নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
তোমার জন্য'ই হয়তো এসেছিলাম পৃথিবীতে,
সেজন্য বুঝি হয়েছিল দেখাসাক্ষাৎ দুজনাতে।
কতনা অসাধ্য ছিল, কমতো ছিলনা অপবাদ,
মিশেছি তবুও-মিটিয়েছি জীবনের যতো-স্বাদ।
বুঝেছি প্রেম-ভালবাসার আবদার যতো-ইচ্ছে,
স্বর্গীয় সব মুহূর্ত'ই আজ যেন রূপকথা-কিচ্ছে।
যখন ডুবে যাই নীরবতায় দ্বার খুলে ভাবনার,
ভেসে উঠে স্মৃতিপট দুই চোখে স্রোত কান্নার।
কেন কোন আশা মিছে বেঁচে থাকা-যুক্তিহীন,
বিষাদের কারণ হয়েছি সবার-যেন ভিত্তিহীন।
ভেসে গেল সবই আমার, বুকে ব্যথা চিনচিন,
ফিরবে না আর ভাবলে জ্বালা বাড়ে দিনদিন।
নিজেকে পুড়িয়ে-ও খুঁজে পেয়েছি সুখ তখন,
অনুভূতি দেখেছি তোমাতে-আমার প্রয়োজন।
ভেবেছিলাম সার্থক জন্ম হে-প্রিয়জন শোনো,
তোমা ছাড়া বড্ড একা-প্রয়োজন নাই কোনো।
অথচ দেখো ভাগ্যের পরিহাস-কী অমানবিক!
বৃথাই হলো জন্ম-নিষ্ফল ছুটে চলি দিক্বিদিক।
ইউটিউব-এ তোমার জন্য
৪-৬-২০১৮ইং, সকাল
ছবি - গুগোল
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন রইল আমার ব্লগ বাড়িতে, প্রশংসায় উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন আপু।
দোআ রাখবেন।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
২| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৫৪
মিরোরডডল বলেছেন: ভালো লিখেছেন কিন্তু কেন এত মন খারাপ
জীবন অনেক সুন্দর! আর কোন দুঃখ না
মজার কিছু লিখুন
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য লেখা।
আন্তরিকতায় কৃতজ্ঞ।
মন খারাপ কিছুটা, চোখ বোজে শোয়ে ছিলাম ঘুম আসছিল না তবুও, ভোর হলেও মনের ভিতর কেমন যেন অন্ধকার অনুভূত হচ্ছিল, কিছুই ভালো লাগছিল না। ভাবলাম কিছু লেখি, তাই এইটুকু।
আমি রসিকতাপূর্ণ লেখা লিখতে পারিনা, তাই চেষ্টা করিনা।
তবে, আপনার আন্তরিক পরামর্শে ইচ্ছে জাগছে কিছু লিখবার, চেষ্টা করবো, একদিন লিখবই হয়তো।
দোআ রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
বিরহী মনের বিষন্ন ভুবন
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি করবো শ্রদ্ধেয়, কোন কারণে সামান্য মন খারাপ হলেই কষ্টের পাহাড় জেন চেপে বসে বুকটায়!
দোআ রাখবেন শ্রদ্ধেয়।
অনেকদিন পর ব্লগে এসেছি আজ, আপনাকে পেয়ে ভালো লাগলো।
আশা করি সুস্থ আছেন,
আপনার সুস্থতা কামনায়
৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: বেশ কয়েকদিন পর আপনার লেখা পেলাম।
কবিতা ভালো হয়েছে।
ভালো থাকুন।
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, অনেকদিন পর আজ ব্লগে লগইন করেছি। আপনার সুন্দর একটা পোষ্ট পড়ে এলাম, মুভিটি দেখার প্রবল সাধ হচ্ছে, আজ রাতে দেখবো।
উৎসাহাদানে কৃতজ্ঞ রইলাম, প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:১৭
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।
ভালবাসলে কষ্ট কি পেতেই হয়?
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য আমার চেষ্টা। কেমন আছেন ভাই ? অনেকদিন পর ব্লগে এসেই আপনাকে পেয়ে গেলাম, ভালো লাগছে।
আপনার প্রশ্নটার উত্তর 'যারা ভালোবাসে তারাই দিতে পারবে' আমি হ্যা বলবো
সঠিকত্ব জানতে আপনাকে ভালোবাসতে হবে হা হা হা
শুভকামনা আপনার জন্য সবসময়
৬| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:২৪
নীলপরি বলেছেন: মনের মাঝের নিদারুণ ব্যথা আপনার কবিতার শব্দ হয়ে জ্বলে ওঠে । পাঠক মন ছুঁয়ে যায় । অনেক দিন বাদে আপনার কবিতা পড়লাম । অবশ্য আমিও অনিয়মিত ছিলাম ।
কবিতায় +++++++
শুভকামনা
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে আপু আমি অনেকদিন পর আজ ব্লগে এসেছি, মনটা খুব একটা ভালো যাচ্ছে না, কোনকাজে মন স্থির করতে পারছিনা, অনলাইনেই ছিলামনা বেশকিছু দিন। আপনাকে পেয়ে ভালো লাগছে। কষ্টের আগুনে পুড়েনি যেজন সে কি আর বুঝিবে বেদন!
আপনার সহমর্মিতা সবসময় আমার কষ্টের অনেকাংশ হাল্কা করে যায়, ভালো লাগে।
কবিতার প্রশংসায় অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত।
দোআ রাখবেন আপু।
শুভ হোক আপনার প্রতিক্ষণ
৭| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৪৩
নীলপরি বলেছেন: আপনার ইনস্টা অ্যাকাউন্ট দেখে আসলাম । সময় পেলে দেখবেন ।
আপনার কথা জেনে খারাপ লাগছে । আশা করি সব ঠিক হয়ে যাবে ।
আপনার শুভকামনা নিলাম ।
আপনাকেও শুভকামনা
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় আপুকে ইন্সটা'তে পেয়ে, কৃতজ্ঞতা সেজন্য।
আমার আগের পোষ্টিং ছিল হাওড় অঞ্চল, তেমন কোন কাজ ছিল না খাওয়া আর ঘোরাফেরা ছাড়া। তাই অনলাইনেন সবগুলো সাইটেই আমার বিচরণ ছিল, এখন অনেকটা ব্যস্ততম সময় পার করতে হয়, তাই অনেক সাইটে যেতেই পারিনা, নিজের ওয়েবসাইট দুটিতেও তেমন সময় দিতে পারিনা। অনেক অনেক ধন্যবাদ আপু। অবশ্যই আপনার প্রোফাইল ঘুরে আসবো।
সমবেদনা সবাই দেখাতে পারে না, আপনার মতো সুন্দর মনের মানুষদের জন্যই অন্যের কষ্ট অনুভব করা সম্ভব।
স্রষ্টা আপনাকে সুখসমৃদ্ধি দিক, সুস্থ থাকুন সবসময়।
৮| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:১১
ধূূূূলিকণার অনুনাদ বলেছেন: সুন্দর কবিতা । ভালো লিখেছেন ।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য লেখা, আনন্দিত আমি, প্রেরণা হয়ে থাকবেন ভাই,
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনার জন্য
৯| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:০৮
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কেমন আছেন? অনেক দিন পরে এলেন!
কবিতা ভাল লেগেছে।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্ ভাই, আপনাদের দোআ আল্লাহ্'র রহমতে ভালো আছি শারীরিকভাবে, মনে সামান্য অস্থিরতা।
হ ভাই, বেশ কিছুদিন ব্লগে আসাই হয়নি, আজ ভাবলাম আপনাদের সাথে কথোপকথনে মাতবো, তাই লিখে ফেললাম ক্ষণিক চিন্তাধারা। কবিতা ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত ভাই।
আন্তরিক প্রেরণাদানে কৃতজ্ঞ সবসময়।
কেমন আছেন ভাই, আশা ভালো আছেন,
ভালো থাকবেন এমনটাই কামনা সবসময়
১০| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩০
আখেনাটেন বলেছেন: প্রেমের কবি বহুদিন পরে দর্শন দিলেন মনে হচ্ছে।
ভালো লাগল আপনার ট্রেডমার্ক কবিতা।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেম আর হলো কই আমার ভাই .... কেবল ব্যর্থতা দিয়ে গেল চারিধারে।
কবিতার প্রশংসাটা অনেক আনন্দের অনেক প্রেরণাদায়ক, আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞ রইলাম ভাই।
দোআ রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
১১| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ললনারা খালি ছলনা করে !!
কবিতা সুন্দর হয়েছে++
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছলনা যে তাদের রন্ধ্রে রন্ধ্রে ভাই, ললনাদের বৈশিষ্ট্যই বুঝি ছলনা!
সুপ্রিয় কবিবর এর প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার, অনেক আনন্দের।
উৎসাহদানে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা
শুভ হোক আপনার সর্বক্ষণ
১২| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবিবর এর প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার, অানন্দের।
উৎসাহদানে কৃতজ্ঞ,
দোআ রাখবেন কবিবর।
শুভকামনা আপনার জন্য সবসময়
১৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা, কবিকে জানাই ভালো লাগা। তবে বিষন্নতায় যে উদ্বিগ্ন হই। পরি আপুর সঙ্গে কথোপকথোনে বাস্তবে কবির মনের অবস্থা জেনে আরও বিষন্ন হলাম। আশায় থাকবো দ্রুত অবসান হোক তমনিশার।
অনেজ শুভ কামনা রইল।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর, কাব্যরসের ভরপুর মন্তব্যের ঘরে রেখে যাওয়া আপনার কথাগুলোতে আন্তরিকতার পরশ, মুগ্ধ করলেন চৌধুরী ভাই।
উৎসাহদান ও সহমর্মিতায় কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ও ভালোবাসা।
দোআ করবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
১৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:১০
সনেট কবি বলেছেন: বহু দিন পর প্রিয় কবির ভিন্ন স্বাদের কবিতা।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর এর দেখা পেয়ে আনন্দিত, উৎসাহিত।
ব্যস্ততার ভিড়ে আন্তরিক প্রেরণাদানে কৃতজ্ঞ গুরু, স্নেহাশিস চায় এই শিষ্য
১৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩২
সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! হোয়াট আ কামব্যাক! বেশ ভালো লাগল।
শুভেচ্ছা।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম আপনার কাছে প্রশংসিত হয়ে, প্রেরণা হয়ে থাকবেন আপু।
উৎসাহদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দোআ করবেন আপু,
শুভকামনা আপনার জন্য সবসময়
১৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৪৬
সোহানী বলেছেন: আরে দারুনতো.... কবিতাটা ও শুনলাম, সত্যিই ভালো হয়েছে।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন আপু কবিতাটি শুনেছেন জানিয়ে, অনেক উৎসাহিত হলাম আপু
প্রেরণাদানে কৃতজ্ঞতা রইলো,
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
শুভকামনা জানবেন সবসময়
১৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৫৩
পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন ভাই ভালো লাগা জানিয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দোআ রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
১৮| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৪
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: //যখন ডুবে যাই নীরবতার দ্বার খুলে ভাবনার,
ভেসে ওঠে স্মৃতীপট দুই চোখ স্রোত কান্নার।//
লাইনটা অপুর্ব আর মোন খারাপ করা। কবিতার ছন্দে কারো প্রতি প্রেমটা যেন মাধবিলতার মতো ফুটে ফুটে আছে। একাত্ব হওয়া যায় সহজে। পড়ে ভালো লাগলো। অনেক শুভকামনা। অনেক ভালো থাকবেন।
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও প্রেরণা পেলাম দাদা আপনার মন্তব্য পড়ে, খুব সুন্দর করে উৎসাহিত করে কৃতজ্ঞ করলেন দাদা।
আপনি অনেক সুন্দর করে কথা বলেন, মুগ্ধ করলেন দাদা, সৃষ্টি সুখে উল্লসিত।
দোআ রাখবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
১৯| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা মাইদুল ভাই, অনেকদিন পর ব্লগে এসেছিলাম গতকাল। আপনার দরশন পেয়ে আনন্দিত হলাম।
কেমন আছেন ভাই ? ভালো আছেন নিশ্চয় ।
আমার জন্য দোআ রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
২০| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:২৯
প্রামানিক বলেছেন: অথচ দেখো ভাগ্যের পরিহাস-কী অমানবিক!
বৃথাই হলো জন্ম-নিষ্ফল ছোটে চলি দিক্বিদিক।
ছোটে চলি<ছুটে চলি
চমৎকার কবিতা, খুব ভালো লাগল। ধন্যবাদ
০৬ ই জুন, ২০১৮ রাত ১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির প্রশংসা আমার জন্য অনেক আনন্দের, প্রেরণার।
আন্তরিক পরামর্শ ও উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোআ রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪৫
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।