নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
বুঝে নারে অবোধ মন-
মিছে করে জ্বালাতন বড়ই অবুঝ,
জীবনটা সুখের নয়-
যা দেখি সব অভিনয় স্ব'কেই খোঁজ।
চুল পাকিবে নড়িবে দাঁত-
বোধ হারিয়ে হবে উম্মাদ আসিবে সময়,
হারাবে তোর জীবন যৌবন-
ডুবিস-নারে পেয়ে মৌ-বন বাড়ারে হৃদয়।
মরিলে সব হবে মাটি-
মানব প্রেমে হৃদয় খাঁটি রাখছ'নি খবর,
হিসেব তোমার হবে দিতে-
কি করিলা মানুষ-রূপে জগতের উপর।
জাত বে-জাতের কর বড়াই-
উঁচু নিচুর মিথ্যে লড়াই ছাড়'রে এবার,
দুদিনের এই ধর্মশালা-
খুঁজে নারে ওই বিধাতা তিনি'যে সবার।
সবার খবর রাখেন তিনি-
গড়ছেন যিনি এই ধরণী করছেন ভরণ,
আপন পর তার কাছে নাই-
এক ঠিকানায় যাবো সবাই রাখিও স্মরণ।
কি হবে এই আভিজাত্য-
মরণের স্মরণ কর নিত্য এটাই বাস্তব,
রবে না তোর সঙ্গে কিছু-
যম'যে তোর করছে পিছু রেহাই অসম্ভব।
মানুষ ধর খোঁজ মানুষ-
রঙ দেখিয়া না হই বেহুঁশ মানুষ ভজিয়া,
স্রষ্টার প্রেমে অমরত্ব-
মিছে রে তোর ধনরত্ন মিছে-ই দুনিয়া।
সৃষ্টির মাঝে স্রষ্টা পাবে-
মানুষকে যাও ভালোবেসে ধরিতে স্রষ্টা,
প্রাণে-প্রাণে স্রষ্টার প্রেম-
ছাই হবে তোর ধর্ম-এলেম হলে পথভ্রষ্টা।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর প্রিয় কবির কাছ থেকে প্রেরণাদায়ক সুন্দর মন্তব্য পেয়ে অনেক অানন্দিত হলাম। ভালো আছেন নিশ্চয়।
গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন কবিবর, একমত আপনার সাথে, ধর্মের কোন দোষ নাই, আমরা মানুষরাই ধর্মের অপব্যবহার করে থাকি বিভিন্নভাবে।
কৃতজ্ঞতা জানবেন ভাই মন্তব্যে।
শুভকামনা জানবেন সবসময়।
২| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৬
সনেট কবি বলেছেন: সুন্দর লিখেছেন প্রিয় কবি।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম শ্রদ্ধেয় সুপ্রিয় কবিবর এর কাছে প্রশংসা পেয়ে।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় কবি।
শুভকামনা আপনার জন্য সবসময়
৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩১
স্রাঞ্জি সে বলেছেন:
কবিতায়+++
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্লাস পেয়ে ধন্য হলো মোর সামান্য লেখাটি, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১১
চাঁদগাজী বলেছেন:
শাহরিয়ার কবীর বলেছেন, "ধর্ম মানুষকে সব সময় ভালো জিনিসটাই শিখায়। এখানে ধর্মের কোন দোষ নাই। "
-মানুষও ভালো জিনিষ শিখতে চায়, মাঝখান থেকে কি হচ্ছে!
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধর্মের অপব্যবহার হচ্ছে
অযথা যেখানে সেখানে ধর্ম ট্যাগ লাগিয়ে মানুষকে বিভাজনে রসদ যোগাচ্ছে।
যা হোক, আমি আপাতত আপনার কাছে আজ আকটা লাইক আশা করেছিলাম এজন্য যে প্রেম ভালোবাসার কষ্ট ছেড়ে অন্য কিছু লিখতে চেষ্টা করেছি এখানে, লাইক তো দূর লেখাটি সম্পর্কে কোন মন্তব্যই পেলাম না!
দোয়া রাখবেন শ্রদ্ধেয়,
শুভকামনা জানবেন সবসময়
৫| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৭
চাঙ্কু বলেছেন: কবিতায় পেলাচ!
৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পেলাচ পেয়ে আনন্দিত হইলাম ভাইজান, দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন
৬| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনুপ্রাণিত হবো ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা
দোয়া রাখবেন ভাই
শুভকামনা আপনার জন্য সবসময়
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
ধর্ম মানুষকে সব সময় ভালো জিনিসটাই শিখায়। এখানে ধর্মের কোন দোষ নাই।
দোষ হচ্ছে মানুষের মূল্যবোধের বা মানসিকতা। অহংকার, লোভ লালসা মানুষকে পথভ্রষ্ট করে।।
কবিতাটি অনেক ভাল লাগা রেখে গেলাম।