নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কি পেয়েছি তোমাকে ভালোবেসে

০৬ ই জুন, ২০১৮ রাত ১০:৫৬



তোমাকে ভুলে থাকা! এজনমে আর হল কই।
পুড়া দুটি চোখের পাতায়-
তোমার মুখটি'ই-যে ভেসে উঠে বারবার।
সুখে কিংবা অপ্রত্যাশিত কোন কষ্টে,
হাসি কিংবা বেদনায় কাতর কোন বিষন্নতায়;
তোমাকেই মনে পড়ে প্রথম-
সত্যিই বলছি, আজও ব্যাকুল আগের মতই।
তুমি তো বেশ আছো-
ভুলে'ই গেছো আমাকে সাজিয়ে সুখের সংসার।
আজও আমি তোমাকে'ই ভাবি ক্ষণে ক্ষণে,
দু'চোখে সাজানো কতো স্বপ্ন,
হৃদয়ে তিল তিল করে গড়ে উঠা-
ভালবাসার তাজমহল'টি আজ শূন্য,
মরুভূমি'র মতো শুকনো খড়খড়ে তৃষ্ণার্ত;
কখনো কখনো কালবৈশাখী ঝড়ের মতো
আমার পৃথিবী ছেয়ে যায় অন্ধকারে...
কখনওবা অবহেলিত ভালবাসা
কষ্টের তীব্রতায়
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যায়
আমার ভেতর
বাহির
নিজের হাতে গড়া
আমার ভালবাসার ভূবন...।

কি পেয়েছি তোমাকে ভালবেসে....?
দু'চোখে কষ্টের শ্রাবণ ধারা,
হৃদয়ের অসহ্য যন্ত্রণা,
অবহেলিত পৃথিবীপৃষ্ঠে,
সমাজের সামনে ব্যর্থ উম্মাদ পাগলের ট্যাগ...!
তবুও অতৃপ্ত মন'টা আমার
তোমার মাঝেই ফিরে ফিরে আসে,
তোমার'ই কথা বলে;
আজও বলতে চায় তোমাকেই ভালবাসি.....।।

১২'ই জানুয়ারি, ২০১৬ইং

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন: কোনকিছু পাওয়ার আশায় ভালোবাসা ঠিক না! :P


কবিতা ভালো লিখেছেন।।

০৬ ই জুন, ২০১৮ রাত ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সারকথা বলে গেছেন কবিবর, অনেক আনন্দিত হলাম, অনুপ্রাণিত হবো।
উৎসাহদানে কৃতজ্ঞ রইলাম ভাই।

ভালোবাসা হারায় না কখনো হারিয়ে যায় সময়।

শুভকামনা জানবেন সবসময়

২| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:০৮

শামচুল হক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ

০৬ ই জুন, ২০১৮ রাত ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য, ধন্যবাদ পেয়ে আনন্দিত হলাম ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য

৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:১৬

বিজন রয় বলেছেন: ভালবাসার আরেক নাম কষ্ট কিনা!
তবু মানুষ ভালবাসে।

০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর দাদার আবেগ ঝড়া কথায় ভরে গেল অন্তর, দরশনে কৃতজ্ঞ দাদা।

ভালোবাসায় দুটি জিনিষই থাকে কষ্ট আর সুখ, কারো বেলায় কেবল কষ্ট পড়লেও ভালোবাসা থাকে আগের মতই।

শুভকামনা জানবেন সবসময়।

৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা আসে জীবনে, জীবনকে অর্থবহ করে।

০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন শ্রদ্ধেয়,


৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৪২

ওমেরা বলেছেন: কেমন আছেন ভাইয়া ? অনেক কিছুই পেয়েছেন দু:খ কষ্টের সাথে কবিতা লিখার উপাদান ও পেয়েছেন ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।

০৭ ই জুন, ২০১৮ রাত ১২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অালহামদুলিল্লাহ্, ভালো আঝি মিষ্টি ছোট্ট আপু,
সুন্দর বলে গেছেন আপু, শান্তনা পেয়ে কৃতজ্ঞ।

মন্তব্য পেয়ে আণ্দিত হয়েছি আপু, প্রেরণা হয়ে থাকবে।
শুভকামনা জানবেন সবসময়।

৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোবাসা কখনও ফুরায় না। আসন গেড়ে বসে থাকে মনের দরজায়।
কবিতা ভালো লাগল। আপনাকে এখন কম কম দেখি। ব্যস্ত আছেন মনে হয়?

০৭ ই জুন, ২০১৮ রাত ২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধস্য, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখি ভাই।

হ্যা ভাই, ব্যস্ততার সাথে কিছুটা অনিহা যুক্ত লেখতে,।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৭| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম। সুন্দর হয়েছে। কিন্তু শিরোনামটা বাংলা সিনেমা টাইপ হয়েছে।

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা পড়ে কৃতজ্ঞ করেছেন ভাই , অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম।
দোআ রাখবেন প্রিয় ভাই।

লিখলাম তো, কিন্তু নাম কি রাখবো সেটা ভাবতে একদিন লেগে গেলেও নাম ঠিক হলো না, শেষমেশ এটাই রেখে দিলাম, শিরোনাম ছাড়া তো আর রাখা যায় না!

শুভকামনা জানবেন ভাই সবসময়

৮| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:২০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা।

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রশংসা পেয়ে, অনেক প্রেরণা আমার জন্য।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন আপু।
দোআ রাখবেন।

শুভকামনা আপনার জন্য

৯| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১০

জাহিদ অনিক বলেছেন: মোরে ভালোবাসায় ভুলিও না
পাওয়ার আশায় ভুলিও ।।

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছে কবিবর, পাওয়ার আশাই তো করেছিলাম, পাইনি, আশাটুকুই রয়ে গেছে শুধু।

ভালো লাগলো অনেকদিন পর কবি ভাইয়ের দরশন পেয়ে।
আছেন কেমন যুবরাজ ?

১০| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,



নজরুলের গান দিয়ে বলি --

"ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রানী .."

সহব্লগার শাহরিয়ার কবীর , চাঁদগাজী, সম্রাট ইজ বেস্ট এর ভালোবাসা সম্পর্কিত মন্তব্যগুলো ভালো লাগলো ।

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা নিবেন শ্রদ্ধেয়, আপনার দরশন পেয়ে অনেক আনন্দিত হলাম।

ভালোবাসার জন্য সবকিছু হারিয়েও সেই ভালোবাসা মনের ভিতর পোষে রাখার নামই ভালোবাসা মনে হয় আমার কাছে, আর কিছু হারাতে না হলে তো আরও ভালো। আমি এটাই বুঝাতে চেয়েছি, ভালোবাসার শেষ নেই কোনদিন।

কবির ভাই, সার কথাটিই বলে গেছেন, শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই বলে গেছেন মহৎ ও গুণী কথা আর বেষ্ট ভাইও বলেছেন আসলই।
চাঁদগাজী ভাইয়ের সাথে একাত্মতা করে আমিও মনে করি ভালোবাসা বুঝেশুঝে সঠিক জায়গায় দেয়া উচিৎ, আর ভালোবাসাই পারে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে।

আপনার আগমণে কৃতজ্ঞতা রইল শ্রদ্ধেয় প্রিয়।
দোআ রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

১১| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:২৯

শামচুল হক বলেছেন: কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় করে পড়বেন।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই পড়ে আসবো, আমার খুব ভালো লেগেছিল প্রথম পর্বটি।
অনিয়মিত তাই অনেককিছু বাদ পড়ে যায়, জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা রইল ভাই।

১২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৪

নীলপরি বলেছেন: কবিতা তো অসাধারণ হয়েছে ।

মানুষের আশাতীত হওয়া মুশকিল! ফল কেমন হবে বলা যায় না ! তাই হয়তো নিষ্কাম কর্মের কথা বলা হয় ।

ভগবান বুদ্ধ মৃত্যুর সময় দেখলেন তাঁর এক শিষ্য কাঁদছেন । তাই দেখে তিনি হাসলেন । ভাবলেন , এতোদিন ধরে কী বললাম ? কী শেখালাম ? কারণ - সারা জীবন বুদ্ধদেব সবাইকে বলেছেন , মায়া পরিত্যাগ করতে , দুঃখ না করতে ,শোক না করতে । আর তিনি দেখলেন তাঁর নিজের শিষ্যই দুঃখ করছে , শোক করছে ।

শুভকামনা

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা আমার প্রেরণা হয়ে থাকবে, অনেক উৎসাহিত হলাম।

সুন্দর কথা বলে গেছেন আপু, কারো আশায় জীবন চলে না, জীবনের প্রয়োজনেই জীবনের পথচলা। বাস্তবতার সাথে মিলেমিশে চলতে হয় সাহসের সাথে, ভেঙে পড়তে নেই।

দারুণ একটা উদাহারণ রেখে গেছেন, মানুষের কষ্টবোধ থাকবেই, মায়া মমতা থাকবেই, তার মাঝেই পাড়ি দিতে হয় মানুষের জীবন সাগর।

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রইল।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়

১৩| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল হয়েছে। শেষটুকু বেশী ভাল। + +
চাঁদগাজী এর মন্তব্যটাও বেশ ভাল লাগলো।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর কাছে প্রশংসিত হয়ে ধন্য লেখাটি, আমি আনন্দিত।
অনুপ্রাণিত হবো সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোআ রাখবেন শ্রদ্ধেয়।

শুভকামনা ও সুস্থতা কামনায়

১৪| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

জুন বলেছেন: শিরোনামটি পুরোনো হলেও বেশ আকর্ষনীয় নয়ন । ভালোলাগা রইলো ।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দেরি করে ফেললাম এমন প্রেরণাদায়ক মন্তব্যের প্রতিউত্তর দিতে, দুঃখিত আমি।

প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রইল।

শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.