নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
মরার আগে বন্ধু আমি মরেছি অনেকবার,
একলা ঘরে'ই শূন্য মনে কেঁদেছিও বহুবার।
মৃত্যের সাথে চেনাজানা
সেই বেদনা কেউ বুঝে না;
হৃদয় ঘরে প্রেমের আগুন জ্বলছে নিশিদিন,
জীবন দিয়ে হয়না কি শেষ ভালঁবাসার ঋণ?
বাড়তে থাকে বিরহানল রাতের সাথে সাথে,
পুড়ে গেলেও সুখ গুলো সব কষ্ট মালা গাঁথে।
ভীষণ জ্বালায় হৃদয় দহন
প্রেম আগুনে পুড়ে যেজন;
সে'তো বুঝে প্রেমের ধরণ অমূল্য ভালোবাসা,
প্রিয়া হারালে'ই ব্যর্থ জীবন- পৃথিবীতে আসা।
হাসি কিংবা কান্নার মাঝে আনন্দময় উৎসবে,
মুহূর্তকাল বিষাদ ভরে যদি-ও খুশি বাস্তবে।
অন্তরাত্মা কাঁদছে ব্যথায়
সাধ্যি কার ঢুকতে সেথায়;
কেউ জানেনা হাসির মাঝে লোকায়িত কান্না,
আমি তো জানি তুমি আজও হিরা চুনি পান্না।
হারিয়ে গেছো সীমা পেরিয়ে এখন অনেকদূর,
মনে পড়লে-ই বিশ্বাস করো স্বাদ পাই মৃত্যুর!
আঁধার দেখি দিবালোকে
নিথর দেহ যাই কোনদিকে;
চৌদিকে মোর ব্যথার পাহাড় দুঃখ নীল সাগর,
ভুলেও যদি এসো একবার কবরে দিও আগর।
(ছবি গুগোল থেকে নেয়া ছিল)
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই চেষ্টা করবো লিখতে, দোআ করবেন।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি।
বৈশাখী শুভেচ্ছা জানবেন
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বেদনায় ভারাক্রান্ত! সুন্দর প্রকাশ।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম, উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন,
বৈশাখী শুভেচ্ছা রইল
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৭
আল আমিন সেতু বলেছেন: শেষের দুই লাইন মর্মভেদী।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোআ রাখবেন।
শুভকামনা জানবেন
বৈশাখী শুভেচ্ছা রইল
৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫
আল আমিন সেতু বলেছেন: দোয়া ও নিরন্তর শুভকামনা রইলো।
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনেক আনন্দিত হলাম মন্তব্যে। প্রেরণা দানে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনার জন্যও সবসময় ভাই।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:১১
কাওসার চৌধুরী বলেছেন:
আপনার লেখা আগে কোনদিন পড়িনি। বেশ ভাল মানের কবিতা লেখেন আপনি। অনেক অনেক শুভ কামনা রইল। ধন্যবাদ।
...........আমার ব্লগে স্বাগতম।
২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন শ্রদ্ধেয় চৌধুরী ভাই, অনেকর সাহসী করে গেলেন। প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
দোআ করবেন।
শুভকামনা জানবেন সবসময়।
হ্যা আপনার নিমন্ত্রণ শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম।
এখন চলতি পথে, গন্তব্যে পৌঁছে বেড়াবো আপনার ব্লগবাড়ি।
অনেক অনেক ভালো লাগা মন্তব্যে।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন: কষ্টের কথা শুনলে কষ্ট বাড়ে, আপনার লেখা ভালো - আনন্দ সুখ নিয়ে লিখেন, আমরা সবাই কমবেশী দুঃখী তাই দুঃখগাথা শুনে দুঃখ আরো বারে ।