নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
স্বাধীনতা তুমি পাগলের উম্মুক্ত হাসি, ভোরের
নীরবতা ভেঙে গেয়ে উঠা পক্ষী-কোকিলের গান;
স্বাধীনতা তুমি মুক্ত, তরঙ্গ-গর্জন-ঢেউ সাগরের,
আঁধারের বুকচেরা স্বর্ণাভ প্রভাত-সূর্য ঊদীয়মান।
স্বাধীনতা তুমি ফুলের পাপড়িতে ভ্রমর-গুঞ্জন,
ষোড়শীর যৌবনারম্ভে প্রেমিকের প্রতি ভালোবাসা;
স্বাধীনতা তুমি কলম কবিদের-সাধকের সাধন,
ভূমিষ্ঠ শিশু-কূলে মায়ের বুকে জেগে উঠা আশা।
স্বাধীনতা তুমি শোষকের বুকে বিঁধা বিষ তীর,
প্রাণে প্রাণে মুক্তির স্বাদ-দুর্বলের পাওয়া অধিকার;
স্বাধীনতা তুমি দুরন্ত-দুর্বার মুক্তি-তৃষ্ণায় অস্থির
স্বপ্নময় এ'প্রাপ্তি-বৈষম্যবিহীন সমাজের দাবিদার।
স্বাধীনতা তুমি মুক্ত সুনীল আকাশ-শুভ্রতুষার
সীমাহীন-সুবিন্যস্ত বাঁধনহারা পৃথিবীপৃষ্ঠ প্রান্তরে;
স্বাধীনতা তুমি সকল প্রাণের মানব-বৃক্ষলতার
কামনাবাসনা চিন্তাজগত ইচ্ছে পথ প্রকারান্তরে।
স্বাধীনতা তুমি সুমহান-কাঙ্ক্ষিত হৃদয়ের গান,
গৌরবময় ইতিহাসে গর্বিত বাঙালি জাতি-বিজয়;
স্বাধীনতা তুমি পতাকায় শেখ মুজিবুর রহমান,
বাংলার বুকে মিশে থাকা শহীদ দেশপ্রেমি হৃদয়।
কবিতা : স্বাধীনতা তুমি
কৃতজ্ঞ 'বিলিয়ার বহমান রিয়াজ' ভাইয়ের প্রতি, তার উৎসাহ অনুপ্রেরণাতেই আমার চেষ্টা-সামান্য সৃষ্টি।
_________________
ছবিটি গুগলে পেয়েছি
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
গতকাল বিলিয়ার রহমান ভাই ফেসবুকে বললেন স্বাধীনতা নিয়ে একটা কবিতা লেখেন এবং ১০ তারিখের মধ্যে পাঠাতে। তারপর থেকেই চেষ্টা করতে থাকি। সময় এখন একটু ব্যস্তই পার করতে হয় আমার। তাই একটানা সময় হয় না কোনকিছু লেখার। তাই ফেসবুকে প্রথম দুই লাইন হুটকরে শুরু করি, উৎপত্তিস্থল বাবুলের চার দোকান। স্বাধীনতা নিয়ে কোন কবিতা আমি আগে লেখিনি। কোন ধারণা আমার ছিল না। তাই দোকানে বসে ভাবছিলাম কিভাবে শুরু করবো। এমন সময় দোকানের বেঞ্চে বসে থাকা একটা পাগল হেসে উঠে, মনের অজান্তেই বাবুলের দিকে চেয়ে বলেফেলি 'স্বাধীনতা তুমি পাগলের উম্মুক্ত হাসি'। লাইনটি বলার পরে সোজা চলে এসে প্রথম চার লাইন ফেসবুকে দু লাইন করে লিখে রাখি। তার পর পর্যায়ক্রমে কাজের ফাঁকে রাত পর্যন্ত ষোলো লাইন হয়। সকালে ঘুম ভাঙার পর বাকী চারলাইন লিখে রাখি।
আমার অনুপ্রেরণা বিলিয়ার রহমান ভাই, দোকানের সেই পাগলটিকে উৎসও ভাবতে পারেন।
আমি শ্রদ্ধেয় সামসুর রহমান এঁর কবিতাটি কবে পড়েছিলাম মনে নেই, বা পড়েছি কিনা।
২| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
কবিতা সুন্দর ও অর্থবহ হয়েছে, মানুষ এই রকম কিছু চেয়েছিলেন।
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত করে গেলেন শ্রদ্ধেয় প্রিয়। আপনার কাছে প্রশংসা পাওয়া মানে সবারই ঈদের দিন, আমার কাছে ১৬ ডিসেম্বর। প্রেরণা হয়ে থাকবেন। সাহস ও উৎসাহদানে কৃতজ্ঞ রইলাম।
প্রশংসাটুকু অাশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
শুভ সন্ধ্যা
৩| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
আকিব হাসান জাভেদ বলেছেন:
স্বাধীনতা সকলের মাঝে সকলে আমরা
প্রত্যেকে আমরা নিজের তরে ।
বর্তমান সময়ে স্বাধীন চেতনা লোকদের উপরের বাক্যটি বেশিই চোখে পড়ে। শেষ দু পঙ্গতি খানা বেশ ভালো লাগলো । কবিকে ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য ও সুন্দর দুটি কাব্যিক লাইন রেখে যাওয়ায় অনেক উৎসাহ পেলাম। প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন ভাই।
শুভকামনা আপনার জন্য
৪| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
অর্ক বলেছেন: কবিতার বক্তব্য ও অর্থ ভালো। কিন্তু স্বাধীনতাকে পাগলের উন্মুক্ত হাসির সাথে তুলনা করলে, স্বাধীনতা অর্থহীন ও খেলো হয়ে উঠলো যেন! স্বাধীনতা পক্ষী কোকিল’র গান হলে বসন্ত শেষ হলে স্বাধীনতা’ও কিন্তু শেষ!
লিখে যান মনের সুখে, আমিও লিখে যাই।
আশা করি কাল আরও ভালো হবে।
শুভেচ্ছা নিরবচ্ছিন্ন।
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর মন্তব্য রেখে গেছেন কবিবর। মুগ্ধতা ও কৃতজ্ঞতা জানবেন।
পাগলের হাসিতে কোন ডর ভয় থাকেনা ভাই, পক্ষী কোকিলরা কেবল বসন্তের ভোরে ডাকে জানা ছিল না।
স্বাধীনতা কতটা আনন্দের, ভালো লাগার, সম্মানের, বীরত্বের, মুক্ত, কাঙ্ক্ষিত ও স্বপ্নময় এখানে তাই বুঝাতে চেয়েছি আমি।
ভুল ক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কামনা।
আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা সবসময়।
শুভ সন্ধ্যা
৫| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বাধীনতা তুমি অবাধ বিচরণ বাংলার আকাশে
স্বাধীনতা তুমি সুখের পয়গাম মুক্ত বাতাসে।
সুন্দর লিখেছেন।
অভিনন্দন।
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কাব্য লাইন দুটি যুক্তকরে যাওয়া কৃতজ্ঞতা জানাতেই হয় সরকার ভাই।
প্রশংসা পেয়ে ধন্য হল লেখাটি।
অভিনন্দিত হয়ে ধন্য মনে করছি নিজের চেষ্টাকে।
অনেকদিন পর আপনাকে পেয়ে আমিও অভিনন্দন জানিয়ে রাখছি।
শুভকামনা জানবেন সবসময়।
৬| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
খুব সুন্দর লিখেছেন , কয়েকবার পড়েছি , তৃপ্তি মিটেনি তাই প্রিয়তে নিয়ে গেলাম , আরো অনেকবার পড়তে হবে ।
নামাজের পরে আবার ফিরে আসব, স্বাধিনতার এই মাসে কবিতাটির বিষয়ে নীজেরো কিছু কথা বলার আছে ।
শুভেচ্ছা রইল ।
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপনার প্রশংসার গভীরতা অনুধাবনে।
স্বাধীনতা নিয়ে এটাই প্রথম লেখা আমার, তাই ভয় কাজ করছিল মনে, আপার মন্তব্য পড়ে অনেক সাহসীবোধ করছি। কৃতজ্ঞ রইলাম শ্রদ্ধেয় প্রিয় ভাই। দোআ করবেন।
অগ্নিঝরা মার্চমাস বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে পৃথিবীর শেষদিন পর্যন্ত।
স্বাধীনতার এই মার্চমাস সম্পর্কিত কিছু যুক্তকরে গেলে কৃতজ্ঞ থাকবো শ্রদ্ধেয়।
অপেক্ষায় রইলাম আপনার ফিরে আসার।
৭| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
অর্ক বলেছেন: পাখিরা সবসময় গান গায়, আওয়াজ করে, তা ঠিক আছে। কিন্তু কোকিলের কণ্ঠে ‘কুহু কুহু’ ডাক, যা আমরা গান বলি, তা শুধু বসন্তেই শোনা যায়, এ জন্য কোকিল’র আরেক নাম ‘বসন্তদূত’। ক্যালেন্ডার তো আর কোকিল বোঝো না, এদিক ওদিক হতেই পারে!
আপনি যা বলছেন, তাই ঠিক।
আমার ভুল হলে আমিও ক্ষমাপ্রার্থনা করছি।
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝার বিচিত্রতা ও ভিন্নতা থাকবেই। এতে ক্ষমাপ্রার্থনা করার কিছু নেই সুপ্রিয় কবিবর।
আমি কোনভাবেই স্বাধীনতাকে ছোট ও অসম্মান করিনি, স্বাধীনতাকে মুক্ত, সার্বজনীন বুঝাতে চেয়েছি, তেজস্বীও বটে।
ভালোবাসা জানবেন সবসময়।
শুভ সন্ধ্যা
৮| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির প্রশংসা পেয়ে ধন্য হলো লেখাটি, আনন্দিত আমি।
উৎসাহদানে কবিবর এর প্রতি কৃতজ্ঞতা।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে+++
০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি ভাইয়ের প্রশংসায় অনেক উৎসাহ পেলাম, প্রেরণা হয়েই থাকবেন ভাই সবসময়।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
১০| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: এক কথায় অসাধারণ।
অনেক অনেক শুভেচ্ছা।
০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য লেখা, অনেক উৎসাহিত হলাম প্রিয় ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
আপনার জন্যও শুভেচ্ছা ও শুভকামনা সবসময়
১১| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১২:২১
ওমেরা বলেছেন: যাক আপনার কলম থেকে প্রেম বিরহের বাহিরে একটা কবিতা পেলাম । কবিতা সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া।
০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপু, ভালো লাগা জেনে উৎসাহিত খুব।
প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন সবসময়
১২| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১২:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার এ কবিতাটিকে আলাদাভাবে মূল্যায়ন করলাম। আমার দেখা আপনার সেরা কবিতা। প্লাস।
০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রেরণা রেখে গেছেন ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৩| ০২ রা মার্চ, ২০১৮ রাত ২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি হলে লিখতাম, স্বাধীনিতা তুমি স্বাধীনতা বাদে অন্য সকল কিছু
আপনি লিখেছেন স্বাধীনতা মূলত কী, যেইটা চাঁদগাজীও মিন করছে। তবে আমরা যেইটা যাপন করি তা কিন্তু এর সাথে মেলে না। স্বাধীনতা মূলত ক্যাপিটালিজমের কপচানো একধরণের মিথ। সেইটা যাই হোক। এইটা অতিবাস্তব কবিতা এই সময়ে। আমি বাস্তবসীমার নীচে বাস করি।
১নং মন্তব্য পড়ার আগে ১ং মন্তব্য পড়ছি।
০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কথা আমি বুঝেছি ভাই, মানছিও যৌক্তিক ভাবেই।
আমি এখানে স্বাধীনতা কেমন কাম্য ও ধরণ বৈশিষ্ট্য ধারণ করতে চেয়েছি। সবাই সমানভাবে স্বাধীনতার দাবীদার এবং পাওয়ার অধিকার সবার আছে আমার কাছে এমনটাই মনে হয়।
কিন্তু, আমাদের নজরে যা নিত্যকার ঘটনা তা নিয়ে লেখার ইচ্ছেও আমার আছে, শুরুও করেছি
বন্ধী স্বাধীনতা
মন্ত্রী সাহেব মন্ত্রীর ভাই নামীদামী বড় নেতা,
তাদের অপরাধ শিশু ভেবে করে দেন ক্ষমা;
সামান্য ভুলেও ধমকি দেন-শাস্তি পায় ভুখা,
এইতো সমাজের চিত্র-আজ বন্ধী স্বাধীনতা!
শেষ করতে পারবো কিনা জানিনা, দোআ করবেন ভাই।
আপনার মন্তব্যে ক্ষোভ বাস্তবতা আছে, আমার মুগ্ধতা জানবেন
শুভকামনা জানবেন সবসময়
১৪| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:১৪
বিলিয়ার রহমান বলেছেন: এই বিষয়ক প্রথম কবিতা হিসেবে নিঃশন্দেহে ভালো হয়েছে!
কবির কলম চলুক!
শুভকামনা!
০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহসী ও উৎসাহিত আপনার প্রশংসায়। দোআ কামনা করি সবসময়।
আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমাকে এইদিকে অনুপ্রাণিত করার জন্য।
দোআ করবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১৫| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:১৭
বিলিয়ার রহমান বলেছেন: সিক্রেট জিনিস সিক্রট থাকলেই দেখতে ভালোলাগত নাঈম ভায়া!
০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই দুঃখিত আমি ভাই, আমি আসলে এতটা সিক্রেট ভাবিইনি।
অনি আনন্দের ফল বেশি ভালো হয় না, আবারো বুঝলাম ভাই। সৃষ্টিসুখে অধৈর্য হয়ে উঠেছিল মনটা।
আমি লেখার সাথেই থাকবো ভাই চেষ্টাশীল, দোআ করবেন শুধু।
আপনার আন্তরিক উৎসাহ প্রেরণা পাবো সেই প্রত্যাশা সবসময়
১৬| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:২৯
নীলপরি বলেছেন: আমিও সহব্লগার বিলিয়ার রহমান- এর সাথে একমত । এই বিষয়ক প্রথম কবিতা হিসেবে ভালো হয়েছে!
আর আপনার কবিতার আবেগও ভালো লেগেছে । আবেগে ছাড়া কেউ দেশপ্রেমী হতে পারে না । স্বাধীনতাও আসে না ।আর স্বাধীনতাকে ধরে রাখতেও আবেগ লাগে । নাহলে সবাই যন্ত্র হয়ে যায় ।
কবিতাটার উৎপত্তির গল্পও ভালো লাগলো ।
০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুর মন্তব্য সবসময় প্রিয় হয়, আনন্দিত করে যায় আমাকে, সাহসীও করে বটে।
আমি শ্রদ্ধা আর ভালোবাসার সাথেই ভাসি উৎসাহের প্রাপ্তিতে। কৃতজ্ঞতা রাখি সবসময়।
উৎপত্তি গল্পটুকুও পড়েছেন জেনে ভালো লাগলো।
দোআ রাইখেন আপু।
শুভকামনা জানবেন সবসময়।
১৭| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:০৭
জাহিদ অনিক বলেছেন:
স্বাধীনতা তুমি ------------- কি !
যে পরাশীন ছিল না সে বুঝবে না
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিও বুঝিনা হে কবি, পরাধীনতা কাকে বলে, কতটা হতে পারে নির্মম, মুক্তির স্বাদ কতো মিষ্টি তা বুঝার চেষ্টা করেছি মাত্র।
মন্তব্যে আসায় কৃতজ্ঞতা রইল ভাই।
শুভ সকাল
১৮| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা যেমন ভাল লেগেছে, কবিতার সাথে দেয়া ছবিটাও। খুব সুন্দর!
নীলপরি এর মন্তব্যটা (১৬ নং) ভাল লেগেছে।
১১ ই মার্চ, ২০১৮ রাত ২:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর এর মন্তব্য ও প্রশংসা আমার অনেক প্রেরণার, অনেক উৎসাহের। অনেক আনন্দিত আমি সৃষ্টিসুখে।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
পরি আপু সবসময় আন্তরিক মন্তব্যে উৎসাহিত করে থাকেন, যা আমাকে সাহসী করে, অনুপ্রাণিত করে সবসময়।
কৃতজ্ঞতা আপনাদের আন্তরিক উৎসাহদানে।
শুভকামনা জানবেন সবসময়।
১৯| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৭
শায়মা বলেছেন: দারুণ ভালো লাগা!
১১ ই মার্চ, ২০১৮ রাত ২:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় আপুর প্রশংসা আমাকে অনেক অনেক সাহস দিয়ে গেলো, অনুপ্রাণিত হবো সামনের দিনগুলোতে।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন আপু।
দোআ করবেন।
শুভ হোক আপনার প্রতিক্ষণ
২০| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
কবিতায় ভালোলাগা।
২৫ শে মার্চ, ২০১৮ ভোর ৪:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম সুপ্রিয় আপুর প্রশংসা পেয়ে। প্রেরণাদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা আমার।
দোআ করবেন আপু।
সুখসমৃদ্ধি ও সুস্থতা কামনায়
২১| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনার সব ঠিক আছে তো?
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা শ্রদ্ধেয় সুপ্রিয়। আপনাদের দোআ আল্লাহ্'র রহমতে ভালো আছি।
অনেক ব্যস্ততা আর অস্থিতিশীল সময় পার করছিলাম। তাই ব্লগে আসতে পারিনি। লিখতেও পারিনি কিছু।
দোআ করবেন শ্রদ্ধেয়।
অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার আন্তরিক স্নেহে।
আপনার সুস্থতা কামনায়
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: কবি সামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা নিশ্চয়।