নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
ভেবো না দুর্বল এতো
ভুল করেও আমায় কভু,
বাঙালি লড়াই করে
অত্যাচারেও হয়না কাবু।
বায়ান্ন একাত্তরে
বাঙালি বীরত্বে গাঁথা,
জীবনটা হাতে নিয়ে
এনেছিল স্বাধীনতা।
মরবো দেশের প্রেমে
ধর্ম-জাত ধার না ধারী,
গর্বিত বাঙালিতে
মানুষকে ভালোবাসি।
রক্তে জ্বলছে আগুন
হৃদয়ে জয় বাংলা,
মারতে দেশের শত্রু
কাঁপে'না হাত কাঁপে'না।
ছাড়িনা পাওনা নিজের
ছিনিয়ে নিতে জানি,
সঠিক আর ন্যায়ের পথে
সাহসী সৈনিক আমি।
প্রেমিক জন্মভূমির
দেশ-বিরোধীর বুকে কাটা।
দাবাতে পারবেনা আর
বলে গেছেন জাতিরপিতা।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় লেখক কবি ভাইয়ের প্রশংসা পেয়ে, এ আমার জন্য অনেক প্রেরণার।
কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
হ্যা, ভাই জয় বাংলা মনকে উজ্জীবিত করে, সাহসী বাঙালির প্রতীক জয় বাংলা।
শুভকামনা জানবেন সবসময়।
২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জয় বাংলা
জয় বাংলা আমার পছন্দের শব্দ। মিছিলে "জ-অয় বাং-লা" বলার সময় রক্তটা কেমন টগবগ করে ওঠে।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনে অত্যন্ত খুশি হলাম ভাই, জয় বাংলা বাঙালি জাতির সাহসিকতাপূর্ণ শব্দ। জয়বাংলা, বাংলার জয় হবেই।
মন্তব্যে কৃতজ্ঞতা
৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৯
সনেট কবি বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবিবর এর প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার, কৃতজ্ঞতা রইল উৎসাহদানে।
দোআ রাখবেন শ্রদ্ধেয় কবিবর।
শুভকামনা জানবেন, সদা সুস্থতা কামনায়
৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
কবিতা মোটামুটি ভালো হয়েছে; কথায়, মনের জোর প্রকাশ পেয়েছে।
তৃতীয় প্যারাগ্রাফের ২য় লাইনে "ধারনা ধারী" অংশটুকুকে ভেংগে "ধার না ধারী" করার দরকার, মনে হয়!
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভুল ধরিয়ে দেয়ার জন্য, এক্ষনই ঠিক করে নিচ্ছি শ্রদ্ধেয়।
আপনার প্রশংসা আমার জন্য অনেক অনেক অনুপ্রেরণার, প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক শ্রদ্ধেয়।
শুভকামনা জানবেন সবসময়, সুস্থতা কামনা আপনার জন্য
৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
জয় বাংলা.... অস্তিত্ব বাংলাদেশ...
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক বলেছেন কবিবর,
জয় বাংলা বাঙালি জাতির পূর্ণতা এনে দেয়া অনুভূতি ও সাহসিকতার প্রতীক।
শুভকামনা জানবেন সবসময়
৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৩
স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগা কাব্যে।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে প্রেরিত হলাম, কৃতজ্ঞতা জানবেন উৎসাহদানে।
দোআ রাখবেন ভাই।
শুভকামনা রইল
৭| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৫
নীলপরি বলেছেন: খুব সুন্দর কবিতা । শেষ স্তবকটা খুবই ভালো লাগলো । ++++
শুভকামনা
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরিত হলাম প্রিয় কবি আপুর প্রশংসা পেয়ে, কৃতজ্ঞতা রাখছি উৎসাহদানে।
দোআ রাখবেন আপু।
শুভকামনা আপনার জন্যও সবসময়
৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪২
কাওসার চৌধুরী বলেছেন:
ভাল লাগলো পড়ে, সহজ পাঠ্য।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় বরেণ্য লেখকের কাছে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক প্রেরণার, অনেক উৎসাহের।
কৃতজ্ঞতা জানাই উৎসাহদানে।
দোআ রাখবেন শ্রদ্ধেয়।
শুভকামনা জানবেন সবসময়
৯| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১১
মিথী_মারজান বলেছেন: সহজ,সরল,খুব সিম্পল একটি কবিতা।
আর এই ভাবনার সরলতাটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।
জয় বাংলা।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহবোধ করছি। অনেক প্রেরণাদায়ক প্রশংসা আমার জন্য।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোআ করবেন।
আমি আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশিদূর যেতে পারিনি, কলেজে দুবছরের একটা সার্টিফিকেট পর্যন্তই সীমাবদ্ধ, পরে কর্মের মধ্যে পড়ে মেধাশক্তি গেছে বললেই চলে। তাই কঠিন শব্দমালা খুঁজে বের করা আমার জন্য কষ্টসাধ্যই। লিখতে ভালো লাগে, মনের ভিতর অনেক কথা জমাটবদ্ধ, সেগুলো কোনরকম প্রকাশ করার চেষ্টা। যেটুকু লেখতে পারছি তার সবটুকুই সামুর কৃতিত্ব, সামুর আন্তরিক ভালোবাসা আমাকে লেখার জন্য অনুপ্রাণিত করে সবসময়।
আপনার প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
শুভকামনা জানবেন সবসময়।
১০| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২২
নতুন নকিব বলেছেন:
সুন্দর কবিতা। গভীর মনোবল প্রকাশ পেয়েছে কবিতার ছত্রে ছত্রে। +++
২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম আপনার প্রশংসা পেয়ে, দোআ রাখবেন শ্রদ্ধেয়।
একজন বাঙালির ইস্পাত কঠিন মনোবল প্রকাশ করতে চেয়েছিলাম, আপনার মন্তব্য আমাকে সাহসী করলো,
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা জানবেন সবসময়
১১| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: মুক্তির শ্লোগান। +
২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা প্রিয় কবি মুক্তির শ্লোগান, বাঙালির এখনো অনেকক্ষেত্রে মুক্তির প্রয়োজন। বাঙালির মনোবল মনে করিয়ে দেয়ার চেষ্টা করেছি মাত্র।
দোআ রাখবেন শ্রদ্ধেয় কবিবর।
শুভকামনা জানবেন সবসময়
১২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।
২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হলাম ভাই, অনেক আনন্দিত।
দোআ রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
১৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল নাঈমভাই,
সুন্দর কবিতা। জানিনা আপনি একে গানের রূপ দিয়েছেন কিনা। তেমন হলে আরও খুশি হবো।
শুভেচ্ছা নিয়েন।
২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সন্ধ্যা জানবেন ভাই,
গানই করতে চেয়েছিলাম, কিন্তু সুরে সামান্য অসামঞ্জস্য হওয়ায় আপাতত রেখে দেওয়া।
প্রশংসা পেয়ে আনন্দিত হলাম ভাই। দোআ রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
১৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জয়য়য়য় বাংলাাাা!
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাহসিকতার প্রতীক জয় বাংলা, বাঙালি জাতির মুক্তির শ্লোগান।
মন্তব্যে আসায় ধন্যবাদ ভাই,
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫০
মোস্তফা সোহেল বলেছেন: বাহ দারুন কবিতা নয়ন ভাই!
জয় বাংলা কথাটি মনকে উজ্জীবিত করে।
কবিতায় অনেক ভাললাগা রইল।