থাকবে সবসময়।
স্নেহাশিস থেকে যেন বঞ্চিত না হই প্রত্যাশা।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৯
জাহিদ অনিক বলেছেন:
শিশির হয়ে দুব্বা ঘাসে মিশে থাকার দারুণ এক উপমা !!!!!!!!!!!
দুর্বা ঘাসের গায়ে শিশির ক্ষণিকের জন্যই লেপ্টে থাকে-- হয়ত দুর্বা ঘাসও অপেক্ষায় থাকে শিশির মিলনের ঐ স্বল্প সময়ের জন্যই! কে জানে !
শিশির কি তাই বলে ব্যর্থ ? জানি না ! কি জানি, হয়ত সফল, হয়ত ব্যর্থ !
সফলতার সংজ্ঞা বদলে যায় জীবনের নানা মোড়ে মোড়ে।
ভালো লাগলো খুব কবিতাটি।
শুভ ধল প্রহর কবি।