নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| ভাবছি ||

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২



ভাবছি এবার বদলে যাবো আমি,
কাঁদবো না আর দুঃখে কোনো,
উড়ব না আর উটকো ঝড়ে,
মন খারাপের হৃদয় খানি ঝেড়ে মুছে রং ছিটিয়ে,
রঙিন করে চোখের পাতা ভাসবো মেঘে মেঘে ☁
রংধনুর ওই ভিন্ন রঙে জীবনটাকে পাল্টে নেবো,
মনের ঘরে পুষবো না আর-
কষ্ট নামের ব্যথার পাহাড়,
শ্রাবণ হয়ে ঝরবে না আর আমার দুটি আঁখি।

ভাবছি অনেক ভুলবো এবার,
বন্ধ করে মনের দোয়ার চলবো একা পথে।
অনেক কষ্ট চাওয়ার পরে,
যার মনে'তে হলোনা ঠাঁই লাভ কি ভেবে তাকে?
বোধ এসেছে কষ্টে পুড়ে,
পাথর হৃদয় নড়বে না আর নিজের জায়গা থেকে;
ডাকবে না আর চোখের নেশায়,
যে খুশিতে হৃদয় পোড়ায়,
চাইবো না আর আলিঙ্গনে মিথ্যে পরশ পেতে।
ছলনার ওই সুখ মাড়িয়ে কষ্টে নাহয় জীবন যাবে,
তবুও ভাল হৃদয়হীনার দেখবো না মুখ সন্ধ্যা সকাল।
না পাই যদি হৃদয় কোঠা কি লাভ ক্ষণিক সাজব পাঠা,
কয়দিনের আর জীবন যৌবন? থাকে না চিরকাল;
সময় হলে ছাড়বে মোরে খুঁজবে পথ যাওয়ার।




I Wonder __Naim Jahangir Noyon

I think I'll change now,
Do not cry or regret,
Do not fly and the storm hits,
The heart of the heart is shattered by sprinkling dry colors,
The color of the eyelids float in the cloud clouds
Change the life of different colors in the rainbow
I will not mind in the home of the room
The pain of pain is the pain,
Do not fall asleep and my two eyes

Do not forget to forget a lot,
The only way to stop is to walk alone on the way.
After getting so much trouble,
Who does not think of the gain in his mind?
The feeling has come to burn hard,
The stone's heart does not move and from its place;
Do not call and your eyesight,
That's the kind of heart that burns,
Do not want to get embroiled and lie in bed.
The happiness of trembling happiness will lead to life,
But do not look good hearted, face evening morning.
If you do not get a heart, send it to me
How many days of life are youth? Do not live forever,
When the time will go, Mor will look for the way.



গতকালের কবিতার ইংরেজি ভার্সন আজ রেখে গেলাম, থাকুক নাহয় আড়ালেই আমার ব্লগে।
ছবি কৃতজ্ঞতা ফেসবুক, ০২-০৯-২০১৮ইং, শেরপুর

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৪

মানুষ বলেছেন: কঠিন কবিতা! বিশেষ করে "না পাই যদি হৃদয় কোঠা কি লাভ ক্ষণিক সাজব পাঠা" এই লাইন পড়ে দুচোখ বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা অশ্রুবিন্দু।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ মন্তব্য রেখে গেছেন ভাই, আমি অত্যন্ত আনন্দিত সৃষ্টি সুখে, উৎসাহিত, আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞ ভাই।
দোয়া রাখবেন ভাই।

বুঝেছি অনেক কষ্টে আপনারাও নয়নে ভাসায় শ্রাবণ,

শুভকামনা আপনার জন্য সবসময়

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


নতুন ভাবনা, কি হবে অকারণ আশায় আশায় দিন গুণে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা শ্রদ্ধেয় ভাবনার পরিবর্তন করতে চেষ্টা করছি, আমি আর কোন আশার মালা গাঁথতে চাই না।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় সুপ্রিয়।

শুভকামনা আপনার জন্য সবসময়

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৯

মাহমুদুর রহমান বলেছেন: অনেক কষ্ট চাওয়ার পরে,
যার মনে'তে হলোনা ঠাঁই লাভ কি ভেবে তাকে?

আসলে যে কোন লাভ নেই,মানুষ এটা মানতে চায় না।
কারণটাও সীমাহীন আবেগের পার্শ্বপ্রতিক্রিয়ার ফল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন মাহমুদুর ভাই, আসলে মানলেও ভুলা যায়না কখনো, ফিরে ফিরে আসে।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোয়া রাখবেন

শুভকামনা আপনার জন্য

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০২

স্রাঞ্জি সে বলেছেন:

আপনি ভাবতে থাকেন। আশা কোন নিরাশা হয় না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, দোয়া করবেন, আমি ভাবছি, ভাবতেই থাকবো

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

শুভকামনা জানবেন

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



নয়ন ভাই; দারুণ ছন্দময় একটি কবিতা পড়লাম ৷ কবিতার পরতে পরতে আছে জিজ্ঞাসা আর অভিমানের বাঁশি ৷ আপনি অনেক ভেবে, সময় নিয়ে কবিতার ভাব ভাষা বুঝে কবিতা লেখেন ৷কবিতা লেখতে লাগে খাটুনী আর শাণিত মস্তিষ্ক; থাকতে হয় নিজস্ব ফিলসোফি ৷যার সবটাই আপনার মাঝে আছে ৷একটি সাজেশন দেব, 'শেষ দেড় লাইন নিয়ে আরেকটু ভাবলে মনে হয় আরো সুন্দর পরিসমাপ্তি হবে ৷

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন শ্রদ্ধেয় প্রিয় ভাই, প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে।
আন্তরিক পরামর্শে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কিন্তু ভাই বুঝতে পারতেছি না শেষের দেড় লাইন কি করতে পারি।

শুভকামনা জানবেন ভাই

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৩

ওমেরা বলেছেন: ভাল ডিসিশন ভাল লাগল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু দোয়া রাখবেন, মন্তব্যে কৃতজ্ঞতা

শুভকামনা জানবেন আপু

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নয়নভাই,

কবিতা ভালো লেগেছে। কিন্তু মনটা যে দিলেন বিষাদে ভরে। জীবনে সব কষ্ট যদি বহন করতে হয় তাহলে একা পথে কেমনে চলবো? অত্যন্ত সুন্দর কবিতা। ++

শুভেচ্ছা নিয়েন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই, প্রাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৭

সনেট কবি বলেছেন: কবিতা বরাবরের মতই ভাল হয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সুপ্রিয় শ্রদ্ধেয়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয় কবিবর

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: A pure smile can conquer million hearts..

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

I do not know English, but I understand how easy English is...
Yes, brother, it is very necessary for people to be happy, thank you, comments, always wish

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে।+

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি, আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
দোয়া রাখবেন,

শুভকামনা জানবেন সবসময়

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লেগেছে খুব.।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা রইলো আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.