নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
ঘুম আসে না- একলা রাতে।।
তোমারি ভাবনা, নিশিত একেলা
বিরহ যাতনায় ভরে মন;
তুমি আজ কতো দূরে,
হয়'তো গিয়েছো ভুলে,
তবু কেন কাঁদে নয়ন।।
একটি নাম-ই দমে দমে আসে,
চোখের পাতায় শুধু ও'মুখ ভাসে।।
হারানোর বেদনা, কতদিনের কথা,
মরু মরু-বুকে ভাসায় শ্রাবণ।
এ'কেমন কষ্ট তুমি দিলে বলো,
সাজানো জীবন আজ এলোমেলো।।
বিষণ্ণ তুমি ছাড়া, দুচোখে জলধারা,
ভালো হতো যদি দিতে মরণ।
গান : ঘুম আসে না- একলা রাতে
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার তৃপ্তি পাওয়াতে আমার অনেক প্রেরণা সার্থকতা, কৃতজ্ঞতা জানবেন ভাই উৎসাহদানে।
এটি গানই লিখেছি, সুরকরে গেয়েছিও খালি গলায়, মন চাইলে একবার শুনে দেখবেন ভাই।
দোআ রাখবেন।
শুভকামনা জানবেন
২| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৫
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
গানের কথা সুন্দর । গেয়েছেনও সম্ভবত রাগমিশ্রিত সুরে । যন্ত্রসঙ্গীত নেই কেন সাথে ? হলে আরও ভালো হতো ।
গলায় জোর আছে কিন্তু গলায় আরও দরদ আনতে হবে ।
২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা না রাগ না ভাই, আসলে হঠাৎ দেখলাম রুম ফাকা, ভাবলাম গানটি রেকর্ড করার সুযোগ এইতো, দুদিন ধরে লিখলেও গাইতে পারছিলাম না, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। প্রশংসা পেয়ে অনেক প্রেরণা ও সাহস পেলাম।
দোআ রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।
পরামর্শ মনে থাকবে আমার, কৃতজ্ঞ।
শুভকামনা জানবেন সবসময়।
৩| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর গান।
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহবোধ করছি ভাই, প্রেরণা হয়ে থাকবেন। মন্তব্য পেয়ে কৃতজ্ঞ।
দোআ রাখবেন ভাই।
শুভকামনা
৪| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
কথা এবং সুর এবং কন্ঠ। তিনটি গুন আপনার।
ভাল লেগেছে।
২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ রাখবেন ভাই, ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
শুভকামনা আপনার জন্য সবসময়
৫| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪
ধ্রুবক আলো বলেছেন: আমাদের ঘুম দিন দিন গায়েব হয়ে যাচ্ছে।
২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একেবারে মিছা না কথাটি, দিনদিন মানুষের জীবনে জটিলতা বাড়ছে, চিন্তা বেড়ে যাচ্ছে মনের অস্থিরতা বাড়ছে, ঘুম কমে যাচ্ছে। আবার গত কয়েক দিনরাত খুব গরম যাচ্ছে, রাতভোর হলেও গরমের কমতি নেই, এতেও ঘুমের ব্যাঘাত হচ্ছে। আর যদি মনের ঘরে তুষানল জ্বালানো থাকে তো ঘুম রাতের কোন প্রহরে চোখে ভর করবে তা আমার মতো অনেকেই জানেনা।
শুভ সন্ধ্যা
৬| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬
সনেট কবি বলেছেন: দারুণ হয়েছে প্রিয় কবি।
২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরিত হলাম সুপ্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন কবিবর।
দোআ রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়
৭| ২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১
জাহিদুল হক শোভন বলেছেন: মন্দ না
২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকবেন ভাই, মন্তব্য পেয়ে কৃতজ্ঞতা।
দোআ রাখবেন।
শুভ সন্ধ্যা
৮| ২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
কাছের-মানুষ বলেছেন: গানটা খুব দুঃখয়ের।
আপনাকে মনে হয় অনেকদিন পর দেখলাম ব্লগে!!!
২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রাতজাগা গান তো একটু দুঃখেরই, ভালো লাগলো গানটি পড়ে মন্তব্য রেখে গেছেন।
হ্যা ভাই, এখন ব্লগে বেশি সময় থাকা হয় না আমার, মাস খানেক পর কয়েকদিন আগে একটা পোষ্ট দিয়েছিলাম, আর আজকের এটি, দোআ রাখবেন ভাই। সামনের মাস থেকে নিয়মিত হতে পারবো মনে হচ্ছে।
৯| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০
নীলপরি বলেছেন: গানের কথা ও গান দুটোই খুব ভালো লাগলো ।
+++++++++
শুভকামনা
২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অানন্দিত হলাম আপু প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
প্লাসগুলো অনুপ্রাণিত করবে আমাকে।
দোআ রাখবেন আপু।
শুভকামনা জানবেন সবসময়
১০| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৯
ডঃ এম এ আলী বলেছেন: গানের কথা ও সুর ভাল লেগেছে । আধুনিক বাংলা গানের এখনকার কথা বলতে গেলে অনিবার্যভাবে আসবে সংগীতের মুর্ছনার কথা। ভাল একটি সংগীতে চাইলেই খুব সহজে ও অনায়াসে নিখুঁত অন্ত্যমিল বজায় রাখা যেত পারে , তবে মনে হয় আরো একটু সাধনা প্রয়োজন । কবির কন্ঠে গান শুনে মনে হচ্ছে কবিতা পড়ার প্রহর বুঝিবা উত্তীর্ণ হতে যাচ্ছে । শুভেচ্ছা রইল উত্তরোত্তর সাফল্যের জন্য ।
২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন শ্রদ্ধেয় প্রিয়, আপনি কি সুস্থ হয়েছেন পুরোপুরি? আপনাকে দেখে অনেক আনন্দিত হলাম। আপনার সুস্থতা কামনায় সবসময়।
হ্যা ভাই, আরও অনেক সাধনার ঘাটতি আছে আমার মাঝে, আমি এখনো কোনরকম বাজনা শিখতে পারলাম না, হারমুনিয়াম কিছুদিন চেষ্টা করেও হয়নি। তবুও মাঝেমধ্যে ভালো লাগে গান লিখতে, গাইতে পারলে আরও ভালো লাগে। দোআ রাখবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়, সুস্থতা কামনায়
১১| ২১ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৪০
সোহানী বলেছেন: আরে দারুনতো, ইন্সট্রুমেন্ট থাকলে আরো অনেক ভালো লাগবে.............। নেক্সট ইন্সট্রুমেন্ট সহ আপলোড... ওকে!!!!!
২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করে গেছেন আপু, প্রেরণা হয়ে থাকবে প্রশংসা।
দোআ রাখবেন আপু, পরামর্শ মনে থাকবে আমার।
শুভকামনা জানবেন আপু
১২| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯
জাহিদ অনিক বলেছেন:
গতকাল শুনেছিলাম--- পড়েছিলাম।
পরে আর মন্তব্য করা হয় নাই।
আপনার গলায় একটা স্পেশাল দরদ আছে কবি --
আপনি হচ্ছেন হুমায়ূন আহমেদ এর ভাষায়- গাতক।
যে নিজেই গান লেখে, সুর করে ও গায়।
২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণভাবে অনুপ্রাণিত করেন আপনি আমাকে গান লিখতে ও গাইতে, এটা সৌভাগ্য মনে করি আমি।
দোআ রাখবেন কবি, ঢাকায় পোষ্টিং আমার, এখনও যাইনি, সামনের মাসে যোগদান করবো।
১৩| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬
জাহিদ অনিক বলেছেন:
বাহ !!! ঢাকায় পোষ্টিং খুবই ভালো কথা।
অবশ্যই আমরা একদিন চা খাব।
২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই চা খাবো দুজনে, হতেও পারে একাধিক দিন তা,
দোআ রাখবেন কবিবর
১৪| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
গানটা শুনে দেখলাম! সুরের কাজ অসম্ভব সুন্দর! শুভকামনা সুপ্রিয় গীতিকার ও সুরকার!
২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর কাছে ভালো লাগা জেনেই আমি অনেক অনেক আনন্দিত, অনেক প্রেরণাদায়ক আমার কাছে আপনার প্রশংসা,
কৃতজ্ঞ ভাই আন্তরিক উৎসাহদানে।
গীতিকার বলতেই পারেন যেহেতু গানের মতো লেখি কিন্তু সুরকার হওয়ার যোগ্যতা আমার কই, এত আমার নিজের কিছু লেখা সুরে সুরে গাওয়ার চেষ্টা মাত্র। তবে খুব ভালো লাগছে আপনার দেয়া উপাদিতে। দোআ রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
১৫| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫
আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতা সুন্দর।।
চাঁদ জাগে রাতে
হাজার তারা মেলে
নীল আকাশটা জ্বলে আছে
মিট মিট করে ।
সেই তুমি হারিয়ে গেলে
ফিরলে না আর বলে
শূন্য ঘরে থাকি নিরালায়
ঘুম আসে না একলা রাতে ।।
২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন জাভেদ ভাই, প্রশংসা পেয়ে ধন্য আমার সামান্য লেখাটি।
দোআ রাখবেন ভাই।
সুন্দর কাব্যটুকু রেখে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন, সুন্দর মিলিয়েছেন, পুরোটা লিখে ফেলুন ভাই, গান হয়ে যাবে।
শুভকামনা আপনার জন্য
১৬| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১
বরুন মালাকার বলেছেন: এটাকে বাংলা গজলে সুর করা যেতে পারে।
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: করে ফেলুন ভাই, শুনে খুশি হলাম।
মন্তব্য পেয়ে কৃতজ্ঞ
শুভকামনা জানবেন ভাই
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়কবিভাই,
সুন্দর গানের সুরে কবিতা পাঠ করে তৃপ্তি পেলাম। ++
শুভকামনা জানবেন।