নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

সেই ভুলের-ই জন্য (গান)

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৬



এক জীবনে তোকেই আমি দিয়ে ছিলাম মন,
সেই ভুলের-ই জন্য আজও দুই চোখে ক্রন্দন।।

মনটা জুড়ে আজওরে তোর ভালোবাসার ঢল,
তুই ছাড়া আর এই ভুবনে কি আছে মোর বল।।
তোকে ছাড়া শূন্য একা আমার এই জীবন,
সেই ভুলের-ই জন্য আজও দুই চোখে ক্রন্দন।।

কতো দিনের স্বপ্ন আশা আমার চোখে ভাসে,
সব হারানো এই আমাকে কেউ'না ভালোবাসে।।
সময় গুলো বড়ই নিঠুর পোড়ায় সর্বক্ষণ,
সেই ভুলের-ই জন্য আজও দুই চোখে ক্রন্দন।।

কোথায় এখন বন্ধু তুমি কতই সুখে আছো,
এতো দিনের প্রেমপ্রীতি কেমনে ভুলে থাকো।।
সবকিছু কি মিথ্যে তোমার করেছি বরণ,
সেই ভুলের-ই জন্য আজও দুই চোখে ক্রন্দন।।



গান : সেই ভুলের-ই জন্য আজও
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন

আমি কোন শিল্পী নই, খালি গলায় গান গাওয়া আমার একরকম নেশার মতো। নিজের লেখা গানগুলোর সুরকরে গেয়ে রাখা একরকম বোকামি মনে হয় আমার কাছে, তবুও গেয়ে রাখি অনেকেই সুরের সন্ধান করেন। যদি কখনো কারো ভালো লাগে গানটি তবেই সার্থকতা আমার।

মন্তব্য ২৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৭

অালপিন বলেছেন: পাড়ার হবু কবি পাগলা মতিনের মতো হয়েছে।

পড়তে যদিও খারাপ লাগে না।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানের সুরে লিখেছি, সুরের সাথে শব্দ মিলাতে এখন আর ধৈর্য কুলায় না ভাই, তাই যা মনে এলো লিখে ফেললাম।
গানটি এখনো গাইনি, পড়েছেন তাতেই খুশি, জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা।
দোআ রাইখেন ভাই।

২| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:২১

ওমেরা বলেছেন: সুর করে গাইলেমনে হয় ভালই লাগবে ।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিরহের সুরেই লিখেছি, গাইবো যদি সময় সুযোগ পাই কোনদিন।
দোআ রাখবেন আপু

৩| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো +

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকবেন ভাই, অনেক উৎসাহিত হলাম।

শুভকামনা জানবেন ভাই সবসময়

৪| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: তেজি জ্বালাময়ি কবিতা লিখুন।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের উৎসাহ পেলে লিখবো ভাই, দোআ রাইখেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

৫| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৮

সাহসী সন্তান বলেছেন: বেশ ছন্দময় কবিতা, নাকি গান? তো এবার সুর দিয়ে গেয়ে ফেলেন, আমরা শুনি... :)

শুভ কামনা জানবেন!

১২ ই জুন, ২০১৮ রাত ৮:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান লিখতে চেয়েছি ভাই, সুর করেই লিখা, গাওয়ার সুযোগ হয় না এখন, আমার কয়েকটি গান জড়ো হয়ে গেল গাওয়া হচ্ছে না, আসলে সুযোগ হয় না তার উপর কেমন সংকোচবোধ হয় এখন খালি গলায় গান গাওয়াটা, তবুও সুযোগ মতো গেয়ে ব্লগে রাখবো আশা আছে। দোআ করবেন ভাই। প্রেরণাদায়ক মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা জানবেন ভাই।

৬| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ হারানো ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখে হৃদয়ে

১২ ই জুন, ২০১৮ রাত ৮:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার মতো বোকাদের বোকামি এটা, জানলেও মানেনা বোঝ অন্তর মন, ক্ষণেক্ষণে চলে আসে চোখের সামনে।

দোআ রাখবেন শ্রদ্ধেয়

৭| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১২ ই জুন, ২০১৮ রাত ৮:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুটকরে সুর হয়ে যাওয়া প্রথম লাইন দুটিকে পূর্ণতা দিতেই লিখতে চেষ্টা। সুপ্রিয় কবি'র কাছে মোটামুটি লাগলেই সার্থকতা অনেক, অনুপ্রাণিত হবো কবিবর। দোআ রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়।

৮| ১২ ই জুন, ২০১৮ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,



শিরোনামে এবং অন্যত্র "সেই ভুলেরি জন্য" শব্দটি ( বোল্ডকৃত ) সম্ভবত সঠিক নয় । "ভুলের-ই" বা " ভুলেরই" হলে ভালো হয় । পুড়ায় পোড়ায় হবে ।

কবিতা হলে মোটামুটি , গান হলে চলবে ।
শুভেচ্ছান্তে ।




১২ ই জুন, ২০১৮ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞ রইলাম শ্রদ্ধেয় ভুলগুলো উল্লেখ সহ শুধরে দেয়ায়। এখনই ঠিক করে নিচ্ছি।

গান লিখতে চেয়েছি ভাই, প্রশংসাটুকু অনেক প্রেরণাদায়ক আমার জন্য।
দোআ রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

অগ্রিম ঈদ মোবারক

৯| ১৩ ই জুন, ২০১৮ রাত ২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই কবিতায় ভাল লাগা রইল।
তারপর বলুন কেমন আছেন? ঈদের ছুট্টিতে বাড়িতে নাকি কর্মস্হলেই আছেন?

১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের দরশনে আনন্দিত।
ভালো আছি ভাই, ঈদের ছুটি এখনও পাওয়া হয়নি। ঈদের আগের দিন যদি সুযোগ পাই যাবো আশা।
দোআ করবেন ভাই।

আপনি কি দেশে আসবেন? নাকি সামনের ঈদে?
ভালো থাকবেন সবসময়, শুভকামনা আপনার জন্য

১০| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬

নীলপরি বলেছেন: কবিতা খুব সুন্দর লাগলো । এখন গান হিসাবে শোনার অপেক্ষায় রইলাম ।
এই যান্ত্রিক জীবনে এমন ভুল যারা করতে পারেন তাঁদের দেখেই মনে পৃথিবীতে এখনও মানুষ আছে ।

শুভকামনা

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দ বোধ করছি প্রিয় আপুর মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
কবে গেয়ে শুনাবো সেটার নিশ্চয়তা দিতে পারছিনা, তবে গাওয়ার ইচ্ছে আছে।

অনেক সাহসের কথা বলে গেছেন আপু, দোআ রাখবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

১১| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণার শ্রদ্ধেয় কবিবর এর প্রশংসা। প্রেরণা হয়ে থাকবেন কবিবর।
দোআ রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

ঈদ মোবারক

১২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি কিছুক্ষণ আগে গেয়েছি খালি গলায়, লিঙ্কটি যুক্ত করে রাখলাম।

গান ::এক জীবনে তোকেই আমি

১৩| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: ভুলের কথা স্মরণ করে রচিত কবিতাটি ভাল লেগেছে। + +
আপনার খালি গলার গান শুনতেও বেশ ভাল লাগে। এর সাথে যন্ত্র যোগ হলে হয়তো আরো ভাল হবে, তবে না হলেও অসুবিধে নেই।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর অনেক দেরি করে ফেলেছি আপনার মন্তব্যের প্রতিউত্তরের।

আপনার কাছে প্লাস পাওয়া আমার জন্য অনেক আনন্দের, অনেক প্রেরণার।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা করি।

আমি আসলে কোনরকম বাজনা জানিনা, চেষ্টা কিছুদিন হারমুনিয়ামে করেছিলাম, হয়নি। এখন আর সুযোগ হয় না। টেপরেকর্ডার বা এখন মোবাইলে গান মুখস্থ করে গাওয়াটা আমার একপ্রকার নেশা। এই নেশা থেকেই নিজের লিখার ইচ্ছা। আপনাদের আন্তরিক উৎসাহদানে আমি সবসময় অনুপ্রাণিত হই। দোআ রাখবেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়, আপনার সুস্থতা কামনায়

১৪| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
বেশ ভাল লাগল! আপনার কবিতা ও আপনাকে সবাই মিস করছি! ফিরে আসুন!

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় ভাই, আপনাদের আন্তরিকতা আমাকে টানে ভাই, খুব টানে ব্লগে, সময়গুলো খু্ব ব্যস্ত হয়ে গেছে আমার। বেশি সময় থাকতে পারিনা বলেই ঢুকা হয় না ব্লগে। আমি আছি ভাই আপনাদের মাঝে, থাকবো যতদিন বেঁচে আছি।
দোআ রাখবেন ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.