নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ভাবনার জাল

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০



মৃত্যু, সে'তো অনিবার্য
এ'যে অবধারিত লিখন প্রতিটি জীবনে,
মৃত্যু আমাকে ভাবায় না, করতে পারেনা কাবু
হইনা বিচলিত কখনওই ভেবে নিজের মৃত্যুকে;
মরতে হবেই একদিন যখন জন্মেছি পৃথিবীতে।

আমি সদা থাকি চিন্তিত
তিল তিল করে গড়া স্বপ্ন-যেটুকু সম্মানে
নিজের অবস্থান পেরেছি করতে,সে-মর্যাদাটুকু
হারিয়ে না-ফেলি, নষ্ট যেনো না হয় কোনভাবে;
তাহলে যে হারাবার থাকবেনা বাকি কিছু ভবে।

মানুষ আমি অতি সামান্য
সুনাম কিংবা সুখ্যাতি রটেনি চারিদিকে,
আচার-আচরণ কথাবার্তা সদ্ব্যবহার কর্মে শুধু
মানুষই ভাবে লোকে, সেখানে'ই তৃপ্তি-অনুভবে
গর্বিত- হই যে অতুল্য পশু জানোয়ারের সাথে।

মানুষে আমি সকল প্রাপ্ত,
দেখেছি অর্থ-ভারে দম্ভ-ক্ষমতার দাপটে
মানুষ'ই ভাবছে না মানুষকে!সামনাসামনি তবু
দুর্বল করছে কুর্নিশ ঘৃণা পোষে চিরদিন অন্তরে;
তবে'যে বিফল সব জীবনের ষোলো আনা মিছে।

ভাবনার জাল বুনি নিত্য
আমারও হয় ভুল পূঁজি সত্য, কোনভাবে
কারো মনে যদিবা দুঃখ লাগে- তাহলে-কি কভু
শুধিতে পাবো ক্ষমা- কখনো কি কোন সুযোগে!
ক্ষণেক্ষণে পুড়ি খুব দোষী খুব নিজেকে ধিক্কারে।


ছবিটি এবারের শীতে মুঠোফোনে তুলেছিলাম কোনোএক কোয়াশা ঘেরা সকালবেলায়।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিটি ক্ষণে ক্ষণে ভাবনার জাল বুনাটাই মনে হয় জীবন প্রবাহ !! :(


কবিতা ভালো লিখেছেন নয়ন ভাই।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
দোআ করবেন ভাই।

সুন্দর মতামত রেখে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি ভাই।


শুভকামনা জানবেন সবসময়

২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

দিবা রুমি বলেছেন: পদ্যের আঙ্গিকে লেখা কবিতা ভাল হয়েছে।


তুমি কি গ্রামে থাক নাকি?

আহ, তাহলে তো সর্বক্ষণ সবুজ প্রকৃতির সাথে খেলা কর নিশ্চয়?

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, মফঃস্বল শহরের আশপাশে সবুজের সাথে চেনাজানা তো হয়ই ভাই।

প্রশংসা পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই।
দোআ করবেন।
মন্তব্য পেয়ে কৃতজ্ঞ।

শুভকামনা জানবেন সবসময়

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

সৈয়দ তাজুল বলেছেন: কবিতা সুন্দর ও ভাল হয়েছে।

প্লাস+++

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দদায়ক উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশের সমাজে টিকে থাকাই কঠিন আজ; সেখানে আপনি সমাজের সাথে ভালো মানুষ হিসেবে টিকে থাকার চেষ্টা করছেন! এটাই একটা বড় সাধনা।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো থাকাটা অনেকাংশেই কঠিন, কারণ সমাজের সাথে কাঁধে কাঁধ রেখে পথচলতে পারাই কঠিন হয়ে পড়ে অনেকসময়।
চেষ্টা তো করি শ্রদ্ধেয় ..... পেরে উঠি না!

দোআ রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।
আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন,
শুভকামনা জানবেন সবসময়

৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:২১

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন ।
অনেক সুন্দর কথাগুলো ।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা রেখে গেছেন আপু, অনেক আনন্দিত হলাম প্রশংসা পেয়ে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন আপু

শুভকামনা জানবেন সবসময়।

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৬

সোহানী বলেছেন: আত্মকথন অনেক ভালো লাগলো নয়ন। হঠাৎ ব্লগে দেখি সবাই আত্মকথন বলছে। যদিও এতে সবাইকে বোঝা যায় ও আমার ভালো লাগে।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আত্মকথন ভালো লাগায় অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন।
সুন্দর মন্তব্য রেখে প্রেরণাদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন আপু।

আত্ম সমালোচনা মাঝেমধ্যে করতে হয় আপু, তাতে নিজেকে কিছুটা বুঝা যায় হয়তো, ভুল গুলো যখন ভাবি তখন নিজেকে নিজে ধিক্কার দিয়ে চুপটি করে ভাবি, কেন এমন হয়। নিজের রাগকে এখনো নিয়ন্ত্রণ করতে পারিনা আমি। সেটা বড়ই অন্যায় মনে হয় আমার কাছে।

শুভকামনা জানবরন আপু সবসময়

৭| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২

নীহার দত্ত বলেছেন:

একদিন মরেযাব, এটা ভেবে বাঁচতে ইচ্ছে করে রোজ

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেভাবেই তো সবার বাঁচা উচিৎ ভাই, মৃত্যুর চিন্তা মানুষের অন্তরশুদ্ধি করতে পারে অনেকাংশ।

শুভ কামনা আপনার জন্য সবসময়

৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: কবিতাটা কালকেই পড়েছি । মনছোঁয়া কবিতা । +++++++

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছেন জেনে অনেক আনন্দিত হলাম আপু, অনেক গুলো প্লাস পেয়ে ধন্য লেখাটি।
কৃতজ্ঞতা রাখছি উৎসাহদানে।
দোআ করবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা নয়ন ভাই।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনেক আনন্দবোধ করছি ভাই সৃষ্টিসুখে। আনেক প্রেরণা পেলাম।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।
দোআ করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়

১০| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষ লাইনটা মাথায় ঢুকে গেছে ! :(
++

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেশ পুরনো পোষ্টে মন্তব্য পেয়ে আনন্দিত হলাম, আপনার থেকে পাওয়া প্লাস প্রেরণা হয়ে থাকবে ভাই।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.