নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

তোর পিরিতে জীবন আমার গেল (গান)

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

আমার বন্ধু বিনোদিয়া'রে
তোর পিরিতে জীবন আমার গেল।।
এরচেয়ে তুই মারতিস প্রাণে।।
সেই'তো অনেক ভালো ছিল...।
তোর পিরিতে জীবন আমার গেল।

খোদাই করে লিখেছিলাম
নাম'টি গাছের গায়ে,
অক্ষর গুলো গেঁথে আছে
আজও মোর হৃদয়ে।।
না জানিয়া মরছি আমি।।
জীবনে আর নাই আলো...
তোর পিরিতে জীবন আমার গেল।

নাম'টি আছে নেই-যে তুই
এখন অনেক দূরে,
তোকেই ঘিরে স্মৃতি'রা সব
আজও আমায় পুড়ে।।
এই কি ছিল ভাগ্যে লিখন।।
অন্তর পুড়ে হবে কালো...
তোর পিরিতে জীবন আমার গেল।

হঠাৎ যদি কখনো তোর
আমায় মনে পড়ে,
তিল পরিমাণ ঠাই দিস যদি
তোর ওই অন্তরে।।
নয়ন বলে রাখবো বুকে।।
চাইবো'না আর কোন ভালো...
তোর পিরিতে জীবন আমার গেল।



গান - তোর পিরিতে জীবন আমার গেল
কথা ও সুর - নাঈম জাহাঙ্গীর নয়ন

দুঃখিত, ক্ষমা করবেন, গানটি গতমাসেই আরো দুটি গানের সাথে ভিতরে এই ব্লগে প্রকাশ করেছিলাম, আবারো আজ ব্লগে পোস্ট হিসেবে দিলাম সেজন্য ক্ষমা প্রার্থী আমি। আসলে আমি ব্লগে গান আপলোড করতে পারতামনা, কেবল লিংক হিসেবে গানের নাম লিখেই পোস্ট করতে পারতাম, আজকের মতো এইভাবে সরাসরি ভিডিও আপলোড করতে পারতাম না। আজ আমার ওয়েবসাইটে এই গানটির ভিডিও ইউটিউব থেকে সরাসরি আপলোড করতে পেরে মাথায় আসলো ব্লগের কথা। যা আমি অনেকবার চেষ্টা করেও কখনো আপলোড করতে পারতাম না। আজ এটা করতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমার, যদিও আপনাদের অনেকের সময় নষ্ট করবে পোষ্টটি। সেজন্য দুঃখিত আমি।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪

বলেছেন: মনোমুগ্ধকর রচনা

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এমন প্রাণ খোলা প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার, কৃতজ্ঞতা রাখছি উৎসাহদানে
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪

চাঙ্কু বলেছেন: এত দু:খ!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখের সাথেই বসবাস ভাই, দুঃখের সাথেই আমার সখ্যতা, কি থাকে আর হারানোর বাকি যদি হারিয়ে যায় ভালোবাসা!

দোয়া রাখবেন ভাই।
শুভকামনা

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪১

রাকু হাসান বলেছেন:



বাহ :) ,সুর খুব ভাল লাগছে নয়ন ভাই ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই প্রশংসা পেয়ে, অনেক প্রেরণাদায়ক মন্তব্য, উৎসাহদানে কৃতজ্ঞতা রইল ভাই।
দোয়া রাখবেন

শুভকামনা জানবেন

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


সুন্দর গান। আপনি বিরহের সাথে সাধারণ গানও চেষ্টা করে দেখতে পারেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কাছে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক আনন্দের অনেক প্রেরণাদায়ক।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।
দোয়া রাখবেন।

অন্যান্য গানও ভালো লাগে, তবে বিরহটা যেন আমার একটু বেশিই ভালো লাগে।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়, চেষ্টা করবো।

আপনার সুস্থতা কামনায়

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪

কুঁড়ের_বাদশা বলেছেন:

গীতিকার ও সুরকার নয়ন ভাই এর গান ভীষণ ভালো লাগলো। গান শুনিয়া অতীব মুগ্ধ হইলাম।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনেক আনন্দিত করে গেল বাদশা ভাই, আপনার মুগ্ধতা আমার প্রেরণা।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।

দোয়া রাখবেন।

শুভকামনা রইলো

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শুনলাম। সুর এবং কথা ভালো হয়েছে।

এটা শুনেছেন নাকি?



০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, অনেক আগে শুনেছিলাম, তখন ছোট ছিলাম।
আবারও গানটি শুনার সুযোগ দিয়ে কৃতজ্ঞ করলেন ভাই।

আমার গানটি শুনেছেন জেনে অনেক আনন্দিত হলাম
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা জানবেন সবসময়

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগে গান ডাউনলোড করার টেকনিক রপ্ত করতে পেরেছেন দেখে ভাল লাগল । গানের কথা ও সুর ভাল লেগেছে । লোক সংগীত বাংলা সংগীতের সেরা শাখা । আব্বাস উদ্দীন ও আবদুল আলীম বাংলা সংগীত জগতে কিংবদন্তি তুল্য বরেন্য হয়েছেন লোকসংগীত গেয়ে । এটায় মন প্রাণ দিয়ে লেগে থাকতে পারলে ভালই হবে বলে মনে হয় ।
আমি সময় পেলে আবদুল আলীমের লোকসংগীত ও পল্লীগিতি শুনি । নীচে আবদুল আলীমের একটি গানের লিংক দিলাম ।
https://www.youtube.com/watch?v=bJPpt0X-NQI
একটু শুনতে পারেন , অনেক গুরুত্বপুর্ণ দিক নির্দেশনা তাতে খুঁজে পাবেন বলে মনে করি ।
শুভেচ্ছা রইল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয় ভাইকে মন্তব্যের ঘরে পেয়ে, আপনার শরীর কি ভালো আছে শ্রদ্ধেয়? আপনার সুস্থতা কামনায়।

হ্যা ভাই আমি এর আগে অনেক চেষ্টা করেও সরাসরি এভাবে আপলোড করতে পারতাম না, গতরাতে নিজের ওয়েবসাইটের সাইডবারে এই ভিডিওটি আপলোড করার পর মনে হলো ব্লগে একবার চেষ্টা করে দেখি। ব্লগে লিংক দিলে অনেকেই সময়ের অভাবে গান শুনতে পারেনা, এভাবে দিলে মন খেয়ালে হলেও একবার শুনে দেখতে পারে। সেজন্য গানটি পোস্ট করে দিলাম।
আপনার প্রশংসা ও সুন্দর পরামর্শ পেয়ে সত্যি খুব আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয়।

আব্দুল আলীম এঁর গানগুলো সত্যি খুব ভালো লাগে আমারও। আপনার লিংক থেকে যাওয়া যাচ্ছে না তাই এখন দেখতে পারলাম না, পরে একসময় অবশ্যই দেখবো।

দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

আপনার সুস্থতা কামনায় সবসময়।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: নয়নভাই,

অসাধারণ লাগলো। খালি গলায় এমন মিষ্টি সুর সত্যিই মনোমুগ্ধকর । ++++++++

এখন থেকে আপনার কাছথেকে আমরা শুধু গানই শুনবো।



অনেক অনেক শুভকামনা,আপনাকে।



০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উল্লসিত আপনার এমন আন্তরিক মন্তব্যে, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয় প্রিয়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

হা হা হা দোয়া রাখবেন ভাই, গান তো আমি লিখবোই আপনাদের এমন আন্তরিক উৎসাহ পেলে।

শুভকামনা আপনার জন্য সবসময়, সুস্থতা কামনায়

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

নীলপরি বলেছেন: লেখা ভালো লাগলো ।
আর দুঃখিত কেনো ? সকালবেলা গানটা শুনতে খুবই ভালো লাগলো । আর এভাবে আমিও ব্লগে আপলোড করতে পারি না । পরে আপনার কাছ থেকে জেনে নেবো ।
+++++++++
শুভকামনা

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম আপু, প্রেরণা হয়ে থাকবে আপনার ভালো লাগা।

দুঃখিত কারণ, গতমাসেই গানটি ব্লগে দিয়েছিলাম, তবে সেটা ছিল আরও দুটি গানের সাথে তাও ভিতরে। তাই এটা আবারও পোস্ট করে দিলাম, তবে এভাবে ইউটিউব থেকে সরাসরি আপলোড করতে পেরেই বেশি উৎসাহ পেলাম পোস্ট করার জন্য।

দোয়া রাখবেন আপু।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২

সনেট কবি বলেছেন: সুন্দর গান
মহাউম্মোচক

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম শ্রদ্ধেয় প্রিয় কবিবর, প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য সবসময়

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

পবন সরকার বলেছেন: চমৎকার গান

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম পবন ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর গান। দারুন আবেগময়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত করলেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক ভালো লাগলো গানটি শুনে ওপড়ে।।

নতুন নতুন গান আরো লিখতে থাকুন নয়ন ভাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি ভাইয়ের প্রশংসা আমাকে অনেক আনন্দিত ও উৎসাহিত করলো ভাই, প্রেরণা হয়ে থাকবেন।

দোয়া রাখবেন ভাই, আমি লিখতেই থাকবো এভাবে।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথাগুলো ভালো লেগেছে। গান শোনার সময় পাইনি। পরে একসময় শোনার ইচ্ছে আছে। শুভকামনা রইল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।

হ্যা ভাই সময় হলে শুনবেন,
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

অপ্‌সরা বলেছেন: ভাইয়া তোমার গলা অনেক অনেক সুন্দর!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলেই আপু, আমার এতটা বিশ্বাস হয় না, নিজের লিখা সুরকরা গানগুলোর সুরের জানান দিতেই আমি গেয়ে রাখি খালি গলায়। আপনার প্রশংসা আমার জন্য অনেক আনন্দের ও প্রেরণার।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

আখেনাটেন বলেছেন: আপনার কন্ঠ তো বেশ। :D

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনে খুব আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত করলেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

ভালোবাসা নিরন্তর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারও এসে নিরন্তর ভালোবাসা রেখে গিয়ে কৃতজ্ঞ করলেন ভাই,
শুভকামনা আপনার জন্য সবসময়,
সুস্থ সুন্দর সমৃদ্ধিতে ভরে থাকুক আপনার আগামী।

ভালোবাসা অফুরন্ত

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

ওমেরা বলেছেন: গান শুনি নাই পড়েই আমার মন ভরেছে । ধন্যবাদ ভাইয়া।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভিডিওটিতে আঙুল ছোয়ালেই গানটি শুনা যেত, গানটি শুনতে শুনতে পড়তে পারতেন। যাক ভালো লাগা জেনে আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবে ভালো লাগাটুকু।

শুভকামনা জানবেন সবসময়

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বাকপ্রবাস বলেছেন: আপনার কন্ঠ সুন্দর, গানের কথা ও সুরও চমৎকার হয়েছে। সবমিলে ভাল লেগেছে। ++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত হলাম ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার গানের গলা বেশ ভালো। কথা ও সুর দারুণ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনে আনন্দিত হলাম ভাই, প্রশংসা পেয়ে অনেক উৎসাহিত, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য,
শুভ সন্ধ্যা

২১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

তারেক ফাহিম বলেছেন: খালি গলায় অনেক সুন্দর গাইলেন প্রিয়।

কেমন আছেন?

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আরে ফাহিম ভাই! অনেকদিন পর আপনার সাক্ষাৎ পেলাম, ভালো আছি ভাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। নতুন কর্মস্থলে সামান্য বিষণ্ণতা আছে মনে এই আরকি।
আপনি ভালো আছেন নিশ্চয়।

প্রশংসাটুকু আমাকে আনন্দিত করেছে ভাই, অনেক উৎসাহিত হলাম, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

২২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন: ভালো লেগেছে কবি ও গায়ক

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক আনন্দের ও প্রেরণার।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন কবি ভাই।
দোয়া রাইখেন।

শুভকামনা আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.