নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
তোমার রূপেরমোহ কেড়েছিল মোর অন্তর মন,
যৌবনারম্ভে কতনা চঞ্চলা সময়,
হৃদয় গহনে জমে থাকা কতনা সাধ ইচ্ছে...
আলেয়ার পিছে ছোঁটে ছোঁটে ক্লান্ত হয়েও
তৃপ্তির শ্বাস ছাড়ে আমার আবেগি প্রাণ,
বুঝেছি, ভালোবাসা স্বপ্ন সাধ ইচ্ছের ভিতর
না চাইলেও থাকে অনেকটা অভিমান...।
আমি গোধূলি রঙে রাঙিয়ে মনের আকাশ-
তোমার বিদায়ী মুহূর্তকে জানিয়েছি সাধুবাদ,
বোঝো'নি
তখনো হৃদয় গহীনে জ্বলছিল অনল,
পোড়া চোখ দুটোয় ছিল বাঁধভাঙা অশ্রুর ঢল।
কিছুকিছু সময় মানুষ
মরণকেই বেশি ভালোবেসে ফেলে,
মনে করে মরণেই সবকিছুর সমাধান।
আমিও কি তেমনি কোন সময়ের স্রোতে...!
মাঝে মাঝেই নিজেকে হারিয়ে ফেলছি
অচেনা কোন ভাবনায়,
কিছুতেই মিলছে না সদুত্তর!
আমি নয়তো কোন মহা ভুল!
আমার অস্তিত্ব কোন ঠিকানায়...?
বারবার ফিরে ফিরে আসে
সেই একজনই চিন্তা চেতনায়,
এটাই বুঝি ভালোবাসা, এটাই প্রেম স্বপ্ন আশা,
কখনো হাসায় কখনো কাঁদায়...!
বোঝতে যদি আমার একাকী সময়ের কষ্টগুলো,
যদি বোঝতে আমিও একজন যুবক-
প্রয়োজন আছে আমারও নারীসঙ্গ;
তবে পারতোনা বুকে বাসা বাঁধতে কষ্ট কোনো...
নাইবা যদি দিতে পারো মন-
তবে প্রয়োজন নাই দেহ,
ভালোবাসা মনেই থাকে সেখানেই একটু রেখো।
হয়'তো জানিয়ে,
নয়'তো চুপিচুপি হবে মোর প্রস্থান পৃথিবী থেকে,
সেদিন, মনের অজান্তে হলেও
বিসর্জন দিও দু'ফোটা অশ্রুজল,
ভাববো, এইতো প্রেম, এইতো সুখ
এইতো পেলাম তোমায় ভালোবাসার ফল।
আমি তো জানিনে বন্ধু
ভালোবাসা চাওয়াটাই ছিল মস্ত বড় ভুল,
জীবনের শেষদিন পর্যন্ত দিয়ে যেতে হবে-
আমাকে সেই ভুলের মাশুল!
হয়তো আমি একদিন চলে যাবো,
রাখবে না আমায় আর মনে কেহ।
তোমার হৃদয় মাঝেই লিখে রেখো,
রয়ে যাবে মন সেথা, না থাক দেহ।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির দর্শন ও প্রাপ্ত প্লাসে উৎসাহিত তৃপ্ত মোর আত্মা।
কৃতজ্ঞতা রাখছি ভাই উৎসাহদানে।
দোয়া রাখবেন দাদা।
শুভকামনা জানবেন সবসময়
২| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩
নাজিম সৌরভ বলেছেন: কি বলেন নয়ন ভাই? ভালোবাসার আবেগে প্রস্থান চিন্তা কেন?
যা লিখেছেন এটা তো বিশ বছর বয়সে প্রেমের মর্যাদা না পাওয়া যুবকের আর্তি। সে বয়সে আবেগ হয় গভীর, ভালোবাসার আবেগ হয় আরো গভীর।
ভালো লেগেছে কবিতা।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবকিছুরই প্রস্থান আছে ভাই, কিছু কিছু সময় সময় হওয়ার আগেই প্রস্থান হয়েই যায় অনেককিছুর।
হ ভাই, আমার সকল চিন্তাভাবনা সেই বিশ বছরের আগেকার সময়কে ঘিরে।
ভালো লাগে জেনে অনেক আনন্দিত হলাম, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা সবসময়
৩| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহ পেলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৪| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব ভালো লেগেছে।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন
৫| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩
সনেট কবি বলেছেন: বাঁচার আগ্রহ হারিয়ে ফেল্লে মানুষ মরে যেতে চায়।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন শ্রদ্ধেয় কবিবর, যদিও সেটাই প্রধান সমাধান নয় তবুও মানুষ সেটাই করে বসে।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।
শুভকামনা জানবেন সবসময়
৬| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যারা চলে যাবার, তারা চলে যাবে, আর আপনাকে দিয়ে যাবে এক অমৃত খনি, যা থেকে সারাজীবন আপনি সোনা তুলবেন।
"তুমি চলে গেছো, সেই বেদনার অমৃত-খনি থেকে
উঠে আসে চির-ফল্গুধারার কবিতারা একে একে
তুমি চলে গেছো, চলে-যাওয়া পথে সোনা ফোটে প্রতিদিনই
আমার সকল কবিতারা তাই তোমার কাছেই ঋণী।"
কবিতায় ভালো লাগা নাঈম ভাই।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলে গেছেন ভাই, অনেক ভরসার, অনেক সাহসী প্রেরণা আমার জন্য। কৃতজ্ঞতা রাখছি ভাই এমন উৎসাহদানে।
দোয়া রাখবেন ভাই।
আপনার রেখে যাওয়া কাব্য টুকুন অসাধারণ হয়েছে, ঠিক যেন আমার মনের কথাগুলো বেরিয়েছে সুপ্রিয় কবির কিবোর্ড হয়ে।
ভালো লাগা জেনে ধন্য লেখাটি।
শুভকামনা জানবেন সবসময়।
৭| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১
রাকু হাসান বলেছেন: বাহ , চমৎকার ,এই প্রথম আপনারা কবিতা পড়লাম । প্রেম, বিরহ,হতাশা পেলাম কবিতা । ভাল লাগছে +
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সু স্বাগত জানবেন ভাই। চমৎকার মন্তব্য রেখে দারুণ উৎসাহিত করলেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
কৃতজ্ঞতা জানবেন উৎসাহদানে।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা সবসময়
৮| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক উৎসাহ পেলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
লিখতে থাকুন। লিখে যান।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা ও কৃতজ্ঞতা ভাই ব্যস্ততা রেখে আবারো আমাকে অনুপ্রাণিত করে যাওয়ার জন্য।
হ্যা ভাই, লিখতে থাকবো যদি আপনাদের আশীর্বাদ তুষ্ট থাকতে পারি।
শুভকামনা জানবেন সবসময়।
৯| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২১
বাকপ্রবাস বলেছেন: শুরুটা হয়েছে অভিযোগ দিয়ে, রূপ আর মোহ হয়ে এসেছে অস্ত্র হয়ে, যে অস্ত্রের আঘাতে কবির মৃত্যু কামনা, জীবন তুচ্ছ হয়ে যাওয়া, কোনকিছুতেই কবির আর মন বসেনা, ভাল লাগেনা, অনীহা আর অযথা হয়ে আসে পার্থিব জীবন। এবং সেই মৃত্যুতেই সমাধান কবির, আর যাবার আগে শেষ বাসনা, আমাকে মনে রেখ, তোমাকে ভুল না পেরেই আমার প্রস্থান।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, একদম পুরো কবিতার সারাংশ টেনে গেছেন, চমৎকার, মুগ্ধ করলেন ভাই।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১০| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
অন্যের প্রতি টানে হৃদয়ে ফুল ফুটে, সেই ফুল ডেকে আনে চির-বসন্তকাল; সেই ফুল ঝরে না কোনদিন
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কাব্যিক মন্তব্য শ্রদ্ধেয়, দারুণ বলেছেন, ভালোবাসার মরণ হয় না কোনদিন।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।
শুভকামনা জানবেন সবসময়
১১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভালো লাগলো নয়নভাই। আগাগোড়া প্রেমোপাখ্যান । চলে যাওয়ার সময় হৃদয়ে ধারনের আহ্বান । যে প্রেম হবে চিরন্তন বা শাশ্বত ।
শুভকামনা জানবেন।
১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম ভাই আপনার মন্তব্য পেয়ে, দারুণভাবে উৎসাহিত করে গেছেন ভাই, কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
দুঃখ গাথা অভিমানী কবিতা। হৃদয় ভালবাসা সামলে নিক।
কবিতা ভাল লেগেছে।
১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোয়া রাখবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
১৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫
ডার্ক ম্যান বলেছেন: প্রেমিকেরা কত সুন্দর করে কবিতা লিখে কিন্তু নারী সেটা বুঝতে পারে না
১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, বোঝবার মানুষ নাই, হারিয়ে গেছে, সে কখনও দেখে না,
ভালো বলেছেন ভাই, মুগ্ধ হলাম প্রশংসা পেয়ে, অনুপ্রানিত হবো,
মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন
১৪| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
জাহিদ অনিক বলেছেন:
যে চলে গেল, সে গেল বলেই না বুঝতে পারলাম সে ছিল--
কবিতা সুন্দর হয়েছে - বরাবরের মতই, সহজ সুন্দর
১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অাপনি বুঝতে পেরেছেন আর আমি জ্বলছি সেই থেকে, কখনো তুষের মতো কখনওবা দাবানল হয়ে।
যাক, ভালো লাগলো যে ভালো হয়েছে জেনে, উৎসাহিত হলাম কবিবর।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়
শুভ সকাল
১৫| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক মুগ্ধতা ও কৃতজ্ঞতা ভাই ব্যস্ততা রেখে আবারো আমাকে অনুপ্রাণিত করে যাওয়ার জন্য।
হ্যা ভাই, লিখতে থাকবো যদি আপনাদের আশীর্বাদ তুষ্ট থাকতে পারি।
শুভকামনা জানবেন সবসময়।
মনের দুঃখ কষ্ট, আশা, স্বপ্ন এবং পাওয়া না পাওয়া-
সব লিখে যান। দেখবেন তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু বুকের গভীতে তৃপ্তি আসবে।
১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই দোয়া রাখবেন, সেই তৃপ্তি নিয়েই বেঁচে থাকবো।
অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি আবারো সুন্দর পরামর্শে অনুপ্রাণিত করার জন্য।
শুভকামনা জানবেন ভাই সবসময়
১৬| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯
ইফতেখারুল মবিন বলেছেন: ভালো হয়েছে+++
১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম মবিন ভাই প্রশংসা পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা সবসময়
১৭| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা সিংহভাগ মানুষকেই ভিখিরি বানিয়ে ছাড়ে।
১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই আমি একমত হবো আপনার সাথে,
তবুও মানুষ ভালোবাসা খুঁজে,
অনেক ভালো লাগলো ভাই আপনার অসাধারণ উক্তিটি।
শুভকামনা জানবেন সবসময়
১৮| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০
নীলপরি বলেছেন: দুঃখকে আঁজলা ভরে আগলে রাখতে খুব কম কবি বা লেখক পারেন । আপনি তেমন কবি । আর আপনার এই কবিতাটা পড়ে প্রখ্যাত লেখক আমার চালর্স ল্যম্ব -এর কথা মনে পড়ে গেলো । ওনার প্রেমিকা ওনাকে ছেড়ে যান । কিন্তু উনি সেই স্মৃতি সারাজীবন আঁকড়ে ছিলেন । বিভিন্ন সাহিত্যে সেই ছাপ স্পষ্ট ।
কবিতায় ++++++
শুভকামনা
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে প্রেম ভালোবাসা মনে হয় এমনই, মানুষ হারিয়ে গেলেও প্রেম ভালোবাসা হারায় না, জীবন হয়তো কেটেই যায়, তবে হারানোর কষ্টটা মাঝেমাঝেই আঘাত করে, অনেকে চাইলেও ভুলতে পারেনা, আমিও পারিনা, তাইবলে আমি থেমে নেই, তবে মাঝেমধ্যে অনেকটা উদাসীনতা গ্রাস করে সেটা লেখালেখিতে সেরেই যাচ্ছে।
খু্ব ভালো লাগলো আপনার মন্তব্য, আমি আসলে কবি নই আপু, মনের কথাগুলো সাজাতে চাই এই, আপনার আন্তরিক উৎসাহদানে অনেক অনেক আনন্দিত হলাম, অনুপ্রাণিত হবো আপু।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়।
১৯| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
বিরহবেদনায়য় ভরা কবিতা! আপনাকে বিরহিত কবি বললে ভুল হবে না! চমৎকার লিখেছেন! ভাব পাকাপোক্ত হাতে লেখা!
১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির কাছে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক প্রেরণার, অনেক আনন্দের।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
শুভ সন্ধ্যা
২০| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫
শাহারিয়ার ইমন বলেছেন: ভাল হয়েছে ,লিখতে থাকেন আরো ভালো হবে +++
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য
ঈদ মোবারক
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭
বিজন রয় বলেছেন: একদিন সবাই চলে যাবে।
++++