নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

মা\'গো তোমার হয়\'না তুলনা

১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৬


বিশ্ব মা দিবসে সকল মা'য়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা। ভালোবাসায় পূর্ণ হয়ে থাকুক মা সকল সন্তানের অন্তরে।

মা'গো তুমি ধনগৌরব
আমার সুখ সমস্ত,
সামান্য অসুখ সর্দি জ্বরে
সেবায় তুমি ব্যস্ত।

জনমদুখি পৃথিবীর বুকে
মা নাই যার ঘরে,
সে'বোঝে মা কতটা একা
কতো ব্যথা অন্তরে।

স্বর্গ যেনো পাই খুঁজে মা
তোমার হাসি মুখে,
চোখ জোড়ানো মন ভুলানো
মিষ্টি মধুর শাসনে।

কতো হাসি কান্নার ছলে
বায়না করি আদায়,
কতই কষ্ট ব্যথা দেই মা
কতদিন কত কথায়!

যেদিন তুমি থাকবেনা মা
থাকবেনা মোর পাশে,
সেদিন কেমন বাঁচবো আমি
তাই ভাবি দীর্ঘশ্বাসে।

হাসি-মুখেই করছো বারণ
করতে সকল অন্যায়,
পাহাড় সম ব্যথা ভুলি মা
তোমার স্নেহ মায়ায়।

মা'গো তোমার হয়না তুলনা
পৃথিবীর কোন প্রেমে,
স্বপ্ন আশা ভালোবাসা হয়ে
থাকবে মোর অন্তরে।


মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৪১

আবু আফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে

আসলে মায়ের সাথে কারো তুলনা হয় না।
সকল মায়ের প্রতি রইল সালাম ও শুভেচ্ছা

১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও কৃতজ্ঞতাসহ প্রথমেই সুন্দর একটা মন্তব্য রেখে যাওয়ার জন্য।

প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়

২| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪

ফারহানা সুন্দর মন বলেছেন: মাকে নিয়ে লেখা কবিতাটি খুব সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ পেয়ে অনেক আনন্দিত সৃষ্টিসুখে, প্রেরণা হয়ে থাকবেন, কৃতজ্ঞতা রাখছি ভাই উৎসাহদানে।
দোআ করবেন।

শুভকামনা জানবেন সবসময়

৩| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের মতো আপনা কেহ নাই
মা জননী নাইরে যাহার
ত্রিভুবনে তাহার কেহ নাই....

গানটাই মনে পড়ল

+++

১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর একটা গান মনে করাতে পেয়ে আনন্দবোধ করছি, প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৪| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: মাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা।
অনেক ভাল লাগল নয়ন ভাই।আজাকাল ব্লগে কম সময় দেন।আজকে একটি পোষ্ট দিয়েছি সময় করে দেখবেন।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঘরে বসে কর্মস্থল যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, টিভিতে শুনলাম আজ বিশ্ব মা দিবস, দুএক লাইন ফেসবুকে লিখতে ইচ্ছে হল, লিখে ফেললাম বেশ কয়েকটি লাইন। পরে বাকিটুকু ব্লগস্পটে লিখে ভাবলাম ব্লগে রেখে দেই। দিয়ে ফেললাম পোষ্ট। প্রশংসা পেয়ে আনন্দবোধ করছি খুব। প্রেরণা হয়ে থাকবেন ভাই। উৎসাহদানে কৃতজ্ঞতা রাখি সবসময়।

হ্যা ভাই, বেশকিছু দিন যাবত ব্লগে আসা হয় না, ব্যস্ততা আর মানসিক দুরাবস্থা ইদানিং ফেসবুক ব্লগ দুইই সময় দেয়া হয় না তেমন। আসবো ভাই আপনার ব্লগে। আজ রাতে ঘুরবো ব্লগে। এখন রাস্তায়। চা খাওয়ার ছলে ব্লগে দেখতে আসা মন্তব্য গুলো।

দোআ রাখবেন ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

৫| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে গেল।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবে মন্তব্য।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল ভাই।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৬| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

আকতার আর হোসাইন বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল... পৃথিবীতে একমাত্র ভালোবাসায় স্বর্গীয়। আর একমাত্র বাবা মায়ের ভালবাসায় একেবারে খাঁটি ভালবাসা যেখানে বিন্দু পরিমাণ ভেজালের চিহ্নও নেই। মাকে নিয়ে এমন সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্যে আপনাকে ধন্যবাদ...

১৩ ই মে, ২০১৮ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক, অনেক আনন্দের। সুন্দর মন্তব্যে উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৭| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সোহানী বলেছেন: নয়ন, তোমার এ লিখার কোন উত্তর দিতে চাই না। হয়তো কোন লিখায় তা বলবো...........

তারপর ও বলবো অনেক ভালোলাগা.........

১৩ ই মে, ২০১৮ রাত ৯:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তারপরও ভালো লেগেছে যেনে অনেক আনন্দিত হলাম সুপ্রিয় আপু। প্রেরণাদায়ক প্রশংসায় উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ করবেন আপু।

হাল্কা একটা খটকা লেগে গেল মনের মধ্যে, না জানি কতবড় ভুল করে ফেলেছি এটা ভেবে। ভুল যা'ই হোক কোনভাবে মা'কে খাটো করিনি তো!

শুভকামনা আপনার জন্য সবসময়

৮| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মনিরা সুলতানা বলেছেন: মায়ের জন্য চমৎকার এক লেখা !!!
অনেক ভালোলাগোলো।

১৩ ই মে, ২০১৮ রাত ৯:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কথাসাহিত্যিক কবি আপুর প্রেরণাদায়ক প্রশংসা আমাকে অনেক আনন্দিত করে গেল, উৎসাহদানে কৃতজ্ঞতা রইল আপু।
দোআ করবেন আপু।

শুভ হোক আপনার প্রতিক্ষণ।

৯| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই মে, ২০১৮ রাত ১১:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয়
দোআ করবেন

শুভকামনা জানবেন সবসময়

১০| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: পৃথিবীর সকল মায়ের প্রতি রইল সালাম ও শুভেচ্ছা রইল।


কবিতা ভলো লিখেছেন নয়ন ভাই ।

১৩ ই মে, ২০১৮ রাত ১১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন কবিবর।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১১| ১৩ ই মে, ২০১৮ রাত ১০:৩৫

সনেট কবি বলেছেন: মা দিবসে মাকে নিয়ে সুন্দর কবিতা।+++++

১৩ ই মে, ২০১৮ রাত ১১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় কবিবর এর প্রশংসা আশীর্বাদ হয়ে থাকুক, অনেক আনন্দিত হলাম।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন সুপ্রিয় কবিবর।

শুভকামনা আপনার জন্য সবসময়

১২| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন।


চোখ খুলে মমতাময়ী মায়ের মুখটির প্রেমে পড়ার মধ্য দিয়েই শুরু হয় জীবন। (জর্জ এলিয়ট, ব্রিটিশ কবি)

১৩ ই মে, ২০১৮ রাত ১১:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিঃসন্দেহে বিখ্যাত উক্তি। কৃতজ্ঞতা বিজ্ঞজনদের উক্তিটির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১৩| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



মায়ের পৃথিবী হলো সন্তানের মংগল

১৪ ই মে, ২০১৮ রাত ৩:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মা ছেলের মুখে হাসি দেখেই তৃপ্তি পায়, সন্তানের সুখেই সুখ।

অনেক সুন্দর কথা বলেছেন শ্রদ্ধেয়, ভালো লাগা জানবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়।

১৪| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২২

তারেক_মাহমুদ বলেছেন: মায়ের আসলেই তুলনা হয়, পৃথিবীতে একমাত্র স্বার্থহীন ভালবাসা মায়ের কাছ থেকেই পাওয়া যায়। মায়ের প্রতি ভালবাসার সুন্দর কাব্যিক প্রকাশ।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক প্রশংসা ভাই, অনেক আনন্দিত হলাম।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল ভাই।
দোআ করবেন

শুভকামনা জানবেন সবসময়

১৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২৫

নীলপরি বলেছেন: কবিতা খুব ভালো লাগলো । ++++++

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় আপনার আন্তরিক উৎসাহদান আমাকে একসময় লেখক বানিয়েই ছাড়বে আপু, আপনার প্রশংসা আমাকে সাহসী করে আপু, লেখায় অনুপ্রেরণা জোগায়। কৃতজ্ঞতা রাখি আপু সবসময়।
দোআ করবেন।

শুভ হোক আপনার প্রতিক্ষণ।

১৬| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৭

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




ভালোবাসায় পূর্ণ হয়ে থাকুক মা সকল সন্তানের অন্তরে।
সুন্দর বলেছেন ।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কথাসাহিত্যিক কবি ভাইয়ের প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার, অনেক আনন্দের, অনেক সাহসী করে আমাকে।
আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা রাখি ভাই।
দোআ করবেন, প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।

১৭| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৭

দৃষ্টিসীমানা বলেছেন: ভাললাগা রইল ।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ভালো লাগা আমার জন্য অনেক প্রেরণার, অনেক আনন্দের।
উৎসাহদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।
দোআ রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: একমাত্র নিখাদ ভালবাসা- মায়ের ভালবাসা।
মাকে নিয়ে রচিত কবিতা ভাল লাগলো। পৃথিবীর সকল মা সুখী থাকুন!

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবিবর এর প্রশংসা পেয়ে অনেক আনন্দিত, উৎসাহিত।
প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন সবসময়।

১৯| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন। পৃথিবীর সকল মা ভালো থাকুন।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি ভাইয়ের প্রশংসা আমাকে অনেক আনন্দ ও সাহস দিয়েছে, উৎসাহদানে কৃতজ্ঞ।
দোআ করবেন শ্রদ্ধেয়

শুভকামনা জানবেন সবসময়

২০| ০১ লা জুন, ২০১৮ রাত ২:২৮

উদাস মাঝি বলেছেন: ওহ ভাই আপনি কই ? :-&

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আছি ভাই, মানসিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তাই অনলাইন জগৎ থেকেও দূরে ছিলাম অনেকদিন, কিছু লিখতেও পারছিনা, ব্লগেও আসা হয়নি অনেকদিন। খোঁজখবর নেয়ার জন্য কৃতজ্ঞতা রইল।
দোআ করবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

অগ্রিম ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.